প্রেমা নারায়ণ

ভারতীয় অভিনেত্রী

প্রেমা নারায়ণ (জন্মঃ ১৯৫৫) ভারতের একসময়কার চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। তিনি হিন্দি এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করতেন। ১৯৭১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন।[১] এবং একই বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড'-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।[২][৩]

প্রেমা নারায়ণ
জন্ম (1955-04-04) ৪ এপ্রিল ১৯৫৫ (বয়স ৬৮)
পশ্চিমবঙ্গ
পেশামডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৭৪-১৯৯৯
উপাধিফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ১৯৭১
ফেমিনা মিস ইন্ডিয়া কুইন অব দ্যা প্যাসিফিক ১৯৭১
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৭১
(ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড)
(ফেমিনা মিস ইন্ডিয়া কুইন অব দ্যা প্যাসিফিক)
কুইন অব দ্যা প্যাসিফিক ১৯৭২
(১ম রানার-আপ)

প্রাথমিক জীবন সম্পাদনা

প্রেমা নারায়ণ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেত্রী অনিতা গুহের আত্মীয় ছিলেন।

কর্মজীবন সম্পাদনা

একটি স্কুলে প্রেমা প্রথমে শিক্ষকতা করতেন, এরপর তিনি মডেলিং করার সিদ্ধান্ত নেন। ১৯৭১ সালের ফেমিনা মিস ইন্ডিয়া তে তিনি খেতাব জিতেছিলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড' হিসেবে, মিস ওয়ার্ল্ড এ উনি অংশ নিলেও জিততে পারেননি এবং উনি প্যাসিফিক সুন্দরী প্রতিযোগিতায় ১ম রানার-আপ হয়েছিলেন।

অভিনয় জীবন সম্পাদনা

ফেমিনা মিস ইন্ডিয়া জিতার পর তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়া শুরু করেন। তিনি মূলত সহ-অভিনেত্রী কিংবা নৃত্যশিল্পী বা ছোটোখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন। ১৯৭৬ সালে তিনি সেরা সহ-অভিনেত্রী বিষয়শ্রেণীতে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি রাজীব নামে একজন আইনজীবীকে বিয়ে করেছেন। এই দম্পতির ২ ছেলে রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা