শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
(Filmfare Award for Best Supporting Actress থেকে পুনর্নির্দেশিত)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
২০২১-এর বিজয়ী: ফররুখ জাফর
বিবরণচলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৫৫ (১৯৫৪-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতফররুখ জাফর
গুলাবো সিতাবো (২০২০)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

প্রথমবার এই পুরস্কার অর্জন করেন ঊষা কিরণনিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জীসুপ্রিয়া পাঠক যৌথভাবে সর্বাধিক তিনবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। ব্ল্যাক (২০০৫)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত আয়েশা কাপুর এই বিভাগের কনিষ্ঠতম পুরস্কার বিজেতা, অন্যদিকে বাধাই হো (২০১৮)-এর জন্য পুরস্কারপ্রাপ্ত সুরেখা সিক্রি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা। সাম্প্রতিক বিজয়ী ফররুখ জাফর গুলাবো সিতাবো (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন, তিনি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজেতা।।

বিজয়ী অভিনেত্রী

সম্পাদনা
 
ঊষা কিরণ এই বিভাগের প্রথম পুরস্কার বিজয়ী
 
নিরূপা রায় মুনিমজী (১৯৫৫), ছায়া (১৯৬১) ও সেহনাই (১৯৬৪)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
 
বৈজয়ন্তীমালা দেবদাস (১৯৫৫)-এর চন্দ্রমুখী চরিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন
 
শশীকলা আরতি (১৯৬২) ও গুমরাহ (১৯৬৩)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
 
সিমি গারেওয়াল দো বদন (১৯৬৬) ও সাথী (১৯৬৮)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
 
ফরিদা জালাল পারস (১৯৭১), হেনা (১৯৯১), ও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
 
রাখী দাগ (১৯৭৩) ও রাম লখন (১৯৮৯)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
 
সুপ্রিয়া পাঠক কলিযুগ (১৯৮১), বাজার (১৯৮২) ও গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
 
অরুণা ইরানি পেট প্যায়ার অউর পাপ (১৯৮৪) ও বেটা (১৯৯২)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন
 
সোনু ওয়ালিয়া খুন ভরি মাঙ্গ (১৯৮৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
অমৃতা সিং আয়না (১৯৯৩)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
ডিম্পল কপাড়িয়া ক্রান্তিবীর (১৯৯৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
রেখা খিলাড়িওঁ কা খিলাড়ি (১৯৯৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
কারিশমা কাপুর দিল তো পাগল হ্যায় (১৯৯৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
রানী মুখার্জী কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), যুবা (২০০৪), ও নো ওয়ান কিলড জেসিকা (২০১১)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
 
সুস্মিতা সেন বিবি নাম্বার ওয়ান (১৯৯৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
জয়া বচ্চন ফিজা (২০০০), কভি খুশি কভি গম... (২০০১), ও কাল হো না হো (২০০৩)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন
 
মাধুরী দীক্ষিত দেবদাস (২০০২)-এর চন্দ্রমুখী চরিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই চরিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
 
আয়শা কাপুর ব্ল্যাক (২০০৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
কঙ্কনা সেন শর্মা ওমকারা (২০০৬) ও লাইফ ইন আ... মেট্রো (২০০৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
কঙ্গনা রানাওয়াত ফ্যাশন (২০০৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
কাল্কি কেকল্যাঁ দেব.ডি (২০০৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
কারিনা কাপুর উই আর ফ্যামিলি (২০১০)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
অনুষ্কা শর্মা জব তক হ্যায় জান (২০১২)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
তাবু হায়দার (২০১৪)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
প্রিয়াঙ্কা চোপড়া বাজীরাও মস্তানী (২০১৫)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
শাবানা আজমি নীরজা (২০১৬)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
মেহের বিজ সিক্রেট সুপারস্টার (২০১৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
সুরেখা সিকরি বাধাই হো (২০১৮)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
 
অমৃতা সুভাষ গল্লি বয় (২০১৯)-এর জন্য এই পুরস্কার লাভ করেন
  • গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

১৯৫০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৫৪
(২য়)
ঊষা কিরণ ঊষা বাদবাঁ []
১৯৫৫
(৩য়)
নিরূপা রায় মালতি মুনিমজী
গীতা বলি বাসন্তী কবি
সূর্য কুমারী রাজরানী উড়ান খাটোলা
১৯৫৬
(৪র্থ)
বৈজয়ন্তীমালা চন্দমুখী দেবদাস
১৯৫৭
(৫ম)
শ্যামা চঞ্চল শারদা
নন্দা লতা ভাবী
১৯৫৮
(৬ষ্ঠ)
নলিনী জয়বন্ত কিশোরী কালা পানি
ললিতা পবার রুক্মিণী সিং পরবরিশ
লীলা চিটনিস মা সাধন
১৯৫৯
(৭ম)
ললিতা পবার মিসেস এল. সুজা আনাড়ি
অনিতা গুহ রামকলি (রামি) গুঞ্জ উঠি সেহনাই
শশীকলা রমা চৌধুরী সুজাতা

১৯৬০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৬০
(৮ম)
নন্দা নন্দা আঁচল []
ললিতা পবার মা আঁচল
কুমকুম রাজলক্ষ্মী কোহিনূর
১৯৬১
(৯ম)
নিরূপা রায় মনোরমা / আয়া ছায়া
শুভা খোটে রাগিনী ঘরানা
শুভা খোটে সীতা সসুরাল
১৯৬২
(১০ম)
শশীকলা জসবন্তী আরতি
ওয়াহিদা রেহমান জবা সাহিব বিবি অউর গুলাম
ললিতা পবার সীতা দেবী বর্মা প্রফেসর
১৯৬৩
(১১তম)
শশীকলা লীলা / মিস রবার্টস গুমরাহ
অমিতা নাসিম মেরে মেহবুব
নিম্মী নাজমা মেরে মেহবুব
১৯৬৪
(১২তম)
নিরূপা রায় শোভা সেহনাই
ললিতা পবার দাই মা কোহরা
শশীকলা রূপা আয়ে মিলন কী বেলা
১৯৬৫
(১৩তম)
পদ্মিনী ভানু কাজল
শশীকলা ডাক্তার নীতা বর্মা হিমালয় কী গোদ মেঁ
হেলেন মিস কিটি গুমনাম
১৯৬৬
(১৪তম)
সিমি গারেওয়াল ডাক্তার অঞ্জলি দো বদন
শশীকলা অনিতা বকশী "অ্যানি" অনুপমা
শশীকলা রিতা ফুল অউর পাত্থর
১৯৬৭
(১৫তম)
যমুনা গৌরী মিলন
তনুজা অঞ্জলি "অঞ্জু" নাথ জুয়েল থিফ
মুমতাজ শান্তা রাম অউর শ্যাম
১৯৬৮
(১৬তম)
সিমি গারেওয়াল রজনী সাথী
শশীকলা চঞ্চল নীল কমল
হেলেন বীরা শিকার
১৯৬৯
(১৭তম)
তনুজা ধন্নো পয়সা ইয়া প্যায়ার
বিন্দু রেনু ইত্তেফাক
ফরিদা জালাল রেনু আরাধনা

১৯৭০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৭০
(১৮তম)
চাঁদ উসমানি চম্পা পেহচান []
বিন্দু নীলা আলোপি প্রসাদ দো রাস্তে
মুমতাজ রিতা আদমি অউর ইনসান
১৯৭১
(১৯তম)
ফরিদা জালাল বেলা সিং পারস
অরুণা ইরানি নিশা কারবাঁ
হেলেন লিলি এলান
১৯৭২
(২০তম)
জিনাত আমান জসবীর জৈসওয়াল/জেনিস হরে রামা হরে কৃষ্ণ
নাজিমা মীনা বে-ঈমান
বিন্দু মালা দাস্তান
১৯৭৩
(২১তম)
রাখী চাঁদনী দাগ: আ পোয়েম অব লাভ
অরুণা ইরানি নিমা ববি
নূতন অনু রাই অনুরাগ
মেহজুবি সওদাগর
বিন্দু চিত্রা অভিমান
১৯৭৪
(২২তম)
দুর্গা খোটে পার্বতী বিদাই
জয়শ্রী টি. নৃত্যশিল্পী রেশম কি ডোরি
বিন্দু কামিনি সিং হাওয়াস
রিতা ইমতিহান
মৌসুমী চট্টোপাধ্যায় তুলসী রোটি কাপড়া অউর মাকান
১৯৭৫
(২৩তম)
নাদিরা মার্গারেট "ম্যাগি" জুলি
অরুণা ইরানি রেখা দো ঝুট
ফরিদা জালাল রেনু খান্না মজবুর
নিরূপা রায় সুমিত্রা দেবী দিওয়ার
প্রেমা নারায়ণ ধন্নো অমানুষ
১৯৭৬
(২৪তম)
কাজরী চন্দ্রা বালিকা বধূ
আশা পারেখ শান্তা উধার কা সিন্দুর
ওয়াহিদা রেহমান অঞ্জলি মালহোত্রা কভি কভি
বিন্দু সরলা শুক্লা অর্জুন পণ্ডিত
দীনা পাঠক গঙ্গু রানি মৌসম
১৯৭৭
(২৫তম)
আশা সচদেব রেনু প্রিয়তমা
অরুণা ইরানি শান্তিমোহন শর্মা/শান্তি "শান্নো" দেবী খুন পাসিনা
নাজনীন পার্বতী দিলদার
ফরিদা জালাল মিসেস সুব্রাহ্মণিয়াম শাক
রাখী নিশা দোসরা আদমি
১৯৭৮
(২৬তম)
রীনা রায় কামিনী আগরওয়াল আপনাপন
আশা পারেখ তুলসী চৌহান ম্যাঁয় তুলসী তেরে অঙ্গন কী
নূতন সংযুক্তা চৌহান
রঞ্জিতা নির্মলা দেশপাণ্ডে পতি পত্নী অউর ও
রেখা জোহরা বেগম মুকাদ্দর কা সিকান্দর
১৯৭৯
(২৭তম)
হেলেন সুজি লহু কে দো রং
জেনিফার কেন্ডাল মিসেস মরিয়ম লাবাডুর জুনুন
দীনা পাঠক মিসেস কমলা শ্রীবাস্তব গোল মাল
নীতু সিং চান্নো কালা পাত্থর
ফরিদা জালাল লায়লা জুরমানা


১৯৮০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৮০
(২৮তম)
পদ্মিনী কোলহাপুরী নীতু সাক্সেনা ইনসাফ কা তারাজু []
আশালতা সিদ্ধেশ্বরী আপনে পরায়ে
তল্লুরি রমেশ্বরী মালা আশা
দীনা পাঠক নির্মলা গুপ্তা খুবসুরত
সিমি গারেওয়াল কামিনী বর্মা কর্জ
১৯৮১
(২৯তম)
সুপ্রিয়া পাঠক সুভদ্রা কলিযুগ
অরুণা ইরানি ক্যাথি ডিসুজা রকি
নন্দা সঙ্গীতা আহিস্তা আহিস্তা
মাধবী সপ্না এক দুজে কে লিয়ে
সারিকা অনিতা কোহলি শারদা
১৯৮২
(৩০তম)
সুপ্রিয়া পাঠক শবনম বাজার
ওয়াহিদা রেহমান জ্যোতি নমকিন
কিরণ বৈরালে চিঙ্কি
নন্দা ছোটি মা প্রেম রোগ
রঞ্জিতা শান্তি তেরি কসম
১৯৮৩
(৩১তম)
রোহিণী হট্টঙ্গডি বাঈ অর্থ
পদ্মিনী কোলহাপুরী রাধা সৌতন
স্মিতা পাতিল কবিতা সান্যাল অর্থ
জিনাত মন্ডি
রেখা শকুন্তলা মুঝে ইনসাফ চাহিয়ে
১৯৮৪
(৩২তম)
অরুণা ইরানি জনকী" পেট প্যায়ার অউর পাপ
রেহানা সুলতান কল্যাণী এম. শর্মা হাম রাহে না হাম
রোহিণী হট্টঙ্গডি শোভা ভাবনা
শর্মিলা টাকুর সিতারা সানি
সোনি রাজদান সুজাতা সুমন সারাংশ
১৯৮৬
(৩৩তম)
নূতন আরতি মেরি জাং
অনিতা কানওয়ার নলিনী জনম
তানবী আজমী সীতা প্যায়ারি বেহনা
মধুর জাফরী কমলা দেবী সাগর
রাখী সুজাতা শর্মা সাহেব
সুষমা শেঠ আমিনা বাঈ তাওয়ায়ফ
১৯৮৮
(৩৪তম)
সোনু ওয়ালিয়া নন্দিনী খুন ভরি মাঙ্গ
অনুরাধা পটেল মায়া ইজাজত
পল্লবী জোশি সরোজ অন্ধ যুদ্ধ
১৯৮৯
(৩৫তম)
রাখী শারদা প্রতাপ সিং রাম লখন
অনিতা কানওয়ার রেখা গোলুব সালাম বম্বে!
ওয়াহিদা রেহমান লতা খান্না চাঁদনী
রিমা লাগু কৌশল্যা চৌধুরী ম্যায়নে প্যায়ার কিয়া
সুজাতা মেহতা চঞ্চল এস যাদব ইয়াতিম

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯০
(৩৬তম)
রোহিণী হট্টঙ্গডি সুহাসিনী চবন অগ্নিপথ []
রাধিকা লক্ষ্মী আজ কা অর্জুন
রিমা লাগু মিসেস বিক্রম রায় আশিকি
সংগীতা বিজলানি গীতা সরাভাই জুর্ম
১৯৯১
(৩৭তম)
ফরিদা জালাল বিবি গুল হেনা
ওয়াহিদা রেহমান দাইজান লামহে
দীপা সাহি আরতি মালহোত্রা হাম
রমা বিজ সুপারইন্টেন্ডেন্ট প্রভাবতী প্রেম কয়েদি
১৯৯২
(৩৮তম)
অরুণা ইরানি লক্ষ্মী বেটা
পূজা বেদী দেবিকা জো জিতা ওহি সিকান্দর
শিল্পা শিরোদকর ইনস্পেক্টর হেনা রণবীর শেঠী খুদা গাওয়া
১৯৯৩
(৩৯তম)
অমৃতা সিং রোমা মথুর আয়না
অনু আগরওয়াল কিরণ/অনুরাধা আর. বকশি খল-নায়িকা
ডিম্পল কপাড়িয়া শান্তি গরদিশ
রাখী সাবিত্রী আনাড়ি
শিল্পা শেঠী সীমা চোপড়া বাজিগর
১৯৯৪
(৪০তম)
ডিম্পল কপাড়িয়া মেঘা দীক্ষিত ক্রান্তিবীর
অরুণা ইরানি আশা শর্মা সুহাগ
রবীনা ট্যান্ডন কাজল বনসল লাডলা
রিমা লাগু মধুকলা চৌধুরী হাম আপকে হ্যাঁয় কৌন..?
রেণুকা শাহানে পূজা চৌধুরী
১৯৯৫
(৪১তম)
ফরিদা জালাল লাজবন্তী সিং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
অরুণা ইরানি গায়েত্রীদেবী সিং কর্তব্য
তানবী আজমী ফরিদা অকেলে হাম অকেলে তুম
রাখী দুর্গা সিং করন অর্জুন
রীতা ভাদুড়ী সুমত্রা গারেওয়াল রাজা
১৯৯৬
(৪২তম)
রেখা ম্যাডাম মায়া খিলাড়িওঁ কা খিলাড়ি
অর্চনা পুরন সিং শালিনী "শালু" সেহগল রাজা হিন্দুস্তানী
তাবু তুলসীবাই জিৎ
সীমা বিশ্বাস ফ্ল্যাভি ব্র্যাগাঞ্জা খামোশী: দ্য মিউজিক্যাল
হেলেন মারিয়া ব্র্যাগাঞ্জা
১৯৯৭
(৪৩তম)
কারিশমা কাপুর নিশা দিল তো পাগল হ্যায়
অরুণা ইরানি ভাগ্যলক্ষ্মী দীক্ষিত গুলাম-এ-মুস্তাফা
উর্মিলা মাতন্ডকর জাহ্নবী সাহনি জুদাই
পূজা বাত্রা অনিতা বিরাসত
রাখী মিসেস সুজাতা সিং বর্ডার
১৯৯৮
(৪৪তম)
রানী মুখার্জী টিনা মালহোত্রা কুছ কুছ হোতা হ্যায়
তানবী আজমী মিসেস পূর্ণিমা সেহগল দুশমন
প্রীতি জিন্টা প্রীতি নায়া দিল সে..
রাখী গীতা মালহোত্রা সোলজার
শেফালী শাহ প্যায়ারি মহাত্রে সত্য
১৯৯৯
(৪৫তম)
সুস্মিতা সেন রূপালি ওয়ালিয়া বিবি নাম্বার ওয়ান
মহিমা চৌধুরী কবিতা কিশোর দিল ক্যায়া করে
রিমা লাগু শান্তা শিবলখর বাস্তব: দ্য রিয়ালিটি
সুস্মিতা সেন নেহা সির্ফ তুম
সুহাসিনী মুলে মালতি বর্ভে হু তু তু

২০০০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০
(৪৬তম)
জয়া বচ্চন নিশতবী ইকরামুল্লাহ ফিজা
ঐশ্বর্যা রাই মেঘা শঙ্কর মোহাব্বতে
মহিমা চৌধুরী শীতল বর্মা ধড়কন
রানী মুখার্জী পূজা ওবেরয় হর দিল জো প্যায়ার করেগা
সোনালী কুলকার্নী নীলিমা খান মিশন কাশ্মীর
২০০১
(৪৭তম)
জয়া বচ্চন নন্দিনী রাইচাঁদ কভি খুশি কভি গম...
কারিনা কাপুর পূজা "পু" শর্মা কভি খুশি কভি গম...
প্রীতি জিন্টা মধুবালা চোরি চোরি চুপকে চুপকে
মাধুরী দীক্ষিত জনকী লজ্জা
রেখা রামদুলারী
২০০২
(৪৮তম)
মাধুরী দীক্ষিত চন্দ্রমুখী দেবদাস
অন্তরা মলি কান্নু কোম্পানি
কিরণ খের সুমিত্রা চক্রবর্তী দেবদাস
শিল্পা শেঠী বৈজয়ন্তী রিশ্‌তে
সুস্মিতা সেন সিয়া শেঠ ফিলহাল...
২০০৩
(৪৯তম)
জয়া বচ্চন জেনিফার কাপুর কাল হো না হো
প্রিয়াঙ্কা চোপড়া জিয়া সিংহানিয়া আন্দাজ
রেখা সোনিয়া মেহরা কোই... মিল গয়া
শাবানা আজমি রুখসানা জামাল তেহজাব
শেহনাজ ট্রেজারি আলিসা সাহায় ইশ্‌ক ভিশ্‌ক
২০০৪
(৫০তম)
রানী মুখার্জী শশী সিং যুবা
অমৃতা রাও সঞ্জনা বকশি ম্যাঁয় হুঁ না
দিব্যা দত্তা শাবানা "শাব্বো" ইব্রাহিম বীর-জারা
প্রিয়াঙ্কা চোপড়া সোনিয়া রয় অ্যায়তরাজ
রানী মুখার্জী সামিয়া সিদ্দিকী বীর-জারা
২০০৫
(৫১তম)
আয়শা কাপুর মিশেল ম্যাকনেলি ব্ল্যাক
বিপাশা বসু ববি নো এন্ট্রি
শেফালী শাহ সুমিত্রা ঠাকুর ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইন্সট টাইম
শ্বেতা বসু প্রসাদ খাদিজা ইকবাল
সন্ধ্যা মৃদুল পার্ল সেকেইরা পেজ থ্রি
২০০৬
(৫২তম)
কঙ্কনা সেন শর্মা ইন্দু ত্যাগী ওমকারা
কিরণ খের মিত্রো রং দে বাসন্তী
প্রীতি জিন্টা রিয়া সরন কভি আলভিদা না কেহনা
রেখা সোনিয়া মেহরা কৃষ
সোহা আলি খান সোনিয়া দুর্গাবতী দেবী ভোহরা রং দে বাসন্তী
২০০৭
(৫৩তম)
কঙ্কনা সেন শর্মা শ্রুতি ঘোষ লাইফ ইন আ... মেট্রো
তিলোত্তমা সোম বনি বকশি আ ডেথ ইন দ্য গঞ্জ
কঙ্কনা সেন শর্মা শুভবরী "চুটকি" সাহায় লাগা চুনারি মেঁ দাগ
টিস্কা চোপড়া মায়া আবস্তী তারে জমিন পর
শিল্পা শুক্লা বিন্দিয়া নায়েক চাক দে! ইন্ডিয়া
২০০৮
(৫৪তম)
কঙ্গনা রানাওয়াত সোনালী গুজরল ফ্যাশন
কিরণ খের মিসেস আচার্য দোস্তানা
বিপাশা বসু রাধিকা/শ্রেয়া রাঠোড় বাচনা অ্যায় হাসিনো
রত্না পাঠক শাহ সাবিত্রি রাঠোড় জানে তু... ইয়া জানে না
শাহানা গোস্বামী ডেবি মাসকারেনহান রক অন!!
২০০৯
(৫৫তম)
কাল্কি কেকল্যাঁ চান্দা দেব.ডি
অরুন্ধতী নাগ পল্লবী পা
ডিম্পল কপাড়িয়া নীনা ওয়ালিয়া লাক বাই চান্স
দিব্যা দত্তা জালেবী দিল্লি-৬
শাহানা গোস্বামী মুনিরা ফিরাক
সুপ্রিয়া পাঠক সরিতা মেহরা ওয়েক আপ সিড

২০১০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০
(৫৬তম)
কারিনা কাপুর শ্রেয়া অরোরা উই আর ফ্যামিলি
অমৃতা পুরী শেফালী ঠাকুর আয়শা
প্রাচী দেসাই মুমতাজ ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই
রত্না পাঠক শাহ গীতা "গুড্ডি" পটনায়েক গোলমাল ৩
সুপ্রিয়া পাঠক হংস প্রফুল পারেখ খিচড়ি: দ্য মুভি
২০১১
(৫৭তম)
রানী মুখার্জী মীরা গৈতি নো ওয়ান কিলড জেসিকা
কাল্কি কেকল্যাঁ নাতাশা অরোরা জিন্দগি না মিলেগি দোবারা
জুহি চাওলা মেঘা আই এম
পরিণীতি চোপড়া ডিম্পল চড্ডা লেডিস ভার্সাস রিকি বেহল
স্বরা ভাস্কর পায়েল তনু ওয়েডস মনু
২০১২
(৫৮তম)
অনুষ্কা শর্মা আকিরা জব তক হ্যায় জান
ইলিয়ানা ডি'ক্রুজ শ্রুতি ঘোষ সেনগুপ্ত বর্ফী!
ঋচা চড্ডা নাগমা খাতুন গ্যাংস অফ ওয়াসেপুর
রানী মুখার্জী রোশনি শেখাওয়াত তালাশ: দি আনসার লাইজ উইদিন
হুমা কুরেশী মোহসিনা হামিদ গ্যাংস অফ ওয়াসেপুর
২০১৩
(৫৯তম)
সুপ্রিয়া পাঠক ধনকর "বা" সনেরা গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা
কঙ্কনা সেন শর্মা ডায়ানা এক থি ডায়ন
কাল্কি কেকল্যাঁ অদিতি মেহরা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
দিব্যা দত্তা ইশ্রি কৌর ভাগ মিলখা ভাগ
স্বরা ভাস্কর বিন্দিয়া ত্রিপাঠি রানঝানা
২০১৪
(৬০তম)
তাবু গজলা মীর হায়দার
অমৃতা সিং কবিতা মালহোত্রা টু স্টেটস
জুহি চাওলা সুমিত্রা দেবী গুলাব গ্যাং
ডিম্পল কপাড়িয়া রোজালিনা "রোজি" ইউক্যারিস্টিকা ফাইন্ডিং ফ্যানি
লিসা হেইডোন বিজয়লক্ষ্মী কুইন
২০১৫
(৬১তম)
প্রিয়াঙ্কা চোপড়া কাশীবাঈ বাজীরাও মস্তানী
অনুষ্কা শর্মা ফারাহ আলি দিল ধড়কনে দো
তানবী আজমী রাধাবাঈ বাজীরাও মস্তানী
তাবু ইনস্পেক্টর জেনারেল মীরা দেশমুখ দৃশ্যম
শেফালী শাহ নীলম মেহরা দিল ধড়কনে দো
হুমা কুরেশী জনকী "জিমলি" দাগাঁওকর বদলাপুর
২০১৬
(৬২তম)
শাবানা আজমি রমা ভনোট নীরজা
ঋচা চড্ডা সুখপ্রীত কৌর সরবজিৎ
কারিনা কাপুর ডক্টর প্রীত সাহনি উড়তা পাঞ্জাব
কীর্তি কুলহারি ফলক আলি পিঙ্ক
রত্না পাঠক শাহ সুনিতা কাপুর কাপুর অ্যান্ড সন্স
২০১৭
(৬৩তম)
মেহের বিজ নাজমা মালিক সিক্রেট সুপারস্টার
তিলোত্তমা সোম বনি বকশি আ ডেথ ইন দ্য গঞ্জ
সীমা পাহওয়া সুশীলা মিশ্র বরেলি কি বরফি
মিসেস জোশি শুভ মঙ্গল সাবধান
রত্না পাঠক শাহ উশা "রোজি" বাউজি লিপস্টিক আন্ডার মাই বুরখা
২০১৮
(৬৪তম)
সুরেখা সিকরি দুর্গা দেবী কৌশিক বাধাই হো []
ক্যাটরিনা কাইফ ববিতা কুমারী জিরো
গীতাঞ্জলি রাও প্রফেসর বিদ্যা আইয়ার অক্টোবর
যামিনী দাস নিম্মো শর্মা সুই দাগা
শিখা তালসানিয়া মীরা কৌর স্টিনসন বীরে দি ওয়েডিং
স্বরা ভাস্কর সাক্ষী সোনি
২০১৯
(৬৫তম)
অমৃতা সুভাষ রাজিয়া আহমেদ গল্লি বয় []
অমৃতা সিং রানি কৌর বদলা
কামিনী কৌশল সাধনা কৌর (দাদী) কবির সিং
জাইরা ওয়াসিম আয়শা চৌধরী দ্য স্কাই ইজ পিংক
মাধুরী দীক্ষিত বাহার বেগম কলঙ্ক
সীমা পাহওয়া আনরা (মৌসি) বালা

২০২০-এর দশক

সম্পাদনা
বছর
(আয়োজন)
অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০২০
(৬৬তম)
ফররুখ জাফর ফাতিমা বেগম গুলাবো সিতাবো []
তানবী আজমী সুলক্ষণা সভরওয়াল থাপ্পড়
নীনা গুপ্তা সুনয়না ত্রিপাঠি শুভ মঙ্গল জ্যাদা সাবধান
মানবী গগরু রজনী "গুগল" ত্রিপাঠি
ঋচা চড্ডা মিনাল "মিনু" সিং পাঙ্গা

বিজয়ের পরিসংখ্যান

সম্পাদনা
সর্বাধিক অভিনেত্রী রেকর্ড
সর্বাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিরূপা রায়
ফরিদা জালাল
জয়া বচ্চন
রানী মুখার্জী
সুপ্রিয়া পাঠক
সর্বাধিক মনোনীত অভিনেত্রী অরুণা ইরানী ১০
সর্বাধিক মনোনীত অভিনেত্রী যিনি একবারো পুরস্কার পান নি বিন্দু
এক বছরে সর্বাধিক মনোনীত অভিনেত্রী শুভা খোটে (১৯৬১)
শশীকলা (১৯৬৬)
নূতন (১৯৭৩)
বিন্দু (১৯৭৪)
স্মিতা পাতিল (১৯৮৩)
সুস্মিতা সেন (১৯৯৯)
রানী মুখার্জী (২০০৪)
কঙ্কনা সেন শর্মা (২০০৭)
সিমা ভারগাওয়া পোওয়া (২০১৮)
প্রবীণ বিজয়ী ফররুখ জাফর ৮৭/৮৮ বছর বয়সে
প্রবীণ মনোনীত ফররুখ জাফর ৮৭/৮৮ বছর বয়সে
সর্বকনিষ্ঠ বিজয়ী আয়শা কাপুর ১১
সর্বকনিষ্ঠ মনোনীত আয়শা কাপুর ১১

একাধিকবার বিজয়ী

সম্পাদনা
  • ৩টি বিজয়: নিরূপা রায়, ফরিদা জালাল, জয়া বচ্চন, রানী মুখার্জী, সুপ্রিয়া পাঠক
  • ২টি বিজয়: শশীকলা, সিমি গারেওয়াল, রাখী, রোহিণী হট্টঙ্গডি, অরুণা ইরানী, কঙ্কনা সেন শর্মা

একাধিকবার মনোনীত

সম্পাদনা


আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Filmfare Best Film Awards 1953-2000"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭ 
  2. "Filmfare Award 2019 Winners - List of Filmfare Award Winners"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১ 
  3. "Winners of 65th Amazon Filmfare Awards 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Filmfare Awards 2021 Winner List"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা