ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik/সংগ্রহশালা ৩

সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

আপনার জন্য একটি পদক!

  কারিগরী পদক
একটা সময় হাত দিয়ে আলাপ পাতার আলোচনারগুলি সংগ্রহশালায় নিতে হতো, কাজটি করতে অনেক সময় বিরক্ত লাগতো। আপনার বটের ফলে সেটি এখন লাঘব হলো। এছাড়া বটটি আরও বিভিন্ন দরকারী কাজও করছে।

আপনার কারিগরী অবদানের জন্য আপনাক এই পদকটি দিলাম ভাই। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪২, ২৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)

  আপনাকে ধন্যবাদ। উইকিপিডিয়ার কারিগরি কাজগুলো ভালই লাগে। — AKanik 💬 ০৫:১৪, ২৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
ধন্যবাদ মুহাম্মাদ সাজিদুর রহমান (আলাপ) ০৫:৩৫, ১৯ মে ২০২৩ (ইউটিসি)

বিষয়শ্রেণী যোগের স্ক্রিপ্ট

ঐশিক রেহমান ভাইয়ের কাছে একটা স্ক্রিপ্ট আছে যেটা ইংরেজি উইকির নিবন্ধে থাকা বিষয়শ্রেণীগুলি সংশ্লিষ্ট বাংলা নিবন্ধে যোগ করে দেয় (এই রকম)। এই কাজটি বট দ্বারা নিয়মিত করা গেলে অনেক কষ্ট লাঘব হয়ে যাবে। আপনি ওনার সাথে কথা বলে স্ক্রিপ্টটি নিয়ে বট দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত করা যায় কিনা একটু যদি দেখতেন। আর আপনারা কথা বলে দুজনের যেকোন একজনের বট দ্বারা কাজটি করিয়েন। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:১৯, ১৭ মে ২০২৩ (ইউটিসি)

@Aishik Rehman এবং আফতাবুজ্জামান: স্ক্রিপ্ট আমার বট দিয়ে চালানো যায় কিংবা ঐশিক ভাই টুলফোর্জে তার স্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিপ্ট চালানোতে কোনো সমস্যায় পড়লে সাহায্য করতে পারি। ঐশিক ভাই, আপনার কি টুলফোর্জে সদস্যতা আছে? ssh ব্যবহার করে সার্ভারে যুক্ত হতে পারেন? — AKanik 💬 ১০:৩৯, ১৭ মে ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আমার টুলফোর্জ অ্যাকাউন্টে সমস্যা আছে। সার্ভারে যুক্ত হওয়া গেলেও কাজ করা যায় না। সমস্যার উৎপত্তি মূলত আমার ব্যবহারকারী নাম পরিবর্তন থেকে। আমার আগের ব্যবহারকারী নাম Hirok Raja পরিবর্তন করার পর থেকে টুলফোর্জসহ নানান জায়গায় আমার সমস্যা হচ্ছে। আইআরসিতে জানানোর পর ফ্যাব্রিকেটরে টাস্ক খুলতে বলা হয়েছে। টাস্ক খোলার মত স্পৃহা পাচ্ছিনা ভেতর থেকে। -- Aishik Rehman (আলাপ) ২১:৫৫, ২২ মে ২০২৩ (ইউটিসি)
@Aishik Rehman: আমার মনে হয়, স্ক্রিপ্টটা দীর্ঘ সময় ধরে রান হবার মত। নিজের ডিভাইসে দীর্ঘ স্ক্রিপ্ট চালানো আপনার জন্য সমস্যা হওয়ার কথা (আমার অনুমান ভুল হলে জানাতে পারেন)। আপনি ফেব্রিকেটরে টাস্ক খুললে উনারা আপনার অ্যাকাউন্ট ঠিক করতে পদক্ষেপ নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আমার বট দিতে করাই ভাল, তাহলে আমাকে স্ক্রিপ্টটি মেইলে দিতে পারেন। আমার মেইল ঠিকানা উল্লেখ করে আপনাকে একটি মেইল পাঠিয়েছি। — AKanik 💬 ০৪:২২, ২৩ মে ২০২৩ (ইউটিসি)

মুহাম্মাদ সাজিদুর রহমান-এর প্রশ্ন (০৫:৩৬, ১৯ মে ২০২৩)

আস সালামু আলাইকুম --মুহাম্মাদ সাজিদুর রহমান (আলাপ) ০৫:৩৬, ১৯ মে ২০২৩ (ইউটিসি)

@মুহাম্মাদ সাজিদুর রহমান: ওলাইকুম আসসালাম। উইকিপিডিয়ায় অবদান রাখতে স্বাগতম। উইকিপিডিয়া টিউটোরিয়াল পড়তে ভুলবেন না। কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করতে পারেন। — AKanik 💬 ০৫:৪৮, ১৯ মে ২০২৩ (ইউটিসি)

আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংস্থা

এটি একটি সংস্থা 202.134.14.147 (আলাপ) ২২:২৯, ১৯ জুন ২০২৩ (ইউটিসি)

মোঃ মোয়াজ আহমেদ জুব শাহ নূরী-এর প্রশ্ন (১২:২৬, ২৮ জুন ২০২৩)

কেমন আছেন? --মোঃ মোয়াজ আহমেদ জুব শাহ নূরী (আলাপ) ১২:২৬, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

@মোঃ মোয়াজ আহমেদ জুব শাহ নূরী: ভাল আছি। আপনি কেমন আছেন? উইকিপিডিয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? এছাড়া উইকিপিডিয়া টিউটোরিয়াল পড়ে নিয়েন, যদি এখনো না পড়ে থাকেন। — AKanik 💬 ১২:৫৮, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

ইদ মোবারক

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

কনিক ভাই, উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 362টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 10037টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:২৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

@মোহাম্মদ মারুফ: আপনাকে ধন্যবাদ। উইকিতে ৫ বছর হল এবং ১০০০০ সম্পাদনা করে ফেললাম। 😉 আপনাকেও ঈদের শুভেচ্ছা। 🙂 — AKanik 💬 ১৪:০১, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)

বটের বিষয়শ্রেণী যোগ

কিছু বিষয়শ্রেণী টেমপ্লেট থেকে আসে। আপনার বট সেসব বিষয়শ্রেণীও যোগ করছে। উদাহরণYahya (আলাপ) ১৮:১৩, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)

@Yahya: জ্বি, সেজন্য বট বন্ধ আছে। ঠিক না হওয়া পর্যন্ত পুনরায় এই কাজে চালু করা হবে না। সব স্ক্রিপ্টের প্রাথমিক পর্যায়ে আমি সম্পাদনা পর্যবেক্ষণ করি। তাই তৎক্ষণাৎ বন্ধ করতে পেরেছি, তবে ঐ সম্পাদনাটি এটার মত নিজে বাতিলে গুরুত্ব দেইনি। — AKanik 💬 ১৮:২৩, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)
@Yahya: এবার পুরো গতিতে চালু করেছি। পরীক্ষা করে একই সমস্যা পেলে জানাতে পারেন। এবং @আফতাবুজ্জামান: এই সমস্যা বাদে আপনাদের অন্য পরামর্শও বটের আরো উন্নতিতে সাহায্য করতে পারে। — AKanik 💬 ১১:০১, ৩ জুলাই ২০২৩ (ইউটিসি)
@আফতাবুজ্জামান, Yahya, এবং Aishik Rehman: নিবন্ধের পর আজকে বট বিষয়শ্রেণীতে বিষয়শ্রেণী যোগে সক্রিয় করেছি। বটের ব্যবহারকারী পাতায় বর্তমান উৎসকোড প্রকাশ করেছি। — AKanik 💬 ১৬:০৯, ১৫ জুলাই ২০২৩ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  বট পরিচালনার পদক
ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে সয়ংক্রিয়ভাবে বাংলা উইকির নিবন্ধে বিষয়শ্রেণী যোগের ধারণার সফল প্রয়োগের জন্য ধন্যবাদ। বট ব্যবহার করে আরো উদ্ভাবনী কাজের অনুপ্রেরণা সরূপ এই পদক আপনার জন্য। বট পরিচালনার পাশাপাশি নিবন্ধ যোগেও সর্বদা নিয়মিত থাকার আহবান থাকলো। শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৪:২১, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
@FaysaLBinDaruL: আপনাকে ধন্যবাদ। এমন পদক আসলেই অনুপ্রেরণা দেয়। এই কাজে ঐশিক ভাইয়েরও অবদান রয়েছে, স্ক্রিপ্টের মূল অংশই উনার কাছ থেকেই নিয়েছি। আমার অবদানগুলোর মধ্যে রয়েছে: মাল্টিথ্রেডিং উপযোগী না হওয়ায় বাদ দেয়া, ফাইল ইনপুটের ফাইল তৈরিতে কুয়েরি করা, স্ক্রিপ্ট কোনো কারণে বন্ধ হলে বন্ধ হবার পূর্বে অপ্রক্রিয়াকৃত অংশ ফাইলে সংরক্ষণ করা, টুলফোর্জে চালানোর জন্য প্রয়োজনীয় কাজ করা ইত্যাদি। এছাড়া স্ক্রিপ্টে নতুন কন্ডিশন যোগ করা, যেমন - টেমপ্লেট দ্বারা উৎপন্ন বিষয়শ্রেণীগুলো বাদ দেয়া, পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী না যোগ করা, এরকম ক্ষেত্রে অবৈধ শিরোনাম ত্রুটি দেখিয়ে বট বন্ধ হওয়া রোধ করা ইত্যাদি। নিবন্ধ তৈরির ব্যাপারে বলব আসলেই আমার নিবন্ধ তৈরি অনেক কম, এর প্রধান দুটি কারণ - সাম্প্রতিক পরিবর্তন টহলেই বেশ সময় চলে যায় এবং আমার অনুবাদ দক্ষতা কম। ভবিষ্যতে নিবন্ধ তৈরির বিষয়টি আবার চেষ্টা করে দেখবো। — AKanik 💬 ০৫:১২, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik বট তো এখন আপনার অনেক কাজ সহজ করে দিচ্ছে। :) টহল থেকে একটু সময় বাচিয়ে একটু একটু করে নিবন্ধ অনুবাদ করতে পারেন। আপনার পছন্দের নিবন্ধের এক অনুচ্ছেদ করে যুক্ত করতে পারেন, দেখতে দেখতে দক্ষতা বেড়ে যাবে। :) ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:২৩, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
আচ্ছা তাই করব। তবে সম্পাদনা টহলে প্রাধান্য দিই ভাল লাগে বলে। বটের স্ক্রিপ্ট লেখা সময়সাপেক্ষ কাজ। তবে এমন কাজ আছে যেগুলো হাতদ্বারা করতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত, সেগুলোর ক্ষেত্রে বট তৈরিতে সময় ব্যয় কিছুই না। — AKanik 💬 ০৪:৫৯, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)

নাহিদ নোমান-এর প্রশ্ন (১৮:৩০, ৪ জুলাই ২০২৩)

আমি আমার প্রোফাইল ছবি এবং নিজের ঠিকানা কিভাবে যুক্ত করবো? --নাহিদ নোমান (আলাপ) ১৮:৩০, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)

আপনি এখানে গিয়ে ব্যবহারকারী পাতায় লিখতে পারবেন। তবে উইকিপিডিয়া কোনো সামাজিক যোগাযোগ সাইট নয় এবং নিজের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ঠিকানা দেয়া উচিত নয়। ব্যবহারকারী পাতার লেখায় উইকিপিডিয়ায় আপনার অবদান আগ্রহ প্রাধান্য পাবে। ব্যবহারকারী পাতায় উইকিপিডিয়ার অনুপযুক্ত লেখা থাকলে উইকিপিডিয়ার প্রশাসকগণ মুছে দিতে পারেন। আপনার আরো প্রশ্ন থাকলে বলতে পারেন। — AKanik 💬 ১৮:৫৬, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)

গৌরচন্দ্র বালা নিয়ে পান্না বালা-এর প্রশ্ন (১৪:৪০, ১০ জুলাই ২০২৩)

ছবি যোগ করব কীভাবে? --পান্না বালা (আলাপ) ১৪:৪০, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)

@পান্না বালা: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যে চিত্রটি যোগ করতে চাচ্ছেন, তা যদি ইতিমধ্যে আপলোডকৃত না থাকে তাহলে প্রথমে উইকিপিডিয়া:আপলোড ব্যবহার করে আপলোড করতে হবে। আপলোডকৃত চিত্র নিবন্ধে যোগ করতে সাহায্য:সম্পাদনা#চিত্র দেখুন। এছাড়া চিত্রের কপিরাইটের ব্যাপারটি লক্ষ্য রাখুন। মৃত ব্যক্তি, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ চিত্র, প্রতিষ্ঠানের লোগো ইত্যাদি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধতাসহ কপিরাইটকৃত চিত্র গ্রহণযোগ্য। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই কপিরাইটমুক্ত চিত্র আপলোড করবেন। নিজের তোলা হলে সবচেয়ে ভাল, তখন আপনি নিজেই উইকিপিডিয়ার উপযোগী কোনো লাইসেন্সে প্রকাশ করলে কপিরাইট সমস্যা থাকবে না। — AKanik 💬 ১৬:২৭, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি) [সম্পাদিত ১২:৪১, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)-এ]

শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় নিয়ে Harun.khulna.-এর প্রশ্ন (১২:২৩, ১৪ জুলাই ২০২৩)

শুভেচ্ছা জানবেন।

'শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়' নামের পাতায় কলেজের কোনো ছবি যুক্ত নাই। ছবি যুক্ত করার পদ্ধতি জানতে চাই। --Harun.khulna. (আলাপ) ১২:২৩, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
@Harun.khulna.: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উপরে আরেকজনের একইরকম প্রশ্নের আমার উত্তরটি দেখতে পারেন। — AKanik 💬 ১২:৪১, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)

নাম পরিবর্তন ডিলিট প্রসঙ্গে

@Ahmad Kanik আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে বিষু নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম। সেখানে কিছু তথ্যসূত্র ও অন্যান্য কিছু বিষয় নিয়ে উইকিপিডিয়া তে প্রকাশ করতে অপারগতা প্রকাশ করা হয় এবং কেন অপরাগতা প্রকাশ করা হয় তাও বলা হয়। আমি নির্দিষ্ট নিয়ম অনুসরন করে সেটি বিষু (বাশারত) নামে প্রবন্ধটি রচনা করি যেখানে সব তথ্য দেওয়া ছিল এবনহ যেভাবে চাওয়া হয়েছিল সেইভাবেই প্রকাশ করা হয়। কিন্তু দূর্ভাগ্যবশত আগের নামের সাথে মিল থাকায় সেটি আপনি অপসারন করে দিয়েছেন। কিন্তু আগের প্রবন্ধটিও ডিলিট করা হয়েছিল। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাকে এই বিষু (বাশারত) নামেই প্রকাশ করতে হবে। দয়া করে আমাকে একটু সহযোগীতা করুন। আমার করনীয় কি তাও একটূ বলুন প্লিজ। আপনার উত্তর এর অপেক্ষায় ASHRAFULLAH09 (আলাপ) ০৭:০০, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)

@ASHRAFULLAH09: নামের জন্য উপপাতায় স্থানান্তর করিনি। কারণ হিসেবে তো বলেছি এখনো অবিশ্বকোষীয় রচনা, স্থানান্তরের পূর্বে পুর্নলিখন করুন। তরিকত কি? এরকম প্রশ্নোত্তর লিখতে হবে না। ভূগোলের ছাত্রদের জানা উচিত, বিষুর এই সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন জাতীয় কথা, প্রচারণা, যুক্তি, মতামত দিবেন না। এসব অবিশ্বকোষীয় লেখা। পুরো নিবন্ধে শুধু নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরবেন। উদাহরণস্বরূপ চিশতিয়া তরিকা পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনি যে বিষয়ে লেখছেন তা WP:N অনুসারে উল্লেখযোগ্য হতে হবে এবং স্বাধীন-নিরপেক্ষ ও নির্ভরযোগ্য উৎস দ্বারা তথ্যগুলো সমর্থিত হতে হবে। — AKanik 💬 ০৭:১৮, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
আমি এইবার কিছু সংশোধন করেছি। যদি একটূ দেখতেন তাহলে মূল পেজে রুপান্তর করা সম্ভব হতো।
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:ASHRAFULLAH09/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%98%E0%A6%B0 ASHRAFULLAH09 (আলাপ) ০৮:২০, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
@ASHRAFULLAH09: কোনো কিছু মতামত, যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করা হয়েছে - এরকম সব কিছুই বাদ যাবে। একদুটো লাইন আমি শুধু উদাহরণ দিয়েছি, সেই লাইনগুলো মুছলেই হবে না। এছাড়া নির্ভরযোগ্য তৃতীয় পক্ষের উৎস দিতে বলেছিলাম, সেটার কোনো উন্নতি হয়নি। এটা না করা গেলে প্রাথমিক উৎসের আপনার নিজস্ব ব্যাখ্যা মনে করে অন্য সংশোধন করলেও অপসারিত হবে। — AKanik 💬 ০৯:২৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
নির্ভরযোগ্য তৃতীয় পক্ষের উৎস বলতে আমি বুঝিনি আসলে। একটু বুঝিয়ে বললে ভালো হতো
ধন্যবাদ ASHRAFULLAH09 (আলাপ) ০৯:৩৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
@ASHRAFULLAH09: নির্ভরযোগ্য বলতে উইকিপিডিয়া যেসব গ্রন্থ, সংবাদপত্র, ম্যাগাজিন, গবেষণাপত্র নির্ভরযোগ্য মনে করে, এবিষয়ে WP:RS নীতিমালায় বলা হয়েছে। এছাড়া স্বাধীন-নিরপেক্ষ হতে হবে, মানে নিবন্ধের বিষয়ের সাথে সরাসরি যুক্ত নয় এমন কোনো উৎস। যেমন একটি প্রতিষ্ঠানের নিবন্ধে ওই প্রতিষ্ঠানে কর্মরত কারো লেখা সূত্র দেয়া গেলেও তা স্বাধীন-নিরপেক্ষ হিসেবে উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে না। — AKanik 💬 ০৯:৫৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
এছাড়া কুরআন-হাদীস এর মত গ্রন্থগুলো উইকিপিডিয়ায় প্রাথমিক উৎস বিবেচনা করা হয়। তাই শুধু সেগুলো দিয়ে কোনো তথ্য প্রতিষ্ঠা করা যাবে না, যদি না নির্ভরযোগ্য অ-প্রাথমিক উৎস থাকে যেখানে সেভাবেই ব্যাখ্যা করা আছে। — AKanik 💬 ১০:১০, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
জি বুঝতে পেরেছি ধন্যবাদ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে https://bn.wikipedia.org/wiki/আলী_রজা
এই লিংকে যেখানে শাহ আলী রজা (রহ:) এর জীবিনী আনা হয়েছে সেখানে তেমন কোন তথ্যসূত্র নেই। কিন্তু আমার প্রবন্ধে অনেক তথ্যসূত্র যোগ করা হয়েছে। যেহেতু বিষু (বাশারত) এই প্রবন্ধটি একেবারেই নতুন মানে ইলেট্রনিক্স প্রেস মিডিয়া তে একদমই নতুন বলে অ-প্রাথমিক সূত্র পাওয়া খুব কষ্টকর। এইক্ষেত্রে আমার কি করনীয় আছে? ASHRAFULLAH09 (আলাপ) ১০:৪০, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
@ASHRAFULLAH09: https://bn.banglapedia.org/index.php/আলী_রজা উইকিপিডিয়া অনুসারে বাংলাপিডিয়া একটি নির্ভরযোগ্য সূত্র। দেখুন WP:N এর অনেক নিয়মকানুন রয়েছে। কখনো অনেকগুলো সূত্র লাগে, কখনো একটা সূত্রতেই হয়। কখনও একটি সূত্রও লাগবে না, যেখানে কেউ প্রশ্ন তুলবে না, যেমন নিবন্ধ হিসেবে বরফ-এর উল্লেখযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। আপনার নিবন্ধের উল্লেখযোগ্যতা যদি প্রমাণও হয়, তখন আসবে আপনার অবিশ্বকোষীয় লেখা। উইকিপিডিয়ার আরো অনেক নিয়মকানুন রয়েছে। নতুন হিসেবে নতুন নিবন্ধ শুরু করা কঠিন। তাই পরামর্শ দেয়া হয় প্রথমেই নিবন্ধ না লিখে বিদ্যমান নিবন্ধে তথ্য সংশোধন, বানান সংশোধন করতে করতে নিয়মগুলোর সাথে পরিচিত হয়ে ওঠা। — AKanik 💬 ১১:৩১, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
তাহলে আপনি আমাকে একটু সহায়তা করবেন। আমি আপডেট করে আপনাকে বলবো। আর বিষু (বাশারত) যেহেতু এই প্রবন্ধটি একদম নতুন তাই উল্লেখযোগ্য রেফারেন্স পাওয়া খুব কঠিন হবে। এই বিষয়টিও একটু৷ বিবেচনায় আনবেন।
ধন্যবাদ 103.113.173.143 (আলাপ) ১১:৫৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)

Sabbir Ali kushtia-এর প্রশ্ন (০৩:৪৯, ২৬ জুলাই ২০২৩)

“কিশোরকণ্ঠ” অপসারণ করা হলো কেন? --Sabbir Ali kushtia (আলাপ) ০৩:৪৯, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)

@Sabbir Ali kushtia: "উইকিপিডিয়া:BYPASS" নামে যে পাতাটি তৈরি করেছেন, সেটি একটি ভুল শিরোনাম। এছাড়া "কিশোরকন্ঠ" নামেও একটি পাতা সাম্প্রতিক অপসারিত হয়েছে। আমি অপসারিত পাতার নাম দেখতে পেলেও বিষয়বস্তু দেখতে সক্ষম নই, তবে খুব সম্ভবত সেখানে উইকিপিডিয়ায় যেভাবে লেখা হয়, সেরকম লেখা ছিল না। তাই অপসারিত হয়েছে। তাছাড়া অতীতে কিশোরকণ্ঠ নিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ থাকা উচিত কিনা, তা আলোচনা হয়েছিল দেখতে পারছি, WP:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কিশোরকণ্ঠ এবং WP:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কিশোরকন্ঠ। দুটো আলোচনারই সিদ্ধান্ত ছিল অপসারণ। আলোচনাগুলো পড়লে আরো জানতে পারবেন। — AKanik 💬 ০৬:১১, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)

বট দ্বারা বিষয়শ্রেণী যুক্তকরণ

ভাইয়া এই পরিবর্তনটি দেখুন, ইংরেজি উইকিতে নিবন্ধটি হালনাগাদ করা হয় নি বিধায় ভুল বিষয়শ্রেণী যুক্ত হয়েছে। স্ক্রিপ্টে কোনো পরিবর্তন করে এইরকম ক্ষেত্রে বিষয়শ্রেণী যুক্ত করা থেকে বিরত রাখা যায় কী? যেমন বাংলা নিবন্ধে যদি [[বিষয়শ্রেণী:****-এ মৃত্যু]] যুক্ত থাকে, তবে সেইক্ষেত্রে ইংরেজি নিবন্ধে জীবিত ব্যক্তি বা সম্ভাব্য জীবিত ব্যক্তি বিষয়শ্রেণী যুক্ত থাকলেও বাংলা নিবন্ধে তা যুক্ত করবে না। — হাসিব (আলাপ) ১২:৫৪, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)

@Haseeb55: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এটাও করা যায়। তবে এই সমস্যা যদি অল্প পাতায় হয়, তাহলে স্ক্রিপ্টে শর্ত যোগ করার তুলনায় ইংরেজি ও বাংলা উভয় উইকিপিডিয়ায় সংশোধন করে দেয়াই ভাল। বট সব বিষয়শ্রেণী ও নিবন্ধ একবার করে প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছে, আগামী দুই বছর আর এই স্ক্রিপ্ট চালানোর ইচ্ছা নেই। তখন শর্ত যোগের বিষয়টি বিবেচনায় নিব। আর বর্তমানে একটি কোয়েরি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি যে, কোনো নিবন্ধে একই সাথে জীবিত ব্যক্তি ও মৃত্যুর বছর বিষয়শ্রেণী আছে কিনা খুঁজে তালিকা দিবে। আপনার যদি এরকম আরো উদাহরণ জানা থাকে যে, দুটো বিষয়শ্রেণী একই নিবন্ধে থাকলে ভুল হবে, তাহলে জানাতে পারেন। — AKanik 💬 ১৩:৩০, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik, আচ্ছা! বট সব নিবন্ধ প্রক্রিয়াকরণ করে ফেলেছে জানতাম না। মনেহয় না খুব বেশি নিবন্ধে এরকম সমস্যা হয়েছে, তাহলে সমস্যা পেলে হাতদ্বারা সম্পাদনা করেই এখন সংশোধন করে দেয়া যাবে। — হাসিব (আলাপ) ১৪:৪১, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
@Haseeb55: কোয়েরি করে অনেকগুলোই পাচ্ছি। তবে বেশিরভাগই ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াই হালনাগাকৃত নয়। বিশেষ:পার্থক্য/6768494AKanik 💬 ১৭:৫১, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
দ্বিতীয় অংশ

@Ahmad Kanik কনিক ভাই!! বিষয়শ্রেণী যুক্তকরণে অনেক সময় সমস্যা হয়, যেমন বিষয়শ্রেণী:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এই বিষয়শ্রেণীতে নিবন্ধ আগে ২/৩ টা ছিলো। পরে ইংরেজি থেকে কপি করে ১০ টা হয়ে গিয়েছে। আবার বিষয়শ্রেণী:জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী এই বিষয়শ্রেণীতে অনেকগুলো নিবন্ধ রয়েছে, যার অধিকাংশ নিবন্ধ ইংরেজিতে রয়েছে। যেহেতু ২০০৫ সালের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি কলেজ ছিলো, তাই অনেক সম্পাদকরাই নিবন্ধগুলোতে Jagannath University Alumni বিষয়শ্রেণীতে নিবন্ধগুলো যোগ করে নাই, তবে অল্প কিছু সম্পাদক করেছে। যাইহোক, যেহেতু Jagannath College বা Jagannath College Alumni নামে কোন নিবন্ধ-বিষয়শ্রেণী ইংরেজি উইকিতে নাই, তাই সম্পাদকরা Jagannath University Alumni বিষয়শ্রেণী দিয়ে কাজ চালাচ্ছে। তবে বাংলাতে বিষয়শ্রেণী:জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী নামে রয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৩২, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)

@DeloarAkram: সমস্যাটা বুঝতে পারছি। দুই উইকির অনেক বিষয়শ্রেণীর গঠনে পার্থক্য আছে। কিন্তু বটকে এত বুদ্ধিমান করা আমার পক্ষে সম্ভব নয় যে, এসব গঠনগত পার্থক্য নিজে থেকে ধরতে পারবে। এক্ষেত্রে সমাধান কী? আমি দুটি সম্ভাবনা দেখছি ১. বটের এই কাজ আর না করা, ২. সমস্যাযুক্ত বিষয়শ্রেণীগুলোর তালিকা করে সেগুলো বট কর্তৃক এড়িয়ে যাওয়া। দ্বিতীয় ক্ষেত্রে এই তালিকা করতে সহযোগীতা লাগবে, যখন যার যে গঠনগত পার্থক্য চোখে পড়ে তালিকায় যুক্ত করতে হবে, নাহলে সম্ভব নয়। আপনি কি প্রস্তাব করেন? — AKanik 💬 ১৭:৫১, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
আর ইংরেজী উইকিতে ভুল বিষয়শ্রেণী যুক্ত থাকলে বাংলাউইকিতেও চলে আসবে - এই সমস্যা আগে থেকেই জানতাম। তবু উপকারের তুলনায় ক্ষতি নগণ্য হবে এমন আশা করেছি। — AKanik 💬 ০৮:০৯, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

স্ক্রিপ্ট সম্ভবত বন্ধ

ভাই, বটের আজকের নির্বাচিত ছবির টেমপ্লেটের স্ক্রিপ্টটি সম্ভবত বন্ধ আছে। টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১ আগস্ট ২০২৩-এ বিবরণ ছিল না কিন্তু বট গতকাল বার্তা দেয়নি। একটু দেখুন। প্রধান পাতায় ছবি যোগের ক্ষেত্রে কিছু নীতিগত পরিবর্তন না আসলে আমি আর এই বিষয় নিয়ে কাজ করব না সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনার বটই ভরসা। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৬, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: স্ক্রিপ্টটি নিয়ে পরীক্ষা করছিলাম। তখন থেকেই কাজ করা বন্ধ হয়েছে সম্ভবত, আমি লক্ষ্য করিনি। জানানোর জন্য ধন্যবাদ। — AKanik 💬 ২২:৫৯, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

কিভাবে গুগল নলেজ প্যানেলে যোগ করবো

আমি আমার নাম ও তথ্য কিভাবে গুগল নলেজ প্যানেলে যোগ করবো,  আপনি যদি আমাকে আমার তথ্য যোগ করতে সাহায্য করেন তাহলে উপকার হয়। 42.0.7.247 (আলাপ) ১০:৫১, ৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)

দুঃখিত। কিভাবে করে জানা নেই। আপনাকে নিয়ে ইন্টারনেটে প্রচুর তথ্য থাকলে, এমনিতে হবার কথা না? — AKanik 💬 ১৫:১৬, ৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)

লাঙ্গলঝাড়া ইউনিয়ন নিয়ে MD Rezwan Jamil-এর প্রশ্ন (১৭:৫৭, ৮ আগস্ট ২০২৩)

একটা ইউনিয়ন পরিষদের উইকিপিডিয়া তে চেয়ারম্যান এর নাম থাকা আবশ্যক। --MD Rezwan Jamil (আলাপ) ১৭:৫৭, ৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)

আপনি যুক্ত করেছেন দেখতে পাচ্ছি। অনেকে নাম ছাড়াও চেয়ারম্যানের আরো তথ্য দেন যা বিশ্বকোষে দরকার নেই, আমার মতে। — AKanik 💬 ০৫:৪২, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

ধন্যবাদ জ্ঞাপন।

স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ ।

প্রিয়,@Ahmad Kanik Sheikh Fahim Hassan (আলাপ) ১৭:১৪, ১০ আগস্ট ২০২৩ (ইউটিসি)

আপনি খুশি হয়েছেন দেখে খুশি হলাম। — AKanik 💬 ০৫:৪২, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
ধন্যবাদ,
প্রিয় @Ahmad Kanik ভাইয়া। Sheikh Fahim Hassan (আলাপ) ১২:০৩, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)

ব্যক্তিগত তথ্য

রাজেন তঞ্চঙ্গ্যা,জন্ম ২০ জানুয়ারি ২০২০ রাজেন তঞ্চঙ্গ্যাঁ (আলাপ) ১৮:১৬, ১৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)

বটের সমস্যা

বট কি কোনো কারণে আলোচনাসভায় আর্কাইভ করার কাজটি করছে না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:৩২, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)

@MdsShakil: কোডে পরিবর্তন করিনি। জানানোর জন্য ধন্যবাদ। সমস্যা চিহ্নিত করতে পেরেছি, স্প্যাম কালোতালিকায় আটকাচ্ছে। বটের অবশ্য sboverride অধিকার থাকে (নতুন যোগ করা হয়েছে)। কিন্তু নির্দিষ্ট বট পাসওয়ার্ডের জন্য নির্দিষ্ট অধিকারসমূহ নির্ধারণ করা যায়, যেখানে sboverride আবার editprotected এর অধীনে। এই অধিকারটি বটকে দেয়া ছিল না, এখন দিলাম, আশা করি এতে কাজ হবে। — AKanik 💬 ১৫:৩৩, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
সংক্ষিপ্ত লিংকগুলো আমি পরিবর্তন করে দিয়েছি। ভবিষ্যতে যাতে কেও সমস্যায় না পরে —শাকিল (আলাপ · অবদান) ১৫:৪৪, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)

নিবন্ধ বা পাতা

আমি কিভবে নতুন একটি নিবন্ধ লেখা শুরু করব অথবা কিভাবে নতুন পাতা তৈরি করব زمانے کا سننے والا (আলাপ) ১৮:৪৯, ২৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)

@زمانے کا سننے والا এবং زمانے کا سننے والا: এবিষয়ে উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ দেখুন। — AKanik 💬 ১৯:০১, ২৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)

বারুহাস ইউনিয়ন নিয়ে Sobuz397-এর প্রশ্ন (১৮:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩)

আসসালামু আলাইকুম।আমি আমার ইউনিয়নে কিছু তথ্য যোগ করতে চাই।প্লিজ হেল্প মি।কিছু চিত্র যোগ করতে চাই --Sobuz397 (আলাপ) ১৮:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

@Sobuz397: ওয়ালাইকুম আসসালাম। আপনি সম্পাদনা ও আপলোড করতে পারলেও চিত্র যোগ করতে পারছেন না সম্ভবত। আপনি যদি দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করেন, তাহলে চিত্র যোগের জন্য এই পদ্ধতি দেখুন। দৃশ্যমান সম্পাদনায় চিত্র যোগের বাটন খুঁজে না পেলে, উপরের ডানে কলম আইকন ক্লিক করে উৎস সম্পাদনায় যান এবং সেখানে উৎস সম্পাদনার চিত্র যোগের চিত্র যোগ পদ্ধতিটি ব্যবহার করুন। আপনি চিত্রটি যে নামে আপলোড করেছেন হুবহু সেই নামটি দিতে হবে। ধন্যবাদ। — AKanik 💬 ০৪:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ হয়েছে Sobuz397 (আলাপ) ০৬:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

M. Shafin Alam-এর প্রশ্ন (১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩)

অসংখ্য শুভেচ্ছা জানাই। আমি জানতে চাইযে, প্লাস্টিক চেয়ার এর সংস্পর্শে আমাদের লোম এলে এটি দাঁড়িয়ে যায় কেন? --M. Shafin Alam (আলাপ) ১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

@M. Shafin Alam আসলে নীড় পাতা উইকিপিডিয়া সম্পর্কিত প্রশ্নের জন্য ব্যাবহার করা হয়। অন্য বিষয়ে সাধারণত উত্তর পাবেন না। ইফতেখার নাইম (আলাপ) ১৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

 

সুপ্রিয় Ahmad Kanik,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:২৭, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

Ishfaq1966-এর প্রশ্ন (০৫:২১, ৩১ অক্টোবর ২০২৩)

আমি একজন কবি লেখক ও ব্যাংকার। আমার ১৪ টি ব রয়েছে। ২০১২ সালে প্রায় ১২০০ পৃষ্টার 'ইসফাক কুরায়শী রচনাসমগ্র'ও প্রকাশিত হয়েছে। আমার ব্লগ ishfaqqurashi.blogspot,com মধ্যে কয়েকটি ইবুক ও প্রচুর লেখা আছে। সেখানে লেখক পরিচিতিতে আমার একটি জীবন বৃত্তান্ত রাখা আছে। আমাকে ইউকিপিডিয়াতে সংযুক্ত করে মানুষের কাছে সহজে পৌঁছে দিলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। এব্যাপারে আমার করণীয় কি, জানিয়ে বাধিত করিবেন। --Ishfaq1966 (আলাপ) ০৫:২১, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

@Ishfaq1966: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার কারো জীবনী স্থান পাবে কিনা তা WP:BIO নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। এই নীতিমালায় কেউ উত্তীর্ণ হলে আশা করা যায় স্বেচ্ছাসেবী অবদানকারীদের কেউ তার জীবনী নিয়ে নিবন্ধ লেখবেন। এক্ষেত্রে উইকিপিডিয়ায় আপনার নিজের কিছু করতে হবে না। তবে বিভিন্ন নিরপেক্ষ ও নির্ভরযোগ্য বই-পুস্তক, বিশ্বকোষ, সংবাদপত্রে যাতে আপনার সম্পর্কে যথেষ্ট বর্ণনা থাকে, সে বিষয়ে চেষ্টা করতে পারেন। কারণ এসব থেকেই উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবীরা তথ্য নিবেন। তারা তথ্য নিতে আপনার কাছে যাবেন না এবং আপনার নিজস্ব ব্লগ/ওয়েবসাইট ইত্যাদিও উল্লেখযোগ্যতা প্রমাণে কোনো কাজে আসবে না। — AKanik 💬 ১২:১৫, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

Selim9840-এর প্রশ্ন (১৬:৪৪, ১৭ নভেম্বর ২০২৩)

Assalamualaikum how are you? --Selim9840 (আলাপ) ১৬:৪৪, ১৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

@Selim9840: ওয়ালাইকুম আসসালাম। ভাল আছি। উইকিপিডিয়া বা উইকিপিডিয়ায় অবদান রাখা নিয়ে কোনো প্রশ্ন আছে কী? — AKanik 💬 ১৬:৫৭, ১৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

কিভাবে উইকিপিডিয়ায় লিখতে হয়

আসসালামু আলাইকুম, উইকিপিডিয়াতে একটা বিষয়ে কিভাবে লিখতে হয় কি ককি নিয়ম আছে? Selim9840 (আলাপ) ০২:০৫, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

@Selim9840: উইকিপিডিয়া:টিউটোরিয়াল-সহ আপনার আলাপ পাতার স্বাগতম বার্তায় উল্লেখ করা নীতিমালা ও নির্দেশিকা পাতাগুলো দেখতে পারেন। এছাড়াও অনুলিপি করা, উল্লেখযোগ্যতা, নির্ভরযোগ্য উৎস, নিরপেক্ষতা ইত্যাদি নীতিমালা রয়েছে। — AKanik 💬 ০৬:৪৮, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

Huzaifa dsc-এর প্রশ্ন (১৭:৪৭, ২৬ নভেম্বর ২০২৩)

একটি নতুন পেইজ কিভাবে তৈরি করবো? --Huzaifa dsc (আলাপ) ১৭:৪৭, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

@Huzaifa dsc: আপনাকে ধন্যবাদ। প্রথমবার নিবন্ধ তৈরি করতে উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। প্রথমদিকে সম্পাদনা করতে উইকিপিডিয়া:টিউটোরিয়াল আপনাকে সাহায্য করবে। এছাড়া একটি নির্দেশিকা পাতাও রয়েছে, উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ। — AKanik 💬 ১৭:৫৯, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

বাংলাদেশের মসজিদের তালিকা

বাংলাদেশের মসজিদের তালিকা বাস্তবিক সমৃদ্ধি করলে ভাল হওয়ার কথা। পুরাতন মসজিদের সাথে নতুন মসজিদ যোগ করলে ভালই হয়। আপনার সদয় বিবেচনার জন্য। 37.111.206.233 (আলাপ) ১৬:১০, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, সব তো যোগ করা যাবে না। উইকিপিডিয়ায় শুধু উল্লেখযোগ্য মসজিদগুলোর নাম যোগ করা উচিত। কোন মসজিদ কয়েকশ বছরের পুরনো হলে ঐতিহাসিক দিক থেকে উল্লেখযোগ্য হতে পারে। আপনি যে নিবন্ধের কথা বলছেন, সেখানে একটি ফাউন্ডেশনের ওয়েবসাইটের স্প্যামিং হয়েছিল। উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম/বিজ্ঞাপনের স্থান বানানো যাবে না। — AKanik 💬 ১৬:৩০, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
ফাউন্ডেশনের লিঙ্ক বাদ দিলে তো সমস্যা থাকার কথা না। যেহেতু মসজিদের তালিকা, তাই মসডিদের তালিকাতো যোগ করা যেতে পারে। প্রচার বা বিজ্ঞাপন হিসেবে নয়। ধন্যবাদ। 37.111.206.233 (আলাপ) ১৬:৫২, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
হ্যাঁ। বহিঃসংযোগগুলো বাদ দিলে, লিংকস্প্যাম হবার সম্ভাবনা নেই। তবে মসজিদগুলোর নাম যোগ করতে সেগুলো কেন উল্লেখযোগ্য ব্যাখ্যা করুন। উল্লেখযোগ্যতা থাকলে পুনরায় যোগ করা যাবে। — AKanik 💬 ২১:০৪, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
মসজিদগুলো বিভিন্ন জায়গায় স্থাপিত, যা গুগল ম্যাপে পাওয়া যায়। মসজিদগুলো যেহেতু একটি ফাউন্ডেশনের নির্মিত সেহেতু গরিব জনসাধারনের কল্যাণে গরিব জনপদে নির্মিত বলে প্রতিয়মান হয়। মসজিদগুলোর নামের শুরু মসজিদ দিয়েই এবং ডিজাইনেরও কিছুটা ভিন্নতা ছবিতে পরিলক্ষিত হয়। তাছাড়া, বিভিন্ন বিভাগের তালিকায়ও প্রাচীন নয় এমন আরো অনেক সাম্প্রতিক মসজিদ যোগ হয়েছে। কোন ফাউন্ডেশনের বিজ্ঞাপন বা প্রচারের জন্য নয় বরং মসজিদের প্রচারের জন্য তালিকা সমৃদ্ধি করা উচিত।
সর্বোপরি, নির্ভরযোগ্য সূত্রে যদি কোন মসজিদের অস্থিত্ব পাওয়া যায়, তবে তা তালিকায় স্থান দিলে দ্বীনের স্বার্থে কল্যাণকর হতে পারে। আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক দূঃখিত। এখন পুরো ব্যাপারটি আপনার উপর ছেড়ে দিলাম। আল্লাহ আপনার নেক হায়াতে বরকত দান করুক। ধন্যবাদ। 37.111.211.254 (আলাপ) ০০:৪৭, ২ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

Ahmed Reza Khan-এর প্রশ্ন (০৩:২২, ৪ ডিসেম্বর ২০২৩)

হ্যালো। আমি জানতে চাই যে আমি যখন কোনো সেলিব্রেটির বায়োগ্রাফি বাংলায় এড করবো, ওই সেলিব্রেটি'র বায়োগ্রাফি যদি অন্য ভাষায়ও থাকে, তাহলে আমি দুইটাকে সংযুক্ত করবো কীভাবে যাতে সবাই ভাষা অপশনে ক্লিক করে দুটো ভাষাতেই পড়তে পারে। আর যখন কারো বায়োগ্রাফি এড করবো, তখন ক্যাটাগরি যুক্ত করবো কীভাবে? মানে কেউ যদি ভারতীয় অভিনেতা হন, তাহলে তার নামের সাথে "ভারতীয় অভিনেতা" লেখা যুক্ত করবো কীভাবে? শেষ প্রশ্ন, কারো বায়োগ্রাফি যখন আমি যুক্ত করে ফেলেছি, আর খেয়াল করলাম যে শিরোনামের বানান ভুল হয়ে গেছে, তখন কি আর ওই নিবন্ধের শিরোনাম পরিবর্তন করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কীভাবে পরিবর্তন করবো? জানালে কৃতজ্ঞ হবো। --Ahmed Reza Khan (আলাপ) ০৩:২২, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmed Reza Khan,
১.১. দুটো ভাষা সংযোগ করতে ডেস্কটপ মোডে যান। সরঞ্জাম মেনুতে "আন্তঃভাষার সংযোগ দিন" নামে একটা অপশন পাবেন। ওতে ক্লিক করলে একটা পপআপ আসবে। প্রথম বক্সে লিখুন যে উইকির সাথে সংযোগ দিবেন তার নাম, (যেমন, ইংরেজির জন্য enwiki, আরবির জন্য arwiki) দ্বিতীয় বক্সে ওই উইকিতে নিবন্ধটি কী নামে আছে সেই নাম। এগুলো ঠিকঠাক থাকলে "পাতার সাথে সংযোগ দিন" বাটনে ক্লিক করুন। এর পর কী কী করতে হবে নিজেই বুঝতে পারবেন আশা করি।
১.২ এছাড়াও সরাসরি উইকিউপাত্তে আইটেমে গিয়ে যোগ করা যাবে। এর চাইতে উপরের পদ্ধতিই ভালো। তারপরও উপরেরটা আগে চেষ্টা করে দেখুন। এটা না পারলে পরে আমি অন্য পদ্ধতিটাও বলে দেব। -- Aishik Rehman (আলাপ) ০৪:১২, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
প্রথম পদ্ধতিটা আমি পারছি না। দ্বিতীয়টা শিখিয়ে দিলে ভালো হতো। Ahmed Reza Khan (আলাপ) ০৪:২১, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan, এবার আসি ২য় প্রশ্নে:
ক্যাটাগরি যুক্ত করার দুটো উপায় বলে দিচ্ছি
২.১ নিবন্ধ সম্পাদনা করেন যেভাবে সেভাবেই এডিট বক্স ওপেন করে একদম নিচের দিকে গিয়ে [[বিষয়শ্রেণী:ভারতীয় অভিনেতা]] লিখে তা প্রকাশ করুন। এটা আমি উদাহরণ স্বরূপ বলেছি। আপনি চাইলে ভারতীয় অভিনেতার পরিবর্তে যে কোন ক্যাটেগরি এখানে যুক্ত করতে পারেন। তবে নিয়ম একটাই, প্রথম এবং শেষে দুটো করে তৃতীয় বন্ধনি দিতে হবে এবং বন্ধনি দুটির মাঝখানে বিষয়শ্রেণি: লিখে তারপর ওই বিষয়শ্রেণীর নাম লিখতে হবে। আপনি চাইলে উদাহরণস্বরূপ অন্য কোন নিবন্ধ দেখতে পারেন।
২.২ দ্বিতীয় পদ্ধতিটি হল আপনি আপনার পছন্দে গিয়ে গ্যাজেট ট্যাব থেকে হটক্যাট গ্যাজেটটি চালু করে নিন। এরপর দেখতে পাবেন প্রত্যেক নিবন্ধের নিচে ক্যাটাগরিত যুক্ত করা, পরিবর্তন করা বা মুছার জন্য কতগুলি যোগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন আসবে। এইসব যোগচিহ্নতে ক্লিক করে ওপেন হওয়া বক্স বিষয়শ্রেণীর নাম লিখে সেভ করলে সেটা যুক্ত হয়ে যাবে। আপনি এভাবে চাইলে একসঙ্গে একাধিক বিষয়শ্রেণী যুক্ত করতে পারেন বা একটি একটি করে যুক্ত করতে পারেন। Aishik Rehman (আলাপ) ০৪:২৩, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan, এবার আসি আপনার সর্বশেষ প্রশ্নে। হ্যাঁ, কোন নিবন্ধের শিরোনামের বানান যদি ভুল হয় তাহলে সেটা পরিবর্তন করা যাবে। কিন্তু এক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। একদম নতুন ব্যবহারকারী যারা তারা এই শিরোনাম পরিবর্তনের অপশনটি পান না। আপনার যদি এই অপশনটি চালু হয়ে থাকে তাহলে আপনি সরঞ্জাম মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন স্থানান্তর নামে একটা অপশন পাবেন। সেটাতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। ওই পেজে আপনার কাছে জানতে যাওয়া হবে আপনি নতুন নামটি কি দিতে চান এবং কেন নামটি পরিবর্তন করতে চাচ্ছেন। এই দুটো ঘর পূরণ করে স্থানান্তর করুন বাটনে ক্লিক করলে সেটা নতুন নামে চলে আসবে। তবে যদি বুঝতে না পারেন তবে অযথা স্থানান্তর করতে যাবেন না, এতে বরং ভুলভাল হতে পারে। আপনার যদি কোন নিবন্ধের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি চাইলে প্রশাসকদের আলোচনা সভায় বলতে পারেন বা আপনার মেন্টরকে বলতে পারেন কিংবা অন্য যে কোনো অভিজ্ঞ ব্যবহারকারীকে জানাতে পারেন।-- Aishik Rehman (আলাপ) ০৪:২৭, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

World Connect Travel-এর প্রশ্ন (০৬:৩২, ৭ ডিসেম্বর ২০২৩)

World Connect Travel এর পরিচয় রাখতে চাই --World Connect Travel (আলাপ) ০৬:৩২, ৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

Ahmed Reza Khan-এর প্রশ্ন (১৭:৫১, ১৪ ডিসেম্বর ২০২৩)

হ্যালো। আমার আলোচনা/আলাপ পাতায় যা যা তথ্য আছে, তা কি আমি মুছে ফেলতে পারি পুরো? এগুলো মুছে ফেললে কোনো ঝামেলা হবে? --Ahmed Reza Khan (আলাপ) ১৭:৫১, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmed Reza Khan: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মুছে ফেললে ঝামেলা হবে না। তবে রেখে দেয়াই উচিত। পুরোনো আলোচনাগুলো উপপাতায় (এই ধরনের উপপাতাকে আমরা সংগ্রহশালা বলি) স্থানান্তর করতে পারেন। এটি আপনি হাতদ্বারা করতে পারেন। আরেকটি উপায় হল, একটি বট আলোচনাগুলোর শেষ মন্তব্যের তারিখ দেখে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দিন পর স্থানান্তর করে দিবে। এই ব্যাপারে আরো প্রশ্ন থাকলে বলতে পারেন। — AKanik 💬 ১৮:২৪, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik উপপাতায় স্থানান্তরের বিষয়টা একটু বুঝিয়ে বলুন। আমি চাই আমার আলাপ পাতায় কী কী আছে তা যেন বাইরের কেউ দেখতে না পারে। Ahmed Reza Khan (আলাপ) ১৮:২৭, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: উপপাতায় স্থানান্তর করা হয়, যেন অনেকগুলো আলোচনায় আলাপ পাতা বড় না হয়ে যায়। হাতদ্বারা স্থানান্তর করতে পাতার উৎস সম্পাদনায় গিয়ে লেখা কাট করে আপনার আলাপ পাতার শিরোনামের সাথে "/সংগ্রহশালা ১" এরকম যোগ করে সেখানে লেখা পেস্ট করে প্রকাশ করবেন। আর স্বয়ংক্রিয় বট চালু করতে চাইলে, আমাকে বললে আমি চালু দিব। আমার আলাপ পাতায় কী কী আছে তা যেন বাইরের কেউ দেখতে না পারে।-এব্যাপারে বলব আসলে উইকিপিডিয়ার সব পাতাই সবাই দেখতে পারে। আপনি যদি কোনো লেখা মুছেও দেন সেটাও পাতার ইতিহাস অংশ থেকে দেখা সম্ভব। উইকিপিডিয়ার প্রশাসকগণ পাতার ইতিহাস থেকে লেখা মুছতে পারেন। যদি আপনি আপনার ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি প্রকাশ করে ফেলেন তবে আপনার নিরাপত্তার জন্য তারা সেগুলো মুছে দিতে পারেন। কেউ আপনার আলাপ পাতায় গালি দিলেও প্রশাসকরা মুছে দিবেন। তবে এরকম গুরুত্বপূর্ণ কারণ ছাড়া তারা মুছে দিবেন না। ফলে সবাই দেখতে পারবে। এছাড়া আপনি যদি উইকিপিডিয়ায় নাম পরিবর্তন করতে চান যেন অফলাইনের কেউ আপনাকে না চেনে, তাহলে একজন নাম পরিবর্তনকারীকে বলতে পারেন, তিনি নাম পরিবর্তন করে দিবেন। — AKanik 💬 ১৯:০১, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই। আমি যে আমার এই উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছি, কেউ কি বুঝতে পারবে যে আমি কোন gmail দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি আর আমার ip address কী? উইকিপিডিয়ার প্রশাসকগণ কি বুঝতে পারবেন? Ahmed Reza Khan (আলাপ) ১৯:০৮, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কার অ্যাকাউন্ট কোন ই-মেইল ঠিকানা দিয়ে খোলা তা প্রশাসকসহ উইকিপিডিয়ার কোনো ব্যবহারকারী দেখতে পারেননা। আপনার আইপি ঠিকানা ব্যবহারকারী পরীক্ষক অধিকার ছাড়া উইকিপিডিয়ার কোনো ব্যবহারকারী দেখতে পারেননা। প্রশাসকরাও দেখতে পারেননা। বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারকারী পরীক্ষক আছেন শুধু দুইজন। তারা একাধিক অ্যাকাউন্ট দ্বারা অপব্যবহার রোধ করতে শুধু এটা ব্যবহার করতে পারেন, তারা আইপি ঠিকানা কোথাও প্রকাশ করতে পারবেন না। করলে উইকিমিডিয়া ফাউন্ডেশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। — AKanik 💬 ১৯:৩২, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
এছাড়াও যোগ করি যে, বিশেষ:ইমেইল প্রেরণ ব্যবহার করে যদি কাউকে মেইল পাঠান, তাহলে তিনি আপনার মেইল ঠিকানা দেখতে পারবেন। তাই যাদের কাছে মেইল ঠিকানা প্রকাশে আপত্তি নেই, তাদেরকেই মেইল করবেন। নতুন ব্যবহারকারীরা অনেকসময় লগআউট অবস্থায় তাদের ব্যবহারকারী পাতা বা বিভিন্ন আলোচনা সম্পাদনা করেন, এতে আইপি ঠিকানা পাতার ইতিহাস অংশে প্রকাশ হয়ে যায়। তাই আইপি ঠিকানা প্রকাশ করতে না চাইলে, এই বিষয়টিও লক্ষ্য রাখতে হয়। — AKanik 💬 ০৭:১৭, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আরেকটা প্রশ্ন। কোন কারণে উইকিপিডিয়া কর্তৃপক্ষ কোনো অ্যাকাউন্ট বা আইপি এড্রেস-কে ব্যান করে দেয়? Ahmed Reza Khan (আলাপ) ০৬:৫৪, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: উইকিপিডিয়া কর্তৃপক্ষ মানে যদি উইকিমিডিয়া ফাউন্ডেশন বুঝিয়ে থাকেন, তারা সাধারণত বাধা দেন না। বাধা দেয়ার কাজ হলো মুলত প্রশাসকদের (নির্দিষ্ট উইকিতে) ও স্টুয়ার্ডদের (একসাথে সব উইকিতে)। তবে বিশেষ ক্ষেত্রে উইকিমিডিয়া ফাউন্ডেশনও বাধা দিতে পারেন। — AKanik 💬 ০৭:১৭, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আমি জানতে চাইছি যে একটা আইপি এড্রেস বা অ্যাকাউন্টকে সম্পাদনা থেকে ব্যান কেন করা হয়? কোন কোন শর্ত না মানলে তাকে ব্যান করা হয়? Ahmed Reza Khan (আলাপ) ০৮:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: আচ্ছা আগের প্রশ্নে সঠিকভাবে মনযোগ দিইনি। প্রশাসকগণ যেসব কারণে বাধা দেন, তার জন্য উইকিপিডিয়া:বাধাদান নীতি দেখুন। — AKanik 💬 ০৯:০৪, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmad Kanik ধন্যবাদ। দেখলাম। একটা বিষয় সংক্ষেপে জানতে চাই। আমি যদি এমন কোনো নিবন্ধ উইকিপিডিয়ায় যুক্ত করি যা উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্য নয়, তাহলে নিবন্ধটা অপসারণের সাথে সাথে আমার অ্যাকাউন্ট কি ব্লক করে দেওয়া হতে পারে? Ahmed Reza Khan (আলাপ) ০৯:১৬, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmed Reza Khan না, আপনাকে ব্লক করে দেওয়া হবে না। ক্ষেত্রবিশেষে সতর্ক করা হবে। কিন্তু একই কাজ বারবার করতে থাকলে অবশ্যই ব্লক করা হবে। --Aishik Rehman (আলাপ) ০৯:১৯, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধ যুক্ত করলে সেটায় লোগো যুক্ত করার নিয়ম কী? আর "যথার্থ ব্যবহার" অপশন দিয়ে লোগো কীভাবে যুক্ত করতে হয়? Ahmed Reza Khan (আলাপ) ১০:৫১, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: যেকোনো আপলোডের জন্য উইকিপিডিয়া:আপলোড-এ যান। এরপর যেকোনো সংস্থা ও প্রতিষ্ঠানের লোগো আপলোডের জন্য "চিত্রটি একটি সংস্থার লোগো"-তে যান। "উৎস ফাইলের নাম" এর পাশে আপনার ফোন/কম্পিউটারের ফাইল ম্যানেজার ব্যবহার করে যে ছবি আপলোড করবেন তা নির্বাচন করুন। "লক্ষ্য ফাইলের নাম" এখানের প্রতিষ্ঠানটির নাম, সাথে লোগো শব্দটি লিখতে পারেন এবং শেষে থাকবে .jpg .png .gif এরকম কিছু যেটা আপনার আপলোড করা ফাইলের নামে রয়েছে। এরপর লাইসেন্স অংশে "লোগো" নির্বাচন করুন। সারাংশ অংশে নিবন্ধ (যে নিবন্ধে ব্যবহার করবেন) ও উৎস (যে ওয়েবসাইট থেকে নিয়েছেন) এর তথ্য দিন। এরপর ফাইল আপলোড করুন-এ ক্লিক করে আপলোড করুন। — AKanik 💬 ১৪:২১, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik ছবিটা png হিসেবে এড দিতে হবে নাকি jpg হিসেবে? Ahmed Reza Khan (আলাপ) ১৪:৩১, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: যে ফাইল ফরম্যাটে আপনার কাছে আছে সেই ফরম্যাটেই আপলোড দিয়ে দিবেন। png, jpg বা jpeg, svg, gif, webp, tiff সাপোর্ট করে। png ও jpg দুটোই থাকলে, লোগোর ক্ষেত্রে png দেয়া বেশি ভাল। (সফটওয়্যার দ্বারা তৈরি চিত্রে png, অন্যদিকে ক্যামেরা চিত্রে jpg বেশি উপযোগী) — AKanik 💬 ১৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আপনি যেখানে আপলোড করতে বলেছেন, সেখানে ব্যবহার-এ 'অর্গ' দেওয়া আছে। এটাই কি রাখবো? আর নিবন্ধটাকে কি ব্র‍্যাকেট [ দিয়ে মেনশন দিতে হবে? Ahmed Reza Khan (আলাপ) ১৫:০৮, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আর ইতিহাস, ভাষ্য অপশনে কী লিখবো? Ahmed Reza Khan (আলাপ) ১৫:১৩, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: ব্রাকেট [ দিতে হয়না আর ইতিহাস-ভাষ্য সাধারণত লাগে না, তাই ফাঁকা রাখতে পারেন। — AKanik 💬 ১৫:৫৪, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik ধন্যবাদ। আরেকটা প্রশ্ন। ধরুন আমি কোনো সেলিব্রেটির বায়োগ্রাফি এড করলাম উইকিপিডিয়ায়, এখন তার ছবি যুক্ত করতে চাই নিবন্ধটার সাথে। কিন্তু তার কোনো ছবির মালিক আমি নই। আমি গুগলে সার্চ করে কোনো ওয়েবসাইট থেকে বা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি এনে আপলোড করতে চাই। সেক্ষেত্রে কীভাবে করতে হবে? Ahmed Reza Khan (আলাপ) ১৭:৩০, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: যেহেতু ছবি আপনার তোলা নয়, সেহেতু সেটি অমুক্ত ধরে নেয়া হবে, যদিনা ছবি যিনি তুলেছেন তিনি স্পষ্টভাবে এমন লাইসেন্সে প্রকাশ করেছেন বলে প্রমাণ থাকে, যে লাইসেন্স উইকিপিডিয়ার উপযোগী। এখন অমুক্ত ছবি ব্যবহার করতে চাইলে ন্যায্য ব্যবহারের যৌক্তিকতার প্রয়োজন হয়। ব্যক্তির ছবির ক্ষেত্রে এটি হল, ব্যক্তি জীবিত হলে, এই যৌক্তিকতা নেই, অর্থাৎ আপলোড করা যাবে না। ব্যক্তি মৃত হলে আপলোড করা যাবে, কারণ তখন তার মুক্ত চিত্র তোলা আর সম্ভব নয়। মৃত ব্যক্তির অমুক্ত চিত্র আপলোডের জন্য উইকিপিডিয়া:আপলোড থেকে "ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক ব্যবহারযোগ্য চিত্র" বাছাই করবেন। আপনার আরো প্রশ্ন থাকলে করতে পারেন। তবে আগামীকাল সম্ভবত উত্তর দিতে দেরি হবে। — AKanik 💬 ১৮:০৭, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmad Kanik কোনো টেলিভিশন শো এর পোস্টার আপলোড করতে হলেও লাইসেন্স লাগবে? Ahmed Reza Khan (আলাপ) ১৮:১২, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

@Ahmed Reza Khan: চলচিত্র/টিভি অনুষ্ঠানের পোস্টার, ওয়েবসাইট/কম্পিউটার প্রোগ্রামের স্ক্রিনশট, বই/ম্যাগাজিনের প্রচ্ছদ - এসব ক্ষেত্রে অমুক্ত চিত্র ব্যবহারের যৌক্তিকতা থাকে। তাই আপলোড করতে পারবেন। তবে একটা বিষয় হল ওই চলচিত্র, টিভি অনুষ্ঠান, ওয়েবসাইট, কম্পিউটার প্রোগ্রাম, বই, ম্যাগাজিন নিয়ে যেন আলাদা নিবন্ধ থাকে এবং সেই নিবন্ধের শুরুর অংশে ব্যবহারের জন্য আপলোড করতে পারবেন। — AKanik 💬 ১৮:২৭, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmad Kanik আচ্ছা। আমি আপ কি আদালত নিবন্ধে একটা পোস্টার যুক্ত করেছি অমুক্ত হিসেবে আপলোড করে। এই নামের ইংরেজি নিবন্ধে কোনো চিত্র যুক্ত করা নেই। আমি কি এই একই পোস্টারটা ইংরেজি উইকিপিডিয়াও আপলোড করতে পারবো? Ahmed Reza Khan (আলাপ) ১৮:৪১, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan, আপনি বেশিরভাগ নিবন্ধে সূচনা অনুবাদ করে রেখে দিয়েছেন। অনুগ্রহ করে নিবন্ধগুলি সম্প্রসারণ করুন, ইংরজি উইকি থেকেই অনুবাদ করে সম্প্রসারণ করুন। ছবি যোগের চেয়ে নিবন্ধ সম্প্রসারণ করা জরুরী, এতে তথ্য যোগ করা জরুরী। একজন পাঠক একটি নিবন্ধ পড়তে এসে যদি তেমন তথ্য না পায় তবে কেমন হয়ে গেলো বলুন! আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৯, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
@Ahmed Reza Khan: বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার মূল নিয়মকানুন একই। তবে অনেকসময় কাজের ধরনে পার্থক্য থাকে। তাই ইংরেজি উইকিপিডিয়াতেও আপলোড করতে পাবার কথা, তবে আমার থেকে সেখানকার অভিজ্ঞ কেউ ভাল বলতে পারবেন। — AKanik 💬 ১৯:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
"Ahmad Kanik/সংগ্রহশালা ৩"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।