জেনেলিয়া ডি’সুজা
ভারতীয় অভিনেত্রী
(জেনেলিয়া ডি'সুজা থেকে পুনর্নির্দেশিত)
জেনেলিয়া ডি'সুজা (জন্ম: ৫ আগস্ট ১৯৮৭)[১][২] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা। তিনি দক্ষিণ ভারতীয় এবং বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। অমিতাভ বচ্চনের সাথে পারকার পেনের বিজ্ঞাপণে চিত্রে অভিনয় করে সকলের মনোযোগ আকর্ষনের পর ২০০৩ সালে তিনি তুঝে ম্যারি কসম নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি একই বছর বয়েজ এবং ২০০৩ হতে ২০০৫ পর্যন্ত বিভিন্ন তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
জেনেলিয়া ডি'সুজা | |
---|---|
![]() লাভ বিগ সিবিএস সংবাদ সম্মেলনে জেনেলিয়া ডি'সুজা, জুন ২০১৫ | |
জন্ম | জেনেলিয়া ডি'সুজা ৫ আগস্ট ১৯৮৭[১] |
পেশা | চলচ্চিত্র অভিনয়, মডেল, উপস্থাপণা |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রিতেশ দেশমুখ (বি. ২০১২) |
সন্তান | ১ |
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
- অরেঞ্জ(২০১০)
- জানে তু ইয়া জানে না(২০০৮)
- তেরে নাল লাভ হো গয়া(২০১২)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Happy Birthday Genelia!"। Planet Bollywood। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৩।
- ↑ "Happy Birthday Genelia D`Souza"। Patrika Group (5 August 2014)। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে জেনেলিয়া ডি’সুজা সংক্রান্ত মিডিয়া রয়েছে।