রাজনীতি (২০১০-এর চলচ্চিত্র)
রাজনীতি (হিন্দি: राजनीति) প্রকাশ ঝা পরিচালিত ২০১০ সালের ভারতীয় রাজনৈতিক থ্রিলার-অপরাধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন প্রকাশ ঝা এবং চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আঞ্জুম রাজাবলী ও প্রকাশ ঝা। ওয়াকওয়াকার মিডিয়া লিমিটেড ও প্রকাশ ঝা প্রডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্রকাশ ঝা এবং পরিবেশনা করেছে ইউটিভি মোশন পিকচার্স। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, রণবীর কাপুর, নানা পাটেকর, ক্যাটরিনা কাইফ, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী ও নাসিরুদ্দিন শাহ্। ছবির চরিত্রসমূহ মহাভারতের চরিত্রের ছায়া অবলম্বনে লেখা হয়েছে, কৃষ্ণ (নানা পাটেকর), অর্জুন (রণবীর কাপুর), যুধিষ্ঠির (অর্জুন রামপাল), দ্রোণাচার্য (মনোজ বাজপেয়ী), কর্ণ (অজয় দেবগন) ও দ্রৌপদী (ক্যাটরিনা কাইফ)।
রাজনীতি | |
---|---|
राजनीति | |
পরিচালক | প্রকাশ ঝা |
প্রযোজক | প্রকাশ ঝা |
রচয়িতা | প্রকাশ ঝা (সংলাপ) |
চিত্রনাট্যকার | প্রকাশ ঝা অঞ্জুম রাজাবলী |
কাহিনিকার | প্রকাশ ঝা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আদেশ শ্রীবাস্তব ওয়েন শার্প প্রিতম চক্রবর্তী শান্তনু মৈত্র |
চিত্রগ্রাহক | শচীন কুমার কৃষ্ণ |
সম্পাদক | সন্তোষ মণ্ডল |
প্রযোজনা কোম্পানি | প্রকাশ ঝা প্রডাকশন্স ওয়াকওয়াকার মিডিয়া লিমিটেড |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹ ৬০ কোটি[১] |
আয় | ₹ ১৪৩.১১ কোটি |
বাস্তবিক জীবনের কিছু চরিত্র ও এই চলচ্চিত্রের কিছু চরিত্র মিলে যাওয়া এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টির পর ছবিটি ২০১০ সালের ৪ জুন ভারতে ও বিশ্বব্যাপী মুক্তি পায়।[২] ₹৬০ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি ₹১৪৩.১১ কোটি আয় করে।
কুশীলব
সম্পাদনা- অজয় দেবগন – সুরজ কুমার
- রণবীর কাপুর – সমর প্রতাপ
- নানা পাটেকর – ব্রিজ গোপাল
- ক্যাটরিনা কাইফ – ইন্দু প্রতাপ
- অর্জুন রামপাল – পৃথ্বীরাজ প্রতাপ
- মনোজ বাজপেয়ী – বীরেন্দ্র প্রতাপ
- নাসিরুদ্দিন শাহ্ – ভাস্কর সান্যাল
- সারাহ থম্পসন কেইন – সারাহ জঁ কলিন্স
- দর্শন জরিওয়ালা – রামনাথ রায়
- চেতন পণ্ডিত – চন্দ্র প্রতাপ
- শ্রুতি শেঠ – দলকর্মী
- কিরণ কর্মকার – এসপি শর্মা
- দয়া শঙ্কর পান্ডে – রাম চরিত্তর
- নিখিলা ত্রিখা – ভারতী প্রতাপ
- জাহাঙ্গীর খান – ভানু প্রতাপ
- বিনয় আপ্তে – বাবুলাল
সঙ্গীত
সম্পাদনারাজনীতি | |
---|---|
কর্তৃক চলচ্চিত্রের গান | |
মুক্তির তারিখ | ১৪ মে, ২০১০ |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
দৈর্ঘ্য | ৪১:১২ |
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক |
প্রযোজক | প্রকাশ ঝা |
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আদেশ শ্রীবাস্তব, ওয়েন শার্প, প্রিতম চক্রবর্তী ও শান্তনু মৈত্র এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ওয়েন শার্প। গীত রচনা করেছেন গুলজার, ইরশাদ কামিল, ও স্বানন্দ কিরকিরে।[৩] চলচ্চিত্রের পাঁচটি মূল গান রয়েছে এবং অ্যালবামে এই পাঁচটিসহ আরও চারটি রিমিক্স গান রয়েছে। অ্যালবামটি ১৪ মে, ২০১০ প্রকাশিত হয়।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ভিগি সি ভাগি সি" | ইরশাদ কামিল | মোহিত চৌহান ও অন্তরা মিত্র | ৪:৩৭ |
২. | "মোরা পিয়া (পুরুষ)" | সমীর | আদেশ শ্রীবাস্তব, শশী, রোসালি নিকোলসন | ৫:৪৪ |
৩. | "মোরা পিয়া (নারী)" | সমীর | কবিতা শেঠ | ৪:১৭ |
৪. | "ইশ্ক বারসে" | স্বানন্দ কিরকিরে | প্রণব বিশ্বাস, হামসিকা আইয়ার, স্বানন্দ কিরকিরে | ৪:৩৬ |
৫. | "ধন ধন ধর্তি" | গুলজার | শঙ্কর মহাদেবন | ৪:৪১ |
মোট দৈর্ঘ্য: | ২৩:৫৫ |
মূল্যায়ন
সম্পাদনাবক্স অফিস
সম্পাদনারাজনীতি ভারতে এবং ভারতের বাইরে বক্স অফিসে ₹১৪৩.১১ কোটি আয় করে।
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - রণবীর কাপুর
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - অজয় দেবগন
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - অর্জুন রামপাল
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - নানা পাটেকর
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - অর্জুন রামপাল
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - রাজনীতি (প্রকাশ ঝা)
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - রণবীর কাপুর
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেত্রী - ক্যাটরিনা কাইফ
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - মনোজ বাজপেয়ী
- মনোনীত: শ্রেষ্ঠ খল অভিনেতা - মনোজ বাজপেয়ী
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রনাট্য - প্রকাশ ঝা ও অঞ্জুম রাজাবলী
- মনোনীত: শ্রেষ্ঠ সংলাপ - প্রকাশ ঝা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কোতওয়ানি, হীরেন (৪ জুন ২০১০)। "Can Raajneeti recover its Rs 60 crore investment?"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।
- ↑ "Raajneeti Cast & Crew"। ফিল্মি বিট। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।
- ↑ "MUSIC REVIEW: 'Raajneeti' makes a mark"। News18। ১৬ মে ২০১০। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে রাজনীতি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজনীতি (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে রাজনীতি (ইংরেজি)
- মেটাক্রিটিকে রাজনীতি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রাজনীতি (ইংরেজি)