সুজাতা (১৯৫৯-এর চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র

সুজাতা হল বিমল রায় পরিচালিত ১৯৫৯ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি সুবোধ ঘোষের একই নামের বাংলা ছোটগল্প অবলম্বনে নির্মিত।[১] এতে নাম ভূমিকায় অভিনয় করেন নূতন এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সুনীল দত্ত, সুলোচনা, ললিতা পবার, ও শশীকলা। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন শচীন দেববর্মণ ও গীত রচনা করেন মজরুহ সুলতানপুরি

সুজাতা
সুজাতা ১৯৫৯-এর চলচ্চিত্রের পোস্টার.jpeg
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবিমল রায়
প্রযোজকবিমল রায়
রচয়িতাপল মহেন্দ্র (সংলাপ)
চিত্রনাট্যকারনবেন্দু ঘোষ
উৎসসুবোধ ঘোষ কর্তৃক 
সুজাতা
শ্রেষ্ঠাংশে
সুরকারশচীন দেববর্মণ
চিত্রগ্রাহককমল বসু
সম্পাদকঅমিত বসু
প্রযোজনা
কোম্পানি
বিমল রায় প্রডাকশন্স
পরিবেশকবিমল রায় প্রডাকশন্স
মুক্তি
  • ২০ মার্চ ১৯৫৯ (1959-03-20) (কান)
দৈর্ঘ্য১৪৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটি ১৯৫৯ সালে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে।[২] এটি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩য় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্ব ভারত সনদ লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।

কুশীলবসম্পাদনা

  • নূতন - সুজাতা
  • সুনীল দত্ত - অধীর
  • ললিতা পবার - গিরিবালা (বুয়াজী)
  • শশীকলা - রমা চৌধুরী
  • সুলোচনা - চারু চৌধুরী
  • তরুণ বসু - উপেন্দ্রনাথ চৌধুরী
  • অসীম কুমার
  • পল মহেন্দ্র - মঞ্চনাটক অভিনেতা
  • বাইজ শর্মা
  • ব্রহ্ম ভারদ্বাজ - মাস্টারজি
  • মণি চট্টোপাধ্যায় - সুজাতার বরপক্ষের পিতা
  • সাবিত্রী দেবী
  • শিবজি ভাই
  • শৈলেন বোস
  • মধুপ শর্মা
  • সংঘবি
  • মাস্টার সোহনি
  • বেবি ফরিদা - সুজাতা (কিশোরী)
  • বেবি শোভা - রমা (কিশোরী)
  • সলিল ভাট - সুজাতাকে বিয়ে করতে চাওয়া তোতলা ব্যক্তি

তথ্যসূত্রসম্পাদনা

  1. গুলজার; নিহলানি, গোবিন্দ; চ্যাটার্জি, শৈবাল (২০০৩)। Encyclopaedia of Hindi cinema। পপুলার প্রকাশন। পৃষ্ঠা ৩৩৭। আইএসবিএন 81-7991-066-0 
  2. "Festival de Cannes: Sujata"কান চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা