শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
(ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্র পরিচালকদের জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই বিভাগে সর্বাধিক সাতবার পুরস্কার লাভ করেন বিমল রায়। চারবার করে এই পুরস্কার লাভ করেন রাজ কাপুর, যশ চোপড়া ও সঞ্জয় লীলা ভন্সালী।
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: মেঘনা গুলজার | |
বিবরণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | জোয়া আখতার (গলি বয় (২০১৯)-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
বিজয়ী পরিচালকসম্পাদনা
রাজ কাপুর চারবার এই পুরস্কার লাভ করেন।
গোবিন্দ নিহলানি আক্রোশ (১৯৮০) ও অর্ধ সত্য (১৯৮৩) চলচ্চিত্র পরিচালনার জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
আদিত্য চোপড়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫) চলচ্চিত্র পরিচালনার জন্য এই পুরস্কার লাভ করেন।
করণ জোহর কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ও মাই নেম ইজ খান (২০১০) চলচ্চিত্র পরিচালনার জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
রাকেশ রোশন কাহো না... প্যায়ার হ্যায় (২০০০) ও কোই... মিল গয়া (২০০৩) চলচ্চিত্র পরিচালনার জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
আশুতোষ গোয়ারিকর ২০০২ ও ২০০৯ সালে এই পুরস্কার লাভ করেন।
গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
১৯৫০-এর দশকসম্পাদনা
১৯৬০-এর দশকসম্পাদনা
১৯৭০-এর দশকসম্পাদনা
১৯৮০-এর দশকসম্পাদনা
১৯৯০-এর দশকসম্পাদনা
২০০০-এর দশকসম্পাদনা
২০১০-এর দশকসম্পাদনা
একাধিকবার বিজয়ীসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ "Filmfare Best Film Awards 1953-2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Popular Awards 2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Winners of 56th Filmfare Awards 2011"। বলিউড হাঙ্গামা। ২৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Awards 2011 Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ Bhushan, Nyay (২১ জানুয়ারি ২০১২)। "'Barfi!' Sweeps India's Filmfare Awards"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "60th Britannia Filmfare Awards 2014: Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"। ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "62nd Filmfare Awards 2017: Complete winners' list"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "সেরা ছবি 'রাজি', নায়ক রণবীর, নায়িকা আলিয়া ভাট"। দৈনিক প্রথম আলো। ২৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ "Winners of 65th Amazon Filmfare Awards 2020"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- ফিল্মফেয়ার পুরস্কারের দাপ্তরিক ওয়েবসাইট আর্কাইভইজে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে