৬১তম ফিল্মফেয়ার পুরস্কার

৬১তম ফিল্মফেয়ার পুরস্কার দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ফিল্মফেয়ার পুরস্কারের ৬৫তম আয়োজন, যা ২০১৫ সালের বলিউড চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। এই আয়োজন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৫ই জানুয়ারি মুম্বইয়ের এনএসসিআই ডোমে এবং এটি সঞ্চালনা করেন কপিল শর্মাশাহরুখ খান[]

৬১তম ফিল্মফেয়ার পুরস্কার
ব্রিটানিয়া ৬১তম ফিল্মফেয়ার পুরস্কার
তারিখ১৫ জানুয়ারি ২০১৬
স্থানএনএসসিআই ডোম, মুম্বই, মহারাষ্ট্র
উপস্থাপককপিল শর্মা
শাহরুখ খান
অফিসিয়াল ওয়েবসাইটwww.filmfare.com
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রবাজীরাও মস্তানী
শ্রেষ্ঠ সমালোচকপিকু
সর্বাধিক পুরস্কারবাজীরাও মস্তানী (৯)
সর্বাধিক মনোনয়নবাজীরাও মস্তানী (১২)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
স্থিতিকাল১৭৩ মিনিট
 ← ৬০তম ফিল্মফেয়ার পুরস্কার ৬২তম → 

বাজীরাও মস্তানী এই আসরে সর্বাধিক ১৪টি মনোনয়ন লাভ করে এবং অন্যান্যদের মধ্যে পিকু ৮টি মনোনয়ন, তনু ওয়েডস মনু ৭টি মনোনয়ন, বদলাপুর ৬টি মনোনয়ন, এবং দিল ধড়কনে দো, দিলওয়ালে, দম লগা কে হইশা, ও তালবার ৫টি মনোনয়ন লাভ করে।[]

বাজীরাও মস্তানী শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (সঞ্জয় লীলা ভন্সালী), শ্রেষ্ঠ অভিনেতা (রণবীর সিং) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (প্রিয়াঙ্কা চোপড়া)-সহ সর্বাধিক নয়টি বিভাগে পুরস্কার অর্জন করে। অন্যান্য পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের মধ্যে পিকু ৫টি; এবং তনু ওয়েডস মনু, তালবার, দম লগা কে হইশা, ও রায় ২টি করে; এবং তামাশা, দিল ধড়কনে দো, বজরঙ্গি ভাইজান, বোম্বে ভেলভেট, মসানহিরো ১টি করে পুরস্কার অর্জন করে।[][]

দীপিকা পাড়ুকোন পিকুবাজীরাও মাস্তানী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন। প্রিয়াঙ্কা চোপড়া শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জয়ের মধ্য দিয়ে প্রথম অভিনেত্রী হিসেবে পাঁচটি ভিন্ন বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয়ের রেকর্ড গড়েন।[]

বিজয়ী ও মনোনীতগণ

সম্পাদনা

২০১৬ সালের ১১ই জানুয়ারি এই আয়োজনের মনোনয়ন ঘোষণা করা হয়,[] এবং ১৫ই জানুয়ারি পুরস্কার প্রদান করা হয়।[]

জনপ্রিয় পুরস্কার

সম্পাদনা
 
রণবীর সিং বাজীরাও মস্তানী-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হন
 
দীপিকা পাড়ুকোন পিকু-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী

সমালোচক পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী

বিশেষ পুরস্কার

সম্পাদনা
 
মৌসুমী চট্টোপাধ্যায় আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
আজীবন সম্মাননা পুরস্কার
ফিল্মফেয়ার আর. ডি. বর্মণ পুরস্কার
শ্রেষ্ঠ নবাগত পরিচালক

পরিসংখ্যান

সম্পাদনা
একাধিক মনোনয়ন
মনোনয়ন চলচ্চিত্র
১২ বাজীরাও মস্তানী
পিকু
তনু ওয়েডস মনু রিটার্নস
বদলাপুর
দিল ধড়কনে দো, দিলওয়ালে, দম লাগা কে হইশা, তালবার
তামাশা, বজরঙ্গি ভাইজান, রায়
শানদার
একাধিক বিজয়
বিজয় চলচ্চিত্র
বাজীরাও মস্তানী
পিকু
দম লাগা কে হইশা, তনু ওয়েডস মনু রিটার্নস, তালবার, রায়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Filmfare Awards 2016: Kapil Sharma and Shah Rukh Khan to host the night"। ক্যাচ নিউজ। ১৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Nominations for the 61st Britannia Filmfare Awards"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১২ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  3. ডেভিস, ম্যাগি (১৬ জানুয়ারি ২০১৬)। "61st Britannia Filmfare Awards 2016 winners: Ranveer Singh and Deepika Padukone bag the Best Actor and Actress award"ইন্ডিয়া.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  4. "61st Britannia Filmfare Awards: The complete list of winners"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  5. "Filmfare Awards 2016: Complete List of Winners"। এনডিটিভি ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "Nominations for the 61st Britannia Filmfare Awards"ফিল্মফেয়ার। ১১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা