Sabbir Fakir-এর প্রশ্ন (০৭:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩) সম্পাদনা

আমার নাম সাব্বির ফকির। আমি কোনাে সম্পাদনা করলে সেটা কতদিন সময় লাগবে প্রকাশিত হতে? আমি নতুন অবস্থায় কি কোনো নিবন্ধ লিখতে পারবো? --Sabbir Fakir (আলাপ) ০৭:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Sabbir Fakir, হ্যাঁ, পারবেন ও সাথে সাথে প্রকাশিত হবে। তবে লক্ষ্য করুন, সাথে সাথে প্রকাশিত হওয়া মানে এই না যা খুশি তা প্রকাশ করা যাবে, আপনি যদি অ-উল্লেখযোগ্য কিছু যোগ করেন তা পরে মুছে দেওয়া হতে পারে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আপনাকে অসংখ্য ধন্যবাদ 103.16.24.175 (আলাপ) ১৭:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমার নাম মোঃ শাহীন আলম । আমি উইকিপিডিয়া অবদান রাখতে চাই । দোয়া করে আমাকে গাইড দিবেন Nure Shahin (আলাপ) ০৯:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

পাতা অপসারণ সম্পাদনা

ভিকারুননিসা বিশ্ববিদ্যালয় নামে কোন বিশ্ববিদ্যালয় নেই, শুধুমাত্র স্কুল ও কলেজ রয়েছে। এই পাতাটি অপসারণ করার দাবি জানাচ্ছি। 2400:C600:338F:8177:3D22:E0DE:8BFB:CA6A (আলাপ) ০৭:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ইমতিয়াজ আহামেদ আলোক-এর প্রশ্ন (১১:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৩) সম্পাদনা

রেডিও রিসিভার সম্পর্ক ভিভিন্ন তথ্য --ইমতিয়াজ আহামেদ আলোক (আলাপ) ১১:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

জাতি প্রচারণামূলক সম্পাদনা সম্পাদনা

আপনার কাছে অনুরোধ করছি কায়স্থ নিবন্ধটিতে একটু নজর দিতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে। একজন আইপি সম্পাদক তথ্যসূত্র ছাড়া সম্পাদনা করছেন এবং ঐক্যমতে লেখা নিবন্ধটিতে কোনো কারণ না দেখিয়েই অবাঞ্ছিত পরিবর্তন করছেন, সম্পাদনা যুদ্ধ চালাচ্ছেন । ধন্যবাদ।Chanchaldm2 (আলাপ) ১৬:১১, ২১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]