১৬তম আইফা পুরস্কার
১৬তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত পুরস্কার, যা ২০১৪ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। ২০১৫ সালের ৫ই জুন মালয়েশিয়ার রিটজ কার্লটনে আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২০১৫ সালের ৫-৮ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে প্রথমবারের মতো কালার্স টেলিভিশনে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিং, তারা প্রথমবারের মত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। ২০১৫ সালের ৫ই জুলাই রবিবার রাত ৮ টায় কালার্স চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল।
১৬তম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৫ জুন ২০১৫ ৭ জুন ২০১৫ | –|||
স্থান | পুত্রা ইনডোর স্টেডিয়াম কুয়ালালামপুর, মালয়েশিয়া | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | কুইন | |||
সর্বাধিক পুরস্কার | হায়দার (৯) | |||
সর্বাধিক মনোনয়ন | হায়দার (১৪) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | কালার্স টিভি | |||
নেটওয়ার্ক | কালার্স টিভি | |||
|
আইফা মিউজিক এবং ফ্যাশন এক্সট্রাভাগানজা নামে পরিচিত আইফা রকস ২০১৫ সালের ৫ই জুন অনুষ্ঠিত হয়।
হায়দার সর্বাধিক ১৪টি মনোনয়ন লাভ করে, তারপরে টু স্টেটস ১০টি এবং পিকে ও কুইন ৭টি করে মনোনয়ন লাভ করে।[১][২][৩]
হায়দার শ্রেষ্ঠ অভিনেতা (শাহিদ কাপুর), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (তাবু) ও শ্রেষ্ঠ খলনায়ক (কে কে মেনন)-সহ সর্বাধিক ৯টি পুরস্কার অর্জন করে। অন্যান্য একাধিক বিজয়ী চলচ্চিত্রের মধ্যে কুইন ৫টি, এক ভিলেন ৪টি, কিক ৩টি ও পিকে ২টি পুরস্কার অর্জন করে।[৪][৫]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনাজনপ্রিয় পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
|
|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনয় | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয় |
|
|
বর্ষসেরা নবাগত অভিনেতা | বর্ষসেরা নবাগত অভিনেত্রী |
|
|
শ্রেষ্ঠ কাহিনি | নবাগত পরিচালক |
|
সঙ্গীত পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
|
|
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ শব্দগ্রহণ | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
কারিগরী পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
---|---|
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ সম্পাদনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা | শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং | শ্রেষ্ঠ সাউন্ড রেকর্ডিং |
|
|
শ্রেষ্ঠ মারপিট | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
|
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাআন্তর্জাতিক চলচ্চিত্রে অসামান্য অর্জনের জন্য আইফা পুরস্কার |
---|
বর্ষসেরা মহিলার জন্য আইফা পুরস্কার |
---|
সর্বাধিক মনোনয়ন
সম্পাদনা- ১৪: হায়দার
- ১০: টু স্টেটস
- ৭: পিকে এবং কুইন
- ৬: এক ভিলেন এবং কিক
- ৪: হাইওয়ে
- ২: হ্যাপি নিউ ইয়ার, ম্যারি কম, সিটিলাইটস, হিরোপান্তি এবং ব্যাং ব্যাং!
সর্বাধিক জয়
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "IIFA 2015: '2 States' and 'Haider' lead nominations"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। নয়াদিল্লি। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "'2 States', 'Haider' leading IIFA 2015 nominations"। দি ইকোনমিক টাইমস। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "IIFA 2015 nominations complete list - IndiaTV News"। ইন্ডিয়া টিভি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "'Queen', 'Haider' win big at 2015 IIFA awards"। দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "IIFA 2015 at a glance: Shahid Kapoor won the best actor award while Queen wins the best picture"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪।