মুমতাজ (অভিনেত্রী)
মুমতাজ (হিন্দি: मुमताज़; আরবী: ممتاز) (জন্মঃ ৩১ জুলাই ১৯৪৭), হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী, যিনি বহু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুমতাজ একজন শিশু অভিনেত্রী হিসেবে তাঁর অভিনয় কর্মজীবন শুরু করেন এবং তিনি ১৯৬১-১৯৬৩ সালের সময়ে ৬টি চলচ্চিত্রে একজন অতিরিক্ত জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেন।[১][২] ১৯৬৩ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি কম বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেনে, যার ফলে দারা সিং বিপরীত তিনি বি গ্রেড সিনেমার তারকা হিসাবে পরিচিত হন। প্রথম শ্রেণিতে তিনি ১৯৬৫ সালের চলচ্চিত্র "মেরে সানাম" এর অভিনয়ের মাধ্যমে মনোযোগী হন যাতে তিনি একজন রক্তচোষা ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি প্রথম সারির চলচ্চিত্রে একজন সহকারী ভূমিকায় অভিনয়ে হাজির হন। যেমন: পাথ্থার কি সানাম, রাম অর শ্যাম, এবংব্রহ্মচারী। কিন্তু ১৯৬৯ সালের জনপ্রিয় ব্যাবসা সফল চলচ্চিত্র "দো রাস্তে" তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। এটাই ছিল তাঁর প্রথম সারির চলচ্চিত্রে প্রধান চরিত্রে নায়িকা হিসেবে প্রথম চলচ্চিত্র এবং এবং অভিনেতা রাজেশ খান্না এর সঙ্গে তাঁর প্রথম চলচ্চিত্র। ১৯৭০ এর দশকে তিনি হিন্দি চলচ্চিত্রে ইতিহাসে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। তিনি ১৯৭০ সালের "খিলোনা" চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। ২০১২ সালের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) এর উদ্যোগে তিনি ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উদ্যাপন উপলক্ষের অংশ হিসাবে পরিচালিত একটি জরিপে তিনি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় সৌন্দর্যবতী অভিনেত্রীর ভোট পান।[৩]
মুমতাজ | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | মুমু |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫২–১৯৭৬ |
দাম্পত্য সঙ্গী | ময়ুর মাধবানী |
প্রাথমিক জীবন
সম্পাদনামুমতাজ ১৯৪৭ সালের ৩১ জুলাই তারিখে একজন শুষ্ক ফল বিক্রেতা আব্দুল সেলিম আসকারী এবং শাব্দি হাবিব আগার ঘরে বম্বে (বর্তমান মুম্বাই) শহরে জন্মগ্রহণ করেন।[২] মুমতাজ বোম্বেতে জন্মগ্রহণ করেন (বর্তমানে মুম্বই) ইরানি বংশোদ্ভুত মুমতাজ এর পিতা খুব তাড়াতাড়ি তার ১ম জন্মদিনের পরেই আলাদা হয়ে যান। তবে তিনি মাত্র ১৬ বছর বয়সে তাঁর মাকে হারান এবং পেশা হিসেবে চলচ্চিত্রে অভিনয়ে যোগদান করেন। তাঁর মল্লিকা নামের একটি বড় বোন রয়েছে এবং শাহজাদ ও শাহরুখ নামে ২টি সম-ভাই রয়েছে। তিনি অভিনেতা রুপেশ কুমার এর চাচাতো বোন।
কর্মজীবন
সম্পাদনামুমতাজ ১৯৫৮ সালে "সোনে কি চিড়িয়া" নামক একটি হিন্দি চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র শিল্পে আগমন করেন।[১] কিশোরী হিসেবে তিনি প্রথম দিকে ১৯৬০ দশকের দিকে "বাল্লা ক্যায় বাত হ্যায়", "স্ত্রী", "সেহরা" নামক চলচ্চিত্রে একটি অতিরিক্ত চরিত্রে অভিনয় করেন। একজন পূর্ণবয়স্ক হিসাবে তিনি প্রথম সারির চলচ্চিত্র ছিল ও.পি রালহানের "গেহরা দাগ"; যাতে তিনি নায়কের বোনের চরিত্রে অভিনয় করেন।[৪] তিনি সফল চলচ্চিত্রে ছোট ভূমিকায়ও অভিনয় করেন। যেমন: মুঝে জিনে দো। পরবর্তীতে তিনি নায়িকা হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন। যেমনঃ ফাওলাদ, বীর বিমসেন, টারজান কামস টু দিল্লি, সিকান্দার-ই-আযম, রুস্তম-ই-হিন্দ, রাকা, এবং ডাকু মঙ্গল সিং। উক্ত প্রায় সকল চলচ্চিত্রেই দারা সিং-মুমতাজকে জুটিবদ্ধ করা হয়েছিল। যেখানে প্রতিটি চলচ্চিত্রের জন্য দারা সিং এর পারিশ্রমিক ৪৫০.০০০ এবং মুমতাজ এর বেতন ২৫০০,০০০। [৫]
ব্যক্তিগত জীবন
সম্পাদনামুমতাজ ১৯৭৪ সালের ২৯ মে তারিখে ময়ুর মাধবানীকে বিয়ে করেন। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে; একজন হলেন নাতাশা এবং অপরজনের নাম তানিয়া। বড় মেয়ে নাতাশা, ২০০৫ সালের ডিসেম্বরে ফিরোজ খান এর পুত্র ফারদিন খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর বোন মল্লিকা চলচ্চিত্র অভিনেতা দারা সিং এর ছোট ভাই রন্ধযাকে বিয়ে করেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্রের নাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
১৯৬১ | স্ত্রী | ||
১৯৬২ | বাল্লা ক্যা বাত হ্যায় | মালা – কেলেওয়ালী | |
১৯৬৩ | সেহরা | জুহি | |
১৯৬৩ | রুস্তম সোহরাব | শেহরু | |
১৯৬৩ | মুঝে জিনে দো | ফরিদা – ধারার বোন | |
১৯৬৩ | গেহরা দাগ | আশা | |
১৯৬৩ | ফাওলাদ | রাজকুমারী পদ্ম | |
১৯৬৪ | বীর ভিমসেন | ||
১৯৬৪ | স্যামসন | প্রিন্সেস সীরা | |
১৯৬৪ | কাওয়ালি কি রাত | ||
১৯৬৪ | হারকিউলেস | ||
১৯৬৪ | বাঘি | ||
১৯৬৪ | আন্ধি অর তুফান | ||
১৯৬৫ | টারজান | রেখা | |
১৯৬৫ | কিং কং | ||
১৯৬৫ | সন অব হাতিম তাই | ||
১৯৬৫ | সিকান্দার-ই-আজম | সিনথিয়া | |
১৯৬৫ | রুস্তম-ই-হিন্দ | ||
১৯৬৫ | রাকা | ||
১৯৬৫ | মেরে সানাম | কামিনী (কামো) | |
১৯৬৫ | খান্দান | নিলীমা | |
১৯৬৫ | কাজল | ঝর্ণা | |
১৯৬৫ | জুদাই আঙ্গঠি | ||
১৯৬৫ | হাম দিওয়ানে | ||
১৯৬৫ | দো দিল | আলবেলী | |
১৯৬৫ | বক্সার | ||
১৯৬৫ | বানু বেটি Beti | Savitri | |
১৯৬৬ | ইয়ে রাত ফির না আয়েগি | রীতা | |
১৯৬৬ | সাওয়ান কি ঘাটা | সালোনি | |
১৯৬৬ | সাজ অর আওয়াজ | ||
১৯৬৬ | রুস্তম কন | ||
১৯৬৬ | প্যায়ার কিয়ে জা | মীনা প্রিয়দর্শীনি | |
১৯৬৬ | পতি পত্নী | কালা | |
১৯৬৬ | লাড়কা লাড়কি | আশা | |
১৯৬৬ | জায়ান মর্দ | ||
১৯৬৬ | ডাকু মঙ্গল সিং | প্রিন্সেস অরুণা | |
১৯৬৬ | দাদী মা | সীমা | |
১৯৬৬ | সুরাজ | কলাবতী | |
১৯৬৭ | ওয়াও কই অর হোগা | সীমা | |
১৯৬৭ | রাম অর শ্যাম | শান্তা | |
১৯৬৭ | পাথ্তার কি সানাম | মীনা | |
১৯৬৭ | হামরাজ | শবনম | |
১৯৬৭ | দো দুশমন | ||
১৯৬৭ | সিআইডি ৯০৯ | রেশমা | |
১৯৬৭ | চন্দন কা পালনা | সাধনা | |
১৯৬৭ | বুন্দ জো বান গায়ে মোতি | শেফালী | |
১৯৬৭ | বাগদাদ কি রাতে | ||
১৯৬৭ | আগ | পারো | |
১৯৬৮ | মেরে হামদাম মেরে দোস্ত | মীরা | |
১৯৬৮ | জং অর আমান | ||
১৯৬৮ | জাহান মিলে ধর্তি আকাশ | ||
১৯৬৮ | গোল্ডেন আইস সিকরেট এজেন্ট ০৭৭ | ||
১৯৬৮ | গৌরী | গীতা | |
১৯৬৮ | ব্রহ্মচারী | রুপা শর্মা | |
১৯৬৮ | আপনা ঘর আপনি কাহানি | ||
১৯৬৯ | শার্ট | স্বপ্না সিং | |
১৯৬৯ | মেরে ইয়ার মেরা দুশমন | ||
১৯৬৯ | মেরা দোস্ত | ||
১৯৬৯ | জিগরি দোস্ত | শোভা দাস | |
১৯৬৯ | দো রাস্তে | রীনা | |
১৯৬৯ | বন্ধন | গৌরী মালিক্রাম | |
১৯৬৯ | আপনা খুন আপনা দুশমন | ||
১৯৬৯ | আদমি অর ইনসান | রিতা | |
১৯৭০ | সাচ্চা ঝুটা | মীনা/রিতা | |
১৯৭০ | পরদেশী | মায়না | |
১৯৭০ | খিলোনা | চান্দ | |
১৯৭০ | হামজোলি | মীনা | অতিথি শিল্পী |
১৯৭০ | হিম্মত | মালতি | |
১৯৭০ | এক নাহনি মুন্নি লাড়কি থি | ||
১৯৭০ | ভাই ভাই | বিজলী | |
১৯৭০ | মা অর মমতা | ম্যারি | |
১৯৭১ | মেলা | লাজো | |
১৯৭১ | লাড়কি পাসান্দ হ্যায় | ||
১৯৭১ | কাথপুতলি | নিশা | |
১৯৭১ | এক নারি এক ব্রহ্মচারী | মীনা | |
১৯৭১ | দুশমন | ফুলমতি | |
১৯৭১ | চাহাত | ||
১৯৭১ | উপাসনা | শালু (এছাড়া কিরন) | |
১৯৭১ | তেরে মেরে সাপনে | নিশা প্যাটেল/নিশা কুমার | |
১৯৭১ | হরে রাম হরে কৃষ্ণ | শান্তি | |
১৯৭২ | টাঙ্গিওয়ালা | পারো/চন্দিকা | |
১৯৭২ | শারারাত | রাথা/মীতা | |
১৯৭২ | প্যায়ার দিয়ানা | মমতা | |
১৯৭২ | গোমতি কি কিনারে | রশনী | |
১৯৭২ | ধাড়কান | রেখা প্রসাদ | |
১৯৭২ | অপরাধ | মীনা/রিতা | |
১৯৭২ | আপনা দেশ | ছন্দা/মাদামি পুপলিটা | |
১৯৭২ | রুপ তেরা মাস্তানা | প্রিন্সেস উশা/কিরণ | দ্বৈত ভূমিকা |
১৯৭৩ | প্যায়ার কা রিস্তা | ||
১৯৭৩ | বান্দে হাত | মালা | |
১৯৭৩ | লোফার | আঞ্জু | |
১৯৭৩ | ঝিল কে আস পার | নীলু | |
১৯৭৩ | চোর মাচায়ে শোর | রেখা | |
১৯৭৩ | আপ কি কসম | সুনিতা | |
১৯৭৪ | রতি | বিজলি | |
১৯৭৫ | প্রেম কাহানি | কামিনী | |
১৯৭৫ | লাফাঙ্গে | স্বপ্না | |
১৯৭৫ | আগ অর তুফান | ||
১৯৭৬ | নাগিন | রাজকুমারী | |
১৯৭৭ | আয়না | শালিনী | |
১৯৯০ | আন্ধিয়ান | শকুন্তলা | |
২০১০ | ওয়ান এ মিনিট | অভিনেত্রী | ডকুড্রামা চলচ্চিত্র |
পুরস্কার
সম্পাদনাবিজয়ী
- বিএফজেএ পুরস্কার - শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী – ব্রহ্মচারী (১৯৬৮)[৬]
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার – খিলোনা (১৯৭০)[৭]
- ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার (১৯৯৬)[৭]
- আইফা ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য অনারারি অ্যাওয়ার্ড (২০০৮)[৮]
মনোনয়ন
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর পুরস্কার – রাম অর শ্যাম (১৯৬৭)
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর পুরস্কার – আদমি অর ইনসান (১৯৭০)[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "From Extra to Superstar"। Angelfire.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫।
- ↑ ক খ Keshwani, Shobha (২০১২-০৭-৩১)। "Mumtaz Latest Movies Videos Images Photos Wallpapers Songs Biography Trivia On"। Gomolo.com। ২০১৩-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫।
- ↑ "Ethnic beauty Mumtaz"। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪।
- ↑ 1–3. An interview with Mumtaz. 22 September 2006. Yahoo.com. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ নভেম্বর ২০০৬ তারিখে
- ↑ "Mumtaz: Dara Singh's kindness got me my first role"। Times of India। ১৩ জুলাই ২০১২। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২।
- ↑ "69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007"। ৬ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৪।
- ↑ ক খ "Top Bollywood sex symbols of all time"। India Tribune। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২।
- ↑ "IIFA to honour Rehman, Benegal and Mumtaz"। DNA। ১৭ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২।
- ↑ "1st Filmfare Awards 1953" (পিডিএফ)। Deep750.googlepages.com। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Mumtaz (ইংরেজি)
- Site on Mumtaz ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ মে ২০১৪ তারিখে by Arun Golas
- Print media on Mumtaz
- Profile of Mumtaz's career
- Mumtaz Biography