শ্রেষ্ঠ আবহ সঙ্গীত বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৯৮ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজু শাহ এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা। এ আর রহমান সর্বাধিক চারবার এই পুরস্কার অর্জন করেন।
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রের আবহ সঙ্গীত পরিচালনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৯৮ (১৯৯৭-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | ড্যানিয়েল বি. জর্জ (আন্ধাধুন-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
একাধিকবার বিজয়ী
সম্পাদনা- ৪ বার
- ৩ বার
- ২ বার