কালা পানি (১৯৫৮-এর চলচ্চিত্র)
কালা পানি রাজ খোসলা পরিচালিত ১৯৫৮ সালের ভারতীয় হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন দেব আনন্দ। এটি উত্তম কুমার ও ছবি বিশ্বাস অভিনীত ১৯৫৫ সালের বাংলা ভাষার চলচ্চিত্র সবার উপরে-এর পুনর্নির্মাণ, যা মূলত এ. জে. ক্রোনিনের ১৯৫৩ সালের বিয়ন্ড দিস প্লেস উপন্যাস অবলম্বনে নির্মিত।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন দেব আনন্দ, মধুবালা ও নলিনী জয়বন্ত। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন শচীন দেববর্মণ এবং গীত লিখেছেন মজরূহ সুলতানপুরি।[২]
কালা পানি | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজ খোসলা |
প্রযোজক | দেব আনন্দ |
রচয়িতা | বাপ্পি সোনি |
চিত্রনাট্যকার | জি. আর. কমত |
কাহিনিকার | আনন্দ পাল |
উৎস | এ. জে. ক্রোনিন কর্তৃক বিয়ন্ড দিস প্লেস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন দেববর্মণ |
চিত্রগ্রাহক | ভি. রাত্র |
সম্পাদক | ধরম বীর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নবকেতন ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹১২ মিলিয়ন |
১৯৫৮ সালের ৯ই মে মুক্তির পর চলচ্চিত্রটি ব্যবসায়িক এবং সমালোচনার দিক থেকে সফল হয় এবং প্রধান চরিত্রে অভিনয়শিল্পীরা তাদের অভিনয়ের জন্য বিপুল প্রশংসিত হন।[৩] ৬ষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কার লাভ করে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- দেব আনন্দ - করণ মেহরা
- মধুবালা - আশা
- নলিনী জয়বন্ত - কিশোরী
- আঘা - বদরু
- মুকরি - মদহোশ
- জনকীদাস - দৌলতচাঁদ
- কিশোর সাহু - রাই বাহাদুর জসবন্ত রাই
- কৃষণ ধবন - জুম্মন
- সাপরু - দিওয়ান সরদারিলাল
- নজির হুসেইন - ইনস্পেক্টর মেহতা
- এম. এ. লতিফ শঙ্করলাল মেহরা
- মুমতাজ বেগম - মিসেস মেহরা
- রাশিদ খান - রামদাস
- বীর সকুজা - ডেকান টাইমসের সম্পাদক
- হীরা সাওয়ান্ত - কোঠেওয়ালি
সঙ্গীত
সম্পাদনাকালা পানি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শচীন দেববর্মণ এবং গীত লিখেছেন মজরূহ সুলতানপুরি।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "হাম বেখুদি মেঁ তুমকো" | মোহাম্মদ রফি | |
২. | "আচ্ছা জি ম্যাঁয় হারি" | মোহাম্মদ রফি, আশা ভোসলে | |
৩. | "দিলওয়ালে ও দিলওয়ালে" | মোহাম্মদ রফি, আশা ভোসলে | |
৪. | "নজর লাগি রাজা" | আশা ভোসলে | |
৫. | "দিল লগাকে কদর গয়ি" | আশা ভোসলে | |
৬. | "জব নাম-এ-মোহব্বত" | আশা ভোসলে |
পুরস্কার
সম্পাদনা- জয়: শ্রেষ্ঠ অভিনেতা - দেব আনন্দ
- জয়: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - নলিনী জয়বন্ত
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইউ, সাইয়াম জেড. (২০১২)। Houseful The Golden Years of Hindi Cinema (ইংরেজি ভাষায়)। ওম বুকস ইন্টারন্যাশনাল। আইএসবিএন 9789380070254।
- ↑ "Hindi film Kala Paani screened"। দ্য পাইয়োনিয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩।
- ↑ "Kala Pani - Lifetime Box Office Collection, Budget, Reviews, Cast, etc"। বেস্ট অব দ্য ইয়ার (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩।
- ↑ "The Winners 1958"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কালা পানি (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় কালা পানি (ইংরেজি)