৪র্থ আইফা পুরস্কার
৪র্থ আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ৪র্থ আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি ২০০২ সালের সেরা চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। এটি ২০০২ সালের ১৭ই মে অনুষ্ঠিত হয়।
৪র্থ আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৭ মে ২০০৩ | |||
স্থান | কোকা-কোলা ডোম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দেবদাস | |||
সর্বাধিক পুরস্কার | দেবদাস (১৬) | |||
সর্বাধিক মনোনয়ন | দেবদাস (১৮) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | স্টার প্লাস | |||
|
আনুষ্ঠানিক অনুষ্ঠানটি ২০০৩ সালের ৬ এপ্রিল জোহানেসবার্গের কোকা-কোলা ডোমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন ২৯টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়।
দেবদাস এই আসরে সর্বাধিক ১৮টি মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী), শ্রেষ্ঠ অভিনেতা (শাহরুখ খান), শ্রেষ্ঠ অভিনেত্রী (ঐশ্বর্যা রাই) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (কিরণ খের)-সহ শীর্ষস্থানীয় ১৬টি পুরস্কার অর্জন করে।
<i id="mwIw">কোম্পানি</i> ওদ্য লেজেন্ড অব ভগত সিং- এ অভিনয়ের জন্য অজয় দেবগন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন, কিন্তু শাহরুখ খানের কাছে হেরে যান।
বিজয়ী ও মনোনীত
সম্পাদনাবিজয়ীদের নাম প্রথমে ও গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
জনপ্রিয় পুরস্কার
সম্পাদনাসেরা ছবি | সেরা পরিচালক |
---|---|
একটি প্রধান ভূমিকা পুরুষ মধ্যে শ্রেষ্ঠ কর্মক্ষমতা | একটি লিডিং রোল ফিমেলে সেরা পারফরম্যান্স |
|
|
সাপোর্টিং রোল পুরুষে সেরা পারফরম্যান্স | একজন সহকারী ভূমিকায় সেরা পারফরম্যান্স |
|
|
একটি কমিক চরিত্রে সেরা অভিনয় | নেতিবাচক ভূমিকায় সেরা পারফরম্যান্স |
| |
পুরুষ নবাগত তারকা | মহিলা নবাগত তারকা |
|
সঙ্গীত পুরস্কার
সম্পাদনাসেরা সঙ্গীত পরিচালক | সেরা গানের কথা |
---|---|
| |
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক | সেরা মহিলা প্লেব্যাক গায়ক |
| |
সেরা গান রেকর্ডিং | সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর |
|
লেখনী পুরস্কার
সম্পাদনাসেরা সংলাপ | সেরা চিত্রনাট্য |
---|---|
|
|
সেরা গল্প | |
|
কারিগরি পুরস্কার
সম্পাদনাসেরা সিনেমাটোগ্রাফি | সেরা কোরিওগ্রাফি |
---|---|
|
|
সেরা কস্টিউম ডিজাইন | সেরা সম্পাদনা |
|
|
সেরা মেকআপ | সেরা সাউন্ড রেকর্ডিং |
|
|
সেরা সাউন্ড রি-রেকর্ডিং | সেরা বিশেষ প্রভাব |
|
|
সেরা আর্ট ডিরেকশন | সেরা অ্যাকশন |
|
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাভারতীয় সিনেমায় অসামান্য অবদান
সম্পাদনাআন্তর্জাতিক চলচ্চিত্রে অসামান্য অর্জন
সম্পাদনাদক্ষিণ আফ্রিকায় একজন ভারতীয়র অসামান্য কৃতিত্ব
সম্পাদনা- অজয় গুপ্ত – এমডি, সাহারা কম্পিউটারস, এসএ
স্যামসাং স্টাইল ডিভা অফ দ্য ইয়ার
সম্পাদনাস্যামসাং স্টাইল আইকন অফ দ্য ইয়ার
সম্পাদনাবছরের নতুন মুখ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Awards of the International Indian Film Academy (2003)"। IMDb। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১২।
- ↑ "IIFA Through the Years"। ৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৪।
- ↑ Adarsh, Taran (মে ২০০৩)। "Stars Descend on Johannesburg"। Bollywood Hungama। ৯ জুন ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২১।