পরদেশ
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ ঘাই পরিচালিত হিন্দি চলচিত্র
পরদেশ (হিন্দি: परदेस, অনুবাদ 'বিদেশ') হল সুভাষ ঘাই পরিচালিত একটি বলিউড চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, অমরিশ পুরি, আলোক নাথ, এবং নবাগত মাহিমা চৌধুরী এবং অপূর্ভা অগ্নিহত্রী।
পরদেশ | |
---|---|
পরিচালক | সুভাষ ঘাই |
প্রযোজক | সুভাষ ঘাই |
রচয়িতা | সুভাষ ঘাই নীরজ পাঠক জাভেদ সিদ্দিকী |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান অমরিশ পুরি মাহিমা চৌধুরী অপূর্ভা অগ্নিহোত্রী আলোক নাথ হিমানী শিভপুরী আদিত্য নারায়ন |
সুরকার | নাদীম-শ্রাভান |
চিত্রগ্রাহক | কবির লাল |
সম্পাদক | রেনু সালুজা |
পরিবেশক | মুক্তা আর্টস লিমিটেড |
মুক্তি | ৮ আগস্ট, ১৯৯৭ |
স্থিতিকাল | ১৯১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি ইংরেজি |
ছবিটি ১৯৯৭ সালের ৮ই আগস্ট ভারতে মুক্তি পায়। এটি বাণিজ্যিক, সমালোচনামূলক এবং মিউজিক্যাল সফল ছবি। মাহিমা চৌধুরী শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার জিতেছিল, নাদিম-শ্রাবণ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে স্টার স্ক্রিন পুরস্কার জিতেন এবং সুভাষ ঘাই শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার-এ মনোনীত হন।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাহরুখ খান - অর্জুন সাগর
- অমরিশ পুরি -
- মাহিমা চৌধুরী - কুসুম গঙ্গা
- অপূর্ব অগ্নিহোত্রী -
- আলোক নাথ -
- হিমানী শিভপুরী -
- আদিত্য নারায়ন -
সংগীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরদেশ (ইংরেজি)