হিমাংশু শর্মা
হিমাংশু শর্মা (হিন্দি: हिमांशु शर्मा; জন্ম: ২০ আগস্ট ১৯৮১) একজন ভারতীয় চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। তিনি ব্যবসাসফল তনু ওয়েডস মনু ধারাবাহিক (২০১১ ও ২০১৫), রাঞ্ঝনা (২০১৩), অতরঙ্গি রে (২০২১) চলচ্চিত্রের লেখনীর জন্য সর্বাধিক পরিচিত। তিনি তনু ওয়েডস মনু: রিটার্নস চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও সংলাপ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
হিমাংশু শর্মা | |
---|---|
হিন্দি: हिमांशु शर्मा | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | কিরোড়ি মল মহাবিদ্যালয় |
পেশা | চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কনিকা ঢিল্লোঁ (বি. ২০২১) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাহিমাংশু শর্মা ১৯৮১ সালের ২০শে আগস্ট উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা জীবন শর্মা উত্তরপ্রদেশের পর্যটন কর্মকর্তা এবং মাতা শ্যামা শর্মা। তার এক ছোট বোন ও এক ছোট ভাই রয়েছে। হিমাংশু লখনউয়ের স্প্রিং ডেল কলেজে পড়াশোনা করেন এবং পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোড়ি মল মহাবিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক সম্পন্ন করেন।[১] কিরোড়ি মলে তিনি মঞ্চনাটকে অভিনয় করতেন।
কর্মজীবন
সম্পাদনাহিমাংশু এনডিটিভিতে একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের লেখক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ছয়মাস এই অনুষ্ঠানের লেখক হিসেবে কাজ করেন।[১] পরবর্তীকালে তিনি মুম্বইয়ে পাড়ি জমান এবং সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ইতোমধ্যে তিনি সে সময়ে প্রতিষ্ঠিত টিভি পরিচালক ও প্রযোজক আনন্দ এল. রাইয়ের সাথে পরিচিত হন এবং তার সহকারী হিসেবে কাজ শুরু করেন।[১] তিনি সনি টিভির কুসুম, সাব টিভির ভূতওয়ালা-সহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিকের কাহিনি লিখেন। তিনি স্ট্রেঞ্জার্স (২০০৭) দিয়ে চলচ্চিত্রের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ কুন্দ্রা প্রযোজিত এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নন্দনা সেন ও জিমি শেরগিল।
এরপর তিনি আনন্দ এল. রাইয়ের সাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেন। তিনি তনু ওয়েডস মনু (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনি বিভাগে আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] এরপর তার রচিত রাঞ্ঝনা (২০১৩) চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। হিন্দুস্তান টাইমস-এর চলচ্চিত্র বিশ্লেষক অনুপমা চোপড়া লিখেন, "হিমাংশু শর্মার সংলাপ এই চলচ্চিত্রের বিশেষত্ব। সংলাপগুলো বলিষ্ঠ, জাগতিক ও মজার।"[৩] তিনি তনু ওয়েডস মনু: রিটার্নস (২০১৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও সংলাপ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৪][৫]
রাঞ্ঝনা চলচ্চিত্রের প্রচারণাকালে তার জিরো (২০১৮) চলচ্চিত্রের ধারণা আসে, যেখানে গল্পের মূখ্য চরিত্র বামন আকারের হবে।[৬] অতরঙ্গি রে (২০২১) চলচ্চিত্রটি লিখতে তার সময় লাগে দুই বছর। ডিজনি+হটস্টারে মুক্তির দেওয়ার পর চলচ্চিত্রটি এই ওটিটি পরিষেবার সর্বাধিকবার দেখা চলচ্চিত্র হয়ে ওঠে। তবে চলচ্চিত্রটি এতে প্রদর্শিত মানসিক অসুস্থতার জন্য সমালোচিত হয়।[৭][৮] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনি বিভাগে দ্বিতীয় আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯] চিত্রনাট্যকার কনিকা ঢিল্লোঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি ও কণিকা একত্রে রক্ষা বন্ধন (২০২২) চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন।[১০]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাহিমাংশু বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি চিত্রনাট্যকার কনিকা ঢিল্লোঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১১]
তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাব এএএফটির সদস্যা। এছাড়া তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কালার ইয়েলো প্রডাকশন্সের সদস্য।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনালেখক
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম |
---|---|
২০০৭ | স্ট্রেঞ্জার্স |
২০১১ | তনু ওয়েডস মনু |
২০১৩ | মিস্টার পেল্লিকোডুকু |
২০১৩ | রাঞ্ঝনা |
২০১৫ | তনু ওয়েডস মনু: রিটার্নস |
২০১৮ | জিরো |
২০২১ | অতরঙ্গি রে |
২০২২ | রক্ষা বন্ধন |
সৃজনশীল প্রযোজক
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম |
---|---|
২০১৬ | হ্যাপি ভাগ জায়েগি |
২০১৬ | নিল বট্টে সন্নাটা |
প্রযোজক
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম |
---|---|
২০১৭ | শুভ মঙ্গল সাবধান |
২০১৮ | মনমর্জিয়াঁ |
২০১৮ | হ্যাপি ফির ভাগ জায়েগি |
২০১৮ | মেরি নিম্মো |
২০১৯ | লাল কাপ্তান |
২০২০ | শুভ মঙ্গল জ্যায়দা সাবধান |
২০২১ | হাসিন দিলরুবা |
২০২১ | অতরঙ্গি রে |
২০২১ | গুড লাক জেরি |
২০২২ | রক্ষা বন্ধন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "'Tanu Weds Manu Returns' writer Himanshu Sharma wants to write for SRK, Ranbir Kapoor"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "ZINDAGI NA MILEGI DOBARA, THE DIRTY PICTURE dominate IIFA 2012 Nominations"। গ্ল্যামশাম। ৪ মে ২০১২। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ চোপড়া, অনুপমা (২৪ জুন ২০১৩)। "Anupama Chopra's review: Raanjhanaa"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "63rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"। ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ চৌধুরী, মোহিনী (১৫ নভেম্বর ২০১৮)। "I'd Be A Fool Not To Try Something New With SRK: Writer Himanshu Sharma On Writing For The Superstar In Zero"। ফিল্ম কম্প্যানিয়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ বৃত্ত, আনিতা (৩ জানুয়ারি ২০২২)। "Director Aanand L Rai, writer Himanshu Sharma react to Atrangi Re criticism: It's a film, not documentary"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "Atrangi Re's writer Himanshu Sharma addresses criticism against the film"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ শর্মা, অদিতি (১ মে ২০২২)। "IIFA Awards 2022 full nominations: Sidharth Malhotra's Shershaah tops list, '83 gets 9 nods"। জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৩।
- ↑ "Akshay Kumar-Bhumi Pednekar's Rakshabandhan is writers Himanshu Sharma-Kanika Dhillon's first collaboration"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "Famed B'wood writers Kanika Dhillon, Himanshu Sharma get hitched amid Covid"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হিমাংশু শর্মা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে হিমাংশু শর্মা (ইংরেজি)