চোর মাচায়ে শোর (চলচ্চিত্র)
১৯৭৪ সালে মুক্তি প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র
(চোর মাচায়ে শোর থেকে পুনর্নির্দেশিত)
চোর মাচায়ে শোর হচ্ছে ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। এন. এন. সিপ্পির প্রযোজনা এবং অশোক রায়ের পরিচালনায় চলচ্চিত্রটিতে নায়ক-নায়িকা হিসেবে ছিলেন শশী কাপুর এবং মুমতাজ, এছাড়াও অভিনয় করেন ড্যানি ডেনজংপা এবং অসরনি। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-এর জন্য মনোনীত হয়েছিলো অভিনেতা অসরনির ক্ষেত্রে, এটা ছিলো চলচ্চিত্রটির একমাত্র মনোনয়ন।[১] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন রবীন্দ্র জৈন এবং এটি ১৯৭৪ সালের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ছিলো।[২]
চোর মাচায়ে শোর | |
---|---|
পরিচালক | অশোক রায় |
প্রযোজক | এন. এন. সিপ্পি |
রচয়িতা | এস. এম. আব্বাস ধ্রুব চট্টোপাধ্যায় তরুণ ঘোষ |
শ্রেষ্ঠাংশে | শশী কাপুর মুমতাজ |
সুরকার | রবীন্দ্র জৈন |
চিত্রগ্রাহক | কে. এইচ. কাপাডিয়া |
সম্পাদক | বমন বি. ভোঁসলে গুরুদত্ত শিরালি |
প্রযোজনা কোম্পানি | চন্ডিবলি স্টুডিও ফিল্মালয়া স্টুডিও ফিল্মিস্তান স্টুডিও কে. আসিফ স্টুডিওস |
পরিবেশক | এন. এন. সিপ্পি প্রোডাকশন্স আল্ট্রা ডিস্ট্রিবিউটর্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- শশী কাপুর - বিজয় শর্মা
- মুমতাজ - রেখা
- অসরনি - ভালুয়া
- অসিত সেন - থানেদার
- ড্যানি ডেনজংপা - রাজু ওস্তাদ
গানের তালিকা
সম্পাদনাগান | কণ্ঠশিল্পী |
---|---|
"এক ডাল পার তোতা বোলে, এক ডাল পার মাইনা" | লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি |
"পাও মেঁ ডোরি, ডোরি মেঁ ঘুংরু" | মোহাম্মদ রফি, আশা ভোঁসলে |
"আগ্রে সে ঘাঘ্রো মাংভা দে" | আশা ভোঁসলে |
"লে জায়েঙ্গে, লে জায়েঙ্গে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে" | আশা ভোঁসলে, কিশোর কুমার |
"ঘুংঘরু কি তারাহ" | কিশোর কুমার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1st Filmfare Awards 1953" (পিডিএফ)। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১।
- ↑ BoxOffice India.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৩ তারিখে
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চোর মাচায়ে শোর (ইংরেজি)