১৬তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত পুরস্কার, যা ২০১৪ সালের সেরা হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। ২০১৫ সালের ৫ই জুন মালয়েশিয়ার রিটজ কার্লটন এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২০১৫ সালের ৭ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে প্রথমবারের মতো কালার্স টেলিভিশনে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিং, তারা প্রথমবারের মত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। ২০১৫ সালের ৫ই জুলাই রবিবার রাত ৮ টায় কালার্স চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল।
আইফা রকস, অন্যথায় আইফা মিউজিক এবং ফ্যাশন এক্সট্রাভাগানজা নামে পরিচিত ২০১৫ সালের ৫ই জুন অনুষ্ঠিত হয়।
হায়দার সর্বাধিক ১৪টি মনোনয়ন লাভ করে, তারপরে টু স্টেটস ১০টি এবং পিকে ও কুইন ৭টি করে মনোনয়ন লাভ করে।
হায়দার শ্রেষ্ঠ অভিনেতা (শাহিদ কাপুর), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (তাবু) এবং শ্রেষ্ঠ খলনায়ক (কে কে মেনন) সহ সর্বাধিক ৯টি পুরস্কার অর্জন করে।
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনা
কারিগরী পুরস্কার
সম্পাদনা
সেরা অ্যাকশন
|
সেরা বিশেষ প্রভাব
|
---|
|
- রেউপাল রাওয়াল (প্রধান ফোকাস) - কিক
|
সেরা কোরিওগ্রাফি
|
সেরা সিনেমাটোগ্রাফি
|
---|
|
|
সেরা কস্টিউম ডিজাইন
|
সেরা সংলাপ
|
---|
|
|
সেরা সম্পাদনা
|
সেরা মেকআপ
|
---|
|
- প্রীতিশীল সিং এবং ক্লোভার উটন - হায়দার
|
সেরা উৎপাদন ডিজাইন
|
সেরা চিত্রনাট্য
|
---|
- সুব্রত চক্রবর্তী ও অমিত রায় - হায়দার
|
- বিকাশ বেহল, চৈতালি পারমার এবং পারভেজ শেখ - কুইন
|
সেরা সাউন্ড মিক্সিং
|
সেরা সাউন্ড রেকর্ডিং
|
---|
|
|
সর্বাধিক মনোনয়ন
সম্পাদনা