রাজা (১৯৯৫-এর চলচ্চিত্র)
রাজা (হিন্দি: राजा) হল ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯৫ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী রচনা করেছেন নৌশির খাতাউ এবং সুর করেছেন নাদিম-শ্রাবণ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুর, মুকেশ খান্না, দিলীপ তাহিল ও পরেশ রাওয়াল।
রাজা | |
---|---|
राजा | |
পরিচালক | ইন্দ্র কুমার |
প্রযোজক |
|
রচয়িতা | তানভীর খান (সংলাপ) |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | নৌশির খাতাউ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | নাদিম-শ্রাবণ |
চিত্রগ্রাহক | বাবা আজমী |
সম্পাদক | হুসাইন এম ভার্মাওয়ালা |
প্রযোজনা কোম্পানি | মারুতি ইন্টারন্যাশনাল |
মুক্তি | ২৩ জুন ১৯৯৫ |
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ১৩.২৫ কোটি[১] |
চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২৩শে জুন ভারতে মুক্তি পায়। সমালোচকগণ তাদের পর্যালোচনায় ছবিটির বেশ কিছু ত্রুটি কথা উল্লেখ করলেও ছবিটি হিট হয় এবং সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে।[১] মাধুরী দীক্ষিত তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্টার স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[২]
কুশীলব
সম্পাদনা- মাধুরী দীক্ষিত - মধু গাড়েওয়াল
- সঞ্জয় কাপুর - রাজা
- মুকেশ খান্না - রানা মহেন্দ্র প্রতাপ গাড়েওয়াল
- রিতা ভাদুরী - সুমিত্রা গাড়েওয়াল
- পরেশ রাওয়াল - ব্রিজনাথ "বিরজু" পতংওয়ালা
- দিলীপ তাহির - বিশ্ব গাড়েওয়াল
- টিকু তালসানিয়া - নেতাজী
- দীনেশ হিঙ্গু
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম-শ্রাবণ এবং গীত লিখেছেন সমীর। ছবিটির গানগুলো হিট হয় এবং গানের অ্যালবামটি সে বছরের সর্বোচ্চ বিক্রিত অ্যালবামের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে।[৩]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "ফুল মাঙ্গো না বাহার" | সমীর | নাদিম-শ্রাবণ | উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক | ৫:২১ |
২. | "আখিয়াঁ মিলাওঁ কভি" | সমীর | নাদিম-শ্রাবণ | উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক | ৬:১৬ |
৩. | "কিসি দিন বানুঙ্গি ম্যাঁয় রাজা" | নাদিম-শ্রাবণ | উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক | ৭:২০ | |
৪. | "নজরেঁ মিলি দিল ধড়কা" | সমীর | নাদিম-শ্রাবণ | উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক | ৫:৩২ |
৫. | "জা সাজনা তুঝকো ভুলা" | সমীর | নাদিম-শ্রাবণ | উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক | ৬:১৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Box Office 1995"। বক্স অফিস ইন্ডিয়া। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Star Screen Awards 1996"। Awards and Shows। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Raja second most sold music album of 1995"। ২৮ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজা (ইংরেজি)