কুইন (২০১৪-এর চলচ্চিত্র)
কুইন বিকাশ বেহল পরিচালিত ২০১৪ সালের ভারতীয় নাট্য চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছেন অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতয়ানি, ও মধু মন্টেনা। ছবির গল্প লিখেছেন বিকাশ বেহল এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন বিকাশ বেহল, চৈতালি পার্মার, ও পারভেজ শেখ। এতে নাম ভূমিকায় (রানী) অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লিসা হেইডোন, রাজকুমার রাও প্রমুখ।[২]
কুইন | |
---|---|
পরিচালক | বিকাশ বেহল |
প্রযোজক |
|
রচয়িতা | অনভিতা দত্ত গুপ্তন (সংলাপ) কঙ্গনা রানাওয়াত (অতিঃ সংলাপ) |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | বিকাশ বেহল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | সিদ্ধার্থ দিওয়ান ববি সিং |
সম্পাদক | অভিজিৎ কোকাটে অনুরাগ কশ্যপ |
প্রযোজনা কোম্পানি | ফ্যান্টম ফিল্মস |
পরিবেশক | ভায়াকম এইটিন মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১২.৫ কোটি |
আয় | ₹১০৮ কোটি |
কুইন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১৩ সালের অক্টোবরে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ২০১৪ সালের ৭ মার্চ ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি পরিচালনা, চিত্রনাট্য, ও কঙ্গনার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করে। ₹১২.৫ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি ₹১০৮ কোটি আয় করে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। ছবিটি ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি ভাষার চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার;[৩] ৬০তম ফিল্মফেয়ার পুরস্কারে তেরোটি মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে;[৪] ১৬তম আইফা পুরস্কারে সাতটি মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।[৫]
কুশীলব
সম্পাদনা- কঙ্গনা রানাওয়াত - রানী মেহরা
- রাজকুমার রাও - বিজয়
- লিসা হেইডোন - বিজয়লক্ষ্মী
- মিশ বয়কো - অলেক্সান্দার (সিকান্দর)
- জফ্রি হো - টাকা
- জোসেফ গুইটম - টিম
- মার্কো কানাডিয়া - মার্সেলো
- যোগেন্দ্র টিকা - রানীর বাবা
- অলকা বদলা কৌশল - রানীর মা
- চিন্ময়ী আগরওয়াল - চিন্টু মেহরা
- ত্রিপ্তা লখনপাল - রানীর দাদী
- নয়নী দীক্ষিত - সোনাল"
- সবিকা ইমাম - রক্সিটি
সঙ্গীত
সম্পাদনাকুইন | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২৯ জানুয়ারি ২০১৪ | |||
শব্দধারণের সময় | ২০১৩-২০১৪ | |||
স্থান | এটি স্টুডিও, মুম্বই নিসা স্টুডিও, মুম্বই | |||
ঘরানা | চলচ্চিত্রের গান, পপ, রক, ভাংরা | |||
দৈর্ঘ্য | ৩৬:১৬ | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
প্রযোজক | অমিত ত্রিবেদী, মনি শর্মা | |||
অমিত ত্রিবেদী কালক্রম | ||||
|
কুইন চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। গীত রচনা করেছেন অনভিতা দত্ত গুপ্তন। গান প্রকাশিত হয় ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের কালা ঘোড়া শিল্প উৎসবে।[৬] ১ মার্চ আরেকটি গান প্রকাশিত হয়। ১৯৭৩ সালে আশা ভোসলের অনহোনী চলচ্চিত্রে গাওয়া হিট কাবারেট গান "হাঙ্গামা হো গয়া"র পুনঃসংস্করণ। অমিত ত্রিবেদী এই সংস্করণে অরিজিৎ সিংকে অতিরিক্ত ভোকাল হিসেবে যোগ করেছেন।[৭]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "লন্ডন ঠুমকদা" | অনভিতা দত্ত গুপ্তন | লাভ জনজুয়া, সোনু কক্কড়, নেহা কক্কড় | ৩:৫০ |
২. | "বদ্রা বাহার" | অনভিতা দত্ত গুপ্তন | অমিত ত্রিবেদী | ৩:৩৪ |
৩. | "ও গুজারিয়া" | অনভিতা দত্ত গুপ্তন | শেফালী আলভারেস, নিখিল ডিসুজা | ৪:২১ |
৪. | "তাকে জনকে" | অনভিতা দত্ত গুপ্তন | অরিজিৎ সিং | ৪:৪৯ |
৫. | "জুগনী" | অনভিতা দত্ত গুপ্তন | অমিত ত্রিবেদী | ৪:২২ |
৬. | "হরজাইয়া" | অনভিতা দত্ত গুপ্তন | নন্দিনী শ্রীকর | ৪:৪৭ |
৭. | "কিনারে" | অনভিতা দত্ত গুপ্তন | মোহন কানন | ৩:৩২ |
৮. | "রানঝা" | রঘু নাথ (মূল গান) | রূপেশ কুমার রাম | ২:১৯ |
৯. | "হাঙ্গামা হো গয়া" | বর্মা মালিক (মূল গান) | আশা ভোসলে, অরিজিৎ সিং | ৪:৩২ |
মোট দৈর্ঘ্য: | ৩৬:১৬ |
মূল্যায়ন
সম্পাদনাসমালোচকদের প্রতিক্রিয়া
সম্পাদনাচলচ্চিত্রটি এর পরিচালনা, চিত্রনাট্য ও কঙ্গনার অভিনয়ের জন্য সমালোচকদের ইতিবাচক সাড়া লাভ করে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শুভ্রা গুপ্ত ছবিটিকে ৪/৫ প্রদান করেন এবং কঙ্গনার অভিনয়ের প্রশংসা করে বলেন "কঙ্গনা হৃদয়ের রানী"।[৮] এনডিটিভির শৈবাল চ্যাটার্জি ছবিটিকে ৪/৫ দিয়ে বলেন, "মশলাদার, সুন্দর ও উন্নতমানের চলচ্চিত্র" এবং "কঙ্গনা কুইন ছবির প্রাণ ও তার অভিনয়ে কোন কমতি ছিল না"।[৯] রেডিফ-এর রাজা সেন ছবিটিকে ৪/৫ দিয়েছেন এবং কঙ্গনাকে তার নন্দিত অভিনয়ের প্রশংসা করে এবং বলেন চলচ্চিত্রটি "একজন অভিনেত্রীর রাজত্ব করার সমতুল্য"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের সরিতা তানবার ছবিটিকে ৪.৫/৫ দিয়েছেন এবং বলেন "কুইন অনিরুদ্ধ, উচ্চ গুনান্বিত, ও অবশ্য দৃশ্য একটি চলচ্চিত্র"।[১০] ইন্ডিয়া টুডের সৌরভ দ্বিবেদী ছবিটিকে ৪.৫/৫ দিয়ে বলেন ছবিটি "অসাধারণ ও বুদ্ধিদীপ্ত প্যাকেজ"।[১১] অনুপমা চোপড়া কঙ্গনার অভিনয়ের প্রশংসা করে বলেন "শৈল্পিকভাবে সুস্পষ্ট ও আন্তরিক", কিন্তু চলচ্চিত্রের গতি কয়েক জায়গায় আঁকা বাঁকা ও প্রশ্রয়পূর্ণ এবং ছবিটিকে ৩.৫/৫ তারকা প্রদান করেন।[১২]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "QUEEN"। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। ৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ Parkar, Shaheen (১৩ মে ২০১৩)। "I'm overwhelmed: Raj Kumar"। মিড-ডে। মুম্বই। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "62nd National Film Awards' winners: 'Haider' wins five, Kangana Ranaut's 'Queen' two"। ইন্ডিয়ান এক্সপ্রেস। নতুন দিল্লি। ২৪ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ "60th Britannia Filmfare Awards 2014: Complete list of winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "'Queen' wins top honours at IIFA"। বিজনেস স্ট্যান্ডার্ড। ৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ Suresh, Sunayana (৩১ জানুয়ারি ২০১৪)। "Music of Queen to be launched on February 2 at Kala Ghoda Arts Festival"। Biharprabha.Com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ Suresh, Sunayana (১ মার্চ ২০১৪)। "Queen creates hungama in Amsterdam"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। মুম্বই। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ Gupta, Shubhra (৮ মার্চ ২০১৪)। "'Queen' review: Kangana Ranaut is the 'Queen' of hearts"। ইন্ডিয়ান এক্সপ্রেস। নতুন দিল্লি। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ Chatterjee, Saibal (৮ মে ২০১৪)। "Queen movie review"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Tanwar, Sarita (৭ মার্চ ২০১৪)। "Film review: 'Queen' is irresistible, a must-see film"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ Dwivedi, Saurabh (৭ মার্চ ২০১৪)। "Movie review: Queen is a must-watch"। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ↑ Chopra, Anupama। "The Front Row Review of Queen"। thefrontrowwithanupamachopra। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কুইন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে কুইন (ইংরেজি)