ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik/সংগ্রহশালা ১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ | সংগ্রহশালা ৩ | → | সংগ্রহশালা ৫ |
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সুপ্রিয় Ahmad Kanik! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১১:৫১, ২০ জুন ২০১৮ (ইউটিসি) |
সেপ্টেম্বর 2018
অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি করেছেন ওয়াহাবী আন্দোলন-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারন হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ।
যদি বুঝতে না পারেন, উইকিপিডিয়ায় কী ধরণের নিবন্ধ তৈরি করা যায়। তাহলে উইকিপিডিয়া কী নয় পাতাটি দেখুন। ধন্যবাদ! আ হ ম সাকিব (আলাপ · অবদান · ইমেইল) ১২:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- @Ahmad Kanik: অনুগ্রহপূর্বক অন্যের মন্তব্য মুছবেন না। উইকিপিডিয়ায় এটাকে ধ্বংসাত্মক কাজ বলে গণনা করা হয়। যদি মনে হয় মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তাহলে আপনার মন্তব্য যুক্ত করুন। অথবা কোন প্রশাসকের সাহায্য নিন। মনে রাখবেন, উইকিপিডিয়ায় কোনকিছুই একেবারে মুছে ফেলা সম্ভব নয়। তাছাড়া আমি আপনার শত্রু নই। আপনাকে প্রাথমিকভাবে সতর্ক করাই উদ্দেশ্য ছিল। আপনি উইকিপিডিয়ার নীতিমালা আরেকবার পড়ে দেখুন। ধন্যবাদ ! আ হ ম সাকিব (আলাপ · অবদান · ইমেইল) ১৩:২১, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- সাকিব ভাই, উইকিপিডিয়ার নীতিমালা না জানার কারণে এমনটা করেছিলাম। পরে ভুল বুঝতে পেরেছিলাম Ahmad ১৭:১৮, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ ভাই! আরেকটা বিষয়, কাউকে তার আলাপ পাতা ব্যতীত অন্য কোথাও উত্তর দিলে {{re|***}} (*** এর জায়গায় ব্যবহারকারী নাম লিখবেন) টেমপ্লেটটি ব্যবহার করবেন। অন্যথায়, উত্তরের সংবাদ পৌঁছেনা। অনেক অনেক ধন্যবাদ! আ হ ম সাকিব বার্তা ১৫:২৫, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- @আ হ ম সাকিব: আপনাকেও অনেক ধন্যবাদ। -Ahmad ১৬:১০, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- নিজের আলাপ পাতার অন্যের মন্তব্য মুছে ফেলা যাবে, বিষয়টি আমি এখানে বলেছি - Ahmad✉ ১৫:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
তথ্য অপসারণ প্রসঙ্গে
উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Fahim fanatic। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি নোবেল পুরস্কার ২০১৮-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ!
উক্ত নিবন্ধটিতে ব্যবহারকারী: বাইরুলের সম্পাদনা অপসারণ করেছেন। তার সম্পাদনা উইকিতে যে নিয়মে তথ্য সংযোজন করা হয়, সে রীতি অনুশীলন করা হয় নি, সঠিক। কিন্তু তার তথ্য ভুল ছিল না। তাই তার তথ্যগুলো থাকা উচিত ছিল, প্রয়োজনে আপনি সেখানে প্রয়োজনীয় তথ্যসূত্র সংযোজন করতে পারেন। পাশাপাশি, যে রীতি অনুসরণ করে সম্পাদনা করা হয়, সে একই রীতি আপনি অনুসরণ করতে পারেন। উইকিপিডিয়া আপনার আমার মত স্বেচ্ছাসেবকদের নিরলস শ্রমেই ঋগ্ধ হয়, তাই প্রতিটি সম্পাদনা যদি না অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় ও ধ্বংসপ্রবণ না হয়, সেক্ষেত্রে সে সম্পাদনা সম্পুর্ণ অপসারণ না করে, প্রাসঙ্গিক পরিবর্ধন, সংস্করণ করাই শ্রেয়তর। উইকিতে আপনার পথচলা আনন্দময় হোক। Fahim fanatic (আলাপ) ১৬:৩৪, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- দেখুন, তার করা সর্বশেষ সংস্করণে তার অগঠনমূলক সম্পাদনার কারণে আমি তার করা অন্য সম্পাদনাগুলো না দেখেই অন্য আরেকজনের সংস্করণে ফেরত নিয়ে যাই। এটাতো ইচ্ছাকৃত ছিল না। Ahmad ১৭:১২, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
স্বাগতম!
|
পুনর্নির্দেশ
শুভেচ্ছা নিবেন। কষ্ট করে পুনর্নিদেশাগুলি ঠিক করতে হবে না, বাংলা উইকিপিডিয়ায় এই কাজটি করার জন্য বট আছে। --আফতাব (আলাপ) ০২:৫৯, ৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ধন্যবাদ। বট পুনর্নির্দেশ ঠিক করার কাজও করে, সেটা জানা ছিলনা। Ahmad ০৩:৫০, ৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
নিরলস অবদানের পদক | |
সুপ্রিয় উইকিপিডিয়ান, গত ৩০ দিনে সর্বমোট কর্মের সংখ্যা ৩৩৩টি। এভাবে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধশালী করে তুলুন। — ফেরদৌস • ১৮:১১, ২৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি) |
- @Ferdous:
- আপনাকে ধন্যবাদ। আমি কখনো ভাবিনি যে, আমাকে পদক দেয়া হবে। - Ahmad✉ ০৭:৫১, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
মুহাম্মদ আব্দুল জলিল
সালাম নিবেন, অনেক কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করেছি,,আপনি বারবার ট্যাগ দিচ্ছেন নিরপেক্ষভাবে লিখার জন্য। একটা নিবন্ধন তৈরী হয় ব্যক্তির পক্ষের তথ্য-উপাত্য নিয়ে, আপনি সিনিয়র ব্যক্তি সে বিষয়ে আপনি আমার চেয়ে অধিক জ্ঞাত আছেন। এর চেয়ে তথ্য আমি দিতে পারতাম যদি উনার ইন্তেকালের সময় অনলাইন নিউজ পোর্টাল থাকতো। উনার ইন্তেকালের খবর জাতীয় এবং স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল(আংশিক জীবনী সহ)। যা সংগ্রহ করার চেষ্টা চলমান রয়েছে। একি নিবন্ধ কেউ একজন করেছে দেখেছিলাম তা ইতিপূর্বে অপসারিত হয়েছে। মুহাম্মাদ আব্দুল জলিল নিবন্ধনটি উইকিপিডিয়াতে সর্ব প্রথম আমি যোগ করেছি । দয়া করে ট্যাগটি তুলে দিন এর চেয়ে নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি।। হাফেয এম.এ জলিল এর মতো লেখেক-গবেষক বাংলাদেশের গর্ব। উনার নিবন্ধন উইকিপিডিয়াতে থাকা এবং তার সম্পর্কে জানার জান্য এই নিবন্ধনটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করি। তাই উইকিপিডিয়া প্রশাসক এবং ইউজারদের প্রতি আবেদন থাকবে এই নিবন্ধনটি মুছে না ফেলে বরং স্থায়ী করার প্রদক্ষেপ গ্রহন করার আবেদন জানাচ্ছি। YeasinArafatImran (আলাপ)YeasinArafatImran
- @YeasinArafatImran: আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু ঐ নিবন্ধে তথ্যের নিরপেক্ষতার কথা বলি নি। নিরপেক্ষতা বলতে আমি বুঝিয়েছি প্রশংসা বাদ দিয়ে শুধু তথ্য তুলে ধরতে হবে। - Ahmad✉ ১১:৩৫, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
মুহাম্মদ আব্দুল জলিল নিবন্ধনটি সম্পাদনা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই নিবন্ধনে নজর রাখুন, যাতে করে নিবন্ধনটি বহাল থাকে। আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগ করার ইচ্ছা পোষণ করছি। YeasinArafatImran (আলাপ) ০৫:১৭, ২০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)YeasinArafatImran
- আপনাকেও ধন্যবাদ। তবে কখনও প্রশাসকরা নীতিমালা অনুসারে নিবন্ধটি অপসারণের যোগ্য বিবেচনা করলে আমার কিছু করার থাকবে না - Ahmad✉ ০৫:৩৮, ২০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- @YeasinArafatImran: আপনি আমাকে ই-মেইল করতে পারেন এখানে - Ahmad✉ ০৫:৪৯, ২০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ YeasinArafatImran (আলাপ) ১১:৪০, ২৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)YeasinArafatImran
সাহায্য দরকার
ভাই আমি ইউকিপিডিয়াতে আমার online tvর নাম ও আদি বিত্ত লিখতে চাই কিভাবে কি করবো।বুঝতে পরছিনা — Kazi TV (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Kazi TV: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় শুধু বিখ্যাত কোনো ব্যক্তি, পণ্য সম্পর্কেই লেখা থাকে। আপনার অনলাইন টিভি বিখ্যাত কিছু মনে হচ্ছে না। আপনি যদি অউল্লেখযোগ্য কোনো টিভি সম্পর্কে লেখেন তাহলে তা মুছে ফেলা হবে। আপনি যেহেতু কী করবেন বুঝতে পারছেন না, একটু সময় নিয়ে উইকিপিডিয়ার সবকিছু ঘুরে দেখুন, নীতিমালাগুলো পড়ুন। তাহলেই বুঝতে পারবেন। - Ahmad✉ ১৭:০১, ২৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
হিন্দু পাতা পরিবর্তন
জনাব আপনার পরিবর্তনকৃত পাতার সহিত হিন্দু ধর্ম পাতার মিল নেই এক জায়গায় একরকম সংখ্যা অন্য জায়গায় হিন্দু মতাবলম্বীদের আলাদা সংখ্যা এতে সাধারন মানুষ বিভ্রান্তির শিকার হয়, এবং রেফারেন্সের সহিত যথাযথ মিল না থাকায় বিভ্রান্তি আরো বারে অনুগ্রহ পুর্বক সঠিক তথ্য প্রদান করুন এবং সাহায্য করুন ধন্যবাদ Rafiulkarimsh (আলাপ) ০৬:১৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) Rafiulkarimsh
- @Rafiulkarimsh: আমি নিজে থেকে কোনো তথ্য দেইনি। আমি শুধু আপনার এই পরিবর্তনটি বাতিল করেছি কারণ ভারতে প্রায় ১ বিলিয়ন বা ১০০০ মিলিয়ন মানুষের মধ্যে শুধু ৮৯ মিলিয়ন হিন্দু? কীভাবে? - Ahmad✉ ০৬:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
জনাব হিন্দু ধর্ম পাতায় মাঝে মধ্যে কিছু অবাঞ্চিত তথ্য দেয়া হয়ে থাকে যেমন ভারতে ১২০ কোটি হিন্দু, হিন্দু ধর্ম ২য় বৃহত্তর ধর্ম ইত্যাদি ইত্যাদি, আপনার কাছে উক্ত পাতায় নজর রাখার অনুরধ রইলো যেন সাধারন মানুষ বিভ্রান্তিকর তথ্যের স্বিকার না হয়, অনুগ্রহ পুর্বক উক্ত পাতা ঘুরে বিভ্রান্তিকর তথ্য অপসারন করে বাধিত করবেন ধন্যবাদ Rafiulkarimsh (আলাপ) ০৬:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) Rafiulkarimsh
- একটি তথ্য সংশোধন করলাম - Ahmad✉ ০৮:০৯, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
সম্পাদনা বাতিলে আপত্তি
এটা কোন যুক্তিতে বাতিল করলেন? সিলেটি ভাষা — Mainarwalker (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনার সম্পাদনায় ফেরত নিয়েছি - Ahmad✉ ০০:৩৭, ৫ মার্চ ২০১৯ (ইউটিসি)
রোলব্যাক মঞ্জুর
আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৭, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)
- @NahidSultan: আপনাকে ধন্যবাদ। আমি আরও আগেই আবেদন করতাম। কিন্তু উইকিপিডিয়ায় প্রথম দিকে আমার সম্পাদনা ভালো ছিল না, আমাকে আলাপ পাতায় সতর্কীকরণও দেয়া হয়েছিল, তাই মনে করেছিলাম আমি আবেদন করলে তা সফল হবেনা! - Ahmad✉ ১৬:১৫, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)
- ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন প্রয়োজন এবং ব্যবহারকারীর অবদান দেখে যদি তা প্রতিয়মান হয় সেক্ষেত্রে কোন প্রশাসকই সেটি বাতিল বলে চিহ্নিত করেন না। আপনার সম্পাদনা অব্যহত থাকুক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২২, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)
নীতিমালা দেওয়ার জন্য ধন্যবাদ
আমাকে উইকিপিডিয়ার নীতিমালা গুলো জানানোর জন্য ধন্যবাদ। আমি ভবিষ্যতে সতর্ক থাকবো। — Habibamki (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Habibamki: আপনাকেও ধন্যবাদ। - Ahmad✉ ১৬:২৯, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)
নাম্বার
আহমদ কনিক আপনার নাম্বার দিন — 37.111.202.9 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
- দেয়ার প্রয়োজন নেই - Ahmad✉ ০৯:০৬, ৬ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
সমার্থক শব্দ-এ সম্পাদনা বাতিলে আপত্তি
দয়া করে ছবিটা রাখলে খুশি হতামমীর মেহরাব হোসেন (আলাপ) ০৯:০৫, ৩০ মার্চ ২০১৯ (ইউটিসি)
- আলাপ পাতায় বার্তা দিয়েছি - Ahmad✉ ০৯:০৬, ৬ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
ধ্বংসপ্রবণতারোধী পদক | |
শুভেচ্ছা নেবেন। বিভিন্ন সক পাপেট একাউন্ট নির্ণয় করা ও বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা রোধে আপনার সামগ্রিক অবদানের প্রশংসা করছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৮, ১৩ এপ্রিল ২০১৯ (ইউটিসি) |
- আপনাকেও অনেক ধন্যবাদ। — Ahmad ১৩:৫৪, ১৩ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
নতুন ব্যবহাকারী
উইকিপিডিয়ায় আমি নতুন। কি করলে ভালো হবে সেই বিষয় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্প্রতি আমার একটি সম্পাদনা সি (প্রোগামিং ভাষা) পাতায় অ্যারে শিরোনামে ছিলো। user: Nafiur14 ভাই আমার সম্পাদনা অপসারণ করেছেন। কেন করেছেন তা একটু খতিয়ে দেখবেন কী? 😊 - ImranAvenger (আলাপ) ০৮:৫০, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: আপনার সম্পাদনাগুলো ফিরিয়ে এনেছি। উনি কেন অপসারণ করেছিলেন তা জানিনা — Ahmad ০৮:৫৯, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- @Ahmad:
আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পাদনাগুলো ফিরিয়ে আনার জন্য। 😊 - ImranAvenger (আলাপ) ০৯:০৯, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ
আসসালামুআলাইকুম, ভাই, আমি আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ নামের নিবন্ধ তৈরী করে ছিলাম কিন্তু এখন সেটাতে সমস্যা দেখাচ্ছে । আপনি একজন অভিজ্ঞ মানুষ। তাই আপনার সাহায্য কামনা করছি। ধন্যবাদ । Enamulhk
- @Enamulhk1998: ওয়ালাইকুম আসসালাম। আপনার তৈরি পাতাটি উইকিপিডিয়ার অপসারণ নীতিতে একজন প্রশাসক কর্তৃক অপসারিত হয়েছে। আপনার পাতাটিতে কি সমস্যা ছিল তা মনে নেই। তবে আপনি যদি পাতাটি পুনরায় তৈরি করতে চান তাহলে এখানে তৈরি করতে পারেন। — Ahmad ১৮:৩৯, ২২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ, ভাই। — Enamulhk1998 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
সাব-টাইটেল
উপশিরোনাম কিভাবে যুক্ত করতে হয়? যেমন— বাংলাদেশ এর উপশিরোনাম হলো 'দক্ষিণ এশিয়ার সার্বভৌম দেশ' 😊 - ImranAvenger (আলাপ) ১২:০৪, ২৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: নিবন্ধে ডেস্কটপ সংস্করণে পাতার বামদিকে উইকিউপাত্ত আইটেম লেখায় ক্লিক করলে যে পাতা পাবেন সেখানে Description/বিবরণ হিসেবে যেটা লেখা থাকে, সেটাই উপশিরোনাম। ওখানে সম্পাদনা লেখায় ক্লিক করে বিবরণ তৈরি বা সম্পাদনা করতে পারবেন (যদিনা পাতা সুরক্ষিত থাকে)। যেমন এখানে Description/বিবরণ অংশে কিছু লিখলে তা এনকোডার পাতায় উপশিরোনাম হিসেবে দেখাবে। ধন্যবাদ — Ahmad ১২:৩১, ২৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
@Ahmad Kanik:
সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। 😊
প্রতিশোধকারী 💪 আলাপ
১৭:১৩, ২৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
মাহমুদুল হাসান সোহাগ- উইকিপাতার তথ্য ডিলিট প্রসঙ্গে
আপনি বলছেন এখানে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে; যার কোন যৌক্তিকতা নেই। তাহলে কেন ডিলিট করলেন তথ্যগুলো? দয়া করে জানাবেন কী! — Amanat Ullah Sohan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Amanat Ullah Sohan: আমি মনে করি লেখাগুলো বিজ্ঞাপন ছিল এবং আমি লেখাগুলো ফিরিয়ে আনার বিরোধী। আপনি উইকিপিডিয়ার আলোচনা সভায় আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন এবং অন্য সম্পাদকদের মতামত নিতে পারেন, যে লেখাগুলো বিজ্ঞাপন ছিল কিনা। — Ahmad ০৯:০২, ৮ মে ২০১৯ (ইউটিসি)
বিতর সালাত
আসালামুয়ালাইকুম সালাম। স্যার বিতর সালাতের নিয়ম। আমি হাদিস থেকে যা পাইছি কাই দিলাম। আমার লেখাটির বাতির হলো কেনো? — Shahjalal Hanif (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Shahjalal Hanif: ওয়ালাইকুম আসসালাম। আপনি নিবন্ধটিতে WP:NOT#HOWTO এবং WP:POV নীতি অনুসরণ করে এমন করে লেখা যোগ ও সংশোধন করতে পারেন — Ahmad ১৬:৫৬, ১২ মে ২০১৯ (ইউটিসি)
টুইংকল
আসসালামু আলাইকুম, কেমন আছেন আহমাদ ভাই?
আমি টুইংকল ফিচারটি ব্যবহার করতে আগ্রহী। কিন্তু এটি কি মোবাইল ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে? আপনি কী দিয়ে টুইংকল ব্যবহার করেন? আর টুইংকল ব্যবহারের জন্য কি অতি সাবধানতা অবলম্বনের দরকার আছে?
— Avenger 💪 Talk
০৫:১০, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: ওয়ালাইকুম আসসালাম। আমি ভাল আছি। প্রশ্নের উত্তরগুলো হল: ১. এটি মোবাইলের সব ওয়েব ব্রাউজারে সমর্থন করে না। ২. আমি মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার দিয়ে টুইংকল ব্যবহার করি। (তবে এজন্য ডেস্কটপ মুডে যেতে হয়) ৩. সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে, তবে ভুলবশত কোনো সম্পাদনা করে ফেললে সম্পাদনা সারাংশে "ভুলবশত হয়েছে" লিখে পূর্বাবস্থায় ফেরত নিতে পারেন এবং ভুলবশত কোনো পাতা তৈরি হলে প্রশাসকদের বলে পাতাটি অপসারণ করে নিতে পারেন। টুইংকল নিয়ে পরীক্ষা নিরীক্ষাও আপনি নিজের খেলাঘর পাতায় করতে পারেন। — Ahmad ০৯:২৫, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: সাহায্য করার জন্য ধন্যবাদ। 😊 —
Avenger 💪 Talk
- ১০:১০, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: টুইংকল ইনস্টল হয়েছে এবং স্ক্রিপ্ট এ অনেকগুলো অপশন দেখেছি যা দেখে আমি দ্বিধান্বিত। তাছাড়া টুইংকল ব্যবহারের ডিটেইলস পড়তে চেয়েছিলাম কিন্তু সবকিছু ইংরেজি তে লিখা। তবে যা হোক, আমি টুইংকলের প্রাথমিক ব্যবহার করতে চাই। তার জন্য আপনি খেলাঘরে পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু খেলাঘরে টুইংকলের ব্যবহার কীভাবে করবো? একটি টুইংকলের উপপাতাও তৈরি হয়েছে। —
Avenger 💪 Talk
- ১৬:৪৭, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: টুইংকলের অনেকগুলো ব্যবহার রয়েছে। পুনর্বহাল, পূর্বের সংস্করণে ফেরত যাওয়া, দ্রুত অপসারণ প্রস্তাব, অপসারণ আলোচনা পাতা তৈরি, পাতা সুরক্ষিত করার আবেদন করা, সতর্কীকরণ বার্তা দেয়া ইত্যাদি। খেলাঘরে আপনি পূর্বের সংস্করণে ফেরত যাওয়া পরীক্ষা করতে পারেন। এজন্য আপনাকে সম্পাদনা পার্থক্যে যেতে হবে। এরপর যে সংস্করণের উপরে 'এই সংস্করণটি ফিরিয়ে আনুন'-এ ক্লিক করবেন, পাতাটি সেই সংস্করণে ফিরে যাবে। আপনি যখন ডেস্কটপ মুডে কোনো পাতা দেখবেন, তখন 'ইতিহাস দেখুন', 'আরও' এর পাশে 'টুইংকল' লেখা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে টুইংকলের বাকি অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এগুলোও খেলাঘরে পরীক্ষা করতে পারেন, তবে 'অপসারণ প্রস্তাবনা', 'সতর্কীকরণ বার্তা দেয়া' অংশগুলো না বুঝে পরীক্ষা করা উচিত হবে না। ধন্যবাদ — Ahmad ১৭:২১, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: সত্যিই উইকিপিডিয়ানরা উদার মনের হয়। উইকিপিডিয়ায় না আসলে সেটা বোঝতাম না। উইকিপিডিয়ানরা সেচ্ছায় কাজ করে থাকে। আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
- যা হোক, টুইংকলের 'অপসারণ প্রস্তাবনা' ও 'সতর্কীকরণ বার্তা' এই অপশনগুলো কি আমার খেলাঘরে প্রয়োগ করতে পারবো না?—
Avenger 💪 Talk
- ১৭:৫৮, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: 'অপসারণ প্রস্তাবনা' এখানে থাকা পাতাগুলোর মতো একটি পাতা তৈরি করবে। প্রয়োজন ছাড়া এমন পাতা তৈরি করা উচিত হবেনা। আর আপনি যখন কোনো ব্যবহারকারীর আলাপ পাতায় থাকবেন, শুধু তখনই টুইংকলে 'সতর্কীকরণ বার্তা' দেয়ার অপশনটি দেখতে পাবেন। আপনি চাইলে নিজের আলাপ পাতায় এটি পরীক্ষা করতে পারেন, পরীক্ষা শেষে বার্তাগুলো মুছে দিতে পারেন। — Ahmad ২২:০০, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: আলহামদুলিল্লাহ টুইংকল দিয়ে আমি প্রাথমিকভাবে অসম্পূর্ণ নিবন্ধসমূহে সাধারণ ট্যাগসমূহ যুক্ত করছি। যেমন—
{{উৎসহীন}}
। বেশ ভালই লাগে। 😊 আবার 'অপসারণ প্রস্তাবনা'—র একটি অপশন আমার আলাপ পাতায় প্রয়োগ করেছিলাম। যার দরুন একটি অপসারণ প্রস্তাবনা পাতাও তৈরি হয়েছে। পাতা:— উইকিপিডিয়া:Miscellany for deletion/ব্যবহারকারী আলাপ:ImranAvenger। কথা হলো এই পাতার জন্য সম্মানিত প্রশাসকবৃন্দ কি বিরক্ত হবেন? আমি তো পরীক্ষার জন্য করেছিলাম। তারপর দেখি পাতাটি তৈরি হয়ে গেছে। আপনি এই পাতাটিও অপসারণ করার জন্য প্রশাসকদের অনুরোধ করতে পারেন। —Avenger 💪 Talk
- ০৬:১২, ১৫ মে ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: আমি পাতাটিতে দ্রুত অপসারণ ট্যাগ যোগ করেছি। প্রশাসকরা বিরক্ত হবেন কিনা জানিনা। — Ahmad ০৮:৪৬, ১৫ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: আলহামদুলিল্লাহ টুইংকল দিয়ে আমি প্রাথমিকভাবে অসম্পূর্ণ নিবন্ধসমূহে সাধারণ ট্যাগসমূহ যুক্ত করছি। যেমন—
- @ImranAvenger: 'অপসারণ প্রস্তাবনা' এখানে থাকা পাতাগুলোর মতো একটি পাতা তৈরি করবে। প্রয়োজন ছাড়া এমন পাতা তৈরি করা উচিত হবেনা। আর আপনি যখন কোনো ব্যবহারকারীর আলাপ পাতায় থাকবেন, শুধু তখনই টুইংকলে 'সতর্কীকরণ বার্তা' দেয়ার অপশনটি দেখতে পাবেন। আপনি চাইলে নিজের আলাপ পাতায় এটি পরীক্ষা করতে পারেন, পরীক্ষা শেষে বার্তাগুলো মুছে দিতে পারেন। — Ahmad ২২:০০, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: টুইংকলের অনেকগুলো ব্যবহার রয়েছে। পুনর্বহাল, পূর্বের সংস্করণে ফেরত যাওয়া, দ্রুত অপসারণ প্রস্তাব, অপসারণ আলোচনা পাতা তৈরি, পাতা সুরক্ষিত করার আবেদন করা, সতর্কীকরণ বার্তা দেয়া ইত্যাদি। খেলাঘরে আপনি পূর্বের সংস্করণে ফেরত যাওয়া পরীক্ষা করতে পারেন। এজন্য আপনাকে সম্পাদনা পার্থক্যে যেতে হবে। এরপর যে সংস্করণের উপরে 'এই সংস্করণটি ফিরিয়ে আনুন'-এ ক্লিক করবেন, পাতাটি সেই সংস্করণে ফিরে যাবে। আপনি যখন ডেস্কটপ মুডে কোনো পাতা দেখবেন, তখন 'ইতিহাস দেখুন', 'আরও' এর পাশে 'টুইংকল' লেখা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে টুইংকলের বাকি অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এগুলোও খেলাঘরে পরীক্ষা করতে পারেন, তবে 'অপসারণ প্রস্তাবনা', 'সতর্কীকরণ বার্তা দেয়া' অংশগুলো না বুঝে পরীক্ষা করা উচিত হবে না। ধন্যবাদ — Ahmad ১৭:২১, ১৪ মে ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: টুইংকল ইনস্টল হয়েছে এবং স্ক্রিপ্ট এ অনেকগুলো অপশন দেখেছি যা দেখে আমি দ্বিধান্বিত। তাছাড়া টুইংকল ব্যবহারের ডিটেইলস পড়তে চেয়েছিলাম কিন্তু সবকিছু ইংরেজি তে লিখা। তবে যা হোক, আমি টুইংকলের প্রাথমিক ব্যবহার করতে চাই। তার জন্য আপনি খেলাঘরে পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু খেলাঘরে টুইংকলের ব্যবহার কীভাবে করবো? একটি টুইংকলের উপপাতাও তৈরি হয়েছে। —
- @Ahmad Kanik: সাহায্য করার জন্য ধন্যবাদ। 😊 —
বাংলা অনুবাদ নিবন্ধ ২০১৯
ভাই আমার পোলো নিবন্ধ টা বাংলা অনুবাদ কাজ শেষ এখন আমি নিবন্ধ টি জমা দিতে চাই। কি ভাবে জমা দিমু ? Shahjalal Hanif ০৮:৩১, ২২ মে ২০১৯ (ইউটিসি)
- @Shahjalal Hanif: নিবন্ধ টি জমা দিতে এখানে যেয়ে
# [[পোলো]]-- ~~~~
লিখে যুক্ত করে পরিবর্তন প্রকাশ করুন। — Ahmad ০৯:২৮, ২২ মে ২০১৯ (ইউটিসি)- @Shahjalal Hanif: আপনি উপরের লেখা সম্পাদনা না করে সবার শেষে
# [[পোলো]]-- ~~~~
যুক্ত করে পরিবর্তন প্রকাশ করুন। — Ahmad ০৯:৫৬, ২২ মে ২০১৯ (ইউটিসি)
- @Shahjalal Hanif: আপনি উপরের লেখা সম্পাদনা না করে সবার শেষে
Dhonnobad vai — Shahjalal Hanif (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
নিবন্ধে সমস্যা
আমি ইবরাহিম শওকত,আমার প্রবন্ধে কী সমস্যা?ইবরাহিম শওকত (আলাপ) ০৬:২৯, ২৫ মে ২০১৯ (ইউটিসি)
- @ইবরাহিম শওকত: নিবন্ধে কোনো নির্ভরযোগ্য ও উক্ত ফোরাম থেকে সম্পর্কহীন তথ্যউৎস নেই যা থেকে সেটি বিশ্বকোষে স্থান পাবার মত উল্লেখযোগ্য প্রমাণিত হয়। আরও তথ্যের জন্য উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) দেখুন। এছাড়া en:WP:COI, WP:NOT#SOAP দেখুন। ধন্যবাদ — Ahmad ০৬:৩৮, ২৫ মে ২০১৯ (ইউটিসি)
তথ্য সমূহ শীঘ্রই যোগ করা হবে। ইবরাহিম শওকত (আলাপ) ০৬:৪০, ২৫ মে ২০১৯ (ইউটিসি)
সাহায্য
ভাই আমি কি জান্তে পারি বারিষাব ইউনিয়ন থেকে কেন ছবি গুলো সরানো হয়েছে। TowfiqSultan (আলাপ) ০৫:৪০, ২৪ জুন ২০১৯ (ইউটিসি)
অনুরোধ
বারিষাব ইউনিয়ন এইনিন্ধন টি কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল.... ধন্যবাদ — 43.250.80.116 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
প্রয়োজন জরুরি
ভাই একটা কল দিতে পারেন? আমি তিতুমীর কলেজের শিক্ষা। তিক্ত নাজমুল (আলাপ) ১০:২৩, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)
- এখানে বলুন, অথবা ইমেইলে — Ahmad ১০:২৯, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)
ভুল বার্তা
দুঃখিত, নিবন্ধটি তালিকাতেই ছিলো না, এটা খেয়াল করিনি। ভুল বার্তা দিয়েছিলাম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৪, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)
- সমস্যা নেই। — Ahmad ০৫:৩৬, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)
"মেঘনা নিউজ" সম্পর্কিত নিবন্ধ
মেঘনা নিউজ নিবন্ধটি যেন না মুছে দেয়া হয় সেজন্য কি কি তথ্য সঙ্গযোজন করা প্রয়োজন তা জানালে কৃতজ্ঞ থাকব। — 62.215.182.180 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
- মেঘনা নিউজ কি এখানে উল্লেখ করা ৫টি মানদন্ডের একটিও পূর্ণ করে? যদি করে তাহলে নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে তা প্রমাণ করুন। তাহলে অপসারিত হবে না। — Ahmad ১৪:১৩, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)
বাংলা নীতিমালা
নীতিমালা দেখানোর জন্য (যেমন উপরের অনুচ্ছেদ) ইংরেজি উইকির বদলে বাংলা উইকির পাতার লিঙ্ক দেয়ার অনুরোধ জানাই (হ্যাঁ, জানি অনেকে নীতিমালার অনুবাদ বাকি। তা সত্ত্বেও ) । আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৫, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)
- আচ্ছা। ধন্যবাদ — Ahmad ১৪:৫০, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)
পাতার শিরনাম পরিবর্তন প্রসঙ্গে
ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এর পরিবর্তে ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট দিলে ভাল হয়। — ShyamolSingha (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আমার মনে হয় ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আলাদা আলাদা নিবন্ধ তৈরি দরকার নেই ওয়েব ডেভেলপমেন্ট পাতাতেই অনুচ্ছেদ করে দেয়া যায়। — Ahmad ১০:০৬, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)
আমার নিবন্ধ অপসারণ প্রসঙ্গে
আমার নিবন্ধ ‘প্রবচন মিডিয়া’ অপসারণে আপত্তি জানাচ্ছি। গুরুত্বপূর্ণ নয় বলে আমার নিবন্ধ অপসারণ করা হয়েছে। কিন্তু প্রবচন মিডিয়া বর্তমান বাংলাদেশের ইসলামি অঙ্গণে লেখালেখি ও গানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তাই আমার নিবন্ধটি পূনরায় ফিরিয়ে আনা হোক। — Kajee Hamdullah (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- ‘প্রবচন মিডিয়া’ যদি উল্লেখযোগ্য হয় তাহলে নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে তা প্রমাণ করুন। — Ahmad ০২:৫৭, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)
আলহাম্বরা
Alhambra শব্দটি বাংলা উচ্চারনে আলহাম্বরা / আলহামরা হবে নিশ্চিত হওয়া দরকার। --ব্যবহারকারী:স্থপতি খালিদ মাহমুদ
- শব্দের উচ্চারণ বিষয়ে আমার তেমন জ্ঞান নেই। আপনি WP:আলোচনাসভা পাতায় প্রশ্ন করলে, উত্তর পেতেও পারেন। — Ahmad ০৮:১২, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)
তথ্যছক
একটি উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ সৃষ্টি করতে চাচ্ছি। তাই একটি তথ্যছক প্রয়োজন। কিন্তু, আমি এমন একটা তথ্যছক চাই যাতে সব প্যারামিটার যুক্ত থাকে। দয়া করে সাহায্য করুন। — ImranAvenger (আলাপ) ১৬:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: {{তথ্যছক বিদ্যালয়}} ব্যবহার করতে পারেন। অতিরিক্ত প্যারামিটারের প্রয়োজন হলে
|free_label = অতিরিক্ত প্যারামিটারের নাম |free_text = অতিরিক্ত প্যারামিটারের মান |free_label1 = আরেকটি অতিরিক্ত প্যারামিটারের নাম |free_text1 = আরেকটি অতিরিক্ত প্যারামিটারের মান
- এভাবে যুক্ত করতে পারবেন। — Ahmad ১৬:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। — ImranAvenger (আলাপ) ১৮:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
Community Insights Survey
Share your experience in this survey
Hi Ahmad Kanik/সংগ্রহশালা ১,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with উইকিপিডিয়া and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
আপনার জন্য একটি পদক!
ধ্বংসপ্রবণতারোধী পদক | |
আপনি নিয়মিত বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে যাচ্ছেন। স্প্যাম রোধ, অগ্রহণযোগ্য ব্যবহারকারী নাম নিয়ে কাজসহ অসংখ্য এমন ভালো কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য শুভ কামনা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) |
- @NahidSultan: ধন্যবাদ — Ahmad ০৩:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
Reminder: Community Insights Survey
Share your experience in this survey
Hi Ahmad Kanik/সংগ্রহশালা ১,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
ভাইয়া, একটা বিষয় একটু দেখবেন প্লিজ
আমি দেখলাম গ্রীক অক্ষর থিটা নামে কোন পেইজ নাই। তাই একটা বানালাম। এখন দেখি থেটা একটা পেইজ আছে। এখন কি করি বলুন তো। — কুউপুলক (আলাপ) ১৬:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Kupulak: থেটা পাতাটিকে থিটা পাতায় পুনর্নির্দেশ করেছি — Ahmad ১৭:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- ধন্যবাদ — কুউপুলক (আলাপ) ১৭:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
Reminder: Community Insights Survey
Share your experience in this survey
Hi Ahmad Kanik/সংগ্রহশালা ১,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
নিবন্ধের নাম পরিবর্তন
ফুড পান্ডা নিবন্ধটির নাম ইংরেজিতে foodpanda। তাতে কোনো স্পেস নেই। সেই হিসাবে বাংলাতেও একই সাথে হওয়া দরকার।—ImranAvenger (আলাপ) ০৪:২৯, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: প্রথমে নিবন্ধের আলাপ পাতায় নিবন্ধটি স্থানান্তর করতে চান তা লিখুন। এরপর কয়েকদিন অপেক্ষা করে দেখুন কেউ আপত্তি করে কিনা। কেউ আপত্তি না করলে আপনি স্থানান্তর করে ফেলুন। — Ahmad ০৪:৪৯, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: যেকোনো নিবন্ধ স্থানান্তর বা নিবন্ধ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় সেই বিষয়ে আলোচনা করুন অথবা নিবন্ধটি যিনি তৈরি করেছেন তাকে বার্তা দিতে পারেন। সুতরাং অন্য কাউকে বার্তা দিয়ে নিবন্ধ সৃষ্টিকারী কর্তৃক নিজের প্রতি নেতিবাচক মনোভাব যাতে না জন্মায় সেভাবেই উইকিতে অবদান রাখুন। উল্লেখ্য, Ahmad Kanik যদি প্রশাসক হতো তাহলে ব্যাপারটা ঠিক ছিলো। অন্য কারো ওপর ব্যক্তিগত আক্রমণ না হয় মতো কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৭:২৩, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @RiazACU এবং Ahmad Kanik: কোন নীতিমালার উপর ভিত্তি করে আপনি এই কথা বলছেন যে তিনি প্রশাসক নয় বলে তার কাছে সাহায্য চাওয়া যাবেনা? আমি শুরু থেকেই তাঁর কাছ থেকে সাহায্য নেই, এই অনুচ্ছেদের নিছে আরেকটা অনুচ্ছেদ দেখুন যে আমি তার কাছে প্রায়শই সাহায্য নেই। আর তিনি তো কোনো ভুল সিদ্ধান্ত দেননি, তিনি নিবন্ধের আলাপ পাতায় বার্তা রাখতে বলেছেন। আমিও রাখলাম আর আপনিও আলোচনা করলেন এবং সমাধানও হয়ে গেলো। আর এখানে ব্যক্তিগত আক্রমণের কি হলো? শুধু শুধু নেতিবাচক ধারণা নিচ্ছেন।—ImranAvenger (আলাপ) ০৭:৩৭, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @RiazACU: উইকিপিডিয়ায় একটি নিবন্ধ তৈরি করলে
সেটি আর আপনার থাকে না,সেটি উইকিপিডিয়ার হয়ে যায়। এজন্য লেখা থাকে "সংরক্ষণের দ্বারা, আপনি এই বিষয়ে একমত হচ্ছেন যে, আপনার অবদান, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্স ৩.০ এবং গনু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স (জিএফডিএল)-এর আওতাভুক্ত। এছাড়া আপনি আরও একমত হচ্ছেন যে, আপনার অবদান অন্যান্য ব্যবহারকারীদের দ্বারাও সম্পাদিত হতে পারে, এবং সেটা খুব কম থেকে খুব বেশি যেমন, হাইপারলিঙ্ক বা আপনার অবদানকৃত পৃষ্ঠার নাম (ইউআরএল) পর্যন্ত হতে পারে। ব্যবহারের শর্তাবলীতে বিস্তারিত দেখুন।" — Ahmad ০৭:৪৮, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @RiazACU: উইকিপিডিয়ায় একটি নিবন্ধ তৈরি করলে
- @RiazACU এবং Ahmad Kanik: কোন নীতিমালার উপর ভিত্তি করে আপনি এই কথা বলছেন যে তিনি প্রশাসক নয় বলে তার কাছে সাহায্য চাওয়া যাবেনা? আমি শুরু থেকেই তাঁর কাছ থেকে সাহায্য নেই, এই অনুচ্ছেদের নিছে আরেকটা অনুচ্ছেদ দেখুন যে আমি তার কাছে প্রায়শই সাহায্য নেই। আর তিনি তো কোনো ভুল সিদ্ধান্ত দেননি, তিনি নিবন্ধের আলাপ পাতায় বার্তা রাখতে বলেছেন। আমিও রাখলাম আর আপনিও আলোচনা করলেন এবং সমাধানও হয়ে গেলো। আর এখানে ব্যক্তিগত আক্রমণের কি হলো? শুধু শুধু নেতিবাচক ধারণা নিচ্ছেন।—ImranAvenger (আলাপ) ০৭:৩৭, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @Ahmad Kanik: ওনি গতকালকেও এই নিবন্ধটি নিয়ে আমাকে বেশ কয়েকটি আলাপ পাতায় বার্তা দিয়েছেন। বিষয়টা নিয়ে খারাপ লাগলো তাই বললাম। দুইজনকেই ধন্যবাদ - রিয়াজ ০৭:৫৪, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @RiazACU: কিন্তু তিনি কোথাও ব্যক্তিগত আক্রমণ করেননি, বরং সঠিক কাজ করেছেন — Ahmad ০৮:০৩, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: যেকোনো নিবন্ধ স্থানান্তর বা নিবন্ধ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় সেই বিষয়ে আলোচনা করুন অথবা নিবন্ধটি যিনি তৈরি করেছেন তাকে বার্তা দিতে পারেন। সুতরাং অন্য কাউকে বার্তা দিয়ে নিবন্ধ সৃষ্টিকারী কর্তৃক নিজের প্রতি নেতিবাচক মনোভাব যাতে না জন্মায় সেভাবেই উইকিতে অবদান রাখুন। উল্লেখ্য, Ahmad Kanik যদি প্রশাসক হতো তাহলে ব্যাপারটা ঠিক ছিলো। অন্য কারো ওপর ব্যক্তিগত আক্রমণ না হয় মতো কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৭:২৩, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
কপিরাইট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইট থেকে লোগো নিয়ে কমন্সে আপলোড করতে চাচ্ছি, দয়া করে দেখুন তো এটা কপিরাইটের আওতাভুক্ত কিনা। কপিরাইটের আওতাভুক্ত হলে উইকিপিডিয়ায় মুক্ত নয় লোগো তে আপলোড দিবো।—ImranAvenger (আলাপ) ০৬:৫৯, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @ImranAvenger: সব প্রতিষ্ঠানের লোগো কপিরাইটযুক্ত ধরা হয়, যতক্ষণ পর্যন্ত না জানা যায় যে, তারা তাদেরটা কপিরাইটমুক্ত ঘোষণা করেছেন। তাই আপনি বাংলা উইকিপিডিয়াতেই আপলোড করুন। — Ahmad ০৭:৪০, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
Mobiledokan
আমি MobileDokan.co এর মালিক বলছি। আমি চাই যে আমার website এর পেজ উইকিপিডিয়াতে যোগ হোক। — 42.0.5.248 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
ব্যাঘ্র প্রকল্প ২০১৯
কেমন আছেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। আপনার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে আপনার যোগদানে বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৭, ২৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- @আফতাব ভাই: ধন্যবাদ। আমি আসলে অনুবাদে দক্ষ নই। তবু তালিকায় খুঁজে দেখছি, কোনো নিবন্ধ সহজে অনুবাদ করতে পারব কিনা — Ahmad ১৪:০৯, ২৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
নিবন্ধ অনুবাদ
ভাই, আপনি কি বার্নাবাসের সুসমাচার নিবন্ধটির অনুবাদে সাহায্য করতে পারবেন? - কামাল আহমেদ পাশা (আলাপ) ০৬:৩৮, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- @কামাল আহমেদ পাশা: দুঃখিত, আমি ব্যস্ততার কারণে সম্ভবত সাহায্য করতে পারব না। তবে সময় পেলে চেষ্টা করতে পারি -— Ahmad ০৭:০২, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
অস্ত্রোপচার
আসালামুয়ালাইকুম। অস্ত্রোপচার পাতাটির ইতিহাস এবং সঠিক তথ্য দিতেই আমি যোগ করেছি। কিন্তু উইকিপিডিয়া যদি তা গ্রহন না করে তাহলে আমার করার কিছু নাই। আমিও চাই বাংলা উইকিপিডিয়া সঠিক তথ্য দিয়ে গরে উঠুন। যাতে বাংলার মানুষ উইকিপিডিয়াকে ভালোবাসে। আর অস্ত্রাপচারের সঠিক ইতিহাস টা আপনিও যেনে নিয়েন। আশা করি ফলাফল এরি আসবে। ধন্যবাদ।— Shahjalal Hanif (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।