ইশকজাদে (হিন্দি: इशकजादे, অপর নাম বর্ন টু হেট...ডেস্টাইনড ও লভ; ইংরেজি: Born to Hate...Destined to Love) হল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন হাবিব ফয়সলযশ রাজ ফিল্মসের অধীনে ছবিটি প্রযোজনা করেন আদিত্য চোপড়া। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন অর্জুন কাপুরপরিনীতি চোপড়া। ছবিটি উভয়েরই প্রথম ছবি।[১] ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার মুক্তি পায় ২০১২ সালের ১৫ মার্চ। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালের ১১ মে।[২] ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং সারা বিশ্বে বাণিজ্যিক সাফল্যও অর্জন করতে সক্ষম হয়।

ইশকজাদে
চলচ্চিত্রের পোস্টার
ইশকজাদে চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহাবিব ফয়সল
প্রযোজকআদিত্য চোপড়া
রচয়িতাহাবিব ফয়সল
চিত্রনাট্যকারহাবিব ফয়সল
শ্রেষ্ঠাংশেঅর্জুন কাপুর
পরিনীতি চোপড়া
গওহর খান
সুরকারঅমিত ত্রিবেদী
নেপথ্য সঙ্গীত:
রঞ্জিত বারোত
চিত্রগ্রাহকহেমন্ত চতুর্বেদী
সম্পাদকআরতি বাজাজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকযশ রাজ ফিল্মস
মুক্তি
  • ১১ মে ২০১২ (2012-05-11)
স্থিতিকাল১৩২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ১২ কোটি (US$ ১.৪৭ মিলিয়ন)
আয় ৬৪.৯ কোটি (US$ ৭.৯৩ মিলিয়ন)

নাম সম্পাদনা

ছবিটির নামকরণ করা হয়েছে হিন্দি ভাষায় প্রচলিত জাদে (ফারসি প্রভাবিত হিন্দি/উর্দু শব্দ, যার অর্থ "পুত্র") অণুসর্গযুক্ত অশ্লীল শব্দগুলির আদলে। নামের প্রথম অংশ "অশক" হল ইশ্‌ক (অর্থাৎ, প্রেম) শব্দের অশ্লীল উচ্চারণ। সেই অর্থে ইশকজাদে নামের আক্ষরিক অর্থ "প্রেমের সন্তান"।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "YRF announces Ishaqzaade"Dainik Bhaskar। ১৭ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১ 
  2. "YRF Announce ISHAQZAADE – May 2012 Release"15 October 2011। Box Office India। ১৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা