অভিজাত জোশী

ভারতীয় চিত্রনাট্যকার

অভিজাত জোশী (জন্ম ১ ডিসেম্বর ১৯৬৯) একজন ভারতীয় চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রসম্পাদক। তিনি বিনোদ চোপড়া প্রডাকশন্স ও পরিচালক রাজকুমার হিরানীর সাথে একত্রে লাগে রাহো মুন্না ভাই (২০০৬), থ্রি ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪) ও সঞ্জু (২০১৮) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য খ্যাতি অর্জন করেন। তিনি ২০০৩ সাল থেকে ওহাইওর ওয়েস্টারভিলের ওটারবাইন বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক।[১][২][৩]

অভিজাত জোশী
અભિજાત જોશી
জন্ম (1969-12-01) ১ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
পেশাচিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রসম্পাদক
দাম্পত্য সঙ্গীশোভা জোশী
সন্তান
আত্মীয়সৌম্য জোশী (ভাই)

তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার, পাঁচটি আইফা পুরস্কার, দুটি জি সিনে পুরস্কার, একটি প্রডিউসার্স গিল্ড চলচ্চিত্র পুরস্কার এবং পাঁচটি স্ক্রিন পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জোশী গুজরাত রাজ্যের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা জয়ন্ত জোশী ও মাতা নীলা জোশী দুজনেই অধ্যাপক ছিলেন। অভিজাত গুজরাতি মাধ্যমে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি গুজরাত বিশ্ববিদ্যালয়ের শ্রী এইচ.কে. আর্টস কলেজ থেকে উচ্চতর শিক্ষা অর্জন করেন।

তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের মিশেনার সেন্টার ফর রাইটার্স থেকে কলাবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]

সাহিত্যকর্ম সম্পাদনা

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা
২০২০ শীকর লেখক হিন্দি
২০১৮ সঞ্জু সহ-লেখক হিন্দি
২০১৬ ওয়াজির লেখক, সহ-চিত্রসম্পাদক হিন্দি
২০১৫ ব্রোকেন হর্সেস লেখক ইংরেজি
২০১৪ পিকে লেখক হিন্দি
২০১২ নানবান লেখক তামিল
২০০৯ থ্রি ইডিয়টস লেখক হিন্দি
২০০৭ একলব্য: দ্য রয়্যাল গার্ড লেখক, প্রযোজক হিন্দি
২০০৬ লাগে রাহো মুন্না ভাই লেখক হিন্দি
২০০০ মিশন কাশ্মীর লেখক হিন্দি
১৯৯৮ করীব লেখক হিন্দি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Faculty ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০১০ তারিখে Otterbein College.
  2. "Abhijat: why should joy vanish from studies?"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৭ জানুয়ারি ২০১০। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  3. সাহু, দীপিকা (৮ মার্চ ২০০৭)। "Lage Raho Abhijat!"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  4. "Abhijat Joshi made 'Gandhigiri' part of India's social lexicon"দি ইকোনমিক টাইমস। ১৭ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা