সুজিত সরকার
সুজিত সরকার একজন সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। জিমি শেরগিল, মনীষা লাম্বা ও যশপাল শর্মা অভিনীত হিন্দি ছবি 'তহান'(২০০৫) তারই নির্দেশনায় তৈরি; এর মাধ্যমেই তিনি হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অন্যান্য উল্লেখ্য ছবির মধ্যে ভিকি ডোনার, মাদ্রাজ ক্যাফে ইত্যাদি। তার প্রযজিত বাংলা ছবি অপরাজিতা তুমি। ভিকি ডোনার-এর জন্যে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ২০০৫ সালে তিনি তার নির্দেশিত চলচ্চিত্র "ইয়াহাঁর" জন্যে ওশিয়ান সিনেফ্যান চলচ্চিত্র উত্সবএ বিশেষ জুরি পুরস্কার পান[১]। তিনি এখন অমিতাভ বচ্চন-এর উপর একটি জীবনীমূলক ছবি তৈরির পরিকল্পনা করছেন[২]। তিনি ডভ, ক্যাটবেরি, ইত্যাদি নামী ব্রান্ডের জন্যে প্রচারমূলক ছবিও নির্মাণ করেছেন।
সুজিত সরকার | |
---|---|
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নির্দেশক, প্রযোজক |
কর্মজীবন | ২০০৫ – বর্তমান |
অপরাজিতা তুমি চলচ্চিত্রটি প্রযোজক হিসাবে নির্মাণের পর থেকেই তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন। যেটি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়র উপন্যাস "দুই নারী হাতে তরবারি" অবলম্বনে নির্মিত।[৩] সরকার পরিচালিত ছবি ভিকি ডোনার বক্স-অফিসে দারুণ সাফল্য অর্জন করে। ২০১৫য় মুক্তিপ্রাপ্ত ছিবি পিকুও তিনি পরিচালনা করেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাচলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | লেখক | ভাষা |
---|---|---|---|---|---|
২০০৫ | ইয়াহান | হ্যাঁ | হিন্দি | ||
— | শোবিতে (অপ্রকাশিত) | হ্যাঁ | |||
২০১২ | অপরাজিতা তুমি | হ্যাঁ | বাংলা | ||
ভিকি ডোনার | হ্যাঁ | হিন্দি | |||
২০১৩ | মাদ্রাজ ক্যাফে | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১৫ | পিকু | হ্যাঁ | |||
ওপেন টি বায়োস্কোপ | হ্যাঁ | বাংলা | |||
২০১৬ | পিঙ্ক | হ্যাঁ | হ্যাঁ | হিন্দি | |
২০১৭ | রানিং শাদী | হ্যাঁ | |||
২০১৮ | অক্টোবর | হ্যাঁ | |||
২০২০ | গুলাবো সীতাবো | হ্যাঁ | হ্যাঁ | ||
২০২১ | সর্দার উধম | হ্যাঁ | হ্যাঁ | হিন্দি | |
২০২১ | দীপ৬ | হ্যাঁ | বাংলা |
প্রাপ্ত পুরস্কার
সম্পাদনাজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৫)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "12th Osian's-Cinefan Festival of Indian, Asian and Arab Cinema: History"। ২৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১২।
- ↑ Jha, Subhash K (১৫ মার্চ ২০১২)। "Shoojit Sircar to release documentary on Big B"। The Times of India। IANS। ১২ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১২।
- ↑ "Of Bengal, for Bengal"। The Daily Telegraph। ৩১ জানুয়ারি ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুজিত সরকার (ইংরেজি)