৫৬তম ফিল্মফেয়ার পুরস্কার

29 জানুয়ারী 2011 তারিখে মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে 56 তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠিত হয়েছিল, যা 2010 সালের জন্য সেরা চলচ্চিত্রকে সম্মানিত করে। ১৩ জানুয়ারি মনোনয়ন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের তারিখটি অস্বাভাবিক ছিল কারণ সাধারণত পুরস্কারগুলি ফেব্রুয়ারির শেষ শনিবার হোস্ট করা হয়। [] সম্প্রচারের তারিখ 6 ফেব্রুয়ারি 2011।

৫৬তম ফিল্মফেয়ার পুরস্কার
৫৬তম ফিল্মফেয়ার পুরস্কার
তারিখ২৯ জানুয়ারি ২০১১
স্থানযশ রাজ স্টুডিওজ, মুম্বই
উপস্থাপকইমরান খান
রণবীর কাপুর
করণ জোহর
বীর দাস
প্রাচী দেশাই
অনুষ্কা শর্মা
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রদাবাং
সর্বাধিক পুরস্কারউড়ান (৭)
সর্বাধিক মনোনয়নমাই নেম ইজ খান (১০)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (ভারত)
 ← ৫৫তম ফিল্মফেয়ার পুরস্কার ৫৭তম → 

মাই নেম ইজ খান সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করে, তারপরে দাবাং এবং উড়ান ৯টি করে মনোনয়ন লাভ করে।

এই আসরে উড়ান সেরা চলচ্চিত্র (সমালোচক) (বিক্রমাদিত্য মোতওয়ানে) এবং সেরা পার্শ্ব অভিনেতা (রনিত রায়)-সহ সর্বাধিক ৭টি পুরস্কার অর্জন করে।

রত্না পাঠক শাহ এবং সুপ্রিয়া পাঠক দুই বোন যথাক্রমে গোলমাল থ্রি এবং খিচড়ি: দ্য মুভি-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হন, কিন্তু উভয়েই উই আর ফ্যামিলি-এ অভিনয়ের জন্য পুরস্কৃত কারিনা কাপুরের কাছে হেরে যান।

পুরস্কার ও মনোনীত

সম্পাদনা

প্রধান পুরস্কার

সম্পাদনা

 

Best Film Best Director


Best Actor Best Actress
Best Supporting Actor Best Supporting Actress
Best Male Debut Best Female Debut
Best Music Director Best Lyricist
Best Playback Singer – Male Best Playback Singer – Female

সমালোচক পুরস্কার

সম্পাদনা
সেরা চলচ্চিত্র (সেরা পরিচালক)
  • উড়ান (বিক্রমাদিত্য মোতওয়ানে)
সেরা অভিনেতা সেরা অভিনেত্রী
  • ঋষি কাপুর -সন্তোষ দুগ্গালের চরিত্রে দো দুনি চার

কারিগরি পুরস্কার

সম্পাদনা
সেরা কাহিনি সেরা চিত্রনাট্য
সেরা সংলাপ সেরা সম্পাদনা
  • হাবিব ফয়সাল - দো দুনি চার
  • নম্রতা রাও – লাভ সেক্স আর ধোখা
সেরা নৃত্য পরিচালনা সেরা চিত্রগ্রহণ
  • ফারাহ খান - তিস মার খান থেকে " শীলা কি জাওয়ানি "
সেরা নির্মাণ পরিকল্পনা সেরা শব্দ পরিকল্পনা
  • মুকুন্দ গুপ্ত - দো দুনি চার
  • কুণাল শর্মা – উদান (টাই) প্রীতম দাস – লাভ সেক্স অর ধোখা
সেরা পোশাক পরিকল্পনা সেরা আবহ সঙ্গীত
  • বর্ষা ও শিল্পা – দো দুনি চার
সেরা বিশেষ প্রভাব সেরা মারপিট

বিশেষ পুরস্কার

সম্পাদনা
আজীবন সম্মাননা
আর ডি বর্মণ পুরস্কার
  • লাভ সেক্স অর ধোখার জন্য স্নেহা খানওয়ালকার
সেরা দৃশ্য
বিশেষ পুরস্কার

একাধিক জয়

সম্পাদনা

নিম্নলিখিত চলচ্চিত্রসমূহ একাধিক পুরস্কার এবং মনোনয়ন পেয়েছে।

চলচ্চিত্র পুরস্কার
উড়ান 7
দাবাং 6
দো দুনি চার 4
ইশকিয়া 3
লাভ সেক্স আর ধোখা 3
মাই নেম ইজ খান 3
তিস মার খাঁ 2
ব্যান্ড বাজা বারাত 2

সহযোগী

সম্পাদনা
  • আইডিয়া সেলুলার – টাইটেল স্পন্সর
  • পিসি জুয়েলার্স - সহযোগী স্পনসর
  • সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন - টেলিকাস্ট পার্টনার
  • ইউনাইটেড স্পিরিটস থেকে হোয়াইট এবং ম্যাকে - বেভারেজ পার্টনার
  • ব্রাইট আউটডোর মিডিয়া - আউটডোর পার্টনার
  • বড় সিনেমা - মাল্টিপ্লেক্স পার্টনার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Filmfare awards a month ahead of schedule"The Times of India। ১৪ জানুয়ারি ২০১১। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা