৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার
৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার ২০১১ সালের সেরা হিন্দি ভাষার সেরা চলচ্চিত্রসমূহকে (সাধারণত বলিউড নামে পরিচিত) স্বীকৃতি দিতে ২০১২ সালের ২৯শে জানুয়ারি মুম্বাইয়ের ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শাহরুখ খান ও রণবীর কাপুর। ঘটনাক্রমে, তারা উভয়ই এর আগে এই পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। কিন্তু বিভিন্ন সহ-সঞ্চালকের সাথে (সাইফ আলি খানের সাথে খান, ইমরান খানের সাথে কাপুর), তাই এই জুটি প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। ৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জনসাধারণের জন্য টেলিভিশনে প্রচার করা হয়।
৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ২৯ জানুয়ারি ২০১২ | |||
স্থান | ফিল্ম সিটি, মুম্বই | |||
উপস্থাপক | শাহরুখ খান রণবীর কাপুর করণ জোহর আলি জাফর অঙ্কিতা শোরি | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | জিন্দগি না মিলেগি দোবারা | |||
সর্বাধিক পুরস্কার | জিন্দগি না মিলেগি দোবারা (৭) | |||
সর্বাধিক মনোনয়ন | জিন্দগি না মিলেগি দোবারা (১৩) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (ভারত) | |||
|
২০১২ সালের ১১ জানুয়ারি এ পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়।[১] জিন্দগি না মিলেগি দোবারা সর্বাধিক ১৩টি মনোনয়ন লাভ করে। এছাড়া রকস্টার ১০টি ও দিল্লি বেলি ৭টি মনোনয়ন লাভ করে।[২]
জিন্দেগি না মিলেগি দোবারা শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক), শ্রেষ্ঠ পরিচালক (দুটিই জোয়া আখতারের জন্য) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (ফারহান আখতার)-সহ সর্বাধিক ৭টি পুরস্কার অর্জন করে।[৩][৪]
২০১০ সালের আয়োজনের থ্রি ইডিয়টস-এর পর ২০১২ সালেও সর্বাধিক মনোনীত চলচ্চিত্রই সর্বাধিক পুরস্কার অর্জন করে।
রকস্টার-এ জনার্ধন/জর্ডান চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর তার প্রথম সেরা অভিনেতার পুরস্কার এবং দ্বিতীয় সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার অর্জন করেন, যেখানে বিদ্যা বালান তার চতুর্থ ফিল্মফেয়ার পুরস্কার এবং দ্য ডার্টি পিকচারে সিল্ক/রেশমা চরিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয় সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন (নো ওয়ান কিল্ড জেসিকাতে তার অভিনয়ের জন্য দ্বিতীয় সেরা অভিনেত্রীর মনোনয়ন ছাড়াও)।
পুরস্কার ও মনোনীত
সম্পাদনাপ্রধান পুরস্কার
সম্পাদনাসমালোচক পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র (সেরা পরিচালক) | |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) |
কারিগরি পুরস্কার
সম্পাদনাশ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ চিত্রনাট্য |
---|---|
|
|
শ্রেষ্ঠ সংলাপ | শ্রেষ্ঠ সম্পাদনা |
| |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা | শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
|
শ্রেষ্ঠবিশেষ প্রভাব | শ্রেষ্ঠ মারপিট |
|
বিশেষ পুরস্কার
সম্পাদনাআজীবন সম্মাননা | |
---|---|
আর ডি বর্মণ পুরস্কার | |
| |
সেরা দৃশ্য | |
বিশেষ জুরি পুরস্কার | |
|
একাধিক মনোনয়ন ও জয়
সম্পাদনানিম্নলিখিত চলচ্চিত্রসমূহ একাধিক মনোনয়ন লাভ করে:
- ১৩: জিন্দগি না মিলেগি দোবারা
- ১০: রকস্টার
- ৭: দিল্লি বেলি
- ৬: দ্য ডার্টি পিকচার
- ৫: ডন ২, নো ওয়ান কিলড জেসিকা, রা.ওয়ান, শয়তান
- ৪: ৭ খুন মাফ
- ৩: বডিগার্ড
নিম্নলিখিত চলচ্চিত্রসমূহ একাধিক পুরস্কার অর্জন করে:
- ৭: জিন্দগি না মিলেগি দোবারা
- ৫: রকস্টার
- ৩: দিল্লি বেলি, দ্য ডার্টি পিকচার
- ২: ৭ খুন মাফ, ডন ২
অংশীদার
সম্পাদনা- আইডিয়া সেলুলার – টাইটেল স্পন্সর
- পিসি জুয়েলার্স - সহযোগী স্পনসর
- সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন - টেলিকাস্ট পার্টনার
- কালো কুকুর - পানীয় অংশীদার
- ব্রাইট আউটডোর মিডিয়া - আউটডোর পার্টনার
- রেডিও মির্চি - রেডিও পার্টনার
- বড় সিনেমা - মাল্টিপ্লেক্স পার্টনার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ তাংখা, মধুর (১১ জানুয়ারি ২০১২)। "Dev Anand to be given special tribute at Filmfare Awards"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Nominations for 57th Idea Filmfare Awards 2011"। বলিউড হাঙ্গামা। ১৩ জানুয়ারি ২০১২। Archived from the original on ২৬ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Winners : 57th Filmfare Awards"। এপিএন নিউজ। ৩০ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Meet the winners of the 57th Filmfare Awards"। নিউজএইটিন (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩।