ব্যান্ড বাজা বারাত
ব্যান্ড বাজা বারাত হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র যেটিতে রণবীর সিং এবং অনুষ্কা শর্মা মুখ্য ভূমিকায় অভিনয় করেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন মনিষ শর্মা, মনিষ পরিচালিত এটিই প্রথম চলচ্চিত্র ছিলো। চলচ্চিত্রটির কাহিনী বিয়ের অনুষ্ঠান আয়োজন নিয়ে। ২০১০ সালের ১০ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়।
ব্যান্ড বাজা বারাত | |
---|---|
পরিচালক | মনিষ শর্মা |
প্রযোজক | আদিত্য চোপড়া |
চিত্রনাট্যকার | হাবিব ফয়সাল |
কাহিনিকার | মনিষ শর্মা |
শ্রেষ্ঠাংশে | রণবীর সিং অনুষ্কা শর্মা |
সুরকার | সেলিম-সোলেমান |
চিত্রগ্রাহক | অসীম মিশ্র |
সম্পাদক | নম্রতা রাও |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১০০ মিলিয়ন |
আয় | ₹২৩৩.১ মিলিয়ন (ডামেস্টিক নেট গ্রস)[১] |
২০১০ সালের ডিসেম্বর মাসে অনিল কাপুর অভিনীত 'নো প্রবলেম' (১০ তারিখ) এবং অক্ষয় কুমারের 'তিস মার খান' (২৪ ডিসেম্বর) মুক্তি পায়, এই দুটি চলচ্চিত্রের সঙ্গে লড়াই করে ব্যান্ড বাজা বারাত ব্যবসাসফল হয়েছিলো।[২][৩] নতুন নায়ক রণবীর সিং দর্শকের মনে জায়গা করে নেন তার ভালো অভিনয় দ্বারা। চলচ্চিত্রটি আহা কল্যাণম নামে তামিল ভাষায় তৈরি করা হয়েছিলো যশ রাজ ফিল্মসের ব্যানারেই, ওখানে শর্মার জায়গায় বাণী কাপুর এবং রণবীরের জায়গায় তেলুগু অভিনেতা ননী অভিনয় করেন। ২০১৪ সালের ২১শে ফেব্রুয়ারি তামিল সংস্করণটি মুক্তি পায়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BOI Trade Network। "Box Office 2010"। Box office India। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।
- ↑ Tuteja, Joginder। "Final verdict – Band Baaja Baaraat is success story"। ২২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
- ↑ Nahta, Komal। "Tees Maar Khan Crashes Further, Band Baaja Baaraat Still in the Race"। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
- ↑ http://www.yashrajfilms.com/Movies/MovieIndividual.aspx?MovieID=47625ddc-d270-4e02-9c7b-8f8f853dde8d