Ahmad Kanik
কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!
সম্পাদনাকোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
সম্পাদনাপ্রিয় Ahmad Kanik!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বটের জন্য আরও কাজ
সম্পাদনাভাই, আপনার বটের জন্য আরও দুটো কাজ নিয়ে এলাম:
- বট বর্তমানে অমুক্ত চিত্রের আকার হ্রাস করে ফাইল আপলোড করে। কাজটি করার পর বট যেন ঐ ছবির পাতার শীর্ষে
{{subst:furd}}
বসিয়ে দেয়। এছাড়া বট তার কাজ চালানোর সময় যদি দেখতে পায় যে একটি অমুক্ত চিত্রের একাধিক সংস্করণ রয়েছে, সেখানেও যেন এই ট্যাগ লাগিয়ে দেয়। - প্রশাসক কর্তৃক যখন অমুক্ত চিত্রের পূর্ববর্তী সংস্করণ অপসারণ হয়ে যাবে, বট যেন ঐ ছবির পাতার শীর্ষ থেকে
{{অব্যবহৃত সংস্করণসহ অ-মুক্ত ফাইল|date=...}}
সরিয়ে দেয়।
যদি কোড করা সম্ভব হয়, তাহলে একটু দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৪, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: বট অনুমোদন নেয়ার সময় এগুলো উল্লেখ ছিল, কিন্তু আমার জানামতে, ব্যবহারকারী:RiazACU নিয়মিতই স্ক্রিপ্ট দিয়ে পুরাতন সংস্করণ অপসারণ করেন। এজন্য তিনি টেমপ্লেট ব্যবহার করেননা, বরং তালিকা তৈরি করে অপসারণ করেন। তালিকা তৈরিতেও স্ক্রিপ্ট ব্যবহার করেন। তাই আমি চিত্রগুলোতে বট দিয়ে ট্যাগ করার প্রয়োজন বোধ করিনি। এছাড়াও বর্তমানে ব্যস্ততার কারণে বটের কোনো কাজ করছিনা, ডিসেম্বরের শেষ দিকে করব হয়ত। তবে ব্যস্ততার মধ্যেও আমি বার্তা ও উল্লেখগুলোর ইমেইল বিজ্ঞপ্তি পাব এবং মাঝেমাঝে উত্তর দিব। — AKanik 💬 ১০:৫৬, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- ও, আচ্ছা। রিয়াজের স্ক্রিপ্ট দিয়ে করার বিষয়টি জানা ছিল না। তাহলে লাগবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ১৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
MD Toufik Umor Islam-এর প্রশ্ন (১৫:২৯, ১৭ নভেম্বর ২০২৪)
সম্পাদনাআসসালামু আলাইকুম।আমি মো:তৌফিক উমর ইসলাম।আমি উইকিপিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে অবদান রাখতে চাই।আমার ইচ্ছা যে মানুষ আমাকে আমার লেখনীর দ্বারা চিনবে।আমি একজন চিন্তাশীল লেখক হতে চাই।বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত।আমার প্রধান পছন্দ শিক্ষার বিস্তারে পারিপার্শ্বিক সমস্যা ও রাজনৈতিক পটভূমি এসব নিয়ে লেখালেখি করা আমার ইচ্ছা।আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। --MD Toufik Umor Islam (আলাপ) ১৫:২৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MD Toufik Umor Islam: ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া আসলে নিজস্ব লেখালেখির জন্য নয়। এটি একটি বিশ্বকোষ। আমরা বই, সংবাদপত্র, নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করি। এসব নিবন্ধে সাহিত্য চর্চা করা হয় না, নিজস্ব মতামত, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি থাকে না, সাধারণভাবে তথ্য তুলে ধরা হয়। — AKanik 💬 ১৭:৫৯, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
MD.MAHMUDUL HASAN FAHIM-এর প্রশ্ন (০৩:০১, ২২ নভেম্বর ২০২৪)
সম্পাদনাআসসালামু আলাইকুম আমি কোন বিষয়ে যদি উইকিপিডিয়া লেখতে চাই তাহলে এটা কিভাবে লিখব। দয়া করে একটু বলবেন। --MD.MAHMUDUL HASAN FAHIM (আলাপ) ০৩:০১, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MD.MAHMUDUL HASAN FAHIM: ওয়ালাইকুম আসসালাম। নতুন অবদানকারী হিসেবে উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধগুলো ঘুরে ঘুরে ভুল সংশোধন করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বিদ্যমান নিবন্ধ সম্পাদনায় সাহায্য:সম্পাদনা, সাহায্য:দৃশ্যমান সম্পাদনা এবং উইকিপিডিয়া:টিউটোরিয়াল এ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে। একবারে নতুন কোনো নিবন্ধ তৈরিতে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা এর মত কঠিন নীতিমালা পড়তে হতে পারে, অবশ্য ইংরেজি উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধ থেকে অনুবাদ করলে কাজটা সহজ হয়। — AKanik 💬 ১০:০৩, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
MD JUEL ISLAM-এর প্রশ্ন (১৭:০৯, ২৭ নভেম্বর ২০২৪)
সম্পাদনাআসসালামু আলাইকুম, আমি এখানে নতুন আমি কিভাবে শুরু করতে পারি? --MD JUEL ISLAM (আলাপ) ১৭:০৯, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MD JUEL ISLAM: ওয়ালাইকুম আসসালাম। উপরের উত্তরটি দেখতে পারেন। — AKanik 💬 ১৭:৩৫, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)