যমুনা (জন্ম ৩০শে আগস্ট ১৯৩৬) হলেন একজন প্রবীণ তেলুগু অভিনেত্রী, একজন পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি ১৬ বছর বয়সে ড. গারিকিপতি রাজারওয়ের পুত্তিল্লু (১৯৫৩) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়ের সূচনা করেছিলেন।[] এবং তাঁর প্রথম সাফল্য এসেছিল এল. ভি. প্রসাদের মিসসাম্মা ছবি থেকে। তার কর্মজীবনে তামিল সিনেমাও অন্তর্ভুক্ত রয়েছে।[] তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

যমুনা
জন্ম
জানা বাই

(1936-08-30) ৩০ আগস্ট ১৯৩৬ (বয়স ৮৮)[]
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামএন. যমুনা
পেশাঅভিনেতা, রাজনীতিবিদ
কর্মজীবন১৯৫৪ - ১৯৮৩
দাম্পত্য সঙ্গীজুলুরী রমনা রাও
(বি. ১৯৬৫ -২০১৪) মৃত্যু পর্যন্ত
সন্তানবংশীকৃষ্ণ (জ. ১৯৬৬)
শ্রাবন্তী (জ. ১৯৬৮)
পিতা-মাতাপিতা: শ্রীনিবাসন রাও
মা: কৌশল্যাদেবী

প্রাথমিক জীবন

সম্পাদনা

যমুনার জন্ম হয়েছিল কর্ণাটক রাজ্যের হাম্পি শহরে। তাঁর পিতা নিপ্পানি শ্রীনিবাসন রাও ছিলেন একজন মাঢ়ওয়া ব্রাহ্মণ এবং একজন ব্যবসায়ী এবং মাতা কৌশল্যাদেবী ছিলেন একজন বৈশ্য। যমুনার নাম রাখা হয়েছিল জানা বাই। তিনি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের দুগিরালা, গুন্টুর জেলায় বড় হয়ে ওঠেন।[] অভিনেত্রী সাবিত্রী দুগিরালায় একটি নাটকে অভিনয় করার সময়, যমুনার বাড়িতে ছিলেন। পরে সাবিত্রী যমুনাকে ছবিতে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ১৪ বছর বয়সে নায়িকা হিসাবে চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন।[] যমুনার মাতৃভাষা কন্নড়[]

কর্মজীবন

সম্পাদনা

বিদ্যালয়ে পড়ার সময় থেকেই যমুনা মঞ্চ শিল্পী ছিলেন। তাঁর মা তাঁকে কন্ঠ সংগীত এবং হারমোনিয়াম শিখিয়েছিলেন। ডঃ গারিকিপতি রাজা রাও (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটিএ দেখুন) মা ভূমি তে তাঁর মঞ্চাভিনয় দেখেছিলেন এবং ১৯৫২ সালে তাঁর পুত্তিল্লু ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।[]

তিনি তেলুগু এবং দক্ষিণ ভারতের অন্যান্য ভাষায় ১৯৮ টি ছবিতে অভিনয় করেছিলেন। তিনি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন, মিলন (১৯৬৭) চলচ্চিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার সেরা সহ অভিনেত্রী পুরস্কার জিতেছিলেন। এই ছবিটি ছিল আসল তেলুগু চলচ্চিত্র মুগা মানসুলু (১৯৬৪)র পুনর্নিমান এবং হিন্দিতে তিনি তাঁর সেই ভূমিকারই পুনরাভিনয় করছিলেন।

তিনি তেলুগু শিল্পী সমিতি প্রতিষ্ঠা করেছেন এবং গত ২৫ বছর ধরে এর মাধ্যমে সমাজসেবা করছেন।

তিনি ১৯৮০ এর দশকে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলেন এবং ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে রাজামুন্দ্রি নির্বাচনী অঞ্চল থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছিলেন তবে সংক্ষিপ্তভাবে ১৯৯০ এর দশকে বিজেপি এর পক্ষে প্রচার চালিয়েছিলেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তিনি ১৯৬৫ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এর প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জুলুরী রমনা রাওকে বিবাহ করেছিলেন। ১০ই নভেম্বর ২০১৪ সালে হৃদযন্ত্রে বৈকল্যের কারণে তিনি ৮৬ বছর বয়সে মারা যান।[] তাঁদের একটি পুত্র, বংশীকৃষ্ণ জুলুরী এবং একটি কন্যা শ্রাবন্তী। তাঁরা ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে বাস করেন।

পুরস্কার

সম্পাদনা

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

তেলুগু

সম্পাদনা
  1. মা গোপী (১৯৫৪)
  2. বঙ্গড়ু পাপা (১৯৫৪)
  3. নিরুপেদালু (১৯৫৪)
  4. ভাড্ডান্তে ডাব্বু (১৯৫৪)
  5. "দারু পেল্লাউ (১৯৫৪)
  6. ঢোংগা রামুদু (১৯৫৫)
  7. শান্তশাম (১৯৫৫)
  8. মিসাম্মা (১৯৫৫)
  9. চিরাঞ্জিবুলু (১৯৫৬)
  10. মুড্ডু বিড্ডা (১৯৫৬)
  11. চিন্তামণি (১৯৫৬)
  12. ভাগ্য রেখা (১৯৫৭)
  13. সতী অনুসুয়া (১৯৫৭)
  14. মা ইন্তি মহালক্ষম] (১৯৫৮)
  15. ভু কৈলাস (১৯৫৮)
  16. আপ্পু চেসি পাপ্পু কোড়ু (১৯৫৯)
  17. ইল্লারিকাম (১৯৫৯)
  18. জলসা রায়ুডু (১৯৬০)
  19. পেল্লি কানি পিল্লাউ (১৯৬১)
  20. গুলেবাকাভালি কথা (১৯৬২)
  21. গুন্ডাম্মা কথা (১৯৬২)
  22. শ্রীককুলা অন্ধমহা বিষ্ণু (১৯৬২)
  23. পূজা ফালাম (১৯৬৪)
  24. বব্বিলি ইউদ্ধাম (১৯৬৪)
  25. মঞ্চী মনীষী (১৯৬৪)
  26. মুগ্রা মনাশুলু (১৯৬৪)
  27. মুরালিকৃষ্ণা (১৯৬৪)
  28. রামুডু ভিমুডু (১৯৬৪)
  29. দরিকিথে ডোংগালু(১৯৬৫)
  30. কীলু বোম্মালু (১৯৬৫)
  31. থডু নীদা (১৯৬৫)
  32. শ্রী কৃষ্ণ তুলাভারাম (১৯৬৫)
  33. লেতা বানাসুলু] (১৯৬৬)
  34. চন্দ্রংগম (১৯৬৭)
  35. পুলা রংগদু (১৯৬৭)
  36. চিন্নারি পাপ্পালু (১৯৬৮)
  37. বান্দিপতু ডোংগালু (১৯৬৮)
  38. রামু (১৯৬৮)
  39. আত্তা কোদালু (১৯৬৯)
  40. একাভিরা (১৯৬৯)
  41. মাত্তিলো মানিকম (১৯৭১)
  42. পদন্তি কাপুরাম (১৯৭২)
  43. সমসরম (১৯৭৫)
  44. কুরুক্ষেত্র (১৯৭৭)
  45. ইদা জোডু
  46. আদাজন্ম
  47. পিত্তিলু
  48. ভানাজা গিরিজা
  49. থাসিলদারগারি আম্মায়ি
  50. পেল্লিনাতি প্রমরালু
  51. ' কালেক্টর জানাকি
  52. মামা আল্লুল্লা সাভাল
  53. বাংগুড়ু থাল্লি
  54. গৌরি
  55. মানুশুলান্তা ওক্কাতে
  56. তেনালি তামাকৃষ্ণা
  57. মনগম্মা সপাধাম
  58. পেল্লিরোজু
  59. উন্ধাম্মা বোট্টু পেদাথা
  60. গাদুসু পিল্লাদু
  61. শ্রীমান্থুডু
  62. মানাসু মঙ্গলাম
  63. নবরাত্রি (১৯৬৫)
  64. মুগানমু
  65. পেলিরোজু
  66. অমায়াকুডু
  67. আল্লুদে মেনাল্লুড্ডু
  68. সতী অনুসুয়া
  69. রামালয়াম
  70. ককশ
  71. চাল্লানি নীদা"
  72. বঙ্গড়ু সক্কেল্লা
  73. নাদী আদাজান্মে
  74. পলমনসুলু
  75. মুহূর্তবালাম
  76. মেনাকোডালু
  77. মামাথা
  78. স্নেহাবন্ধাম
  79. পেদ্দালু মারালি
  80. মানুশুলু মাট্টিবোম্মালু
  81. আদাম্বারালু অনুবন্ধালু
  82. দীর্ঘাসুমঙ্গলী
  1. পানাম পাদুধাম পাদু (১৯৫৪)
  2. জয়া গোপী (১৯৫৫)
  3. মিসিয়াম্মা (১৯৫৫)
  4. ডংগা রামুদু (১৯৫৫)
  5. তেনালি রামা (১৯৫৬)
  6. নাগা দেবনাথ (১৯৫৬)
  7. কুদুম্ব ভিল্লাক্কু (১৯৫৬)
  8. থাঙ্গামালাই রাগাসিয়াম (১৯৫৭)
  9. পাক্কা থুরিডাম (১৯৫৭)
  10. কূল গৌরবাম (১৯৫৭)
  11. ভুকৈলাস (১৯৫৮)
  12. কাদান ভাঙ্গি কল্যানাম (১৯৫৮)
  13. বোম্মাই কল্যানাম (১৯৫৮)
  14. ভাজকাই ওপ্পানাধাম (১৯৫৯)
  15. কান্নিরাইন্ধা কান্নাভাম (১৯৫৯)
  16. থাই মোগলুক্কু কাট্টিয়া থালি (১৯৫৯)
  17. নাল্লা থিপ্রু (১৯৫৯)
  18. কাদুভালিন কুজাধাই (১৯৬০)
  19. মরুথা নাট্টু ভিরান (১৯৬১)
  20. রেবতী (১৯৬১)
  21. নিচ্য থাম্বুলাম (১৯৬২)
  22. দক্ষনাম (১৯৬২)
  23. মণিথান মারাভিল্লাই (১৯৬২)
  24. কুঝান্ডিয়াম দেইভামুম (১৯৬৫)
  25. 'আনবু সাগোথারাগা (১৯৭৩)
  26. নান নাদ্রি সল্ভেন (১৯৭৯)
  27. থুঙ্গাধে থাম্বি থুঙ্গাধে (১৯৮৩)

কন্নড়

সম্পাদনা
  1. আদর্শ সাথী (১৯৫৫)
  2. তেনালী রামকৃষ্ণ (১৯৫৬)
  3. ভুকাইলাস (১৯৫৬)
  4. রত্নাগিরি রহস্য (১৯৫৭)
  5. সাক্ষাতকার ( ১৯৭১ )
  6. (মায়িয়া মুসুকু) (১৯৮০)
  7. গুরু সরবৌমা শ্রী রাঘবেন্দ্র করুণা (১৯৮০)
  8. পুলিশ মাথু দাদা (১৯৯১)

হিন্দি

সম্পাদনা
  1. মিস মেরি (১৯৫৭)
  2. এক রাজ (১৯৬৩)
  3. হামরাহি (১৯৭৩ )
  4. বেটি বেটে (১৯৬৪)
  5. রিশতে নাটে (১৯৬৫)
  6. মিলান (১৯৬৭)..... ফিল্মফেয়ার সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার জিতেছে
  7. লেডি টারজান (১৯৯০)
  8. রামু দাদা (১৯৬১)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Narasimham, M. L. (১ সেপ্টেম্বর ২০১৩)। "PUTTILLU (1953)"The Hindu। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. Madhavan, Pradeep (২৩ জানুয়ারি ২০১৫)। "அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்" [The immortal Moon – Memories of the good old days]। The Hindu (Tamil ভাষায়)। ১১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "JAMUNA (ACTRESS)"। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০ 
  4. "Koffee with Yamuna Kishore#11 - Jamuna - Idreams - Published 10Apr2017" 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০ 
  6. "The Times of India Directory and Year Book Including Who's who"। ১৯৭৩। 

বহিঃসংযোগ

সম্পাদনা