আশুতোষ রানা

ভারতীয় অভিনেতা

আশুতোষ রানা রামনারায়ণ নিখরা (জন্ম ১০ নভেম্বর ১৯৬৭), পেশাগতভাবে আশুতোষ রানা নামে পরিচিত, হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি মারাঠি, তেলুগু, কন্নড়, তামিল ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করে থাকেন। তিনি দুশমন (১৯৯৮) ও সংঘর্ষ (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয় করে টানা দুবার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

আশুতোষ রানা
জন্ম
আশুতোষ রানা রামনারায়ণ নিখরা

(1967-11-10) ১০ নভেম্বর ১৯৬৭ (বয়স ৫৬)
মাতৃশিক্ষায়তনডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয়
ন্যাশনাল স্কুল অব ড্রামা
পেশাঅভিনেতা, টেলিভিশন উপস্থাপক
দাম্পত্য সঙ্গীরেনুকা শাহানে
সন্তান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রানা ১৯৬৭ সালের ১০ই নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের নরসিংহপুর জেলার গাদারওয়ারায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গাদারওয়ারায় এবং সেখানে তিনি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করেন। তিনি স্থানীয় রামলীলা নাটকে রাবণের চরিত্রে অভিনয় করতেন।

তিনি পরবর্তী কালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিনয় বিষয়ে অধ্যয়ন করেন। তিনি পৃথ্বী থিয়েটারে মঞ্চগুরু সত্যদেব দুবের সাথে অনেক মঞ্চনাটকে কাজ করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

তিনি তনুজা চন্দ্রের দুশমন (১৯৯৮) চলচ্চিত্রে ঠাণ্ডা মাথার মনস্তাত্ত্বিক খুনির ভূমিকায় অভিনয় করেন। এটি ছিল তার প্রথম চলচ্চিত্র এবং এই কাজের মধ্য দিয়ে তিনি ভারত জুড়ে পরিচিতি লাভ করেন।[] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি পুনরায় তনুজা পরিচালিত সংঘর্ষ (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তাকে প্রায়ই মহেশ ভাটের রচিত ও প্রযোজিত চলচ্চিত্রে দেখা যায়, তন্মধ্যে রয়েছে রাজগুনাহ (২০০২), কলিযুগ (২০০৫), আওয়ারাপন (২০০৭)।

তিনি করণ জোহর প্রযোজিত হাম্পটি শর্মা কি দুলহনিয়া (২০১৪) চলচ্চিত্রে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেন।[] ২০১৮ সালে তাকে ধড়ক, মুল্‌ক্‌সিম্বা চলচ্চিত্রে দেখা যায়। পরের বছর তিনি অভিষেক চোবের সোনচিড়িয়াতিগমাংশু ধুলিয়ার মিলান টকিজ-এ অভিনয় করেন।[]

পুরস্কার

সম্পাদনা
প্রদানের বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১৯৯৯ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী দুশমন বিজয়ী []
স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী []
জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
স্যানসুই পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
২০০০ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী সংঘর্ষ []
জি সিনে পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FACE TO FACE with Ashutosh Rana - Indian Express"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৭ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  2. "19 years of Dushman: Eight lesser known facts about the Kajol-Ashutosh Rana starrer"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  3. "Humpty Sharma Ki Dulhania Cast and Crew" (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  4. "Ashutosh Rana on his versatile acting: I am one of those actors who no one can mimic"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ১৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  5. "Ashutosh Rana Awards: List of awards and nominations received by Ashutosh Rana | Times of India Entertainment"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  6. "Award Winners"স্ক্রিন (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা