দাবাং
দাবাং (হিন্দি: दबंग নির্ভীক) ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি অ্যাকশনধর্মী-মশলাদার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন অভিনব কাশ্যপ এবং প্রযোজনা করেছেন আরবাজ খান। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরবাজ খানের বড় ভাই সালমান খান। এছাড়াও সহ-শিল্পী হিসেবে রয়েছেন সোনাক্ষী সিংহ, আরবাজ খান, ওম পুরী, ডিম্পল কাপাডিয়া, বিনোদ খান্না, অনুপম খের, মহেশ মাঞ্জরেকার এবং মাহি গিল। খল-নায়ক চরিত্রে সোনু সুদ রয়েছেন। চলচ্চিত্রটিতে সোনাক্ষী সিংহ অভিনেত্রী, আরবাজ খান প্রযোজক এবং অভিনব কশ্যপ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মালাইকা অরোরা খান বিশেষ আইটেম গান মুন্নি বদনাম হুয়িতে পারফর্ম করে ব্যাপকভাবে সাড়া ফেলে দেন।[৪] চলচ্চিত্রটির গল্পবিন্যাস ভারতের উত্তর প্রদেশ রাজ্য থেকে নেওয়া হয় এবং চুলবুল পান্ডে নামের একজন পুলিশকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছে। ৪২০ মিলিয়ন বাজেটের চলচ্চিত্রটি ২.১৫ বিলিয়ন রুপি আয় করতে সামর্থ্য হয়।[৫]
দাবাং | |
---|---|
![]() দাবাং চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | অভিনব কাশ্যপ |
প্রযোজক | আরবাজ খান মালাইকা আরোরা খান ধিলিন মেহতা ম্যাট জেমলিন |
রচয়িতা | দিলীপ শুক্লা অভিনব কাশ্যপ |
শ্রেষ্ঠাংশে | সালমান খান আরবাজ খান সোনাক্ষী সিনহা সোনু সুদ বিনোদ খান্না ডিম্পল কাপাডিয়া অনুপম খের |
সুরকার | গান সাজিদ-ওয়াজিদ ললিত পণ্ডিত ব্যাকগাউন্ড স্কোর: সন্দীপ শিরকদার |
চিত্রগ্রাহক | মহেশ লিমায়ী |
সম্পাদক | প্রণব বি ধুকার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী অস্তাভিনায়ক সিনে ভিশন লি: |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২৬ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৪২০ মিলিয়ন (US$৫.৬৭ মিলিয়ন)[২] |
আয় | ₹২.১৫ বিলিয়ন (US$২৯.০৩ মিলিয়ন)[৩] |
শ্রেষ্ঠাংশেসম্পাদনা
- সালমান খান - চুলবুল "রবিন হুড" পান্ডে
- সোনাক্ষী সিংহ - রাজ্জো পান্ডে
- আরবাজ খান - মাখনচাঁদ প্রজাপতি "মাখখি" পান্ডে
- বিনোদ খান্না - প্রজাপতি পান্ডে, চুলবুলের সম-পিতা
- ডিম্পল কাপাডিয়া - নাইনি দেবী, চুলবুলের মাতা
- সোনু সুদ - ছেদী সিং
- মহেশ মাঞ্জরেকার - হারিয়া, রাজ্জোর পিতা
- ওম পুরী - কস্তুরীলাল বিশ্বকর্মা, ছেদী সিংহের হবু শ্বশুর
- অনুপম খের - দয়াল বাবু
- মাহি গিল - নির্মলা
- টিনু আনন্দ - মাস্টারজি, নির্মলার পিতা
- মালাইকা অরোরা খান - মুন্নি বদনাম গানের আইটেম গানে
- মুরলি শর্মা - এসিপি মালিক
- অমিতোশ নাগপাল - রাজোর ভাই
সঙ্গীতসম্পাদনা
দাবাং | ||||
---|---|---|---|---|
সাজিদ-ওয়াজিদ কর্তৃক চলচ্চিত্রের গান | ||||
মুক্তির তারিখ | ৬ আগস্ট ২০১০ | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
দৈর্ঘ্য | ৪৭:৪৩ | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
সাজিদ-ওয়াজিদ কালক্রম | ||||
|
দাবাং চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পরিচালক যুগল সাজিদ-ওয়াজিদ এবং ললিত পণ্ডিত। গীত রচনা করেছেন ফয়েজ আনোয়ার, ললিত পণ্ডিত ও জলীস শেরওয়ানি। ললিত পণ্ডিত মুন্নি বদনাম হুয়ি গানটি গীত রচনা করেছেন।[৬] গানে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান, সনু নিগম, শ্রেয়া ঘোষাল, মমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সলীম, সুখিন্দর সিং, ওয়াজিদ আলী। গানের অ্যালবাম ৬ আগস্ট, ২০১০ দিল্লীতে মুক্তি পায়।[৭]
গানের তালিকাসম্পাদনা
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "তেরে মস্ত্ মস্ত্ দো নয়েন" | ফয়েজ আনোয়ার | রাহাত ফতেহ আলী খান | ৫:৫৯ |
২. | "মুন্নি বদনাম হুয়ি" | ললিত পণ্ডিত | মমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সলীম | ৫:০৭ |
৩. | "চোরি কিয়া রে জিয়া" | জলীস শেরওয়ানি | সনু নিগম, শ্রেয়া ঘোষাল | ৪:৪৮ |
৪. | "হুড় হুড় দাবাং" | জলীস শেরওয়ানি | সুখিন্দর সিং, ওয়াজিদ আলী | ৪:১৩ |
৫. | "হামকা পিনি হ্যাঁয়" | জলীস শেরওয়ানি | ওয়াজিদ আলী, মাস্টার সলীম, শাবাব সাবরি | ৫:১৫ |
৬. | "তেরে মস্ত্ মস্ত্ দো নয়েন – ২" | ফয়েজ আনোয়ার | রাহাত ফতেহ আলী খান, শ্রেয়া ঘোষাল | ৫:৫৯ |
৭. | "মুন্নি বদনাম হুয়ি – পুনঃমিশ্রণ" | ললিত পণ্ডিত | মমতা শর্মা, ঐশ্বর্য নিগম | ৪:০৫ |
৮. | "তেরে মস্ত্ মস্ত্ দো নয়েন – পুনঃমিশ্রণ" | ফয়েজ আনোয়ার | রাহাত ফতেহ আলী খান | ৫:০২ |
৯. | "হামকা পিনি হ্যাঁয় – পুনঃমিশ্রণ" | জলীস শেরওয়ানি | ওয়াজিদ আলী, মাস্টার সলীম, শাবাব সাবরি | ৪:২৭ |
১০. | "দাবাং – থিম" | সালমান খান | ২:৪৮ | |
মোট দৈর্ঘ্য: | ৪৭:৪৩ |
আরোও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "DABANGG (12A)" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২।
- ↑ "The Biggest Profit Makers 2010"। বক্স অফিস ভারত (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫।
- ↑ "Top All Time Worldwide Grossers Updated 11/5/2012"। বক্স অফিস ভারত (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫।
- ↑ "Dabangg unveiled!" (ইংরেজি ভাষায়)। Rediff। ৬ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০।
- ↑ Priyanka Roy (১১ সেপ্টেম্বর ২০১০)। "MR FEARLESS"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। কলকাতা, ভারত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Dabangg: Soundtrack listing and details"। Bollywood Hungama। ১৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৫।
- ↑ Sharma, Garima (৮ আগস্ট ২০১০)। "Dabangg's expensive promotion"। The Times of India। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১০।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: দাবাং। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দাবাং (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে দাবাং (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দাবাং (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় দাবাং (ইংরেজি)
- ইউটিউবে দাবাং চ্যানেল
- অফিসিয়াল দাবাং২ অ্যাপ