দিয়া মির্জা
দিয়া মির্জা (জন্ম দিয়া হ্যান্দ্রিজ ডিসেম্বর ৯, ১৯৮১) একজন ভারতীয় মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক বিউটি কুইন যিনি মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন। মির্জা মূলত বলিউডে কাজ করেছেন এবং তিনি গণমাধ্যমে তার সামাজিক কর্মকান্ডের জন্য পরিচিত। তিনি তার স্বামী সাহিল সাংঘার সাথে বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামক প্রযোজক সংস্থার স্বত্বাধিকারী।[১] তাদের প্রথম চলচ্চিত্র লাভ ব্রেকআপস জিন্দেগী ২০১১ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।[২]
দিয়া মির্জা | |
---|---|
জন্ম | দিয়া হ্যান্দ্রিজ ৯ ডিসেম্বর ১৯৮১ হায়দ্রাবাদ, অন্ধ্র প্রদেশ, ভারত |
পেশা | অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র প্রযোজক |
উপাধি | ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক ২০০০ মিস এশিয়া প্যাসিফিক ২০০০ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
প্রধান প্রতিযোগিতা | ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক ২০০০ (বিজয়ী) (মিস বিউটিফুল স্মাইল) মিস এশিয়া প্যাসিফিক ২০০০ (বিজয়ী) (মিস অ্যাভন) (মিস ক্লোজ আপ স্মাইল) |
কর্মজীবন
সম্পাদনারাহনা হ্যায় তেরে দিল মেতে তিনি মাধবনের সাথে কাজ করেছিলেন। বক্স অফিসে ছবিটি সফল না হলেও চলচ্চিত্রটির সংগীত সফল হয়েছিল। এর পরে তিনি দিবানাপান ও তুমকো না ভুল পায়েঙ্গে এতে অভিনয় করেন। ২০০৫ সালে দিয়া মির্জা বিধু বিনোদ চোপড়ার ছবি পরিণীতাতে অভিনয় করেছিলেন। ২০০৭ সালে তিনি আবার বিধু বিনোদ চোপড়া পরিচালিত সঞ্জয় দত্ত অভিনীত লগে রাহো মুন্না ভাই তে অভিনয় করেন। তিনি সোনু নিগমের মিউজিক ভিডিও "কাজরা মুহাব্বত ওয়ালা" তেও অভিনয় করেছিলেন। এটির পরে তিনি দশ কাহানি, ফাইট ক্লাব, আলাগ, হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড এবং নগদ এর মতো ছবিগুলি করেছিলেন।
জীবনী
সম্পাদনাতাঁর বাবা ফ্রাঙ্ক হ্যান্দ্রিজ একজন জার্মান ইন্টেরিয়র ডিজাইনার । তাঁর মা দীপা মির্জা বাঙালি। দিয়া মির্জার বয়স যখন ৬ বছর তখন তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। তাঁর বাবা মারা যান ৯ বছর বয়সে।এরপর তার মা দক্ষিণ ভারতীয় আহমেদ মির্জাকে বিয়ে করেছিলেন।তখন থেকে আহমদ মির্জার উপাধি তাঁর নামে যুক্ত হয়েছিল। আহমেদ মির্জা ২০০৩ সালে মারা যান[৩]। দিয়া মির্জা তার প্রেমিক সাহিল সংঘকে ২০১৪ সালের অক্টোবরে হিন্দু আর্য সমাজ পদ্ধতিতে বিয়ে করেছিলেন।২০১৯ সালে তাদের ডিভোর্স হয়[৪]।
চলচ্চিত্র
সম্পাদনাবছর | সিনেমা/অ্যালবাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
১৯৯৯ | বিন শ্বাসবা কাটরে | নর্তক | তামিল সিনেমা;অতিরিক্ত [৫] |
২০০১ | র্যাহনা হ্যায় তেরে দিল মেঁ | রিনা মালহোত্রা | সেরা অভিষেকের জন্য জি সিনেমা পুরস্কার সেরা ডেবিউ নবাগত অভিনেতার জন্য বলিউড চলচ্চিত্রের পুরস্কার মনোনীত, সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ মহিলা নবাগত অভিনেতার জন্য পর্দার পুরস্কার মনোনীত, সেরা অভিষেকের জনপ্রিয় পপ (মহিলা) |
দিবানাপান | কিরণ চৌধুরী | মনোনীত, সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ মহিলা নবাগতের জন্য স্ক্রিন পুরস্কার: [[দিবানাপান]] | |
২০০২ | তুমকো না ভুল পায়েঙ্গে | মুসকান | |
তেহজিব | নাজনীন জামাল | ||
২০০৩ | প্রাণ জয়ে শাঁ না জায়ে | সৌন্দর্য | |
স্টপ! | শামা | ||
দম | কাবেরী | ||
২০০৪ | তুমসা নাহীন দেখ - এ লাভ স্টোরি | জিয়া | |
কিউ ...! হো গয়া না | প্রীতি | বিশেষ উপস্থিতি | |
মাই ব্রাদার… নিখিল | বিশেষ উপস্থিতি | ||
ব্ল্যাকমেইল | মিসেস রাঠোদ | বিশেষ উপস্থিত | |
২০০৫ | নাম গুম যায়েগা | নাতাশা/গীতাঞ্জলী | |
পরিণীতা | গায়ত্রী | ||
দাশ | অনু ধীর | ||
কোন মেরে দিল মে হ্যায় | সিমরণ | ||
ফাইট ক্লাব– মেম্বারস অনলি | অনু চোপড়া | ||
ফির হেরা ফেরি | আইটেম নাম্বার (গান) | ||
২০০৬ | আলাগ | পুরভা রানা | |
লাগে রাহো মুন্না ভাই | সিমরণ | ||
প্রাতীক্ষা | রিনা ব্রাউন | টেলিভিশন ফিল্ম | |
২০০৭ | হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড | শিল্পা | |
শ্যুটআউট এট লোখন্ডওয়ালা | মিতা মাট্টো | ||
ক্যাশ | অদিতি | ||
হেই বেবি | নিজে | বিশেষ উপস্থিতি একটি গানে | |
ওম শান্তি ওম | নিজে | বিশেষ উপস্থিতি | |
দাস কাহনিয়াণ | সিয়া | ||
২০০৮ | ক্রেজি ৪ | শিখা | |
২০০৯ | কিসান | প্রিয়া | |
জয় বীরু | আন্না | ||
ফ্রুট এন্ড নাট | ম্নিকা গোখলে | ||
কুরবান | রেহানা (ডব্লিউআইএসিবি রিপোর্টার) | বিশেষ উপস্থিতি | |
লাক বাই চান্স | নিজে | বিশেষ উপস্থিতি | |
২০১০ | হাম তুম অর গোস্ট | গেনহা সিনহা | |
২০১১ | প্রেম ব্রেকআপস জিন্দেগি | নাইনা | |
২০১২ | পাঁচ অধ্যায় | ঈশিতা | |
২০১৪ | ববি জাসুস | প্রযোজক | |
২০১৬ | সালাম মুম্বাই | কারিশমা | ইরানি-ভারতীয় সিনেমা |
২০১৮ | সঞ্জু | মান্যতা দত্ত |
ওয়েব সিরিজ
সম্পাদনাবছর | নাম | ভূমিকা | প্ল্যাটফরম | নোট |
---|---|---|---|---|
২০১৯ | কাফির | কাইনাজ | জি ফাইভ | [৬] |
২০১৯ | মাইন্ড দ্য মালহোত্রা | প্রযোজক | অ্যামাজন প্রাইম ভিডিও | [৭] |
২০১৯ | মোঘলস | খানজাদা | [৮] |
টেলিভিশন
সম্পাদনাবছর | শো | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০১৬ | গঙ্গা - দ্য সোল অব ইন্ডিয়া | নিজে | চ্যানেল লিভিং ফুডজ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sahil Sangha Biography"। Oneindia Entertainment। ২৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "Love Breakups Zindagi – Sweet and honest sans drama"। indiaglitz।
- ↑ "I took my surname Mirza from my step-father: Dia Mirza - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ "Dia Mirza Announces Separation From Husband Sahil Sangha on Instagram, Read Here"। News18। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ WildWest Studios (১৩ নভেম্বর ২০১৬)। "A. R. Rahman Hit Tamil Song Jumbalaka Jumbalaka -bn Swasa Kaatre" – YouTube-এর মাধ্যমে।
- ↑ "Kaafir trailer: Dia Mirza, Mohit Raina star in this intense web series set in Kashmir"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ "Dia Mirza-Produced Mind the Malhotras Is Amazon's Next Indian Series"। NDTV Gadgets 360 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ "Shabana Azmi, Ronit Roy, Dia Mirza to feature in Nikkhil Advani's TV series Moghuls, based on Alex Rutherford's novel"। Firstpost। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দিয়া মির্জা (ইংরেজি)