ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik
কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot) গন্ডগোল নিয়ে জানাতে (নভেম্বর ২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত আছি) বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।
Ishfaq1966-এর প্রশ্ন (০৫:২১, ৩১ অক্টোবর ২০২৩) সম্পাদনা
আমি একজন কবি লেখক ও ব্যাংকার। আমার ১৪ টি ব রয়েছে। ২০১২ সালে প্রায় ১২০০ পৃষ্টার 'ইসফাক কুরায়শী রচনাসমগ্র'ও প্রকাশিত হয়েছে। আমার ব্লগ ishfaqqurashi.blogspot,com মধ্যে কয়েকটি ইবুক ও প্রচুর লেখা আছে। সেখানে লেখক পরিচিতিতে আমার একটি জীবন বৃত্তান্ত রাখা আছে। আমাকে ইউকিপিডিয়াতে সংযুক্ত করে মানুষের কাছে সহজে পৌঁছে দিলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। এব্যাপারে আমার করণীয় কি, জানিয়ে বাধিত করিবেন। --Ishfaq1966 (আলাপ) ০৫:২১, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- @Ishfaq1966: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার কারো জীবনী স্থান পাবে কিনা তা WP:BIO নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। এই নীতিমালায় কেউ উত্তীর্ণ হলে আশা করা যায় স্বেচ্ছাসেবী অবদানকারীদের কেউ তার জীবনী নিয়ে নিবন্ধ লেখবেন। এক্ষেত্রে উইকিপিডিয়ায় আপনার নিজের কিছু করতে হবে না। তবে বিভিন্ন নিরপেক্ষ ও নির্ভরযোগ্য বই-পুস্তক, বিশ্বকোষ, সংবাদপত্রে যাতে আপনার সম্পর্কে যথেষ্ট বর্ণনা থাকে, সে বিষয়ে চেষ্টা করতে পারেন। কারণ এসব থেকেই উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবীরা তথ্য নিবেন। তারা তথ্য নিতে আপনার কাছে যাবেন না এবং আপনার নিজস্ব ব্লগ/ওয়েবসাইট ইত্যাদিও উল্লেখযোগ্যতা প্রমাণে কোনো কাজে আসবে না। — AKanik 💬 ১২:১৫, ৩১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
Assalamualaikum how are you? --Selim9840 (আলাপ) ১৬:৪৪, ১৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
কিভাবে উইকিপিডিয়ায় লিখতে হয় সম্পাদনা
আসসালামু আলাইকুম, উইকিপিডিয়াতে একটা বিষয়ে কিভাবে লিখতে হয় কি ককি নিয়ম আছে? Selim9840 (আলাপ) ০২:০৫, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Selim9840: উইকিপিডিয়া:টিউটোরিয়াল-সহ আপনার আলাপ পাতার স্বাগতম বার্তায় উল্লেখ করা নীতিমালা ও নির্দেশিকা পাতাগুলো দেখতে পারেন। এছাড়াও অনুলিপি করা, উল্লেখযোগ্যতা, নির্ভরযোগ্য উৎস, নিরপেক্ষতা ইত্যাদি নীতিমালা রয়েছে। — AKanik 💬 ০৬:৪৮, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
Huzaifa dsc-এর প্রশ্ন (১৭:৪৭, ২৬ নভেম্বর ২০২৩) সম্পাদনা
একটি নতুন পেইজ কিভাবে তৈরি করবো? --Huzaifa dsc (আলাপ) ১৭:৪৭, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Huzaifa dsc: আপনাকে ধন্যবাদ। প্রথমবার নিবন্ধ তৈরি করতে উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। প্রথমদিকে সম্পাদনা করতে উইকিপিডিয়া:টিউটোরিয়াল আপনাকে সাহায্য করবে। এছাড়া একটি নির্দেশিকা পাতাও রয়েছে, উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ। — AKanik 💬 ১৭:৫৯, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)