কাহো না... প্যায়ার হ্যায়
কাহো না... পেয়্যার হ্যায় (হিন্দি: कहो ना प्यार है; বাংলা: বলো না... ভালোবাসি) হল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় রোম্যান্টিক থ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন রাকেশ রোশন। এই ছবিতেই তার পুত্র হৃতিক রোশন ও অমীশা প্যাটেল প্রথম আত্মপ্রকাশ করেন। ছবিতে হৃতিককে রোহিত ও রাজের দ্বৈত চরিত্রে দেখা যায়।
কাহো না... প্যায়ার হ্যায় | |
---|---|
Kaaho Na... Pyaar Hain | |
পরিচালক | রাকেশ রোশন |
প্রযোজক | রাকেশ রোশন |
চিত্রনাট্যকার | রবি কাপুর হানি ইরানি |
কাহিনিকার | রাকেশ রোশন |
শ্রেষ্ঠাংশে | হৃতিক রোশন অমীশা প্যাটেল দলিপ তাহিল অনুপম খের |
সুরকার | রাজেশ রোশন |
চিত্রগ্রাহক | কবির লাল |
সম্পাদক | সঞ্জয় শর্মা |
পরিবেশক | ফিল্মক্র্যাফ্ট প্রোডাকশনস (আই) প্রাইভেট লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১০০ মিলিয়ন (ইউএস$ ১.২২ মিলিয়ন)[১] |
আয় | ₹ ৩.৬ বিলিয়ন (ইউএস$ ৪৪ মিলিয়ন)[২] |
কাহো না... পেয়্যার হ্যায় ২০০০ সালের বলিউডের সফলতম ছবি। পরে লিমকা বুক অফ রেকর্ডস্-এ সর্বাধিক সংখ্যক (১০২টি) পুরস্কার-প্রাপ্ত বলিউড ছবি হিসেবে এটি নাম তোলে।[৩] এই ছবির প্রযোজক ও পরিচালক হিসেবে রাকেশ রোশন প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। হৃতিক তার অভিনয়ের জন্য প্রশংসিত হন।[৪] এই ছবিতে অভিনয় করেই তিনি একসঙ্গে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ অভিষেক পুরস্কার ও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান। তিনিই একমাত্র অভিনেতা যিনি এই দুটি পুরস্কার একসঙ্গে পেয়েছেন।
কাহো না... পেয়্যার হ্যায় ছবির সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পিতাপুত্র জুটি পরবর্তী কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কোই... মিল গায়া, কৃষ, কৃষ ৩[৫] ও কাইটস্।
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাএই ছবির প্রথমার্ধ্বের শেষে দেখা যায়, নায়ক একটি দুর্ঘটনায় মৃত বলে জানা যাচ্ছে এবং ছবির দ্বিতীয়ার্ধ্বে দেখা যায়, নায়িকাকে মানসিক অবসাদ থেকে মুক্ত করার জন্য কাকার বাড়িতে পাঠানো হচ্ছে। যাত্রাপথে নায়িকা নায়কের মতো দেখতে একজনকে দেখে চমকে উঠছে। পরে নায়িকা তাকেই একটি ডিস্কোথেকে আনন্দের সঙ্গে নাচতে দেখছে। এই ঘটনাটি ১৯৮৬ সালের কন্নড় চলচ্চিত্র কথা সপ্তমী থেকে অনুপ্রাণিত।
কুশীলব
সম্পাদনা- হৃতিক রোশন - রোহিত মেহরা / রাজ চোপড়া
- অমীশা প্যাটেল - সোনিয়া সাক্সেনা
- দলিপ তাহিল - শক্তি মালিক
- অনুপম খের - মিস্টার সাক্সেনা / সারজি
- মহনিশ বেহল - ইনস্পেক্টর কদম
- আশিষ বিদ্যার্থী - ইনস্পেক্টর শিন্দে
- সতিশ শাহ - অ্যান্থনি রদ্রিগেজ, রোহিতের বাড়ির মালিক
- ফরিদা জালাল - লিলি অ্যান্থনি রদ্রিগেজ রোহিতের বাড়ির মালিকের স্ত্রী
- রাজেশ ট্যান্ডন - অতুল মালিক, শক্তি মালিকের পুত্র ও সোনিয়ার বন্ধু
- আশা পটেল - মিসেস চোপড়া, রাজের মা
- তানাজ কারিম - নিতা সাক্সেনা
- ব্রজেশ হিরজি - টনি, রোহিতের বন্ধু
- অভিষেক শর্মা - অমিত মেহরা, রোহিতের ছোট ভাই
- জনি লিভার - ইনস্পেক্টর পারব
- কাম্য পাঞ্জাবি - শোভা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kaho Naa... Pyaar Hai"। www.boxofficeindia.com। Archived from the original on ২ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬।
- ↑ "All Time Rank"। www.boxofficeindia.com। Archived from the original on ২০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬।
- ↑ "Kaho Naa... Pyaar Hai breaks record"। Rediff। ১৮ জুলাই ২০০৩।
- ↑ "A perfect professional has come to stay"। TheHindu। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১০।
- ↑ "Its risky to make normal films"। Telegraphindia.com। ৩১ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১১। C1 control character in
|শিরোনাম=
at position 1 (সাহায্য)