১৪তম আইফা পুরস্কার

১৪তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৪তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান, যা ২০১২ সালের বলিউড চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি দ্বারা উপস্থাপিত হয়, ২০১৩ সালের ৪-৬ জুলাই অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো ২০১৩ সালের ৬ই জুলাই দ্য ভেনিশিয়ান মাকাও, ম্যাকাওতে বিজয়ীদের ঘোষণা করা হয়।[১] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শাহরুখ খানশাহিদ কাপুর । অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টেলিভিশনে সম্প্রচারিত হয়।

১৪তম আইফা পুরস্কার
তারিখ৪ জুলাই ২০১৩ (2013-07-04)
৬ জুলাই ২০১৩ (2013-07-06)
স্থানদ্য ভেনেশিয়ান মাকাও, মাকাও
উপস্থাপক
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রবর্ফী!
সর্বাধিক পুরস্কারবর্ফী! (১৪)
সর্বাধিক মনোনয়নবর্ফী! (২১)
টেলিভিশন আওতা
চ্যানেলস্টার প্লাস
নেটওয়ার্কস্টার টিভি
 ← ১৩তম আইফা পুরস্কার ১৫তম → 

বর্ফী! সর্বাধিক ২১টি মনোনয়ন লাভ করে, তারপরে গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ১ ১০টি এবং অগ্নিপথভিকি ডোনার ৯টি মনোনয়ন লাভ করে।[২][৩]

বর্ফী! শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (অনুরাগ বসু), এবং শ্রেষ্ঠ অভিনেতা (রণবীর কাপুর)-সহ সর্বাধিক ১৪টি পুরস্কার অর্জন করে। অগ্নিপথ শ্রেষ্ঠ খল অভিনেতা (ঋষি কাপুর)-সহ ৫টি পুরস্কার নিয়ে দ্বিতীয় সর্বাধিক বিজয়ী চলচ্চিত্র।[৪]

নওয়াজউদ্দিন সিদ্দিকী গ্যাংস অফ ওয়াসেপুর – পার্ট ১ এবং তালাশ: দি আনসার লাইজ উইদিন-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন, কিন্তু ভিকি ডোনার-এ অভিনয়ের জন্য পুরস্কৃত অন্নু কাপুরের কাছে পরাজিত হন।

বিজয়ী ও মনোনীত সম্পাদনা

জনপ্রিয় পুরস্কার সম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
নবাগত পুরুষ তারকা নবাগত নারী তারকা
শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনয় শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়
শ্রেষ্ঠ কাহিনি নবাগত পরিচালক

সঙ্গীত পুরস্কার সম্পাদনা

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা শ্রেষ্ঠ আবহ সঙ্গীত

কারিগরি পুরস্কার সম্পাদনা

শ্রেষ্ঠ মারপিট শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
  • এক থা টাইগার - পঙ্কজ খন্ডপুর, শেরি ভরদা এবং বিশাল আনন্দ — টাটা এলক্সি'
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
  • অগ্নিপথ - "চিকনি চামেলি" এর জন্য গণেশ আচার্য
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা শ্রেষ্ঠ সংলাপ
শ্রেষ্ঠ সম্পাদনা শ্রেষ্ঠ রূপসজ্জা
শ্রেষ্ঠ উৎপাদন ডিজাইন শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ শ্রেষ্ঠ শব্দগ্রহণ
  • বর্ফী! - এরিক পিল্লাই - ফিউচার সাউন্ড অফ বোম্বে'

বিশেষ পুরস্কার সম্পাদনা

বিভাগ পুরস্কার গ্রহীতা
আইফা ২০১৩ মাকাও উত্সর্গীকৃত যশ চোপড়া
ভারতীয় সিনেমায় অসামান্য অবদান জাভেদ আখতার
আন্তর্জাতিক সিনেমায় একজন ভারতীয়ের অসামান্য কৃতিত্ব অনুপম খের
ডিজিটাল স্টার শাহরুখ খান

একাধিক মনোনয়ন এবং পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IIFA Awards 2013 to be held in Macau"। ইন্ডিসিনে। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  2. "Barfi leads with 15 nominations for IIFA awards 2013!!"ইন্ডিয়ান অফলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  3. "Barfi! leads IIFA nominations with 13 nods"। এনডিটিভি মুভিজ। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  4. "IIFA 2013 Technical Awards Winners"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা