দো রাস্তে

হিন্দি ভাষার চলচ্চিত্র

দো রাস্তে রাজ খোসলা প্রযোজিত ও পরিচালিত ১৯৬৯ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রাজেশ খান্নামুমতাজ এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বলরাজ সাহনি, প্রেম চোপড়া, ও বিন্দু। চলচ্চিত্রের গল্প এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে, যেখানে বড়দের সম্মান, মায়ের মর্যাদা, যৌথ পরিবারের সমঝোতা ও সম্পর্কের উচ্চ মর্যাদার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।[২]

দো রাস্তে
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ খোসলা
প্রযোজকরাজ খোসলা
রচয়িতা
  • চন্দ্রকান্ত কাকোদকর
  • জি. আর. কমত
  • আখতার রোমানি (সংলাপ)
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকভি. গোপী কৃষ্ণ
সম্পাদকবামন ভোঁসলে
পরিবেশকরাজ খোসলা ফিল্মস
মুক্তি
  • ৫ ডিসেম্বর ১৯৬৯ (1969-12-05)
দেশভারত
ভাষাহিন্দি
আয়প্রা. ৬.৫৯ কোটি[১]

১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং ১৯৬৯ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় ২য় স্থান অধিকার করে।[১] এটি ১৮তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালক-সহ ৭টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ কাহিনি বিভাগে একটি পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

দো রাস্তে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গীত লিখেছেন আনন্দ বকশী

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."বিন্দিয়া চমকেগি"লতা মঙ্গেশকর০৫:৪৫
২."ইয়ে রেশমি জুলফেঁ"মোহাম্মদ রফি০৫:১৬
৩."চুপ গয়ে সারে নজরে"লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি০৫:৩৬
৪."মেরে নসিব মেঁ অ্যায় দোস্ত"কিশোর কুমার০৪:৪৩
৫."দো রঙ দুনিয়া কে অউর দো রাস্তে"মুকেশ০৪:১৯
৬."আপনি আপনি বিবি পে"লতা মঙ্গেশকর০৩:৩৬
৭."ইয়ে রেশমি জুলফেঁ (পুনরুজ্জীবিত)"মোহাম্মদ রফি০৫:২১
৮."দিল নে দিল কো পুকারা (পুনরুজ্জীবিত)"লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি০৫:৩১
৯."বিন্দিয়া চমকেগি (পুনরুজ্জীবিত)"লতা মঙ্গেশকর০৪:৫৫
১০."টাইটেল সঙ্গীত (শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত)" ০২:২২

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

১৮তম ফিল্মফেয়ার পুরস্কার[৩][৪]

জয়

মনোনয়ন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BoxOffice 1969"বক্স অফিস ইন্ডিয়া। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  2. "Do Raaste (1969)"দ্য হিন্দু। চেন্নাই, ভারত। ২৬ ফেব্রুয়ারি ২০১০। ২০১০-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  3. "The Filmfare Awards Nominations – 1970"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "The Filmfare Awards Winners – 1970"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা