বিরাজ বহু
হিন্দি ভাষার চলচ্চিত্র
বিরাজ বহু হল বিমল রায় পরিচালিত ১৯৫৪ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বৌ উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন হিতেন চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেন কামিনী কৌশল এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অভি ভট্টাচার্য ও প্রাণ।[১] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন সলিল চৌধুরী। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্ব ভারত সনদ লাভ করে।[১]
বিরাজ বহু | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | বিমল রায় |
প্রযোজক | হিতেন চৌধুরী |
রচয়িতা | নবেন্দু ঘোষ (উপযোগকরণ) নাসির হুসাইন (সংলাপ) |
চিত্রনাট্যকার | বিমল রায় |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরাজ বৌ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সলিল চৌধুরী |
চিত্রগ্রাহক | দিলীপ গুপ্ত |
সম্পাদক | হৃষিকেশ মুখোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | হিতেন চৌধুরী প্রডাকশন্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
কুশীলবসম্পাদনা
- কামিনী কৌশল - বিরাজ চক্রবর্তী
- অভি ভট্টাচার্য - নীলম্বর চক্রবর্তী
- শকুন্তলা - পুন্নু চক্রবর্তী
- প্রাণ - দেওধর
- রণধীর - পীতম্বর চক্রবর্তী
- মনোরমা - সুন্দরী
- কাম্মো
- বিক্রম কাপুর
- নাজিমা (বেবি চান্দ)
- ইফতেখার - কিশোরীলাল, দেওধরের সহকারী
- মণি চট্টোপাধ্যায় - ভোলানাথ
- সরিতা দেবী
- শেওজিভাই
- মায়া দাস
- দশরতলাল
- শৈলেন বসু
পুরস্কার ও মনোনয়নসম্পাদনা
- ১৯৫৪: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্ব ভারত সনদ[২]
- ১৯৫৫: শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - বিমল রায়
- ১৯৫৫: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - কামিনী কৌশল
- ১৯৫৫: কান চলচ্চিত্র উৎসবে পাল্ম দর: মনোনীত[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Biraj Bahu Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
- ↑ "2nd National Film Awards" (PDF)। Directorate of Film Festivals। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১।
- ↑ "Festival de Cannes: Biraj Bahu"। festival-cannes.com। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- অলমুভিতে বিরাজ বহু (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিরাজ বহু (ইংরেজি)