৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার
৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ফিল্মফেয়ার পুরস্কারের ৫৯তম আয়োজন, যা ২০১৩ সালের বলিউড চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়েছিল। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২৪শে জানুয়ারি এবং এটি ২৬শে জানুয়ারি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। এর পূর্বে ২০১৪ সালের ১৩ই জানুয়ারি এই আয়োজনের মনোনয়ন ঘোষণা করা হয়।[১]
৫৯তমতম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২৬ জানুয়ারি ২০১৪ | |||
স্থান | যশ রাজ স্টুডিও, মুম্বই | |||
উপস্থাপক | রণবীর কাপুর প্রিয়াঙ্কা চোপড়া | |||
অফিসিয়াল ওয়েবসাইট | www | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ভাগ মিলখা ভাগ | |||
শ্রেষ্ঠ সমালোচক | দ্য লাঞ্চবক্স | |||
সর্বাধিক পুরস্কার | ভাগ মিলখা ভাগ (৬) | |||
সর্বাধিক মনোনয়ন | ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (৯) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন | |||
|
এই আয়োজনে সর্বাধিক ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে ভাগ মিলখা ভাগ[২] এবং সর্বাধিক নয়টি বিভাগে মনোনয়ন লাভ করে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।[৩]
বিজয়ী ও মনোনীতবৃন্দ
সম্পাদনাপ্রধান পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "59th Idea Filmfare Awards Nominations"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Nominations for the 59th Idea Filmfare Awards 2013"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।