প্রাচী দেসাই

ভারতীয় বলিউড চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী

প্রাচী দেসাই (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৮৮[১]) একজন ভারতীয় বলিউড চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি জি টিভির সফল ধারাবাহিক নাটক কাসাম সে এর প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ২০০৮ সালের চলচ্চিত্র রক অন এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে বলিউডের রাজ্যে প্রবেশ করেন। প্রাচীর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই (২০১০), বল বচ্চন (২০১২) এবং আই, মি অর মে (২০১৩)। তিনি ভারতের গোয়া পর্যটন ও নিউট্রেজিনা পণ্যের মুখপাত্র, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।[৩] এর পাশাপাশি তিনি লাক্সলিরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত আছেন।

প্রাচী দেসাই
লাকমে ফ্যাশন উইক ২০১৮ এর পঞ্চম দিনে প্রাচী দেসাই
জন্ম (1988-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)[১]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৬—বর্তমান

অভিনয় কর্মজীবন সম্পাদনা

 
দেসাই রক অনের দলীয় গানের মোড়ক উন্মোচন অনুষ্টানে

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Prachi Desai, happy birthday!"। Zee News India। ১২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৩ 
  2. "I am lucky:Prachi Desai"। Times of India। ৯ ডিসেম্বর ২০০৭। ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১০ 
  3. "Prachi Desai is new face of Neutrogena cosmetics in India"। Mid-Day। ৪ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা