বিশাল দাদলানি (জন্ম ২৬ জুন ১৯৬৩) হলেন একজন ভারতীয় সুরকার, নেপথ্য সঙ্গীতশিল্পীগীতিকার। তিনি সঙ্গীত পরিচালক যুগল বিশাল-শেখরের একজন। তিনি মূলত বলিউড চলচ্চিত্রে কাজ করে থাকেন। পাশাপাশি তিনি কন্নড়, তামিল, তেলুগু ও বাংলা চলচ্চিত্রেও কাজ করে থাকেন। তিনি তিনবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এবং দুইবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন সহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। চলচ্চিত্রে কাজের পাশাপাশি তিনি সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইন্ডিয়ান আইডলের বিচারক।

বিশাল দাদলানি
২০১৫ সালে ইন্ডিয়ান আইডল জুনিয়রে দাদলানি
জন্ম (1963-06-26) ২৬ জুন ১৯৬৩ (বয়স ৬০)
জাতীয়তাভারতীয়
পেশাসুরকার, নেপথ্য সঙ্গীতশিল্পী, গীতিকার, টিভি বিচারক
কর্মজীবন১৯৯৪-বর্তমান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দাদলানি ১৯৬৩ সালের ২৬শে জুন মহারাষ্ট্রের বম্বের বান্দ্রায় এক সিন্ধি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তিনি মুম্বইয়ের হিল গ্রেঞ্জ হাই স্কুলে এবং পরে ১৯৮৯ থেকে ১৯৯০ সালে দুই বছর জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি এইচ. আর. কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে ১৯৯৪ সালে বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

ফিল্মফেয়ার পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০০৮ শ্রেষ্ঠ গীতিকার "আঁখোঁ মেঁ তেরি" (ওম শান্তি ওম) মনোনীত [২]
২০১০ শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী "ধান তে নান" (কমিনে)
(সুখবিন্দর সিং-এর সাথে যৌথভাবে)
[৩]
২০১১ শ্রেষ্ঠ গীতিকার "বিন তেরে" (আই হেট লাভ স্টোরিজ) [৪]
২০১২ "ছম্মক ছল্লু" (রা.ওয়ান)
(নিরঞ্জন আয়েঙ্গারের সাথে যৌথভাবে)
[৫]
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী "চম্মক চল্লু" (রা.ওয়ান)
(একনের সাথে যৌথভাবে)

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভোরা, রুতম (১ এপ্রিল ২০১৬)। "Tongue-tied in Sindhi"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  2. "53rd Filmfare Award Nominations" (ইংরেজি ভাষায়)। ইন্ডিসিনে। ৬ ফেব্রুয়ারি ২০০৮। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  3. "Nominations for 55th Idea Filmfare Awards 2009" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১১ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  4. "Nominations for 56th Filmfare Awards 2010" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১৪ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  5. "Nominations for 57th Idea Filmfare Awards 2012" (ইংরেজি ভাষায়)। বলিউড হাঙ্গামা। ১১ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা