IqbalHossain
আদর্শ গ্যাস
সম্পাদনাসুধী, ভাষা দিবসের প্রতিযোগিতায় আমার অনুবাদ করা আদর্শ গ্যাস নিবন্ধটি আপনি পর্যালোচনা করে অসম্পূর্ণ বলেছেন। আমি যথাসম্ভব পূর্ণাঙ্গ অনুবাদের চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় ভাষাগত কারণে কিছু অংশ স্বল্প ছোটো হয়েছে। আর কিছু কিছু স্থানে পর্যাপ্ত লিঙ্কের অভাবে ওই লাইন বাদ দিতে হয়েছে। আপনি যদি আমাকে ঠিক করে বলে দেন কোন জায়গায় লেখা যোগ করতে হবে, তবে বাধিত থাকব। –ব্যবহারকারী:Debjitpaul10
ফাইল আপলোড
সম্পাদনাভাই, আপনাকে সিরিয়াসলি কপিরাইটকৃত ছবি আপলোড বন্ধ করতে হবে। এরপূর্বে আপনার অনেকগুলো ছবি অপসারণ করা হয়েছে। উদাহরণস্বরুপ, চিত্র:বঙ্গবন্ধু কমপ্লেক্স.jpeg চিত্রটি সরাসরি ইন্টারনেট থেকে কপি করেছেন। এখানে শুধুমাত্র মৃত ব্যক্তির ক্ষেত্রে ফেয়ার ইউজে কপিরাইটকৃত ছবি আপলোড করা যায়, অন্য সব ক্ষেত্রে কোন ধরণের কপিরাইটকৃত ছবি আপলোড করা যাবে না। সেটা নিবন্ধ-এর সৌন্দর্য বৃদ্ধির জন্যও নয়। উইকিপিডিয়ার ফেয়ার ইউজ পলিসি পড়লে বিস্তারিত জানতে পারবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৯, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
এশীয় মাস পদক
সম্পাদনাএশীয় মাস পদক | |
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৭, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
সুপ্রিয় Iqsrb722,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ৮:০৬, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
পদক প্রাপ্তি
সম্পাদনাসম্পাদকের পদক | ||
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৩, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) |
ধন্যবাদ ভাইয়া। ইকবাল হোসেন (আলাপ) ১১:২৩, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাসের পোস্টকার্ডের জন্য ঠিকানা সংগ্রহ
সম্পাদনাসুধী,
২০১৫ সালের নম্ভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে, উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা নিয়মাবলী অনুসরণ করে অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, সেই নিয়মানুযায়ী, একজন সফল অংশগ্রহণকারী হিসেবে এশিয়ার উইকিপিডিয়ানদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ একটি পোস্টকার্ড আপনি পেতে চলেছেন। আয়োজক কমিটি এই উপহার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ রূপে গোপণ রাখা হবে ও শুধুমাত্র উপহার প্রেরণের জন্যই ব্যবহার করা হবে।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সহ,
উইকিপিডিয়া এশীয় মাস আয়োজক কমিটির পক্ষ থেকে,
বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৫০, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা
সম্পাদনাউইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্বাগতম ! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আপনার ব্যবহারকারী পাতায়
এই ব্যবহারকারী উইকিপিডিয়ার ১৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুবাদ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রেখেছেন! |
টেমপ্লেট লাগাতে পারেন। এ জন্য আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}}
টেমেপ্লেট লাগাতে পারেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!
ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:১৮, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ
সম্পাদনাসুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)
নামকরণ প্রসঙ্গ: ইব্রাহিম ইবনে আদম
সম্পাদনাভাইয়া, বাংলায় সুফিসাধকদের জীবনীগ্রন্থে সর্বদা 'ইব্রাহিম ইবনে আদহাম' নামটি ব্যবহৃত হয়েছে। আরবি, ইংরেজি এবং অন্যান্য উইকিতেও এই নামটি ব্যবহৃত। সুতরাং ইব্রাহিম ইবনে আদহাম শিরোনামে নিবন্ধটি স্থানান্তর কর উচিত।
Image:IMG 8000.JPG-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা
সম্পাদনাImage:IMG 8000.JPG চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।
আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।
যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎস ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০৪:২৯, ২৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)
- আমি নিজেই ছবিটি তুলেছি। এখানে সূত্রের প্রয়োজনীয়তা কি????? ইকবাল হোসেন (আলাপ) ০৪:৪৬, ২৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)
Address Collection
সম্পাদনাCongratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (আলাপ) ০৭:৫৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাদলগত কাজের পদক | |
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৫, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি) |
অনুভূতি
সম্পাদনাইকবাল ভাই, আশা করি ভালো আছেন। আমার বাসাও ভাটিয়ারিতে। আপনি আমার এতো কাছেই থাকেন জেনে সত্যি আমি অনেক আনন্দিত। আপনার সাথে কি ফেসবুকে যোগাযোগ করা যাবে? অথবা সামনাসামনি দেখা করা যাবে? রাফি বিন তোফা (আলাপ) ১৬:১১, ১৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- অবশ্যই। আমার কাছে একজন উইকিপিডিয়ান আছে! খুব খুশি হলাম জেনে। আমার ফেবু আইডি ইকবাল হোসেনIqsrb722 (আলাপ) ১৬:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
অপসারণ ট্যাগ সরানো প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় ইকবাল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সম্প্রতি দাখিল মাদ্রাসা নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দিয়েছেন, আবার তা পরে সরিয়ে দিয়েছেন। আপনি যদি আপনার নমিনেশন উইথড্রো করতে চান, তাহলে অপসারণের প্রস্তাবনা পাতায় বলতে হবে। আর আলোচনা শেষ না হয়া পর্যন্ত কোনো ভাবেই নিবন্ধ থেকে ট্যাগটি সরানো যাবে না। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০২:০১, ২৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
সাহায্য
সম্পাদনাআমার নতুন বছরের শুভেচ্ছা নেবেন। সদ্য বিপ্লবী ও অগ্নিযুগের সৈনিক মতিলাল রায় এর পৃষ্ঠাটিতে সূত্র যোগ করেছি। একাধিক বইতে বিপ্লবী মতিলাল ও তার কর্মকান্ডের বিবরন আছে। সেগুলি দেওয়ার চেষ্টা করলাম। আমি তুলনায় নতুন একজন মেম্বার। অজানা অচেনা শহীদ বা স্বাধীনতা সংগ্রামী দের নিয়ে লেখার চেষ্টা করে থাকি। আপনার সাহায্য পেলে আরো ভাল লাগবে। ভালোবাসা নেবেন। Pinaki1983 (আলাপ) ২০:১৪, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- আমার আলাপ পাতায় বার্তা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটি একটি রুটিন ওয়ার্ক। উইকিপিডিয়াতে তথ্যসুত্র ছাড়া সাধারণত ককোন কিছুই গ্রহণযোগ্য নয়। আর ট্যাগ লাগানোর অর্থ হল যদি কেউ এই সম্পর্কে জেনে থাকেন তাহলে তা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে তিনি নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করে দেন। আর উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উইকিতে আপনার অবদান রাখা অবিরত থাকবে। নতুন বছরের শুভ কামনা রইল।--Iqsrb722 (আলাপ) ১১:০১, ৩১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
শুভ নববর্ষ
সম্পাদনাআপনাকেও শুভ নববর্ষ জানাই, ভাই। পরমেশ্বরের কৃপা আপনার ও আপনার আপ্তজনের উপর সর্বদা বর্ষিত হউক। -Jonoikobangali (আলাপ) ০৮:৩১, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
শুভ নববর্ষ, IqbalHossain!
সম্পাদনাIqbalHossain,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাপরিশ্রমী পদক | |
শুভ নববর্ষ!
IqbalHossain, মাহফুজ (আলাপ) ১৭:১৩, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) |
ইসলামিক স্বর্ণ যুগ নিবন্ধ প্রসংগে
সম্পাদনাইকবাল ভাই, আপনি সম্প্রতি "ইসলামিক স্বর্ণ যুগ" নামে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করেছেন। কিন্তু একই বিষয়বস্তুর উপর আগে থেকেই "ইসলামি স্বর্ণযুগ" নামে একটি নিবন্ধ আছে। দয়া করে সেই নিবন্ধে সম্পাদনা করুন। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৮:৩৯, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- জ্বি ভাই দেখেছি। যখন উইকি ডাটাতে এন্ট্রি দিতে যাচ্ছিলাম তখন দেখলাম অলরেডী সেটা করাই আছে। আসলে উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ থেকে নিবন্ধটি সম্পাদনা করেছিলাম।এখন এটি একত্র্রীকরণের ট্যাগ লাগাবো নাকি অপসারণ প্রস্তাবনা দিব?--Iqsrb722 (আলাপ) ০৮:৪৮, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- এরূপ পরিস্থিতিতে একত্রীকরণ ট্যাগ লাগাতে পারেন, অথবা একত্রীকরণ-এর যাবতীয় কার্যাবলি সম্পন্ন করে পুনঃনির্দেশ করে দিতে পারেন। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৯:০২, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
আপনাকে উক্ত নিবন্ধটি সম্পাদনা করার জন্য ধন্যবাদ। মার্লিন জুক নিবন্ধটিতে উনার ছবি দেখা যাচ্ছে না। আবার তার স্বামী থাকলেও বায়োডাটা বা তালিকাতে স্বামী বা স্ত্রী প্রদর্শিত হচ্ছে। এই উক্তো দুটি বিষয় ঠিক করার জন্য অনুরোধ জানাচ্ছি Fahim fanatic (আলাপ) ১০:১৬, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। করা হয়েছে। স্বামী বা স্ত্রী ব্যাপারটা ঠিক করা যাবে ন। কারণ ঐটা টেমপ্লেট করার সময় ঐভাবে সেট করা হয়েছে।--Iqsrb722 (আলাপ) ১০:২২, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
বিষয়শ্রেণী নিয়ে সমস্যা ...
সম্পাদনাইংরেজিতে থাকলে বাংলায় থাকতে সমস্যা রয়েছে কি? আমি তারেক রহমান এর বিষয়শ্রেণী নিয়ে অনুরোধ রেখেছিলাম। মাহফুজ আলাপ ১৩:১৮, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- জনাব, আপনি আমাকে রোল ব্যাক এর উপযুক্ত কারন এখনও দেন নাই। আমি অপেক্ষা করছি।- মাহফুজ আলাপ ১২:০১, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- ইংরেজী উইকিতে থাকলেই যে বাংলাতে রাখতে হবে এমন কোন মানদন্ড বাংলা উইকিতে নাই। তাছাড়া কোন ব্যক্তির নাম না দিয়ে তিনি যে রাজনৈতিক ভাবধারার সাথে জড়িত সে বিষয়শ্রেণীতে তাকে অন্তর্ভুক্ত করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।--Iqsrb722 (আলাপ) ১৩:২৬, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @Iqsrb722: জনাব, আসলেই বলার জন্যে দুঃখিত যে, আমি এখনও বুঝিনি আপনার যুক্তি। হয়ত নতুন বিধায় অনেককিছু কম জানার কথা কিন্তু কিছু মনে করবেন না আপনার কাজটা আবেগতাড়িত (১. "বিষয়শ্রেণিতে" বানান ভুল, হবে "বিষয়শ্রেণীতে" ২. "থাকে" নয় হবে "তাকে") বলে আমি মনে করছি এবং যুক্তিটাও। নিচের নিবন্ধগুলি (চাইলে আরও উদাহরণ দিতে পারব ব্যক্তি বিষয়শ্রেণীর) দেখে নিলে আপনার সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আমি এরপর এ বিষয়ে আরকিছু বলবনা, আপনার সিদ্ধান্ত চুড়ান্ত হিসাবে নিব। -মাহফুজআলাপ ১৪:২১, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল,
- আরে ভাই আপনিতো দেখছি ভালই বানান ভুল ধরতে পারেন!! যাক জেনে খুশি হলাম যে বানান ভুল হলে তা ধরার মত কেউ আছে আমাদের মাঝে। বানান ভুলগুলো ঠিক করে নিলাম। পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো ভুলভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যদি বিষয়শ্রণীটির নাম শেখ মুজিবুর রহমানের পরিবার বা জিয়াউর রহমানের পরিবার এই জাতীয় নাম হত তাহলে তা ঠিক ছিল। শেখ মুজিব বা জিয়াউর রহমান বিষয়শ্রণীতে তাদের কর্মের সাথে জড়িত নিবন্ধগুলোই স্থান পেতে পারে। আশা করি এবার বুঝাতে পেরেছি। ওহ! বানান ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!--Iqsrb722 (আলাপ) ১৬:০৩, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- হাহ হা হা, আপনার কথায় মজা পেলাম। আসলে সাহিত্যের ছাত্র ভুল শব্দ দেখলে মুখ চুলকায় (অবশ্য ফন্ট ও কী প্যড এর জন্যে আমারও অনেক ভুল থেকে যায়)। উপহার দেওয়ার পথ জানিনা ... পারলে অনুগ্রহ করে আমার বন্ধুত্বের হলুদ গোলাপ গ্রহণ করুন, সময় সহায় হোক :) । -মাহফুজআলাপ ১৬:৫১, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- হাহ হা হা। আচ্ছা আপনি সাহিত্যের ছাত্র! তাহলে আশা করি সাহিত্য রিলেটেড নিবন্ধগুলোর মানোন্নয়নে অংশ নিবেন এবং নতুন নতুন নিবন্ধ লিখে বাংলা উইকিকে সমৃদ্ধকরণে অবদান রাখবেন। আর হ্যাঁ যদি কোন সমস্যায় পড়েন বা যেকোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে নিঃসংকোচে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা প্রদান করার জন্য। উইকিতে আপনার পথ চলা সুন্দর ও গতিময় হোক।--Iqsrb722 (আলাপ) ১৭:০১, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- হাহ হা হা, আপনার কথায় মজা পেলাম। আসলে সাহিত্যের ছাত্র ভুল শব্দ দেখলে মুখ চুলকায় (অবশ্য ফন্ট ও কী প্যড এর জন্যে আমারও অনেক ভুল থেকে যায়)। উপহার দেওয়ার পথ জানিনা ... পারলে অনুগ্রহ করে আমার বন্ধুত্বের হলুদ গোলাপ গ্রহণ করুন, সময় সহায় হোক :) । -মাহফুজআলাপ ১৬:৫১, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আরে ভাই আপনিতো দেখছি ভালই বানান ভুল ধরতে পারেন!! যাক জেনে খুশি হলাম যে বানান ভুল হলে তা ধরার মত কেউ আছে আমাদের মাঝে। বানান ভুলগুলো ঠিক করে নিলাম। পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো ভুলভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যদি বিষয়শ্রণীটির নাম শেখ মুজিবুর রহমানের পরিবার বা জিয়াউর রহমানের পরিবার এই জাতীয় নাম হত তাহলে তা ঠিক ছিল। শেখ মুজিব বা জিয়াউর রহমান বিষয়শ্রণীতে তাদের কর্মের সাথে জড়িত নিবন্ধগুলোই স্থান পেতে পারে। আশা করি এবার বুঝাতে পেরেছি। ওহ! বানান ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!--Iqsrb722 (আলাপ) ১৬:০৩, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- অভিনন্দন দুজনকেই। শুরু থেকেই এই আলাপটি ফলো করছিলাম। পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাক বাংলা উইকি সম্প্রদায়। শুভকামনা। — ফেরদৌস • ০৮:৪৯, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাআসল উইকিপদক | |
উইকিপিডিয়ায় আপনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। আপনার এই কর্মযজ্ঞ অব্যাহত হোক। — ফেরদৌস • ১০:৩১, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) |
- ধন্যবাদ — ফেরদৌস ভাই।--Iqsrb722 (আলাপ) ১৬:১২, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
চিত্র স্থানান্তর
সম্পাদনাভাই আশাকরি ভাল আছেন। দেখছি আপনি চিত্রের নাম বাংলায় স্থানান্তর করছেন। তার সাথে যদি সারাংশ টুকুও বাংলা করতেন খুব ভাল হতো। তবে যদি সময় হয়। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১১:৩৮, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- চেষ্টা করব। ধন্যবাদ!--Iqsrb722 (আলাপ) ১১:৪০, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
মনতাজুর রহমান আকবর
সম্পাদনাএটা পূরাটা কি গোছান যায় । সুন্দর করে
আপনার সাহায্য দরকার
সম্পাদনা@ভাই, আমি ফ্রান্সে সমকামীদের অধিকার নামে একটি পাতা তৈরি করেছি, আপনি অনুগ্রহ করে পাতাটি একটু উন্নত করে দেবেন কী? Bishal Khan (আলাপ) ০৪:৩২, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি
সম্পাদনাশুভেচ্ছা। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০০, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
ট্যাগ সম্পর্কিত সতর্কতা
সম্পাদনাইকবাল ভাই, আমি আপনার ট্যাগ লাগানোতে ব্যাপক বিরক্ত। গতকাল আপনাকে অনেকক্ষণ ফেইসবুকে বুঝিয়েছি। আজকেও আপনি একই কাজ করে যাচ্ছেন। যত্রতত্র ট্যাগ লাগানোর ক্ষেত্রে এটি একটি সতর্কবার্তা। দয়া করে পরবর্তিতে ট্যাগ লাগাবেন না। সবাই যেখানে প্রতিযোগিতায় সাহায্য করে যাচ্ছেন সেখানে আপনি ট্যাগ লাগাচ্ছেন অনুরোধ করার পরও। এরপরও আপনি যদি ট্যাগ লাগানো অব্যহত রাখেন সেক্ষেত্রে আলোচনাসভায় আপনাকে নিবন্ধ চলাকালীন বাধা দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে হবে। আমার কথায় কষ্ট পাবেন না কিন্তু আপনি কাজ বাড়িয়ে দিচ্ছেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০০, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
শেল (কম্পিউটিং)
সম্পাদনাভাই, শেল (কম্পিউটিং) নিবন্ধের সামান্য অনুবাদ বাকি ছিল সম্পূর্ণ করতে সহায়তা করেছি; আরেকবার নিরীক্ষার অনুরোধ থাকল।-মাহ্ফুজ আলাপ ১০:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আপনার নিবন্ধটি গৃহীত হয়েছে। উইকি পথ চলা আনন্দময় হোক, শুভ কামনা রইল।--ইকবাল হোসেন (আলাপ) ১৩:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
আপনার তৈরি ইসলাম ও মানবতা নিবন্ধটি গৃহীত হয়েছে
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইসলাম ও মানবতা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Ibrahim Husain Meraj (আলাপ), বৃহস্পতিবার ১৪:২৭, ১৬ মার্চ ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
সুপ্রিয় IqbalHossain,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৭:১৬, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাদলগত কাজের পদক | |
সুপ্রিয় IqbalHossain, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) রবিবার ৩:১৭, ০৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) |
অপসারণ ট্যাগ বাতিলের কারণ ব্যাখ্যা
সম্পাদনাইকবাল ভাই, আপনার অপসারণ ট্যাগগুলো আপাতত বাতিল করতে হচ্ছে কারণ, ৫০০০০ নিবন্ধ হয়ে গেছে, আমরা লগো পরিবর্তনও করে ফেলেছি। এ মহুর্তে নিবন্ধগুলো অপসারণ করলে নিবন্ধ সংখ্যা কমে যাবে। তাছাড়া নিবন্ধগুলো স্প্যাম বা ধ্বংসপ্রবণতা নয় সুতরাং কয়েকদিন থাক, পরে অঅস্তে আস্তে নিবন্ধ সংখ্যার উপর ভিত্তি করে অপসারণ করা যাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৭, ৩০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
- ওকে যুদ্ধমন্ত্রী আলাপ ভাই, আপনার কথা শিরধার্য।--ইকবাল হোসেন (আলাপ) ১৪:৪৪, ৩০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাবঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দুর্লভ দলিল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৯:২৮, ১ জুন ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনাএই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৯:০৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
- ঈদ মোবারক।--ইকবাল হোসেন (আলাপ) ১৪:৫৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)
ছৈয়দ মুহাম্মদ আব্দুস সালাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাছৈয়দ মুহাম্মদ আব্দুস সালাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ছৈয়দ মুহাম্মদ আব্দুস সালাম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৬:৩১, ১৭ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাসে স্বাগতম!
সম্পাদনাহ্যালো! উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭ শুরু হয়েছে। আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল:
- দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
- যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
- যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
- এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
নীতিমালা অনুবাদ এডিটাথন পদক
সম্পাদনানীতিমালা অনুবাদ এডিটাথন পদক | |
প্রিয় IqbalHossain, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি) |
WAM Address Collection
সম্পাদনাCongratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.
Best, Erick Guan (talk)
WAM Address Collection - 1st reminder
সম্পাদনাHi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.
If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik
Confusion in the previous message- WAM
সম্পাদনাHello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik
আপনার জন্য একটি পদক!
সম্পাদনালিঙ্গ সমতা পদক | |
সুপ্রিয় IqbalHossain, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি) |
প্রভাংশু ত্রিপুরা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাপ্রভাংশু ত্রিপুরা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রভাংশু ত্রিপুরা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ieahhiea (আলাপ) ১০:২৩, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
দীননাথ মণ্ডল
সম্পাদনাপশ্চিমবঙ্গে দীননাথ মণ্ডল বর্তমানে ছড়া, কবিতা ছোটগল্প ও আঞ্চলিক ইতিহাসে গবেষণাধর্মী প্রবন্ধ লেখালেখিতে সুপরিচিত নাম। তাঁর ইতিহাস গবেষণায় মুর্শিদাবাদ জেলার মানুষ ভীষণভাবে উপকৃত। তাঁর লেখা ছড়াগুলি শিশুদের কাছে খুব গ্রহণযোগ্য। তাঁর ছড়ার মধ্যে শিশুরা খুঁজে পাই বাংলা শ্যামল প্রকৃতিতে, পাখির কলতান, মৌমাছির গুঞ্জন, পাতার মর্মরধ্বনি, সর্বোপরি মাটির গন্ধ। শিশু থেকে অভিভাবক প্রায় সকলে তাঁর লেখনী ধারাতে মুগ্ধ। অনেকে জানতে চায় তাঁর পরিচিতি। তাই শিশু ও অভিভাবকের সুবিধার্ধে দীননাথ মণ্ডলের সংক্ষিপ্ত জীবনী পরিচিতি উইকিপিডিয়াতে তুলে ধরা হয়েছে।
- দয়া করে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) ভালো করে পড়ুন। আর অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (IqbalHossain (আলাপ) ০৯:৫৪, ১৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। আইপি থেকে সম্পাদনা না করে একাউন্ট খুলে সম্পাদনা করার জন্য অনুরোধ রইলো। ভালো থাকবেন। ধন্যবাদ।--IqbalHossain (আলাপ) ০৯:৫৪, ১৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)
ঈদ মোবারক
সম্পাদনাঈদের ত্যাগ আপনার ও আপনার পরিবারের অনাবিল খুশি বয়ে আনুক।Asik12 (আলাপ) ১৫:৩৭, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)
সৈয়দ মুহাম্মদ আজিজুল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাসৈয়দ মুহাম্মদ আজিজুল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দ মুহাম্মদ আজিজুল হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৫:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
দিওয়ান-ই-বু-আলী শাহ কলন্দর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাদিওয়ান-ই-বু-আলী শাহ কলন্দর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দিওয়ান-ই-বু-আলী শাহ কলন্দর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৬:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!
সম্পাদনাউইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮
সম্পাদনাসুধী,
উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ প্রকল্পটি ২৪ নভেম্বর অব্ধি চলবে। খুশীর আরো একটি খবর সামাজিক স্বাস্থ্য সম্পর্কিত নিবন্ধ তালিকা যুক্ত হয়েছে। আপনার কাছ থেকে আরো নিবন্ধের আশায় আগাম ধন্যবাদ জানাই। সুমিতা রায় দত্ত ১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
সম্পাদনা বাতিলের বিজ্ঞপ্তি
সম্পাদনাজাকেরানা পাতায় আপনার করা এক বা একাধিক সম্পাদনা আমি বাতিল করেছি, কারণ আপনি ব্যাঙ বিষয়ক নিবন্ধকে চিত্রকোটের তথ্য দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন। - Ahmad✉ ১০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাসম্পাদকের পদক | |
সুপ্রিয় IqbalHossain! উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৩৫, ১৯ মে ২০১৯ (ইউটিসি) |
হৃদয়ের কথা
সম্পাদনাইকবাল ভাইয়া,আমি আপনার একজন ভক্ত।আপনার সংগিতগুলো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে"বউ তুমি কথা কও"। ভাইয়া আপনাকে খুব ভালবাসি।
- নামবিহীন ভাইকে বলছি, আপনি যে ইকবালের কথা বলছেন আমি কিন্তু সে ইকবাল না! আমি ভাই সাধারণ একজন মানুষ।--IqbalHossain (আলাপ) ০৪:০০, ২০ মে ২০১৯ (ইউটিসি)
নারী নিবন্ধ সৃষ্টি পদক
সম্পাদনানারী নিবন্ধ সৃষ্টি পদক | |
নারী বিষয়ক নিবন্ধ সৃষ্টির জন্য আপনাকে এই পদকটি দিলাম। বাংলা উইকিপিডিয়ায় এভাবে আরো নিবন্ধ সৃষ্টি করবেন সেই কামনায় আমি --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৮, ২২ মে ২০১৯ (ইউটিসি) |
- ধন্যবাদ আফতাব! শুভ কামনা রইলো।-IqbalHossain (আলাপ) ০৭:৫৩, ২৩ মে ২০১৯ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ। আয়োজক কমিটির পক্ষে, |
চিত্র:Chikni Chameli Official Full Song Video from Agnee.ogg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on চিত্র:Chikni Chameli Official Full Song Video from Agnee.ogg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F7 of the criteria for speedy deletion, because it is a non-free file with a clearly invalid licensing tag; or it otherwise fails some part of the non-free content criteria. If you can find a valid tag that expresses why the file can be used under the fair use guidelines, please replace the current tag with that tag. If no such tag exists, please add the {{Non-free fair use}} tag, along with a brief explanation of why this constitutes fair use of the file. If the file has been deleted, you can re-upload it, but please ensure you place the correct tag on it.
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। জনি (আলাপ) ০৬:০১, ১৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)
Community Insights Survey
সম্পাদনাShare your experience in this survey
Hi IqbalHossain,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with উইকিপিডিয়া and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
Reminder: Community Insights Survey
সম্পাদনাShare your experience in this survey
Hi IqbalHossain,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
আবিদা পারভিন
সম্পাদনাদুঃখিত!!!
প্রিয় IqbalHossain,
আশা করছি আপনি ভালো আছেন। সম্প্রতি ভাষা এবং সাহিত্য
বিভাগে আপনার প্রস্তাবিত "আবিদা পারভিন" নিবন্ধটি আমি পর্যালোচনা করেছি। পর্যালোচনায় আপনার নিবন্ধটির রচনাশৈলী, তথ্যসূত্র, চিত্রের ব্যবহার ইত্যাদি যাচাই-বাছাই করার পর আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনার নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে মনোয়নের দ্বারপ্রান্তে পৌঁছেও কিছু সমস্যার কারণে মনোনীত হয় নি। আপনি চাইলে পর্যালোচনা অংশটি দেখতে পারেন। লক্ষ্য রাখবেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ/আবেগের ফল নয়। বরং উইকিপিডিয়ায় গঠনমূলক অবদানের গঠনমূলক সমালোচনা। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (কিংবা অঙ্গুলীচারণা) শুভ হোক!!!
আপনি চাইলে আমার পর্যালোচিত নিবন্ধসমূহ দেখতে পারেন।
অসংখ্য ধন্যবাদান্তে,
নকীব সরকার বলুন... ০৫:১৬, ২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @Nokib Sarkar: আপনার পর্যালোচনার জন্য ধন্যবাদ। আমি নিবন্ধটি আরো গুছিয়ে লেখে আবারো জমা দিবো। আমি ইসলাম ও মানবতা ও মেহের বাবা নামে আরো দুইটি নিবন্ধ ভালো নিবন্ধের প্রস্তবনা যোগ করেছি। আশা করি আপনি কষ্ট করে এগুলো পর্যালোচনা করে দিবেন। অগ্রীম কৃতজ্ঞতা রইলো। --IqbalHossain (আলাপ) ০৭:২৩, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
Reminder: Community Insights Survey
সম্পাদনাShare your experience in this survey
Hi IqbalHossain,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে
সম্পাদনাঅত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।
আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -Suvray (আলাপ), শনিবার ৫:০১, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- Suvray দা, আমাকে মনোনীত করায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।--IqbalHossain (আলাপ) ০৫:০৫, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
সুপ্রিয় ব্যাবহাকারী
সম্পাদনাআপনি আমার তৈরি সকল পাতা মুছে দেওয়ার অনুরোধ রইলো। ''মন্ত্রী '' (আলাপ) ১২:২৬, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
অপসরণ প্রসঙ্গে
সম্পাদনাআমার সাথে কোন আলোচনা না করে মুছছেন কেন? ''মন্ত্রী '' (আলাপ) ১২:৩৮, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
আমার তৈরি পাতায় সম্পদনা করা থেকে বিরত থাকুন
সম্পাদনাআমার তৈরি পাতা গুলো যখন আপনার মাধ্যমে অপসারিত হয়েছে। আপনার আগে জানতে না জানি না মলয় ঘোষের নাম, আহমদ শাহ বাঙ্গালী বা আহমেদুল হক সিদ্দিকীর নাম। আমিই তথ্য গুলো এনেছি।। লিখেছি। আশা করি শিল্পকলার বিষয়ে না আসার অনুরোধ রইলো। ''মন্ত্রী '' (আলাপ) ১৭:১০, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Azamvai:, অনুগ্রহ করে উইকিপিডিয়া:শিষ্টাচার একবার পড়ে দেখুন।--IqbalHossain (আলাপ) ০৯:০২, ২৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
Be the first to try new editing features
সম্পাদনাপ্রিয় IqbalHossain,
আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।
সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।
এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।
বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।
আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।
ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ২৩:৫৪, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ
সম্পাদনাসুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
বিষয়শ্রেণী:উজবেক ব্যক্তিত্ব-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাউইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:উজবেক ব্যক্তিত্ব পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:৪৭, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
বাংলাদেশ ও বাঙালি রেনেসাঁস, স্বাধীনতা চিন্তা ও আত্মানুসন্ধান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাবাংলাদেশ ও বাঙালি রেনেসাঁস, স্বাধীনতা চিন্তা ও আত্মানুসন্ধান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশ ও বাঙালি রেনেসাঁস, স্বাধীনতা চিন্তা ও আত্মানুসন্ধান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। দেলোয়ার (✉) • ১৮:১৫, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক
সম্পাদনাসুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে সীতাকুণ্ড উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা নির্দিষ্ট তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে সীতাকুণ্ড উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১৩:৩১, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাঈদ শুভেচ্ছা
সম্পাদনাও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় IqbalHossain, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। |
ঈদ মোবারক
সম্পাদনাপ্রিয় ইকবাল ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৩:৪২, ২৪ মে ২০২০ (ইউটিসি) |
সুপ্রিয় IqbalHossain, |
অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন
সম্পাদনাহ্যালো IqbalHossain: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org
(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)
আস্কর আলী পণ্ডিত: একটি বিলুপ্ত অধ্যায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাআস্কর আলী পণ্ডিত: একটি বিলুপ্ত অধ্যায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আস্কর আলী পণ্ডিত: একটি বিলুপ্ত অধ্যায় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১০:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারজান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাআস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারজান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারজান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১০:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সৈয়দ মুহাম্মদ আজিজুল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাসৈয়দ মুহাম্মদ আজিজুল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দ মুহাম্মদ আজিজুল হক (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১০:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
১০,০০০+ সম্পাদনা পদক
সম্পাদনা১০,০০০+ সম্পাদনা পদক | |
দেখতে দেখতে ছোট, বড়; উল্লেখ্য , অনুল্লেখ্য মিলিয়ে, ১০,০০০ পার করেছেন, সামনের দিনগুলিতে আরো বড় মাইলফলক অতিক্রমের জন্য উৎসাহ সরূপ, এই পদক আপনার জন্য। শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৪:২৮, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি) |
সৈয়দ শাহ জাকির আলী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাসৈয়দ শাহ জাকির আলী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সৈয়দ শাহ জাকির আলী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১২:২৮, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
হামুনাপুত্রা নিবন্ধ সম্পর্কে
সম্পাদনাভাই আমি সম্প্রতি হামুনাপুত্রা নামক একটি নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু ব্রাউজারে অনুসন্ধান করলে এ নামে কোনো পেজ প্রদর্শন করে না। করনীয় কি? দয়া করে জানাবেন।ShazidSharif2001 (আলাপ) ১৪:৩১, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি) কোনো নিবন্ধে উপশিরোনাম কিভাবে যোগ করবো দয়া করে জানাবেন।ShazidSharif2001 (আলাপ) ১৪:৩১, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @ShazidSharif2001 আমিতো গুগল করে পেলাম। লিংকটাতে ক্লিক করে চেক করে নিতে পারেন।--IqbalHossain (আলাপ) ১৫:৪৩, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় IqbalHossain, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
নিবন্ধ
সম্পাদনাসুধী, আমার তৈরীকৃত রাজেন্দ্র বিক্রম শাহ পাতায় সম্ভবত ভুলবশত আপনি en:Al Alvarez পাতার অনুবাদ যুক্ত করে ফেলেছিলেন। পাতাটি পূর্বাবস্থায় ফেরত নিয়েছি বলে আপনাকে জানিয়ে রাখলাম। --নাফিউল (আলাপ) ০৫:৪২, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nafiul adeeb: অসংখ্য ধন্যবাদ।--IqbalHossain (আলাপ) ০৫:৫৬, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন
সম্পাদনাআমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।
আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।
- ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
- ২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।
আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)
সম্পাদনাসবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।
- আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn
আপনাকে স্বাগতম।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)
সম্পাদনাসবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।
- আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn
আপনাকে স্বাগতম।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ
সম্পাদনাআশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।
৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন।
এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।
শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
সম্পাদনাসুপ্রিয় IqbalHossain,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
সম্পাদনাHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 2