চিকনি চামেলি
হিন্দি চলচ্চিত্রের আইটেম গান
চিকনি চামেলি ২০১২ সালের বলিউড চলচ্চিত্র অগ্নিপথ এর হিন্দি ভাষায় রচিত একটি গান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।গানটির কথাগুলো লেখেছেন অজয় এবং আতুল গুগাভেল। গানটির সংগীত ভিডিওতে অংশ নেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, হৃতিক রোশন এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গানটিতে নাচের নির্দেশনা দিয়েছেন গণেশ আচার্য।[১] অগ্নিপথ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন করণ জোহর এবং পরিচালনা করেছেন করণ মালহোত্রা।
"চিকনি চামেলি" | ||
---|---|---|
অগ্নিপথ অ্যালবাম থেকে | ||
শ্রেয়া ঘোষাল কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | হিন্দি | |
ধারা | বলিউড | |
দৈর্ঘ্য | ৫:০৩ | |
লেবেল | সনি মিউজিক এন্টারটেনমেন্ট | |
লেখক | অজয় এবং আতুল গুগাভেল | |
সঙ্গীতের নমুনা | ||
[[:File:|চিকনি চামেলি]] [[File:|140px|center|noicon]] চিকনি চামেলি গানের প্রিভিউ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chikni Chameli sets Kombdi's popularity soaring"। Times of India। ২০১৩-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩০।