২২তম আইফা পুরস্কার

২২তম আইফা পুরস্কার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত আইফা পুরস্কারের ২২তম আয়োজন। এটি ২০২২ সালের ৩-৪ জুন অনুষ্ঠিত হয়।[১] আয়োজনটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হয়।

২২তম আইফা পুরস্কার
তারিখ৩-৪ জুন ২০২২
স্থানইতিহাদ এরিনা, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
উপস্থাপকসালমান খান
রিতেশ দেশমুখ
মনীষ পল
অফিসিয়াল ওয়েবসাইটiifa.com/iifa-2022
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রশেরশাহ
সর্বাধিক পুরস্কারশেরশাহ (৬)
সর্বাধিক মনোনয়নশেরশাহ (১৩)
টেলিভিশন আওতা
চ্যানেলকালার্স টিভি
নেটওয়ার্কভায়াকমএইটিন
 ← ২১তম আইফা পুরস্কার ২৩তম → 

২০২২ সালের শুরুতে মনোনয়ন ঘোষণা করা হয়। শেরশাহ সর্বাধিক ১৩টি মনোনয়ন লাভ করে এবং ৮৩ ১০টি ও অতরঙ্গি রে ৭টি মনোনয়ন লাভ করে।[২][৩]

শেরশাহ শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালক (বিষ্ণুবর্ধন)-সহ সর্বাধিক ৬টি পুরস্কার অর্জন করে।[৪][৫] পঙ্কজ ত্রিপাঠি ৮৩লুডো চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন।

পুরস্কার সম্পাদনা

 
বিষ্ণুবর্ধন - শ্রেষ্ঠ পরিচালক
 
ভিকি কৌশল - শ্রেষ্ঠ অভিনেতা
 
কৃতি স্যানন - শ্রেষ্ঠ অভিনেত্রী
 
পঙ্কজ ত্রিপাঠী - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
 
Sai Tamhankar - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী

জনপ্রিয় পুরস্কার সম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ নবাগত - পুরুষ শ্রেষ্ঠ নবাগত - নারী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী

কারিগরি পুরস্কার সম্পাদনা

শ্রেষ্ঠ কাহিনি (মৌলিক) শ্রেষ্ঠ কাহিনি (উপযোগকৃত)
শ্রেষ্ঠ চিত্রনাট্য শ্রেষ্ঠ সংলাপ
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ সম্পাদনা
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা
  • অজয় কুমার পি.বি. ও মানিক বত্রা – ৮৩ 
শ্রেষ্ঠ বিশেষ দৃশ্য

একাধিক মনোনয়ন ও জয় সম্পাদনা

একাধিক মনোনয়ন
মনোনয়ন চলচ্চিত্র
১৩ শেরশাহ
১০ ৮৩
অতরঙ্গি রে
লুডো
সর্দার উধম
থাপ্পড়
মিমি
তানহাজী: দি আনসাং ওয়ারিয়র
অংরেজি মিডিয়াম
একাধিক জয়
জয় চলচ্চিত্র
শেরশাহ
সর্দার উধম
৮৩
অতরঙ্গি রে
মিমি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IIFA 2022 gets postponed, to be held in July"। ১৬ মে ২০২২। 
  2. শর্মা, অদিতি (১ মে ২০২২)। "IIFA Awards 2022 full nominations: Sidharth Malhotra's Shershaah tops list, '83 gets 9 nods"জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩ 
  3. তানেজা, পরিনা (১ এপ্রিল ২০২২)। "IIFA Awards 2022 Nominations List: Shershaah leads with 12 titles; 83 and Ludo follow"ইন্ডিয়া টিভি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩ 
  4. "IIFA 2022 Awards full winners list: Vicky Kaushal-Kriti Sanon win big, Shershaah awarded Best Picture"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩ 
  5. "IIFA 2022: সবচেয়ে বেশি পুরস্কার পেল 'শেরশাহ', সেরা নায়ক-নায়িকা ভিকি-কৃতি!"হিন্দুস্তান টাইমস। ৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা