চেতন ভগত
চেতন ভগত (ইংরেজি: Chetan Bhagat; হিন্দি: चेतन भगत) (জন্ম: এপ্রিল ২২ , ১৯৭৪) একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার। তার লেখা বেস্টসেলার বইয়ের মধ্যে রয়েছে "ফাইভ পয়েন্ট সামওয়ান" (২০০৪), ""ওয়ান নাইট @ এ কল সেন্টার"" (২০০৫), ""দ্য থ্রি মিস্টেকস্ অব মাই লাইফ"" (২০০৮), ""টু স্টেটস্ঃদ্য স্টোরি অব মাই ম্যারেজ"" (২০০৯), ""রিভুল্যুশন ২০২০"" (২০১১), এবং ""হাফ গার্লফ্রেন্ড"" (২০১৪)। এ বইগুলোর কারণে সারাবিশ্বের পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এর মধ্যে চারটি উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয় সিনেমা (সিনেমাগুলো হচ্ছে "থ্রি ইডিয়টস, কাই পো চে এবং টু স্টেটস্)। ২০০৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ভারতের ইতিহাসে চেতন ভগত ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখক।[১][২] টাইম ম্যাগাজিনের বিশ্বের শ্রেষ্ঠ ১০০ ক্ষমতাধর লোকেদের তালিকায় যুক্ত হয়েছে চেতন ভগতের নাম।[৩]
চেতন ভগত | |
---|---|
জন্ম | দিল্লী, ভারত | ২২ এপ্রিল ১৯৭৪
পেশা | লেখক |
জাতীয়তা | ভারত |
শিক্ষা প্রতিষ্ঠান | আইআইটি, দিল্লী এবং আইআইএম, আহমেদাবাদ |
ধরন | কথাসাহিত্য, ব্যবস্থাপনা |
উল্লেখযোগ্য রচনাবলি | ফাইভ পয়েন্ট সামওয়ান টু স্ট্যাটস |
দাম্পত্যসঙ্গী | আনুশে ভগত |
সন্তান | ২ |
ওয়েবসাইট | |
http://www.chetanbhagat.com |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাচেতন ভগত ভারতের রাজধানী দিল্লীতে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিলো পাঞ্জাবি মধ্যবিত্ত পরিবার।[৪] তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা (লেফট্যানেন্ট কর্নেল) এবং মা কৃষি বিভাগের একজন সরকারি কর্মকর্তা। তিনি নিউ দিল্লির আর্মি পাবলিক স্কুলে ভর্তি হন। পরবর্তীতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলাজি দিল্লী (আইআইটি দিল্লী) থেকে স্নাতক এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ (আইআইএম আহমেদাবাদ) থেকে এমবিএ ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে তিনি ১১ বছর ব্যাংকে চাকুরি করেন এবং পরবর্তীতে লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে মুম্বাই চলে আসেন। [তথ্যসূত্র প্রয়োজন] ইতিমধ্যে তিনি ৭টি বই লিখেছেন আর এর সবগুলোই সর্বোচ্চ বিক্রিত বই। প্রথম দুটি বই তিনি চাকুরীরত অবস্থায় লিখেছিলেন। [তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
সম্পাদনাপ্রকাশিত বই ও সিনেমা
সম্পাদনাপুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Greenlees, Donald (26 March 2008). "An Investment Banker Finds Fame Off the Books". The New York Times.
- ↑ "Chetan Bhagat's much-anticipated novel will be released this October"। Asia Pacific Arts। ২০ সেপ্টেম্বর ২০১১। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৪।
- ↑ Time 100 most influential people in the world list 2010 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ আগস্ট ২০১৩ তারিখে. Time.com. Retrieved on 2012-06-19.
- ↑ "Writing 2 States helped me forgive my father: Chetan Bhagat"। The Times of India। ১২ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।
- ↑ ""Kai Po Che!" to be released in 2013"। IBNLive। ১৮ মে ২০১২। ২৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১২।
- ↑ "Chetan Bhagat's 'Revolution 2020' to be on silver screen"। Times of India। ৩০ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৩।
- ↑ "Mohit Suri to direct adaptation of Chetan Bhagat's book Half Girlfriend"। Times of India। ১৪ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪।