ইয়ো ইয়ো হানি সিং
হিরদেশ সিং (জন্ম: ১৫ মার্চ ১৯৮৩), ইয়ো ইয়ো হানি সিং অথবা হানি সিং নামে অধিক পরিচিত,[১] হলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, ভারতীয় পপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি একটি সেশন এবং রেকর্ডিং শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন, কিন্তু পরবর্তীতে তিনি একজন ভাংড়া সঙ্গীত প্রযোজক হয়ে ওঠেন। তিনি বলিউড চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা শুরু করেছেন।[২]
হানি সিং | |
---|---|
![]() ২০১৮ সালে হানি সিং | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | হিরদেশ সিং |
জন্ম | হোশিয়ারপুর, পাঞ্জাব, ভারত | ১৫ মার্চ ১৯৮৩
উদ্ভব | দিল্লি, ভারত |
ধরন | ভাংড়া, হিপ হপ, ভারতীয় পপ, আরঅ্যান্ডবি |
পেশা | গায়ক, সঙ্গীত প্রযোজক, সঙ্গীত পরিচালক, অভিনেতা |
কার্যকাল | ২০০৫–বর্তমান |
লেবেল | মাফিয়া মুন্দীর রেকর্ডস, টি-সিরিজ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
গানের তালিকাসম্পাদনা
অ্যালবামসম্পাদনা
সাল | অ্যালবাম | শিল্পী | সঙ্গীত পরিচালক |
---|---|---|---|
২০০৫ | পেশি | বিল্লি সিং | হানি সিং |
২০০৬ | দ্য বিট | অশোক মাস্তি | |
সুরমা | বোপাজ | ||
২০০৮ | রিবার্থ | রাজ ব্রার | |
২০০৯ | দ্য নেক্সট লেভেল | দিলজিৎ দোসাঞ্ঝ | |
লক আপ | প্রীত হরপল | ||
দ্য বিগিনিং | রেশম সিং আনমোল | ||
২০১০ | দ্য ক্রাউন | রাজা বাথ | |
ড্রিম | ডলি সিং | ||
খালাস – দ্য পিওর | ইন্দ্রজিৎ নিক্কু | ||
দ্য ফোকস্টার | নিশান ভুল্লার | ||
দ্য রাইজিং কুইন | রিমজ জে | ||
জঞ্জির – দ্য গেম চেঞ্জার | করণ জেসবির | ||
২০১১ | হার্ড ওয়ার্ক | বাই অমরজিৎ | |
নেভার ডান বিফোর | বাল্লি রিয়ার | ||
সিংগিং বিটউইন দ্য লাইনস (গান:"জান মাংদি) | জাসি সিধু | ||
আলফাজ – দ্য বয় নেক্সট ডোর | আলফাজ | ||
জাট সুর্মে | গ্যারি হোথি | ||
তালওয়ার (গান: "কাওয়ান দিয়া দারান") | গিপি গ্রেওয়াল | ||
ইন্টারন্যাশনাল ভিলেজ | বিভিন্ন | ||
২০১২ | বোর্ন দিস ওয়ে | বরিন্দর ব্রার | |
২০১৪ | দেশি কালাকার[৩] | হানি সিং, লিল গোলু |
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০১২ | মির্জা - দি আনটোল্ড স্টোরি | দিশা | পাঞ্জাবি | |
২০১৩ | তু মেরা ২২ ম্যাঁয় তেরা ২২ | রলি | পাঞ্জাবি | |
২০১৪ | দ্য এক্সপোজ | কেনি ডামানিয়া | হিন্দি | |
২০১৬ | জোরাওয়ার | এজেন্ট জোরাওয়ার সিং | পাঞ্জাবি | |
২০১৭ | আশা | রায় | হিন্দি |
বিতর্কসম্পাদনা
হানি সিং ২০১১ সালের ২৩ জানুয়ারি ও শালিনী তলওয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ৩ আগস্ট ২০২১ হানি সিংয়ের বিরুদ্ধে গৃহনির্যাতন আইনে মামলা ঠুকে দেন স্ত্রী শালিনী। স্ত্রীর অভিযোগের ব্যাপারে সদুত্তর দিতে হানি সিংকে একটি নোটিশ পাঠিয়েছে দিল্লির তিস হাজারি কোর্ট। অভিযোগের জবাব দিতে ২৮ আগস্ট ২০২১ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। [৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Administrator। "Biography"। yoyohoneysingh.com। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Punjab's bhangra-rapper comes to Bollywood"। Mid Day। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮।
- ↑ "Yo Yo Honey Singh Clubs in with Sonakshi Sinha for Desi Kalakaar"। indialive.today। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ "হানি সিংয়ের বিরুদ্ধে পরকীয়াসহ নির্যাতনের মামলা স্ত্রীর"। এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ৪, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০২১।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Yo Yo Honey Singh (ইংরেজি)
উইকিমিডিয়া কমন্সে ইয়ো ইয়ো হানি সিং সংক্রান্ত মিডিয়া রয়েছে। |