৮ম আইফা পুরস্কার
৮ম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ৮ম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক ২০০৬ সালের সেরা চলচ্চিত্রগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়। এটি ২০০৭ সালের ৭-৯ জুন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানটি ২০০৭ সালের ৯ জুন ইংল্যান্ডের শেফিল্ডের হলাম এফএম এরিনায় অনুষ্ঠিত হয়। আইফা ২০০০ সালে লন্ডনে প্রথম আসরের পর ইংল্যান্ড, যুক্তরাজ্যে ফিরে আসে। অনুষ্ঠান চলাকালীন ২৯টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে টেলিভিশনে সম্প্রচারিত হয়। অভিনেতা বোমান ইরানি এবং লারা দত্ত অনুষ্ঠানটি প্রথমবারের মতো সঞ্চালনা করেন।
৮ম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৭ জুন ২০০৭ ৯ জুন ২০০৭ | –|||
স্থান | হলাম এফএম এরিয়া শেফিল্ড, ইংল্যান্ড | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | রং দে বাসন্তী | |||
সর্বাধিক পুরস্কার | রং দে বাসন্তী (১১) | |||
সর্বাধিক মনোনয়ন | রং দে বাসন্তী (২১) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | স্টার প্লাস | |||
নেটওয়ার্ক | স্টার টিভি | |||
|
এই সপ্তাহান্তে অনুষ্ঠিত অন্যান্য কিছু উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে আইফা ওয়ার্ল্ড প্রিমিয়ার, আইফা-বাফটা ফিল্ম ওয়ার্কশপ, এফআইসিসিআই-আইফা গ্লোবাল বিজনেস -উম এবং আইফা ফাউন্ডেশন সেলিব্রিটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ।[১]
আইফা ২০০৭-এর ট্যাগ লাইন ছিল আইফা ২০০৭: ইয়র্কশায়ার "প্রথম দর্শনে প্রেম"।[১]
রং দে বাসন্তী এই আসরে সর্বাধিক ২১টি মনোনয়ন লাভ করে, তারপরে ওমকারা ১৩টি ও ধুম ২ ১২টি মনোনয়ন লাভ করে।[২]
রং দে বাসন্তী এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (সোহা আলী খান)-সহ সর্বাধিক ১১টি পুরস্কার অর্জন করে। লাগে রাহো মুন্না ভাই ও ওমকারা দ্বিতীয় সর্বাধিক ৪টি করে পুরস্কার লাভ করে। অন্যান্য একাধিক বিজয়ীদের মধ্যে রয়েছে কৃষ ৩টি পুরস্কার এবং ধুম ২ ও ফনা দুটি পুরস্কার লাভ করে।[৩]
রাজকুমার হিরানী ও এ আর রহমান অনুষ্ঠানে তিনটি করে পুরস্কার অর্জন করেন।
পটভূমি
সম্পাদনা২০০০ সালে প্রথম এই পুরস্কার আয়োজিত হয় এবং প্রথম অনুষ্ঠানটি লন্ডনে দ্য মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত হয়। এরপর থেকে বলিউডের আন্তর্জাতিক সাফল্যকে নির্দেশ করে বিশ্বের বিভিন্ন স্থানে পুরস্কার অনুষ্ঠিত হয়। পরবর্তী পুরস্কার অনুষ্ঠানটি ২০০৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।[৪]
বিজয়ী ও মনোনীত
সম্পাদনানিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম প্রথমে এবং গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনা
সঙ্গীত পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
| |
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ গান রেকর্ডিং | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
লেখনী পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | |
|
কারিগরি পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | শ্রেষ্ঠ মারপিট |
---|---|
|
|
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা |
|
|
শ্রেষ্ঠ রূপসজ্জা | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ শব্দ পুনঃসংযোজন | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
|
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাসবচেয়ে গ্ল্যামারাস তারকা
সম্পাদনাবর্ষসেরা সৃজনশীল ব্যক্তি পুরস্কার
সম্পাদনাবিশেষ পুরস্কার - সেরা উপযোগকরণ
সম্পাদনা- বিশাল ভারদ্বাজ – ওমকারা, শেক্সপিয়রের ওথেলো থেকে গৃহীত
আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতীয়ের অসামান্য কৃতিত্ব
সম্পাদনাআজীবন সম্মাননা
সম্পাদনাএকাধিক মনোনয়ন ও পুরস্কার
সম্পাদনা
নিম্নোক্ত ১১টি চলচ্চিত্র একাধিক মনোনয়ন লাভ করে:
|
নিম্নোক্ত ১১টি চলচ্চিত্র একাধিক পুরস্কার অর্জন করে:
|
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ ":: Welcome To International Indian Film Academy::"। আইফা। ২৮ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩।
- ↑ "Nominees for IIFA Awards 2007"। বলিউড হাঙ্গামা। ৪ এপ্রিল ২০০৭। ৬ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "IIFA Winners 2007"। এমএসএন মুভিজ। ২৪ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪।
- ↑ "Showcase: IIFA 2008 – Thailand"। IIFA। ১৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩।
- ↑ Andre Soares (২০০৭-০৬-০২)। "Indian Film Academy Awards 2007"। Altfg.com। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩।