ইশকজাদে
ইশকজাদে (হিন্দি: इश्कजादे) হল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন হাবিব ফয়সল। যশ রাজ ফিল্মসের অধীনে ছবিটি প্রযোজনা করেন আদিত্য চোপড়া। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া। ছবিটি উভয়েরই প্রথম ছবি।[১] ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার মুক্তি পায় ২০১২ সালের ১৫ মার্চ। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালের ১১ মে।[২] ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং সারা বিশ্বে বাণিজ্যিক সাফল্যও অর্জন করতে সক্ষম হয়।
ইশকজাদে | |
---|---|
পরিচালক | হাবিব ফয়সল |
প্রযোজক | আদিত্য চোপড়া |
রচয়িতা | হাবিব ফয়সল |
চিত্রনাট্যকার | হাবিব ফয়সল |
শ্রেষ্ঠাংশে | অর্জুন কাপুর পরিনীতি চোপড়া গওহর খান |
সুরকার | অমিত ত্রিবেদী নেপথ্য সঙ্গীত: রঞ্জিত বারোত |
চিত্রগ্রাহক | হেমন্ত চতুর্বেদী |
সম্পাদক | আরতি বাজাজ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ১২ কোটি (ইউএস$ ১.৪৭ মিলিয়ন) |
আয় | ₹ ৬৪.৯ কোটি (ইউএস$ ৭.৯৩ মিলিয়ন) |
নাম
সম্পাদনাছবিটির নামকরণ করা হয়েছে হিন্দি ভাষায় প্রচলিত জাদে (ফারসি প্রভাবিত হিন্দি/উর্দু শব্দ, যার অর্থ "পুত্র") অণুসর্গযুক্ত অশ্লীল শব্দগুলির আদলে। নামের প্রথম অংশ "অশক" হল ইশ্ক (অর্থাৎ, প্রেম) শব্দের অশ্লীল উচ্চারণ। সেই অর্থে ইশকজাদে নামের আক্ষরিক অর্থ "প্রেমের সন্তান"।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "YRF announces Ishaqzaade"। Dainik Bhaskar। ১৭ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
- ↑ "YRF Announce ISHAQZAADE – May 2012 Release"। 15 October 2011। Box Office India। ১৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ইশাকজাদে সংক্রান্ত মিডিয়া রয়েছে।