শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে আইফা পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে আইফা পুরস্কার হলো ভারতের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ২০০০ সাল থেকে আইফা পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা চলচ্চিত্রসমূহকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ইউটিভি মোশন পিকচার্স সর্বাধিক তিনটি পুরস্কার লাভ করে। এছাড়া যশ রাজ ফিল্মস ও এসএলবি ফিল্মস দুটি পুরস্কার লাভ করে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে আইফা পুরস্কার | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ বলিউড চলচ্চিত্রের জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি |
প্রথম পুরস্কৃত | ২০০০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | এনিম্যাল (২০২৪) |
ওয়েবসাইট | iifa |
হাম দিল দে চুকে সনম (১৯৯৯) এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। সাম্প্রতিক বিজয়ী চলচ্চিত্র হল দৃশ্যম ২ (২০২২)।
বিজয়ী ও মনোনীত চলচ্চিত্র
সম্পাদনানিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্রসমূহের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
১৯৯৯-২০০০৯
সম্পাদনা২০১০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | প্রযোজক | প্রযোজনা প্রতিষ্ঠান | সূত্র |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
দাবাং | আরবাজ খান, মালাইকা আরোরা খান, দিল্লিন মেহতা | আরবাজ খান প্রডাকশন্স, শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড | [১২] |
ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই | একতা কাপুর, শোভা কাপুর | বালাজি মোশন পিকচার্স | ||
ব্যান্ড বাজা বারাত | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
মাই নেম ইজ খান | হিরো জোহর, গৌরী খান | ধর্ম প্রডাকশন্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট | ||
রাজনীতি | প্রকাশ ঝা | প্রকাশ ঝা প্রডাকশন্স, ইউটিভি মোশন পিকচার্স | ||
২০১১ (১৩তম) |
জিন্দগি না মিলেগি দোবারা | ফারহান আখতার, রিতেশ সিদ্ধানি | এক্সেল এন্টারটেইনমেন্ট | [১৩] [১৪] |
দ্য ডার্টি পিকচার | একতা কাপুর, শোভা কাপুর | বালাজি মোশন পিকচার্স | ||
নো ওয়ান কিল্ড জেসিকা | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি স্পটবয় | ||
বডিগার্ড | অতুল আগ্নিহোত্রী | ফাঙ্কি বুদ্ধ প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট | ||
রকস্টার | শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড, এরোস এন্টারটেইনমেন্ট | |||
২০১২ (১৪তম) |
বর্ফী! | রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | [১৫] [১৬] |
ইংলিশ বিংলিশ | সুনীল লুল্লা, আর. বালকি, রাকেশ ঝুনঝুনওয়ালা, আর. কে দামানি | এরোস ইন্টারন্যাশনাল, হোপ প্রডাকশন্স | ||
কাহানী | সুজয় ঘোষ, কিশোর কান্তিলাল গদা | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, পেন ইন্ডিয়া প্রা. লিমিটেড, বাউন্ডস্ক্রিপ্ট মোশন পিকচার্স | ||
গ্যাংস অব ওয়াসেপুর | অতুল শুকলা, অনুরাগ কশ্যপ, সুনীল বোহড়া | ভায়াকম এইটিন মোশন পিকচার্স | ||
তালাশ | রিতেশ সিদ্ধানি, আমির খান, ফারহান আখতার | এক্সেল এন্টারটেইনমেন্ট, আমির খান প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট | ||
পান সিং তোমার | রনি স্ক্রুওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
ভিকি ডোনর | জন আব্রাহাম | জন আব্রাহাম এন্টারটেইনমেন্ট, এরোস ইন্টারন্যাশনাল | ||
২০১৩ (১৫তম) |
ভাগ মিলখা ভাগ | রাকেশ ওমপ্রকাশ মেহরা | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স | [১৭] [১৮] |
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি | করণ জোহর | ইউটিভি মোশন পিকচার্স | ||
কায় পো চে! | রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
কৃষ ৩ | রাকেশ রোশন | ফিল্মক্রাফট প্রডাকশন্স প্রাইভেট লিমিটেড | ||
গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা | সঞ্জয় লীলা ভন্সালী, চেতন দেওলকর, কিশোর লুল্লা, সন্দীপ সিং | এরোস ইন্টারন্যাশনাল | ||
চেন্নাই এক্সপ্রেস | গৌরি খান, রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
ধুম ৩ | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০১৪ (১৬তম) |
কুইন | অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানি | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, ফ্যান্টম ফিল্মস | [১৯] |
টু স্টেটস | করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা | ইউটিভি মোশন পিকচার্স | ||
পিকে | বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানী | ইউটিভি মোশন পিকচার্স | ||
ম্যারি কম | সঞ্জয় লীলা ভন্সালী | ভায়াকম এইটিন মোশন পিকচার্স | ||
হাইওয়ে | সাজিদ নাদিয়াদওয়ালা, ইমতিয়াজ আলী | ইউটিভি মোশন পিকচার্স | ||
হায়দার | বিশাল ভারদ্বাজ, সিদ্ধার্থ রায় কাপুর | ইউটিভি মোশন পিকচার্স | ||
২০১৫ (১৭তম) |
বজরঙ্গি ভাইজান | সালমান খান, রকলিন ভেঙ্কটেশ | সালমান খান ফিল্মস, কবির খান ফিল্মস | [২০] [২১] |
তনু ওয়েডস মনু রিটার্নস | কিশোর লুল্লা, সুনীল লুল্লা | কালার ইয়েলো | ||
তালবার | বিশাল ভারদ্বাজ, বিনিত জৈন | ভিবি ফিল্মস | ||
পিকু | এনপি সিং, রনি লাহিড়ী, স্নেহা লাহিড়ী | এমএসএম মোশন পিকচার্স, স্বরসতী এন্টারটেইনমেন্ট | ||
বাজিরাও মাস্তানি | সঞ্জয় লীলা ভন্সালী, কিশোর লুল্লা | এসএলবি ফিল্মস, ইরোস এন্টারটেইনমেন্ট | ||
২০১৬ (১৮তম) |
নীরজা | অতুল কসবেকর, শান্তি শিবরাম মৈনী | ফক্স স্টার স্টুডিওজ | [২২] [২৩] |
উড়তা পাঞ্জাব | শোভা কাপুর, একতা কাপুর, অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানী, আমান গিল, বিকাশ বেহল, সামীর নায়ার, মধু মান্তেনা | বালাজি মোশন পিকচার্স, ফ্যান্টম ফিল্মস | ||
অ্যায় দিল হ্যায় মুশকিল | করণ জোহর, হিরো যশ চোপড়া, অপূর্ব মেহতা | ধর্ম প্রডাকশন্স | ||
এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | অরুণ পাণ্ডে | ফক্স স্টার স্টুডিওজ, ফ্রাইডে ফিল্মওয়ার্কস, ইন্সপ্রাইড এন্টারটেইনমেন্ট | ||
পিংক | রুনী লাহিড়ী, শীল কুমা | রেশমি শর্মা টেলিফিল্মস লিমিটেড | ||
সুলতান | আদিত্য চোপড়া | যশ রাজ ফিল্মস | ||
২০১৭ (১৯তম) |
তুমহারি সুলু | ভূষণ কুমার, তনুজ গার্গ, অতুল কাসবেকর, শান্তি শিভরাম মৈনী | টি-সিরিজ, এলিস্পিস এন্টারটেইনমেন্ট | [২৪] |
টয়লেট: এক প্রেম কথা | অরুণা ভাটিয়া, শীতল ভাটিয়া, প্রেরণা অরোরা, অর্জুন এন. কাপুর, হিতেশ ঠাক্কর | ভায়াকম এইটিন মোশন পিকচার্স, ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট, ফ্রাইডে ফিল্মওয়ার্কস, প্ল্যান সি স্টুডিওজ, কেপ অব গুড ফিল্মস এলএলপি | ||
নিউটন | মনীশ মুন্দ্রা | দৃশ্যম ফিল্মস | ||
বরেলি কি বর্ফী | ভিনীত জৈন, রেনু রবি | জংলি পিকচার্স, বিআর স্টুডিওজ | ||
হিন্দি মিডিয়াম | দীনেশ বিজন, ভূষণ কুমার, কৃষ্ণন কুমার | টি-সিরিজ, ম্যাডক ফিল্মস | ||
২০১৮ (২০তম) |
রাজি | বিনীত জৈন, করণ জোহর | ধর্ম প্রডাকশন্স, জংলি পিকচার্স | [২৫] [২৬] |
আন্ধাধুন | ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও ম্যাচবক্স পিকচার্স | |||
পদ্মাবত | এসএলবি ফিল্মস ও ভায়াকম এইটিন মোশন পিকচার্স | |||
বাধাই হো | জংলি পিকচার্স ও ক্রোম পিকচার্স | |||
সঞ্জু | রাজকুমার হিরানী ফিল্মস ও বিনোদ চোপড়া ফিল্মস | |||
২০১৯ (২১তম) |
কবির সিং | ভূষণ কুমার, কিষাণ কুমার, মুরাদ খেতানি, অশ্বিন বর্দে | টি সিরিজ ফিল্মস | [২৭] [২৮] |
আর্টিকেল ফিফটিন | ||||
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক | আরএসভিপি মুভিজ | |||
কেসরি | ||||
গল্লি বয় | এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবি ফিল্মস |
২০২০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | প্রযোজক | প্রযোজনা প্রতিষ্ঠান | সূত্র |
---|---|---|---|---|
২০২১ (২২তম) |
শেরশাহ | হিরু যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় শাহ, হিমাংশু গান্ধী | ধর্ম প্রডাকশন্স, কাশ এন্টারটেইনমেন্ট | [১২] [২৯] |
৮৩ | রিলায়্যান্স এন্টারটেইনমেন্ট, ফ্যান্টম ফিল্মস, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট | |||
তানহাজী: দি আনসাং ওয়ারিয়র | অজয় দেবগন, ভূষণ কুমার ও কিষাণ কুমার | অজয় দেবগন ফিল্মস ও টি সিরিজ ফিল্মস | ||
থাপ্পড় | ভূষণ কুমার, কিষাণ কুমার ও অনুভব সিনহা | বেনারস মিডিয়া ওয়ার্কস ও টি সিরিজ | ||
সর্দার উধম | রাইজিং সান ফিল্মস, কিনো ওয়ার্কস, অ্যামাজন প্রাইম ভিডিও | |||
২০২২ (২৩তম) |
দৃশ্যম ২ | ভূষণ কুমার, কৃষাণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক | প্যানোরামা স্টুডিওজ, ভায়াকম এইটিন মোশন পিকচার্স, টি সিরিজ ফিল্মস | [৩০] [৩১] |
গঙ্গুবাই কাঠিয়াওয়াডি | জয়ন্তীলাল গদা, সঞ্জয় লীলা ভন্সালী | ভন্সালী প্রডাকশন্স, পেন ইন্ডিয়া লিমিটেড | ||
ডার্লিংস | রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ইটার্নাল সানশাইন প্রডাকশন্স | গৌরী খান, আলিয়া ভাট, গৌরব বর্মা | ||
বিক্রম বেদ | ওয়াইএনওটি স্টুডিওজ, ভন্সালী প্রডাকশন্স, পেন ইন্ডিয়া লিমিটেড | |||
ভুল ভুলাইয়া ২ | ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষাণ কুমার, আনজুম খেতানি | টি-সিরিজ ফিল্মস, সিনেওয়ান স্টুডিওজ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "IIFA Through the Years – IIFA 2000 : London, United Kingdom"। আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2001: South Africa"। আইফা। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2002 : Malaysia"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2003 : South Africa"। আইফা। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2004 : Singapore"। আইফা। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2005 : Amsterdam, Netherlands"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2006 : Dubai, UAE"। আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2007 : Yorkshire, United Kingdom"। আইফা। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2008 : Bangkok, Thailand"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2009 : Macau, China"। আইফা। ১৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2010 : Columbo, Sri Lanka"। আইফা। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ ক খ "IIFA Through the Years – IIFA 2011 : Toronto, Canada"। আইফা। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2012 : Singapore"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "ZINDAGI NA MILEGI DOBARA, THE DIRTY PICTURE dominate IIFA 2012 Nominations"। গ্ল্যামশাম। ৪ মে ২০১২। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Through the Years – IIFA 2013 : Macau, China"। আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "Barfi! leads IIFA nominations with 13 nods"। এনডিটিভি মুভিজ। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩।
- ↑ "IIFA Through the Years – IIFA 2014 : Tampa Bay, USA"। আইফা। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA Awards: 'Bhaag Milkha Bhaag' leads with 10 nominations"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৩।
- ↑ "IIFA Through the Years – IIFA 2015 : Kuala Lumpur, Malaysia"। আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "IIFA through the Years – IIFA 2016 : Madrid, Spain"। আইফা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Deepika, Ranveer starrer 'Bajirao Mastani' leads IIFA 2016 nominations"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৭।
- ↑ মিশ্র, তিশ্যা (১৬ জুলাই ২০১৭)। "IIFA Awards 2017: List Of Winners"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ গয়াল, দিব্যা (১২ জুলাই ২০১৭)। "18th IIFA Awards 2017: List Of Nominations"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ "IIFA Awards 2018: Winners, performances and everything else you should know"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮।
- ↑ "আইফা ২০১৯: পুরস্কৃত হলেন রণবীর, শ্রীরাম রাঘবন, আলিয়ারা"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "IIFA 2019 nominations: Andhadhun grabs maximum nods, Raazi and Padmaavat follow"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৩।
- ↑ "IIFA Awards 2020 - Popular Award Winners"। আইফা পুরস্কার। ২৫ নভেম্বর ২০২১। ২৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- ↑ তানেজা, পরিনা (৪ মার্চ ২০২০)। "IIFA Awards 2020 Nominations Announced: Gully Boy earns 14 nominations, Kabir Singh gets 8"। ইন্ডিয়া টিভি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ শর্মা, অদিতি (১ মে ২০২২)। "IIFA Awards 2022 full nominations: Sidharth Malhotra's Shershaah tops list, '83 gets 9 nods"। জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "IIFA Awards 2023: Here's the full list of winners"। মিড-ডে। ২৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ "IIFA 2023 nominations announced: Brahmastra, Gangubai Kathiawadi and Bhool Bhulaiyaa 2 lead the list"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩।