রিতেশ দেশমুখ
ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
রিতেশ দেশমুখ (জন্মঃ ১৭ ডিসেম্বর ১৯৭৮; সংক্ষেপেঃ রিতেশ) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং স্থপতি। তিনি হিন্দী এবং মারাঠা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। রিতেশ প্রয়াত রাজনীতিবীদ বিলাসরাও দেশমুখ এবং বৈশালী দেশমুখ-এর পুত্র।[৪]
রিতেশ দেশমুখ | |
---|---|
জন্ম | রিতেশ দেশমুখ ১৭ ডিসেম্বর ১৯৭৮ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা প্রযোজক টেলিভিশান উপস্থাপক |
কর্মজীবন | ২০০৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জেনেলিয়া ডি'সুজা (২০১২–বর্তমান) |
সন্তান | রিয়ান রিতেশ দেশমুখ[২] |
পিতা-মাতা | বিলাসরাও দেশমুখ[৩] এবং বৈশালী দেশমুখ। |
আত্মীয় | অমিত দেশমুখ (ভাই) ধীরাজ দেশমুখ (ভাই) |
রিতেশ ২০০৩ সালে কে. বিজয়া ভাস্কর পরিচালিত তুঝে মেরি কসম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন; চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া ডি'সুজা। কিন্তু ব্যাপক পরিচিতি পেতে তাকে ২০০৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। রম্য চলচ্চিত্র মাস্তি তাকে খ্যাতি এনে দেয় এবং তিনি বেশ কিছু পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে রিতেশ মারাঠি চলচ্চিত্র বালাক পালাক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন।
কর্মজীবন
সম্পাদনাচলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্রের নাম | চরিত্র | টিকা |
---|---|---|---|
২০০৩ | তুঝে মেরি কসম | রিশি | বলিউডে অভিষেক |
আউট অভ কন্ট্রোল | যশবিন্দর | ||
২০০৪ | মাস্তি | অমর | |
নাচ | বীর | ||
২০০৫ | কিয়া কুল হ্যায় হাম | করন | |
মিস্টার ইয়া মিস | শেখর | ||
ব্লাফ মাস্টার! | আদিত্য শ্রীবাস্তব | রম্য চরিত্র | |
২০০৬ | আপনা স্বাপনা মানি মানি | কিশান/সানিয়া | |
ডরনা জরুরী হ্যায় | আলতাফ | ||
মালামাল উইকলি | কানহাইয়া | ||
ফাইট ক্লাব - মেম্বারস ওনলি | শমিল | ||
২০০৭ | হেই বেবি | তন্ময় | |
২০১৪ | এক ভিলেন | রাকেশ | |
২০১৬ | হাউসফুল ৩ | টেডি | |
২০১৯ | মারজাওয়া | বিষ্ণু | |
হাউসফুল ৪ | কুনাল ওয়েদকার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gupta, Priya (৭ জুন ২০১৪)। "Yes, Genelia is pregnant and we are both very excited about it: Ritesh Deshmukh"। Times of India। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৪।
- ↑ "It's a baby boy for Genelia and Riteish"। The Hindu। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "SRemembering Vilasrao Deshmukh". Hindustan Times.
- ↑ "মুখ্যমন্ত্রীর পুত্র অভিনয় করতে চান"। Rediff। ২৫ এপ্রিল ২০০২। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে রিতেশ দেশমুখ সংক্রান্ত মিডিয়া রয়েছে।