কুইন (২০১৪-এর চলচ্চিত্র)

ভিকাস ভাল পরিচালিত ২০১৪ ভারতীয় কমেডি-ড্রামা ফিল্ম

কুইন বিকাশ বেহল পরিচালিত ২০১৪ সালের ভারতীয় নাট্য চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছেন অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতয়ানি, ও মধু মন্টেনা। ছবির গল্প লিখেছেন বিকাশ বেহল এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন বিকাশ বেহল, চৈতালি পার্মার, ও পারভেজ শেখ। এতে নাম ভূমিকায় (রানী) অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লিসা হেইডোন, রাজকুমার রাও প্রমুখ।[]

কুইন
কুইন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবিকাশ বেহল
প্রযোজক
রচয়িতাঅনভিতা দত্ত গুপ্তন (সংলাপ)
কঙ্গনা রানাওয়াত (অতিঃ সংলাপ)
চিত্রনাট্যকার
  • বিকাশ বেহল
  • চৈতালি পার্মার
  • পারভেজ শেখ
কাহিনিকারবিকাশ বেহল
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকসিদ্ধার্থ দিওয়ান
ববি সিং
সম্পাদকঅভিজিৎ কোকাটে
অনুরাগ কশ্যপ
প্রযোজনা
কোম্পানি
ফ্যান্টম ফিল্মস
পরিবেশকভায়াকম এইটিন মোশন পিকচার্স
মুক্তি
  • অক্টোবর ২০১৩ (2013-10) (বুসান)
  • ৭ মার্চ ২০১৪ (2014-03-07)
স্থিতিকাল১৪৬ মিনিট[]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹১২.৫ কোটি
আয়₹১০৮ কোটি

কুইন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১৩ সালের অক্টোবরে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ২০১৪ সালের ৭ মার্চ ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি পরিচালনা, চিত্রনাট্য, ও কঙ্গনার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করে। ₹১২.৫ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি ₹১০৮ কোটি আয় করে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। ছবিটি ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি ভাষার চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার;[] ৬০তম ফিল্মফেয়ার পুরস্কারে তেরোটি মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে;[] ১৬তম আইফা পুরস্কারে সাতটি মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।[]

কুশীলব

সম্পাদনা
  • কঙ্গনা রানাওয়াত - রানী মেহরা
  • রাজকুমার রাও - বিজয়
  • লিসা হেইডোন - বিজয়লক্ষ্মী
  • মিশ বয়কো - অলেক্সান্দার (সিকান্দর)
  • জফ্রি হো - টাকা
  • জোসেফ গুইটম - টিম
  • মার্কো কানাডিয়া - মার্সেলো
  • যোগেন্দ্র টিকা - রানীর বাবা
  • অলকা বদলা কৌশল - রানীর মা
  • চিন্ময়ী আগরওয়াল - চিন্টু মেহরা
  • ত্রিপ্তা লখনপাল - রানীর দাদী
  • নয়নী দীক্ষিত - সোনাল"
  • সবিকা ইমাম - রক্সিটি

সঙ্গীত

সম্পাদনা
কুইন
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ২৯ জানুয়ারি ২০১৪
শব্দধারণের সময়২০১৩-২০১৪
স্থানএটি স্টুডিও, মুম্বই
নিসা স্টুডিও, মুম্বই
ঘরানাচলচ্চিত্রের গান, পপ, রক, ভাংরা
দৈর্ঘ্য৩৬:১৬
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজকঅমিত ত্রিবেদী, মনি শর্মা
অমিত ত্রিবেদী কালক্রম
লুটেরা
(২০১৩)
কুইন
(২০১৪)
বোম্বে ভেলভেট
(২০১৪)

কুইন চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। গীত রচনা করেছেন অনভিতা দত্ত গুপ্তন। গান প্রকাশিত হয় ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের কালা ঘোড়া শিল্প উৎসবে।[] ১ মার্চ আরেকটি গান প্রকাশিত হয়। ১৯৭৩ সালে আশা ভোসলের অনহোনী চলচ্চিত্রে গাওয়া হিট কাবারেট গান "হাঙ্গামা হো গয়া"র পুনঃসংস্করণ। অমিত ত্রিবেদী এই সংস্করণে অরিজিৎ সিংকে অতিরিক্ত ভোকাল হিসেবে যোগ করেছেন।[]

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."লন্ডন ঠুমকদা"অনভিতা দত্ত গুপ্তনলাভ জনজুয়া, সোনু কক্কড়, নেহা কক্কড়৩:৫০
২."বদ্রা বাহার"অনভিতা দত্ত গুপ্তনঅমিত ত্রিবেদী৩:৩৪
৩."ও গুজারিয়া"অনভিতা দত্ত গুপ্তনশেফালী আলভারেস, নিখিল ডিসুজা৪:২১
৪."তাকে জনকে"অনভিতা দত্ত গুপ্তনঅরিজিৎ সিং৪:৪৯
৫."জুগনী"অনভিতা দত্ত গুপ্তনঅমিত ত্রিবেদী৪:২২
৬."হরজাইয়া"অনভিতা দত্ত গুপ্তননন্দিনী শ্রীকর৪:৪৭
৭."কিনারে"অনভিতা দত্ত গুপ্তনমোহন কানন৩:৩২
৮."রানঝা"রঘু নাথ (মূল গান)রূপেশ কুমার রাম২:১৯
৯."হাঙ্গামা হো গয়া"বর্মা মালিক (মূল গান)আশা ভোসলে, অরিজিৎ সিং৪:৩২
মোট দৈর্ঘ্য:৩৬:১৬

মূল্যায়ন

সম্পাদনা

সমালোচকদের প্রতিক্রিয়া

সম্পাদনা

চলচ্চিত্রটি এর পরিচালনা, চিত্রনাট্য ও কঙ্গনার অভিনয়ের জন্য সমালোচকদের ইতিবাচক সাড়া লাভ করে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শুভ্রা গুপ্ত ছবিটিকে ৪/৫ প্রদান করেন এবং কঙ্গনার অভিনয়ের প্রশংসা করে বলেন "কঙ্গনা হৃদয়ের রানী"।[] এনডিটিভির শৈবাল চ্যাটার্জি ছবিটিকে ৪/৫ দিয়ে বলেন, "মশলাদার, সুন্দর ও উন্নতমানের চলচ্চিত্র" এবং "কঙ্গনা কুইন ছবির প্রাণ ও তার অভিনয়ে কোন কমতি ছিল না"।[] রেডিফ-এর রাজা সেন ছবিটিকে ৪/৫ দিয়েছেন এবং কঙ্গনাকে তার নন্দিত অভিনয়ের প্রশংসা করে এবং বলেন চলচ্চিত্রটি "একজন অভিনেত্রীর রাজত্ব করার সমতুল্য"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের সরিতা তানবার ছবিটিকে ৪.৫/৫ দিয়েছেন এবং বলেন "কুইন অনিরুদ্ধ, উচ্চ গুনান্বিত, ও অবশ্য দৃশ্য একটি চলচ্চিত্র"।[১০] ইন্ডিয়া টুডের সৌরভ দ্বিবেদী ছবিটিকে ৪.৫/৫ দিয়ে বলেন ছবিটি "অসাধারণ ও বুদ্ধিদীপ্ত প্যাকেজ"।[১১] অনুপমা চোপড়া কঙ্গনার অভিনয়ের প্রশংসা করে বলেন "শৈল্পিকভাবে সুস্পষ্ট ও আন্তরিক", কিন্তু চলচ্চিত্রের গতি কয়েক জায়গায় আঁকা বাঁকা ও প্রশ্রয়পূর্ণ এবং ছবিটিকে ৩.৫/৫ তারকা প্রদান করেন।[১২]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "QUEEN"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। ৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  2. Parkar, Shaheen (১৩ মে ২০১৩)। "I'm overwhelmed: Raj Kumar"মিড-ডেমুম্বই। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  3. "62nd National Film Awards' winners: 'Haider' wins five, Kangana Ranaut's 'Queen' two"ইন্ডিয়ান এক্সপ্রেসনতুন দিল্লি। ২৪ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  4. "60th Britannia Filmfare Awards 2014: Complete list of winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  5. "'Queen' wins top honours at IIFA"বিজনেস স্ট্যান্ডার্ড। ৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  6. Suresh, Sunayana (৩১ জানুয়ারি ২০১৪)। "Music of Queen to be launched on February 2 at Kala Ghoda Arts Festival"Biharprabha.Com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  7. Suresh, Sunayana (১ মার্চ ২০১৪)। "Queen creates hungama in Amsterdam"দ্য টাইমস অফ ইন্ডিয়ামুম্বই। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  8. Gupta, Shubhra (৮ মার্চ ২০১৪)। "'Queen' review: Kangana Ranaut is the 'Queen' of hearts"ইন্ডিয়ান এক্সপ্রেসনতুন দিল্লি। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  9. Chatterjee, Saibal (৮ মে ২০১৪)। "Queen movie review"এনডিটিভি। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. Tanwar, Sarita (৭ মার্চ ২০১৪)। "Film review: 'Queen' is irresistible, a must-see film"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  11. Dwivedi, Saurabh (৭ মার্চ ২০১৪)। "Movie review: Queen is a must-watch"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  12. Chopra, Anupama। "The Front Row Review of Queen"thefrontrowwithanupamachopra। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা