শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার

ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীর অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সালে প্রথম ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে ১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। নূতনকাজল দেবগন সর্বাধিক পাঁচবার এই বিভাগে পুরস্কার লাভ করেন।

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
Alia Bhatt promoting Badrinath Ki Dulhania.jpg
বর্তমান বিজয়ী: আলিয়া ভাট
বিবরণচলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে শ্রেষ্ঠ পরিবেশনকৃত অভিনেত্রীর জন্য
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃতমিনা কুমারী,
বাইজু বাওরা (১৯৫৪) (১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতআলিয়া ভাট,
গল্লি বয় (২০২০) (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য)
ওয়েবসাইটfilmfare.com/awards

প্রথমবার এই পুরস্কার অর্জন করেন মিনা কুমারীনূতন ও তার বোনঝি কাজল সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন। মাধুরী দীক্ষিত সর্বাধিক ১৪বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী আলিয়া ভাট গলি বয় (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করে টানা দ্বিতীয়বারের মত এই পুরস্কার লাভ করেন।

বৈচিত্র্যসম্পাদনা

বৈচিত্র অভিনেত্রী রেকর্ড
সর্বাধিক বিজয়ী নূতন, কাজল
সর্বাধিক মনোনীত মাধুরী দীক্ষিত ১৪
একক বছরে সকল মনোনীত মিনা কুমারী (১৯৬৩)
একক বছরে সর্বাধিক মনোনীত শাবানা আজমি (১৯৮৪)
একটানা মনোনীত মাধুরী দীক্ষিত (১৯৮৯-১৯৯৬) ১০
কোনো পুরস্কার জতো ছাড়াই সর্বাধিক মনোনীত তাবু
জেষ্ঠ্য বিজয়ী নূতন ৪২ বছর
জেষ্ঠ্য মনোনীত শর্মিলা ঠাকুর ৬১ বছর
সর্বকনিষ্ঠ বিজয়ী ডিম্পল কপাড়িয়া (১৯৭৩) ১৬
সর্বকনিষ্ঠ মনোনীত ডিম্পল কপাড়িয়া (১৯৭৩) ১৬

একাধিকবার বিজয়ীসম্পাদনা

বিজয় অভিনেত্রী
নূতন, কাজল
মিনা কুমারী, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান
বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন, শাবানা আজমি, আলিয়া ভাট
ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া, রেখা, শ্রীদেবী, কারিশমা কাপুর, ঐশ্বর্যা রাই, রাণী মুখার্জী, দীপিকা পাড়ুকোন

একাধিকবার মনোনীতসম্পাদনা

১৪ বার মনোনয়ন মাধুরী দীক্ষিত
১২ বার মনোনয়ন মিনা কুমারী
১১ বার মনোনয়ন হেমা মালিনী, কাজল
১০ বার মনোনয়ন ঐশ্বর্যা রাই, শ্রীদেবী, রাণী মুখার্জী, বিদ্যা বালান
৯ বার মনোনয়ন শাবানা আজমি
৮ বার মনোনয়ন জয়া বচ্চন, রাখী, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর
৭ বার মনোনয়ন জুহি চাওলা, নূতন, রেখা
৫ বার মনোনয়ন আলিয়া ভাট, কারিশমা কাপুর, তাবু, প্রীতি জিনতা,
৪ বার মনোনয়ন অনুষ্কা শর্মা, ওয়াহিদা রহমান, উর্মিলা মাতন্ডকর, ডিম্পল কাপাডিয়া, বৈজয়ন্তীমালা, মালা সিনহা, মনীষা কৈরালা, শর্মিলা ঠাকুর, সায়রা বানু, সোনম কাপুর, স্মিতা পাতিল,
৩ বার মনোনয়ন কঙ্গনা রানাওয়াত, জয়া প্রদা, প্রিয়াঙ্কা চোপড়া
২ বার মনোনয়ন অমীশা প্যাটেল, আশা পারেখ, ক্যাটরিনা কাইফ, জিনাত আমান, পরিণীতি চোপড়া, পদ্মিনী কোলাপুরি, বিপাশা বসু, মীনাক্ষী সেশাদ্রি, রতি অগ্নিহোত্রী, রীনা রায়, সাধনা শিবদাসানি, সুচিত্রা সেন

বিজয়ী ও মনোনীতসম্পাদনা

সূত্র
  বিজয়ীদের নির্দেশ করে

১৯৫০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
১৯৫৪
(১ম)
মিনা কুমারী   গৌরী বাইজু বাওরা [১]
একক মনোনীত
১৯৫৫
(২য়)
  মিনা কুমারী   ললিতা পরিণীতা [১]
একক মনোনীত
১৯৫৬
(৩য়)
  কামিনী কৌশল   বিরাজ চক্রবর্তী বিরাজ বহু [১]
গীতা বলি কমলা বচন
মিনা কুমারী শোভা আজাদ
১৯৫৭
(৪র্থ)
  নূতন   গৌরী সীমা [১]
একক মনোনীত
১৯৫৮
(৫ম)
  নার্গিস   রাধা মাদার ইন্ডিয়া [১]
একক মনোনীত
১৯৫৯
(৬ষ্ঠ)
  বৈজয়ন্তীমালা   চম্পাবাই / রজনী সাধনা [১]
মিনা কুমারী লীলা সাহারা
বৈজয়ন্তীমালা মধুমতী মধুমতী
১৯৬০
(৭ম)
  নূতন   সুজাতা সুজাতা [১]
মালা সিনহা মীনা খোসলা ধুল কা ফুল
মিনা কুমারী রত্না চিরাগ কাহাঁ রোশনী কাহাঁ

১৯৬০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
১৯৬১
(৮ম)
  বীণা রায়   পার্বতী / যমুনা ঘুঙ্গাট [১]
মধুবালা আনারকলি মুঘল-ই-আজম
নূতন শান্তি ছালিয়া
১৯৬২
(৯ম)
  বৈজয়ন্তীমালা   ধান্নো গঙ্গা যমনা [১]
পদ্মিনী কাম্মো জিস দেশ মেঁ গঙ্গা বেহতি হ্যায়
সায়রা বানু রাজকুমারী "রাজ" জঙ্গলী
১৯৬৩
(১০ম)
  মিনা কুমারী   ছোট বউ সাহিব বিবি অউর গুলাম [১]
মিনা কুমারী আরতি গুপ্ত আরতি
গায়ত্রী দেবী ম্যায় চুপ রাহুঙ্গি
১৯৬৪
(১১তম)
  নূতন   কল্যাণী বন্দিনী [১]
মালা সিনহা পদ্ম বৌরানী
মিনা কুমারী সীতা দিল এক মন্দির
১৯৬৫
(১২তম)
  বৈজয়ন্তীমালা   রাধা খান্না সঙ্গম [১]
মালা সিনহা জাহানারা বেগম সাহিব জাহান আরা
সাধনা সন্ধ্যা ওহ কাউন থি?
১৯৬৬
(১৩তম)
  মিনা কুমারী   মাধবী কাজল [১]
মালা সিনহা ফুলওয়া হিমালয় কি গড ম্যায়
সাধনা মীনা মিত্তাল ওয়াক্ত
১৯৬৭
(১৪তম)
  ওয়াহিদা রেহমান   রোজি মার্কো গাইড [১]
মিনা কুমারী শান্তি ফুল অউর পাথর
সুচিত্রা সেন দেবযানি (পান্নবাই) / সুপর্ণা মমতা
১৯৬৮
(১৫তম)
  নূতন   রাধা আর রাই মিলন [১]
সায়রা বানু পুনম সাগরিদ
ওয়াহিদা রেহমান অঞ্জনা রাম অর শ্যাম
১৯৬৯
(১৬তম)
  ওয়াহিদা রেহমান   রাজকুমারী নীল কমল / সীতা রায়চাঁদ নীল কমল [১]
নার্গিস বরুণা বর্মা / পেগি রাত অর দিন
সায়রা বানু কামিনী গুপ্ত দিওয়ানা
১৯৭০
(১৭তম)
  শর্মিলা ঠাকুর   বন্দনা ত্রিপাঠি আরাধনা [১]
আশা পারেখ আশা চিব্বার চিরাগ
নন্দা রেখা ইত্তেফাক

১৯৭০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
১৯৭১
(১৮তম)
  মুমতাজ   চাঁদ খিলোনা [১]
শর্মিলা ঠাকুর নীলা শেখর কাপুর সফর
ওয়াহিদা রেহমান রাধা খামোশি
১৯৭২
(১৯তম)
  আশা পারেখ   মাধবী (মধু) কটি পাতং [১]
জয়া বচ্চন কুসুম (গুড্ডি) গুড্ডি
মীনু উপহার
১৯৭৩
(২০তম)
  হেমা মালিনী   সীতা / গীতা সীতা অর গীতা [১]
মিনা কুমারী (মরণোত্তর) নার্গিস / সাহেবজান পাকিজা
রাখী পার্বতী আঁখোঁ আঁখোঁ মেইন
১৯৭৪
(২১তম)
  ডিম্পল কপাড়িয়া   ববি জে ব্রাগানজা ববি [১]
জয়া বচ্চন   উমা কুমার অভিমান
জয়া বচ্চন আরতি মাথুর কৌশিশ
মৌসুমী চট্টোপাধ্যায় শিবানী অনুরাগ
নূতন মাহজুবি সৌদাগর
১৯৭৫
(২২তম)
  জয়া বচ্চন   অর্চনা গুপ্ত কোরা কাগজ [১]
হেমা মালিনী সুনিতা (সোনি) আমির গরিব
লতা প্রেম নগর
সায়রা বানু ললিতা সগিনা
শাবানা আজমি লক্ষ্মী অঙ্কুর
১৯৭৬
(২৩ম)
  লক্ষ্মী   জুলি জুলি [১]
হেমা মালিনী কুসুম খুশবু
চম্পা সন্যাসী
জয়া বচ্চন মিলি খান্না মিলি
সুচিত্রা সেন আরতি দেবী আন্ধী
১৯৭৭
(২৪তম)
  রাখী   ইন্দ্রানী (ইন্দু) সিনহা তপস্যা [১]
হেমা মালিনী রত্না / ঝুমরি মেহবুবা
রাখী পূজা খান্না কাভি কাভি
রীনা রায় নাগিন নাগিন
শর্মিলা ঠাকুর চন্দা থাপা / কাজলি থাপা মসম
১৯৭৮
(২৫তম)
  শাবানা আজমি   সৌদামিনী (মিনি) স্বামী [১]
হেমা মালিনী আরতি সান্যাল কিনারা
রাখী নিশা দুসরা আদমী
স্মিতা পাতিল উষা (উর্বশী) দালভি ভুমিকা
জরিনা ওয়াহাব ছায়া ঘরোন্ডা
১৯৭৯
(২৬তম)
  নূতন   সংযক্তা চৌহান ম্যায় তুলসী তেরে আঙ্গান কি [১]
রাখী আরতি গুপ্ত তৃষ্ণা
রঞ্জিতা কৌর লিলি ফার্নান্দেস আঁখিওঁ কে ঝাড়খোন সে
রেখা আরতি চন্দ্র ঘর
জিনাত আমান রূপা সত্যম শিবম সুন্দরম
১৯৮০
(২৭তম)
  জয়া বচ্চন   গীতা নওকার [১]
হেমা মালিনী মীরা মীরা
জয়া প্রদা হেমা প্রধান সরগম
পুনম ধিল্লোন নূরী নবী নূরী
রাখী রমা শর্মা জুরমানা

১৯৯০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
১৯৯১
(৩৬তম)
  মাধুরী দীক্ষিত   মধু মেহরা দিল [১]
হেমা মালিনী টাকু রিহাই
জুহি চাওলা শান্তি প্রতিবন্ধ
মীনাক্ষী শেষাদ্রি মীনা এস বর্মা জুরম
১৯৯২
(৩৭তম)
  শ্রীদেবী   পল্লবী / পূজা ভাটনগর লামহে [১]
ডিম্পল কপাড়িয়া রেভা লেকিন...
মাধুরী দীক্ষিত পূজা সাক্সেনা সাজন
রেখা নম্রতা সিং ফুল বনে আঙ্গারে
জেবা বখতিয়ার হেনা হেনা
১৯৯৩
(৩৮তম)
  মাধুরী দীক্ষিত   সরস্বতী বেটা [১]
জুহি চাওলা রাধা / রীতা বল রাধা বল
শ্রীদেবী বেনজির/ মেহেন্দি খুদা গাওয়াহ
১৯৯৪
(৩৯তম)
  জুহি চাওলা   বৈজন্তী আইয়ার হাম হ্যাঁয় রাহি প্যায়ার কে [১]
ডিম্পল কপাড়িয়া শনিচরী রুদালী
জুহি চাওলা কিরণ অবস্তী মালহোত্রা ডর
মাধুরী দীক্ষিত গঙ্গোত্রী "গঙ্গা" সিং খলনায়ক
মীনাক্ষী শেষাদ্রি দামিনী গুপ্ত দামিনী
শ্রীদেবী রোশনি ছাড়া গুমরাহ
১৯৯৫
(৪০তম)
  মাধুরী দীক্ষিত   নিশা চৌধুরী হাম আপনে হৈ কৌন..! [১]
কাজল স্বপ্না ব্যানার্জি ইয়ে দিল্লাগি
মাধুরী দীক্ষিত শিবানী চোপড়া আঞ্জাম
মনীষা কৈরালা রাজেশ্বরী "রাজজো" পাঠক ১৯৪২: অ্যা লাভ স্টোরি
শ্রীদেবী শীতল জেটলি লাডলা
১৯৯৬
(৪১তম)
  কাজল   সিমরন সিং দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে [১]
মাধুরী দীক্ষিত মধু গারওয়াল রাজা
ললিতা ইয়ারানা
মনীষা কৈরালা কিরণ কুমার আকেলে হাম আকেলে তুম
উর্মিলা মাতন্ডকর মিলি যোশি রঙ্গিলা
১৯৯৭
(৪২তম)
  কারিশমা কাপুর   আরতি সেহগাল রাজা হিন্দুস্তানী [১]
জুহি চাওলা প্রিয়া ভাটিয়া দারার
মনীষা কৈরালা অ্যানি জে ব্রাগানজা খামোশি: দ্যা মিউজিক্যাল
সীমা বিশ্বাস ফুলন দেবী বন্দিত কুইন
তাবু বীরেন্দ্র "বীরু" কৌর মাচিস
১৯৯৮
(৪৩তম)
  মাধুরী দীক্ষিত   পূজা দিল তো পাগল হ্যায় [১]
জুহি চাওলা সীমা কাপুর ইয়েস বস
মহিমা চৌধুরী কুসুম গঙ্গা পরদেশ
শ্রীদেবী কাজল বর্মা জুদাই
তাবু গেহনা বিরাসাত
১৯৯৯
(৪৪তম)
  কাজল   অঞ্জলি শর্মা কুছ কুছ হোতা হ্যায় [১]
কাজল সোনিয়া / নায়না সাইগাল দুশমন
সানজানা প্যার তো হোনা হি থা
মনীষা কৈরালা মোনা ওরফে মেঘনা দিল সে..
উর্মিলা মাতন্ডকর বিদ্যা সত্য
২০০০
(৪৫তম)
  ঐশ্বর্যা রাই   Nandini Darbar হাম দিল দে চুকে সনম [১]
ঐশ্বর্যা রাই মানসী শংকর তাল
কাজল মেঘা হাম আপকে দিল মে রেহতে হেঁ
কারিশমা কাপুর পূজা মেহরা বিবি ন. ১
তাবু পান্না কালারস হু তু তু

২০০০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
২০০১
(৪৬তম)
  কারিশমা কাপুর   ফিজা ইকরামুল্লাহ ফিজা [১]
ঐশ্বর্যা রাই প্রীতি ব্যাস হামারা দিল আপকে পাস হ্যায়
মাধুরী দীক্ষিত অঞ্জলি পুকার
প্রীতি জিনতা প্রিয়া বকশি ক্যায়া কেহনা
তাবু অদিতি পণ্ডিত অস্তিত্ব
২০০২
(৪৭তম)
  কাজল   অঞ্জলি শর্মা রায়চন্দ কাভি খুশি কাভি গাম... [১]
অমীশা প্যাটেল সখিনা আলী সিং গদর: এক প্রেম কথা
কারিনা কাপুর কারুবকী অশোকা
কারিশমা কাপুর জুবাইদা জুবাইদা
তাবু মমতাজ আলী আনসারি চাঁদনী বার
২০০৩
(৪৮তম)
  ঐশ্বর্যা রাই   পার্বতী 'পারু' চক্রবর্তী দেবদাস [১]
অমীশা প্যাটেল প্রিয়া সিংঘনিয়া হামরাজ
বিপাশা বসু সঞ্জনা আদিত্য ধনরাজ রাজ
কারিশমা কাপুর নন্দিনী শক্তি: দ্য পাওয়ার
রানী মুখার্জী সুহানি শর্মা সাথিয়া
২০০৪
(৪৯তম)
  প্রীতি জিনতা   নয়না ক্যাথরিন কাপুর কাল হো না হো [১]
ভূমিকা চাওলা নির্জরা ভারদ্বাজ তেরে নাম
হেমা মালিনী পূজা মালহোত্রা ভগবান
প্রীতি জিনতা নিশা মেহরা কোই... মিল গয়া
রানী মুখার্জী প্রিয়া চোপড়া চলতে চলতে
উর্মিলা মাতন্ডকর স্বতি ভূত
২০০৫
(৫০তম)
  রানী মুখার্জী   রিয়া প্রকাশ হাম তুম [১]
ঐশ্বর্যা রাই নীরজা 'নীরু' রেইনকোট
প্রীতি জিনতা জারা হায়াত খান বীর-জারা
শিল্পা শেঠী তামান্না সাহনি ফির মিলেঙ্গে
উর্মিলা মাতন্ডকর সারিকা বর্তক এক হাসিনা থি
২০০৬
(৫১তম)
  রানী মুখার্জী   মিশেল ম্যাকনেলি ব্ল্যাক [১]
প্রীতি জিনতা অম্বর "আম্বি" মালহোত্রা সালাম নমস্তে
রানী মুখার্জী ভিমি 'বাবলি' সলুজা বান্টি অউর বাবলি
শর্মিলা ঠাকুর সুমিত্রা ভি. পটবর্ধন বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট
বিদ্যা বালান ললিতা পরিণীতা
২০০৭
(৫২তম)
  কাজল   জুনি আলী বেগ Fanaa [১]
ঐশ্বর্যা রাই সুনেহ্‌রি ধুম ২
বিপাশা বসু নিশিগন্ধা 'নিশি' দাসগুপ্তা কর্পোরেট
কারিনা কাপুর ডলি মিশ্র ওমকারা
রানী মুখার্জী মায়া তালবার কাভি আলবিদা না কেহনা
২০০৮
(৫৩তম)
  কারিনা কাপুর   গীত ধিলন জব উই মেট [১]
ঐশ্বর্যা রাই সুজাতা দেসাই গুরু
দীপিকা পাড়ুকোন শান্তিপ্রিয়া 'শান্তি' কাশ্যপ মেহরা / সন্ধ্যা 'স্যান্ডি' বানসাল ওম শান্তি ওম
মাধুরী দীক্ষিত দিয়া শ্রীবাস্তব আজা নাচলে
রানী মুখার্জী বিভাবরী 'বাদকি' সাহাই লাগা চুনারি মেঁ দাগ
বিদ্যা বালান অবনী চতুর্বেদী / মঞ্জুলিকা বুল বুলাইয়া
২০০৯
(৫৪তম)
  প্রিয়াঙ্কা চোপড়া   মেঘনা মথুর ফ্যাশন [১]
ঐশ্বর্যা রাই জোধাবাই জোধা আকবর
অনুষ্কা শর্মা তানি সুরিন্দর সাহনি রব নে বানা দি জোড়ি
অসিন থত্তুমকাল কল্পনা শেঠী গজনী
কাজল পিয়া থাপার মেহরা ইউ মি অউর হাম
২০১০
(৫৫তম)
  বিদ্যা বালান   ডাক্তার বিদ্যা পা [১]
দীপিকা পাড়ুকোন মীরা পণ্ডিত লাভ আজ কাল
কারিনা কাপুর পিয়া সহস্রবুদ্ধ থ্রি ইডিয়টস
অবন্তিকা আহুজা খান কুরবান
ক্যাটরিনা কাইফ মায়া শেখ নিউ ইয়র্ক
প্রিয়াঙ্কা চোপড়া সুইটি শেখর ভোপে কমিনে

২০১০-এর দশকসম্পাদনা

বছর চিত্র অভিনেত্রী চরিত্র চলচ্চিত্র সূত্র.
২০১১
(৫৬তম)
  কাজল   মন্দিরা রাঠোর খান মাই নেম ইজ খান
ঐশ্বর্যা রাই সোফিয়া ডিসুজা গুজারিশ
অনুষ্কা শর্মা শ্রুতি কাকর ব্যান্ড বাজা বারাত
কারিনা কাপুর ডাবু গোলমাল ৩
বিদ্যা বালান কৃষ্ণ বর্মা ইশকিয়া
২০১২
(৫৭তম)
  বিদ্যা বালান   রেশমা / সিল্ক দ্য ডার্টি পিকচার
মাহি গিল মাধবী দেবী সাহেব, বিবি আউর গ্যাংস্টার
ক্যাটরিনা কাইফ ডিম্পল দীক্ষিত মেরে ব্রাদার কি দুলহান
প্রিয়াঙ্কা চোপড়া সুজানা অ্যানা-ম্যারি জোহানেস ৭ খুন মাফ
বিদ্যা বালান সাবরিনা লাল নো ওয়ান কিলড জেসিকা
২০১৩
(৫৮তম)
  বিদ্যা বালান   বিদ্যা ভেঙ্কটশন বাগচী কাহানি [২]
দীপিকা পাড়ুকোন ভেরোনিকা মেলানি ককটেল
কারিনা কাপুর মাহি অরোরা হিরোইন
পরিণীতি চোপড়া জোয়া কোরেশী ইশাকজাদে
প্রিয়াঙ্কা চোপড়া ঝিলমিল চট্টোপাধ্যায় বর্ফী!
শ্রীদেবী শশী গোদবোলে ইংলিশ ভিংলিশ
২০১৪
(৫৯তম)
  দীপিকা পাড়ুকোন   লীলা সনেরা গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা [৩]
দীপিকা পাড়ুকোন মিনালোচনী "মিনাম্মা" আজাগুসুন্দরম চেন্নাই এক্সপ্রেস
পরিণীতি চোপড়া গায়েত্রী শুধ দেশী রোমান্স
শ্রদ্ধা কাপুর আরোহী কেশব শিখরে আশিকি ২
সোনাক্ষী সিনহা পাখি রায় চৌধুরী লুটেরা
সোনম কাপুর জোয়া হায়দার রানঝানা
২০১৫
(৬০তম)
  কঙ্গনা রানাওয়াত   রানী মেহরা কুইন [১]
আলিয়া ভাট বীরা ত্রিপাঠি হাইওয়ে
মাধুরী দীক্ষিত বেগম পারা দেড় ইশ্‌কিয়া
প্রিয়াঙ্কা চোপড়া ম্যারি কম ম্যারি কম
রানী মুখার্জী শিবানী শিবাজী রায় মারদানি
সোনম কাপুর ডক্টর মৃণালিনী 'মিলি' চক্রবর্তী খুবসুরত
২০১৬
(৬১তম)
  দীপিকা পাড়ুকোন   পিকু ব্যানার্জি পিকু [৪]
অনুষ্কা শর্মা মীরা এনএইচ১০
দীপিকা পাড়ুকোন মাস্তানী বাজীরাও মাস্তানী
কাজল মীরা দেব মালিক দিলওয়ালে
কঙ্গনা রানাওয়াত তনুজা 'তনু' ত্রিবেদী / কুমারী 'কুসুম' সগনান (দত্ত) তনু ওয়েডস মনু: রিটার্নস
সোনম কাপুর ডলি / মাধুরী / প্রিয়া / ভাগ্যশ্রী ডলি কি ডোলি
২০১৭
(৬২তম)
  আলিয়া ভাট   বাউরিয়া (মেরি জেন) উড়তা পাঞ্জাব [৫]
ঐশ্বর্যা রাই দলবীর কউর সর্বজিৎ
আলিয়া ভাট কাইরা ডিয়ার জিন্দেগি
অনুষ্কা শর্মা আলিজেহ খান অ্যায় দিল হ্যায় মুশকিল
সোনম কাপুর নীরজা ভনোট নীরজা
বিদ্যা বালান বিদ্যা সিনহা / দুর্গা রানী সিং কাহানি ২
২০১৮
(৬৩তম)
  বিদ্যা বালান   সুলোচনা 'সুলু' দুবে তুমহারি সুলু [৬]
আলিয়া ভাট বৈদেহী ত্রিবেদী বদ্রীনাথ কি দুলহনিয়া
ভূমি পেডনেকর সুগন্ধা জোশী শর্মা শুভ মঙ্গল সাবধানl
সাবা কমর মীতা বাত্রা হিন্দি মিডিয়াম
শ্রীদেবী দেবকী সবরওয়াল মম
জায়রা ওয়াসিম ইনসিয়া মালিক সিক্রেট সুপারস্টার
২০১৯
(৬৪তম)
  আলিয়া ভাট   সেহমত খান রাজি [৭]
দীপিকা পাড়ুকোন রানী পদ্মাবতী পদ্মাবত
নীনা গুপ্তা প্রিয়ংবদা 'বাবলি' কৌশিক বাধাই হো
রানী মুখার্জী নয়না মাথুর হিচকি
তাবু সিমি আন্ধাধুন
২০২০
(৬৫তম)
  আলিয়া ভাট   সাফিনা ফিরদৌসী গল্লি বয় [৮]
কঙ্গনা রানাওয়াত রানি লক্ষ্মীবাঈ মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি
কারিনা কাপুর দীপ্তি "দীপু" বাত্রা গুড নিউজ
প্রিয়াঙ্কা চোপড়া অদিতি চৌধরী দ্য স্কাই ইজ পিংক
রানী মুখার্জী শিবানী শিবাজী রয় মারদানি ২
বিদ্যা বালান তারা শিন্ডে মিশন মঙ্গল

পরিসংখ্যানসম্পাদনা

বয়ঃক্রমিক বিজয়ীসম্পাদনা

রেকর্ড বিজয়ী চলচ্চিত্র বয়স (প্রদানের সাল)
বয়োজ্যেষ্ঠ বিজয়ী নূতন ম্যাঁয় তুলসী তেরে অঙ্গন কী ৪২ (১৯৭৯)
বয়োজ্যেষ্ঠ মনোনীত শর্মিলা ঠাকুর বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট ৬১ (২০০৬)
বয়োকনিষ্ঠ বিজয়ী ডিম্পল কপাড়িয়া ববি ১৬ (১৯৭৪)
বয়োকনিষ্ঠ মনোনীত ববি তারে জমিন পর ১৬ (১৯৭৪)

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. ড় ঢ় য় কক কখ কগ কঘ কঙ কচ কছ কজ কঝ কঞ কট কঠ "সমস্ত ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী (১৯৫৪-২০২০)" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  2. "58th Idea Filmfare Awards nominations are here!" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ১৩ জানুয়ারি ২০১৩। ২২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  3. TNN (৫ ফেব্রুয়ারি ২০১৪)। "59th Filmfare Awards: Complete list of nominees 2014"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস গ্রুপ। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  4. "৬১তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার পুরস্কার ২০১৬" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ২০১৬। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  5. "৬২তম ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ২০১৭। ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  6. "৬১তম জিও ফিল্মফেয়ার পুরস্কার ২০১৮" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ২০১৮। ১৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  7. "64th Filmfare Awards 2019" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ২০১৯। ১৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  8. "65th Amazon Filmfare Awards 2020" (ইংরেজি ভাষায়)। ফিল্মফেয়ার। ২০২০। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা