শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
(Filmfare Award for Best Supporting Actress থেকে পুনর্নির্দেশিত)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৫ (১৯৫৪-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | ফররুখ জাফর গুলাবো সিতাবো (২০২০) |
ওয়েবসাইট | filmfareawards |
প্রথমবার এই পুরস্কার অর্জন করেন ঊষা কিরণ। নিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জী ও সুপ্রিয়া পাঠক যৌথভাবে সর্বাধিক তিনবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। ব্ল্যাক (২০০৫)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত আয়েশা কাপুর এই বিভাগের কনিষ্ঠতম পুরস্কার বিজেতা, অন্যদিকে বাধাই হো (২০১৮)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত সুরেখা সিক্রি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা। সাম্প্রতিক বিজয়ী ফররুখ জাফর গুলাবো সিতাবো (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন, তিনি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা।।
বিজয়ী অভিনেত্রী
সম্পাদনা- গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
১৯৫০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৫৪ (২য়) |
ঊষা কিরণ | ঊষা | বাদবাঁ | [১] |
১৯৫৫ (৩য়) |
নিরূপা রায় | মালতি | মুনিমজী | |
গীতা বলি | বাসন্তী | কবি | ||
সূর্য কুমারী | রাজরানী | উড়ান খাটোলা | ||
১৯৫৬ (৪র্থ) |
বৈজয়ন্তীমালা | চন্দমুখী | দেবদাস | |
১৯৫৭ (৫ম) |
শ্যামা | চঞ্চল | শারদা | |
নন্দা | লতা | ভাবী | ||
১৯৫৮ (৬ষ্ঠ) |
নলিনী জয়বন্ত | কিশোরী | কালা পানি | |
ললিতা পবার | রুক্মিণী সিং | পরবরিশ | ||
লীলা চিটনিস | মা | সাধন | ||
১৯৫৯ (৭ম) |
ললিতা পবার | মিসেস এল. সুজা | আনাড়ি | |
অনিতা গুহ | রামকলি (রামি) | গুঞ্জ উঠি সেহনাই | ||
শশীকলা | রমা চৌধুরী | সুজাতা |
১৯৬০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
১৯৬০ (৮ম) |
নন্দা | নন্দা | আঁচল | [১] |
ললিতা পবার | মা | আঁচল | ||
কুমকুম | রাজলক্ষ্মী | কোহিনূর | ||
১৯৬১ (৯ম) |
নিরূপা রায় | মনোরমা / আয়া | ছায়া | |
শুভা খোটে | রাগিনী | ঘরানা | ||
শুভা খোটে | সীতা | সসুরাল | ||
১৯৬২ (১০ম) |
শশীকলা | জসবন্তী | আরতি | |
ওয়াহিদা রেহমান | জবা | সাহিব বিবি অউর গুলাম | ||
ললিতা পবার | সীতা দেবী বর্মা | প্রফেসর | ||
১৯৬৩ (১১তম) |
শশীকলা | লীলা / মিস রবার্টস | গুমরাহ | |
অমিতা | নাসিম | মেরে মেহবুব | ||
নিম্মী | নাজমা | মেরে মেহবুব | ||
১৯৬৪ (১২তম) |
নিরূপা রায় | শোভা | সেহনাই | |
ললিতা পবার | দাই মা | কোহরা | ||
শশীকলা | রূপা | আয়ে মিলন কী বেলা | ||
১৯৬৫ (১৩তম) |
পদ্মিনী | ভানু | কাজল | |
শশীকলা | ডাক্তার নীতা বর্মা | হিমালয় কী গোদ মেঁ | ||
হেলেন | মিস কিটি | গুমনাম | ||
১৯৬৬ (১৪তম) |
সিমি গারেওয়াল | ডাক্তার অঞ্জলি | দো বদন | |
শশীকলা | অনিতা বকশী "অ্যানি" | অনুপমা | ||
শশীকলা | রিতা | ফুল অউর পাত্থর | ||
১৯৬৭ (১৫তম) |
যমুনা | গৌরী | মিলন | |
তনুজা | অঞ্জলি "অঞ্জু" নাথ | জুয়েল থিফ | ||
মুমতাজ | শান্তা | রাম অউর শ্যাম | ||
১৯৬৮ (১৬তম) |
সিমি গারেওয়াল | রজনী | সাথী | |
শশীকলা | চঞ্চল | নীল কমল | ||
হেলেন | বীরা | শিকার | ||
১৯৬৯ (১৭তম) |
তনুজা | ধন্নো | পয়সা ইয়া প্যায়ার | |
বিন্দু | রেনু | ইত্তেফাক | ||
ফরিদা জালাল | রেনু | আরাধনা |
১৯৭০-এর দশক
সম্পাদনা
১৯৮০-এর দশক
সম্পাদনা১৯৯০-এর দশক
সম্পাদনা২০০০-এর দশক
সম্পাদনা২০১০-এর দশক
সম্পাদনা২০২০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
অভিনেত্রী | ভূমিকা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
২০২০ (৬৬তম) |
ফররুখ জাফর | ফাতিমা বেগম | গুলাবো সিতাবো | [৪] |
তানবী আজমী | সুলক্ষণা সভরওয়াল | থাপ্পড় | ||
নীনা গুপ্তা | সুনয়না ত্রিপাঠি | শুভ মঙ্গল জ্যাদা সাবধান | ||
মানবী গগরু | রজনী "গুগল" ত্রিপাঠি | |||
ঋচা চড্ডা | মিনাল "মিনু" সিং | পাঙ্গা |
বিজয়ের পরিসংখ্যান
সম্পাদনাসর্বাধিক | অভিনেত্রী | রেকর্ড |
---|---|---|
সর্বাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী | নিরূপা রায় ফরিদা জালাল জয়া বচ্চন রানী মুখার্জী সুপ্রিয়া পাঠক |
৩ |
সর্বাধিক মনোনীত অভিনেত্রী | অরুণা ইরানী | ১০ |
সর্বাধিক মনোনীত অভিনেত্রী যিনি একবারো পুরস্কার পান নি | বিন্দু | ৭ |
এক বছরে সর্বাধিক মনোনীত অভিনেত্রী | শুভা খোটে (১৯৬১) শশীকলা (১৯৬৬) নূতন (১৯৭৩) বিন্দু (১৯৭৪) স্মিতা পাতিল (১৯৮৩) সুস্মিতা সেন (১৯৯৯) রানী মুখার্জী (২০০৪) কঙ্কনা সেন শর্মা (২০০৭) সিমা ভারগাওয়া পোওয়া (২০১৮) |
২ |
প্রবীণ বিজয়ী | ফররুখ জাফর | ৮৭/৮৮ বছর বয়সে |
প্রবীণ মনোনীত | ফররুখ জাফর | ৮৭/৮৮ বছর বয়সে |
সর্বকনিষ্ঠ বিজয়ী | আয়শা কাপুর | ১১ |
সর্বকনিষ্ঠ মনোনীত | আয়শা কাপুর | ১১ |
একাধিকবার বিজয়ী
সম্পাদনা- ৩টি বিজয়: নিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জী, সুপ্রিয়া পাঠক
- ২টি বিজয়: শশীকলা, সিমি গারেওয়াল, রাখী, রোহিণী হট্টঙ্গডি, অরুণা ইরানী, কঙ্কনা সেন শর্মা
একাধিকবার মনোনীত
সম্পাদনা- ১০টি মনোনয়ন : অরুণা ইরানি
- ৮টি মনোনয়ন : রাখী, শশীকলা
- ৭টি মনোনয়ন : বিন্দু, ফরিদা জালাল, রানী মুখার্জী
- ৬টি মনোনয়ন : রেখা
- ৫টি মনোনয়ন : হেলেন, ললিতা পবার, সুপ্রিয়া পাঠক, তানবী আজমী
- ৪টি মনোনয়ন : ডিম্পল কপাড়িয়া, কঙ্কনা সেন শর্মা, নন্দা, নিরূপা রায়, নূতন, রত্না পাঠক, রিমা লাগু, ওয়াহিদা রেহমান
- ৩টি মনোনয়ন : দীনা পাঠক, দিব্যা দত্ত, জয়া বচ্চন, কাল্কি কেকল্যাঁ, কারিনা কাপুর, কিরণ খের, প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রোহিণী হট্টঙ্গডি, শেফালী শাহ, সিমি গারেওয়াল, সুস্মিতা সেন, স্বরা ভাস্কর, তাবু
- ২টি মনোনয়ন : অমৃতা সিং, অনিতা কানওয়ার, অনুষ্কা শর্মা, আশা পারেখ, বিপাশা বসু, হুমা কোরেশী, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, মহিমা চৌধুরী, মুমতাজ, পদ্মিনী কোলহাপুরী, রঞ্জিতা কৌর, ঋচা চড্ডা, সিমা ভারগাওয়া পোওয়া, শাবানা আজমি, শাহানা গোস্বামী, শিল্পা শেঠী, শুভা খোটে, স্মিতা পাতিল, তনুজা
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "Filmfare Best Film Awards 1953-2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Award 2019 Winners - List of Filmfare Award Winners"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
- ↑ "Winners of 65th Amazon Filmfare Awards 2020"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Filmfare Awards 2021 Winner List"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।