জোধা আকবর
যোধা আকবর (হিন্দি: जोधा अकबर) আশুতোষ গোয়ারিকর পরিচালিত ২০০৮ সালের ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হায়দার আলি ও আশুতোষ গোয়ারিকর এবং সংলাপ লিখেছেন কে. পি. সাক্সেনা। মুঘল সম্রাট আকবর ও তার স্ত্রী যোধার প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন ও ঐশ্বর্যা রাই বচ্চন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোনু সুদ, কুলভূষণ খরবন্দ, ইলা অরুণ প্রমুখ।
জোধা আকবর | |
---|---|
जोधा अकबर | |
পরিচালক | আশুতোষ গোয়ারিকর |
প্রযোজক |
|
রচয়িতা | কে. পি. সাক্সেনা (সংলাপ) |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | হায়দার আলি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | কিরণ দেওহান্স |
সম্পাদক | বাল্লা সালু |
প্রযোজনা কোম্পানি | এজিপিপিএল |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ২১৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৪০ কোটি |
আয় | ₹১১৫ কোটি |
চলচ্চিত্রটি ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। এটি সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার লাভ করে, গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার,[১] শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার,[২] সাতটি স্টার স্ক্রিন পুরস্কার ও ৩য় এশীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে মনোনয়ন লাভ করে।
কুশীলব
সম্পাদনা- হৃতিক রোশন - জালালউদ্দীন মোহাম্মদ আকবর
- ঐশ্বর্যা রাই বচ্চন - রাজকুমারী জোধাবাই
- সোনু সুদ - রাজকুমার সুজ্জামল
- কুলভূষণ খরবন্দ - রাজা বিহারি মল
- সুহাসিনী মুলে - রানী পদ্মাবতী
- রাজা মুরাদ - শামসুদ্দীন আতাগা খান
- পুনম সিনহা - হামিদা বানু বেগম
- রাজেশ বিবেক - চুগতাই খান
- প্রমোদ মোথো - ঠোডরমল
- ইলা অরুণ - মহম অঙ্গ
- দিগ্বিজয় পুরোহিত - রাজ ভগবান দাস
- যুরি সুরি - বৈরাম খান
- সুরেন্দ্র পাল - রানা উদয় সিং
- বিশ্ব এস বাদোলা - সাদির আদাসি
- প্রথমেশ মেহতা - চন্দ্রভান সিং
- সাজি চৌধুরী - আদম খান
- মানব নায়েক নীলাক্ষী
সঙ্গীত
সম্পাদনাযোধা আকবর ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। গীত লিখেছেন জাভেদ আখতার এবং কাসিফ। কাসিফ শুধু "খাজা মেরে খাজা" গানের গীত লিখেছেন। ২০০৮ সালের ৯ জানুয়ারি এই ছবির সঙ্গীত প্রকাশ করে সনি বিজিএম।[৩]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আজিম-এ-শাহেনশাহ" | মোহাম্মদ আসলাম, বনি চক্রবর্তী | ৫:৫৪ |
২. | "জশন এ বাহারা" | জাভেদ আলি | ৫:১৫ |
৩. | "খাজা মেরে খাজা" | এ. আর. রহমান | ৬:৫৬ |
৪. | "ইন লামহো কি ধামান মে" | সোনু নিগম, মধুশ্রী | ৬:৩৭ |
৫. | "মান মোহানা" | বেলা শিন্দে | ৬:৫০ |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রনি স্ক্রুওয়ালা, আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ পরিচালক | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | ||
শ্রেষ্ঠ অভিনেতা | হৃতিক রোশন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | এ. আর. রহমান | বিজয়ী | ||
শ্রেষ্ঠ গীতিকার | জাভেদ আখতার | বিজয়ী | ||
গোল্ডেন মিনবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | গ্র্যান্ড প্রিঁ | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী | [১] |
সেরা অভিনেতা পুরস্কার | হৃতিক রোশন | বিজয়ী | ||
সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য দর্শক পুরস্কার | আশুতোষ গোয়ারিকর | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "'Jodhaa Akbar', Hrithik win award at Russian film fest"। ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৪ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Awards: Jodha Akbar makes clean sweep"। দ্য ইকোনোমিক টাইমস। ১ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭।
- ↑ Gandhi, Aakash (২০০৯)। "Jodhaa Akbar Music Review"। প্ল্যানেট বলিউড। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Jodha Akbar bags five Filmfare awards"। এনডিটিভি। ১ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জোধা আকবর (ইংরেজি)