১৩তম জি সিনে পুরস্কার

১৩তম পান বাহার জি সিনে পুরস্কার ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০১২ সালের ২১শে জানুয়ারি মাকাওয়ে অনুষ্ঠিত হয় এবং ৫ই ফেব্রুয়ারি জি টিভিতে প্রচারিত হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিয়াঙ্কা চোপড়াশাহরুখ খান[২]

১৩তম জি সিনে পুরস্কার
তারিখ২১ জানুয়ারি ২০১২
স্থানমাকাও
উপস্থাপকফারহান আখতার
প্রিয়াঙ্কা চোপড়া
শাহরুখ খান
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দদ্য ডার্টি পিকচার
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দজিন্দগি না মিলেগি দোবারা
শ্রেষ্ঠ অভিনেতা
শ্রেষ্ঠ অভিনেত্রী
টেলিভিশন আওতা
নেটওয়ার্কজি টিভি
 ← ১২তম জি সিনে পুরস্কার ১৪তম → 

অনুষ্ঠান

সম্পাদনা

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ এই আসরের জন্য পান বাহারকে স্পন্সর এবং মাকাওকে অনুষ্ঠানস্থল হিসেবে ঘোষণা দেয়।[৩] অনুষ্ঠানটি ২০১২ সালের ২১শে জানুয়ারি মাকাওয়ের ভেনেটিয়ান মাকাও রিসোর্ট হোটেলে অনুষ্ঠিত হয়।[৪] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিয়াঙ্কা চোপড়াশাহরুখ খান[৫]

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

২০১১ সালের ২৬শে ডিসেম্বর দর্শকের পছন্দ শাখার মনোনয়ন ঘোষণা করা হয়।[৬] ২০১২ সালের ২১শে জানুয়ারি বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[৭][৮]

 
রণবীর কাপুর রকস্টার-এর জন্য দর্শকের পছন্দ শাখায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার বিজয়ী
 
বিদ্যা বালান দ্য ডার্টি পিকচার-এর জন্য দর্শকের পছন্দ শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) পুরস্কার বিজয়ী
 
শাহরুখ খান ডন ২-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) পুরস্কার বিজয়ী
 
ফারহান আখতার জিন্দগি না মিলেগি দোবারা-এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার বিজয়ী
 
স্বরা ভাস্কর তনু ওয়েডস মনু-এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার বিজয়ী

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।

দর্শকের পছন্দ

সম্পাদনা
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
বর্ষসেরা গান

সমালোচক পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
বর্ষসেরা প্রচারপ্রাপ্ত চলচ্চিত্র গণমাধ্যমের সেরা ব্যবহার
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
নবাগত পুরস্কার
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী শ্রেষ্ঠ নবাগত পরিচালক
সঙ্গীত পুরস্কার
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী
সা রে গা মা পা নতুন সঙ্গীত প্রতিভা

কারিগরী পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা শ্রেষ্ঠ মারপিট
  • পারভেজ খান, স্পাইরো রাজতোস, এনডি গিল, ফিরোজ - রা.ওয়ান
শ্রেষ্ঠ ভিজ্যুয়াল প্রভাব

বিশেষ পুরস্কার

সম্পাদনা
আন্তর্জাতিক স্টাইল আইকন - পুরুষ আন্তর্জাতিক স্টাইল আইকন - নারী
আজীবন সম্মাননা বিশেষ পুরস্কার
  • ওয়াং চাংতিয়ান

পরিবেশনা

সম্পাদনা
পরিবেশনাকারী

পুরস্কার প্রদানকারী

সম্পাদনা
প্রদানকারী ভূমিকা
সোনাল চৌহান
মেহুল চোকসি
শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা পুরস্কার প্রদান করেন
অর্জন বাজওয়া
সারা জেন ডিয়াজ
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
জোয়া মোরানি
জ্যাকি ভাগনানি
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
কাল্কি কেকল্যাঁ
ইমতিয়াজ আলী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পুরস্কার প্রদান করেন
রিতেশ সিদওয়ানি
এডওয়ার্ড ট্রেসি
আন্তর্জাতিক স্টাইল আইকন - পুরুষ পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা পুরস্কার প্রদান করেন
মোহিত চৌহান
প্রকাশ রাজ
শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ নবাগত পরিচালক পুরস্কার প্রদান করেন
নিতিন কেনি
হিতেশ ওয়াকিল
বিশেষ পুরস্কার প্রদান করেন
বাপ্পী লাহিড়ী
পরিণীতি চোপড়া
রানা দগ্‌গুবাটি
শ্রেষ্ঠ মারপিট পুরস্কার প্রদান করেন
বর্ষসেরা প্রচারপ্রাপ্ত চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার প্রদান করেন
সাজিদ-ওয়াজিদ সা রে গা মা পা নতুন সঙ্গীত প্রতিভা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ ভিজ্যুয়াল প্রভাব পুরস্কার প্রদান করেন
শ্যামক দাবর
জায়েদ খান
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা পুরস্কার প্রদান করেন
আন্তর্জাতিক স্টাইল আইকন - নারী পুরস্কার প্রদান করেন
রণধীর কাপুর
বিদ্যা বালান
শ্রেষ্ঠ কাহিনি পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ সংলাপ পুরস্কার প্রদান করেন
ঋষি কাপুর
নীতু কাপুর
আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন
স্মিতা ঠাকরে
কাজল আগরওয়াল
বর্ষসেরা গান পুরস্কার প্রদান করেন
গণমাধ্যমের সেরা ব্যবহার পুরস্কার প্রদান করেন
মিঠুন চক্রবর্তী
জিনাত আমান
শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) পুরস্কার প্রদান করে
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক) পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পরিচালক (সমালোচক) পুরস্কার প্রদান করেন
সুভাষ ঘাই
দিয়া মির্জা
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার প্রদান করেন
জিতেন্দ্র
একতা কাপুর
শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন
শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Zee Cine Awards Nominations 2012"ইন্ডিসিনে (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  2. "Zee Cine Awards 2012 to be held in Macau"জি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  3. "Zee Cine Awards 2012 signs Pan Bahar as sponsor; Announces its nomination list"আদগুলি (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  4. গ্রিনবার্গ, জুলিয়া (২৩ জানুয়ারি ২০১২)। "Zee Cine Awards 2012: Winners of Bollywood's Top Film Honors [LIST & PHOTOS]"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  5. "SRK, Priyanka to host Zee Cine Awards 2012 - Masala"মাসালা (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  6. "Nominations for Zee Cine Awards 2012"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  7. "Winners of Zee Cine Awards 2012"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 
  8. "Zee Cine Awards 2012 winners: Ranbir Kapoor, Vidya Balan win top honours"বলিউড লাইফ (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা